Bartaman Patrika
বিকিকিনি
 

জীবন্ত সেতুর দেশে

মেঘ-পাহাড় ও ঝর্ণার দেশ মেঘালয়। সহজ সরল মানুষের জীবনযাত্রার ধরন উপভোগ করতে ঘুরে আসুন সেখান থেকে।

শৈলশহর শিলংয়ে পৌঁছতে গুয়াহাটি থেকে ছয় নম্বর জাতীয় সড়ক ধরলে ঘণ্টা তিনেক সময় লাগবে। পথেই দেখা হল মেঘালয়ের বৃহত্তম হ্রদ উমিয়াম লেকের সঙ্গে। তবে স্থানীয়দের মুখে এই লেক বড়াপানি নামেই প্রচলিত। পড়ন্ত বেলার সূর্য কিরণে পশ্চিম আকাশ তখন আবির খেলায় মত্ত আর বড়াপানির সুবিশাল গাঢ় নীল জলরাশিতে  তখন বেলা শেষের ক্লান্ত ছায়া। পূর্বের স্কটল্যান্ড নামে খ্যাত মেঘালয়ের  দ্রষ্টব্য স্থানগুলো প্রধানত রাজধানী শিলং ও শোহরাকে  ঘিরে অবস্থিত। শোহরা কিন্ত এখনও  বিখ্যাত সেই চেরাপুঞ্জি নামেই। মেঘেদের এই রাজ্যে আছে একাধিক ঢেউ খেলানো পাহাড়, ছোট-ছোট ঝোরা, অপরূপ সুন্দর চোখজুড়ানো জলপ্রপাত, মালভূমি ও দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর। গ্রীষ্ম, বর্ষা, শীত প্রতিটি ঋতুতে মেঘালয় সেজে ওঠে অচেনা নতুন সাজে। বৃষ্টি ভেজা চেরাপুঞ্জি বা কুয়াশা মাখা শিলং প্রতিদিনই তার সহজ সরল জনজীবনের এক নিটোল গল্প। আর এই গল্পের টানেই সবাই আসে মেঘ-পাহাড় ও ঝর্ণার দেশ মেঘালয়ে। সহজ-সরল মানুষগুলোর কঠিন সংগ্রাম ও জীবনাদর্শ কীভাবে একটি জাতিকে উন্নতির শিখরে 
পৌঁছে দিতে পারে তা মেঘালয়ে 
এলেই বোঝা যায়। 
       শিলংয়ের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে এলিফ্যান্ট ফলস, শিলং পিক ও মূল শহর থেকে ২৫ কিলোমিটার দূরের লাইটলুম ক্যানিয়ন প্রায় সবারই   একটি স্বপ্নের গন্তব্য। শিলংয়ে একটি  রাত কাটিয়ে পরদিন ভোরেই রওনা  দিলাম ৮৪ কিমি দূরে ডাউকির পথে। উমগট নদীর তীরে ডাউকি ছাড়াও রয়েছে আর দু’টি  সুন্দর গ্রাম দারাংগ ও শনংপেডং। রংবেরঙের সব নৌকা দাঁড়িয়ে নদীর পাড়ে, নির্ধারিত নৌকায় ভেসে পড়লাম এশিয়ার সবচেয়ে স্বচ্ছ নদীর জলে। শীতকালে কাচের মতো পরিষ্কার থাকে এই নদীর জল। মনে করা হয় এই নদীর স্বচ্ছতা সমগ্র মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সতেজতা ও সার্বিক পরিচ্ছন্নতার নিদর্শন। ডাউকির কাছেই সীমান্তবর্তী তামাবিল চেকপোস্টের ওপারে বাংলাদেশের সিলেট শহর।
একটি সম্পূর্ণ দিন হাতে রাখতে হয় ডাউকি ও তার আশপাশের গ্রাম ঘুরে দেখার জন্য। উমগট নদীর হিমেল হাওয়ায় নৌকা বিহার মেঘালয়ের একটি স্মরণীয় উপহার।
     মেঘালয়ের আসল সৌন্দর্য যা সকলকে বিমোহিত করে তা হল চেরাপুঞ্জির জলপ্রপাত। মৌসিনরামের পূর্বে চেরাপুঞ্জি ছিল পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান তবে বৃষ্টির পরিমাণ নির্ণয়ে কম বেশি কিছুটা হলেও চেরাপুঞ্জির জলপ্রপাতগুলো বর্ষায় হয়ে ওঠে প্রাণবন্ত। তার শব্দ শোনা যার বহুদূর থেকে পাহাড়ের বাঁকে বাঁকে। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথেই দেখে নিলাম ডেইনথেলেন জলপ্রপাত, সেভেন সিস্টার্স ওয়াটার ফলস ও ওয়া-কাবা ফলস যার দিকে শুধু তাকিয়ে থাকা যায় ঘণ্টার পর ঘণ্টা ভাষাহীন নিষ্পলক চোখে। চেরাপুঞ্জির কাছে মাওসমাই গুহা মেঘালয়ের আবিষ্কৃত সেরা গুহাগুলোর মধ্যে অন্যতম। 
     অন্ধকার সংকীর্ণ গুহাপথে কখনও হামাগুড়ি দিয়ে কখনও বা নিচু হয়ে বেঁকে আলতো করে শরীরকে দুটো পাহাড়ের মধ্যে দিয়ে এলিয়ে কোনওমতে এগিয়ে গেলাম গুহাপথের অন্দরে, অবাক নয়নে  দেখলাম চুনাপাথরের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হওয়া অপূর্ব এক প্রাকৃতিক ভাস্কর্য।
    চেরাপুঞ্জিতে আজ আমাদের দ্বিতীয় দিন। সকালে জলখাবার খেয়ে রওনা দিলাম আমাদের মেঘালয় ভ্রমণের উইশলিস্ট-এর সেরা আকর্ষণ, ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। চেরাপুঞ্জি থেকে প্রায় ১৫ কিমি দূরত্ব তিরনী গ্রামের। রুট ব্রিজের প্রবেশদ্বার। এখানে পৌঁছতে সময় লেগেছিল প্রায় এক ঘণ্টা। সরু পথের দু’ধারের ঘন জঙ্গল। পথে যেতে যেতে দেখতে পেলাম ঘোমটা পরা মেঘেদের আকাশ জুড়ে জাদুর খেলা। বাতাসের ছন্দে, কখনও মৃদু আন্দলনে, কখনও বা বাতাসের তীব্র গতির আলিঙ্গনে মেঘেদের আশ্চর্য সব মায়াবী রূপ। নীল আকাশে ধবল মেঘেদের এই ইন্দ্রজাল মেঘালয়ে এলেই শুধু 
দেখা যায়।
     গোটা মেঘালয় জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর রুট ব্রিজ। তবে নংরিয়াট গ্রামে উমশিয়াং নদীর ওপর এই জীবন্ত ডাবল ডেকার সেতুটি মেঘালয় ছাড়া পৃথিবীর আর অন্য কোনও দেশে আছে কিনা, আমার জানা নেই। 
রাবার গাছের শরীর থেকে বেরিয়ে আসা শক্তপোক্ত শেকড় দ্বারা তৈরি হয় এই সেতুগুলো। কখনও ফাঁপা গাছের গুঁড়ির মধ্যে দিয়ে, কখনও 
বা  দু’পারের দু’টি গাছের শিকড় টানটান করে বিনুনির মতো একে অপরের সঙ্গে জড়ানো হয়। এই শিকড়গুলোর দৈর্ঘ্য একশো ফুটের বেশি বই কম নয়।
     গাড়ি আমাদের নামিয়ে দিল একটি তোরণের সামনে। সেখান থেকে জঙ্গল পথে অন্ততপক্ষে সাড়ে তিন হাজার সিঁড়ি ভেঙে পৌঁছতে হবে আশ্চর্যের সন্ধানে। সামনের দোকান থেকে সবাই একটা করে বাঁশের লাঠি সংগ্রহ করলাম। শুরু হল পথ চলা। নামা ওঠা সব মিলিয়ে মোট ৭০০০ সিঁড়ি। দূর থেকে দেখলে মনে হয় শেষ সিঁড়িটা বুঝি পৌছে দেবে মহিরাবনের পাতালে।
     প্রায় দেড় হাজার সিঁড়ি অতিক্রম করে পৌঁছলাম নংথিম্মাই গ্রামে । জঙ্গল ও পাহাড়ের ঘেরাটোপে নদীর পাশে গড়ে উঠা সুন্দর এই  গ্রামের চারদিকে শুধু ফুলের মেলা। গ্রামের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম একটি জীবন্ত সেতুর কাছে যার নীচ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। সেতু পার করে, নদীর পিচ্ছিল 
পাথরে পা ফেলে ফেলে মিলিত হলাম আবার সিঁড়ি পথের সঙ্গে। এভাবে সিঁড়ি পথ বেশ কিছুটা কম হল বটে তবে জীবন সংশয়ের মারাত্মক ঝুঁকি নিয়েছিলাম আমরা। 
      এরপরের পথটুকু কখনও প্রাণান্তকর চড়াই আবার কখনও বা উতরাই। সিঁড়ি পথ ধরে নামা, ওঠার চেয়ে সহজ মনে হলেও দীর্ঘ সিঁড়ি পথে নামার ফলে পায়ে জড়তা 
আসে, তাই মাঝে মাঝে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে  আমরা চলতে থাকি। শারীরিক শক্তি বজায় রাখতে সঙ্গে নিয়ে এসেছিলাম কিছু শুকনো খাবার ও জল। সিঁড়ি ও নদী পথে নীচে নামতে আমাদের লেগেছিল প্রায় আড়াই ঘণ্টা ও পুনরায়  উঠে আসতে সারে তিন ঘণ্টার মতো।    অবশেষে পৌঁছলাম সেই স্বপ্নের গন্তব্যে। দেখলাম বহুকাঙ্ক্ষিত সেই দৃশ্য। সবুজ বনে ঢাকা পাহাড় থেকে বেরিয়ে আসা ঝর্ণার জল জমা হচ্ছে একটি কুণ্ডে। তারপর সেখান থেকে উমশিয়াং নদী হয়ে বয়ে চলেছে সেতুর নীচ দিয়ে। কুণ্ডের জলে পা ডুবিয়ে বসতেই ছেঁকে ধরল মাছেদের দল। অনেকেই বসে আছে, আমরাও কিছুক্ষণ বসলাম ন্যাচারাল   পেডিকিওরের আশায়। অরণ্য মাঝে গড়ে উঠা এই সেতু শুধু প্রকৃতির বিরল উপহারই নয়, মানুষ ও প্রকৃতির নিবিড় বন্ধনের অটুট সাক্ষী। মানুষের যত্নে তিল তিল করে বেড়ে ওঠা শিকড় সেতু স্থায়ী হয় দীর্ঘ বছর। মানুষ ও প্রকৃতির একে অপরের প্রতি বিশ্বাস, নির্ভরশীলতা ও আজীবন একসঙ্গে পথ চলার গল্প শোনায়।
     পাহাড়ে শীতের সন্ধ্যা নামে বড্ড  তাড়াতাড়ি। তাই বিকেল থাকতেই ফেরার পথ ধরলাম, একরাশ ভালোলাগা ও স্বপ্ন পূরণের আনন্দে উচ্ছ্বসিত হয়ে। 
     কীভাবে যাবেন, কোথায় থাকবেন: প্রথমে ট্রেনে অথবা প্লেনে গুয়াহাটি আসতে হবে ও সেখান থেকে বাস, শেয়ার কিংবা রিজার্ভ গাড়িতে শিলং আসা যায়। শিলংয়ের পুলিস বাজারে রয়েছে প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল। তবে অনলাইন বুকিং করে আসাই ভালো। চেরাপুঞ্জিতে হোম স্টে, হোটেল উভয়ই উন্নত মানের, নিজের পছন্দের যে কোনওটাতে থাকা যায়।
তপন মুখোপাধ্যায়
15th  February, 2025
দেওয়ালের ভিন্নরূপ

নতুন বাড়ি কেনার পর তা সাজানো এক বড় পর্ব। আবার বাড়ি পুরনো হলেও তার সাজগোজ একঘেয়ে লাগতে শুরু করে। তখনও সেই একঘেয়েমি কাটাতে বাড়ির ভোল বদল করেন অনেকে।
বিশদ

01st  March, 2025
শ্রীশ্রী ভূষণ্ডেশ্বর মহাদেব মন্দির

ওড়িশার প্রত্যন্ত গ্রাম কুম্ভীরগড়ি। সেখানেই ভূষণ্ডেশ্বর মহাদেবের বাস। নির্জন, শান্ত প্রকৃতির মাঝে এশিয়ার সবচেয়ে বৃহৎ ও উচ্চ শিবলিঙ্গ দেখতে ভক্তরা ভিড় জমান এখানে।
বিশদ

01st  March, 2025
 টুকরো খবর

অ্যাকাডেমি অব ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা রাণু মুখোপাধ্যায়ের স্মৃতিতে সম্প্রতি একটি প্রদর্শনীর আয়োজন করেছিল আর্ট কানেক্ট ফাউন্ডেশন।
বিশদ

01st  March, 2025
বাংলা ওয়ার্ল্ড ওয়াইড-এর সম্মেলন কলকাতায়

সম্প্রতি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড-এর উদ্যোগে কলকাতার সুরেশ নেওটিয়া সেন্টারে অনুষ্ঠিত হল চতুর্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান অরূপ রাহা।
বিশদ

22nd  February, 2025
একুশের সম্মান পালনে সাহা টেক্সটাইল

‘ভালোবাসা থাক ভালো ভাষাতেই’— এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর ভাষা দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে সাহা টেক্সটাইল পরিবার। এবছরও তার ব্যত্যয় নয়। ১৯৫২-র ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত ও জব্বরদের আত্মবলিদানকে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে এই দিবস পালিত হয়।
বিশদ

22nd  February, 2025
ভাইবস-এর প্রদর্শনীতে সেজে উঠল আইসিসিআর

চিত্রশিল্পী, ভাস্কর, চিত্রগ্রাহক ও স্থপতিদের নিয়ে ‘ভাইবস’-এর পথ চলা শুরু ২০২৩ সাল থেকে। সম্প্রতি আইসিসিআর কলকাতার বেঙ্গল আর্ট গ্যালারিতে তাদের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হল। ২১ জন শিল্পী ও একজন ভাস্করের শিল্পকর্ম নিয়ে সেজেছিল এই প্রদর্শনী।
বিশদ

22nd  February, 2025
মার্লিন ও এফ টিভির যৌথ উদ্যোগে আবাসনের নয়া রূপ

মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির মিলিত উদ্যোগে কলকাতার রাজারহাটে তৈরি হতে চলেছে প্রথম বিলাসবহুল আবাসন এফ রেসিডেন্সেস। মার্লিন গ্রুপের সিইও সাকেত মোহতার কথায়, ‘এখন লোকের ধারণা বদলে গিয়েছে।
বিশদ

22nd  February, 2025
ভিনিগারের হরেক কাজ

রান্নাঘরের দায়িত্বে থাকেন যিনি, তিনি বোঝেন এ ঘর সামলানো কম ঝক্কির নয়। হেঁশেলে বহুল প্রচলিত ভিনিগার কিন্তু গৃহস্থের নানা ঝঞ্ঝাট নিমেষে মেটাতে পারে। রান্নার বাইরেও এর বিভিন্ন ব্যবহার জানেন কি?
বিশদ

22nd  February, 2025
চন্দ্রপ্রভা অভয়ারণ্যে দিনরাত্রি

ঘন জঙ্গল, দু’টি জলপ্রপাত আর তারই মাঝে ছোট্ট কটেজে রাত্রিবাসের ব্যবস্থা। বেনারসের কাছেই এমন মনোরম পরিবেশে দুটো দিন কাটিয়ে আসুন।
বিশদ

22nd  February, 2025
কৃতীদের সম্মান জানানোর মঞ্চ ‘বাংলার জাতীয় গর্ব’ 

সম্প্রতি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে আয়োজিত হয়েছিল ‘বাংলার জাতীয় গর্ব’-র কার্টেন রেজার পর্ব। ‘এঞ্জেল ক্রিয়েশন’-এর প্রতিষ্ঠাতা সঙ্গীতা সিনহার ভাবনা থেকে এই উদ্যোগের সূত্রপাত। বাংলার উজ্জ্বল কৃতীদের বরণ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
বিশদ

15th  February, 2025
 টুকরো  খবর

প্রায় এক দশক পর শিশুদের জন্য কিডস কার্নিভাল আয়োজন করল ভাগীরথী নেওটিয়া হাসপাতাল। পি. সি চন্দ্র গার্ডেনের গোল্ড একরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল ৮ হাজার শিশু ও তাদের অভিভাবকরা। উপস্থিত ছিলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের এগজিকিউটিভ ডিরেক্টর পার্থিব নেওটিয়া।
বিশদ

15th  February, 2025
সুন্দর থাকুক   কাজের জায়গা

প্রতিদিনের ব্যস্ততায় আমাদের কর্মক্ষেত্রের পরিবেশ-পরিস্থিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উৎসব, অনুষ্ঠান এইসব কিছুকে পিছনে ফেলে ওয়ার্কপ্লেসের যে চিরপরিচিত জায়গাটিতে আমাদের প্রতিদিনের রোজনামচা, সেইখানটিতেই জীবন-দৌড়ে ক্ষণিক প্রশান্তির সন্ধানে সাজসজ্জার আবশ্যিকতা রয়েছে।
বিশদ

15th  February, 2025
 টুকরো  খবর

রাজ্যে দ্বিতীয় স্টোরের উদ্বোধন করল কল্যাণ জুয়েলার্সের অধীনস্থ অলঙ্কার ব্র্যান্ড ক্যান্ডেরে। এই নিয়ে রাজ্যে দ্বিতীয় স্টোর খুলল সংস্থাটি। চিনার পার্কের এই নতুন শোরুমটি ভারতে ক্যান্ডেরের ৬৩তম আউটলেট।
বিশদ

08th  February, 2025
উত্তর পূর্বের আঙ্কোরভাট   ঊনকোটি

এখানে চোখ মেললেই দেখা যায় ঘন সবুজ এলাকা জুড়ে পাথরে খোদাই করা নানা দেব দেবীর মূর্তি। সপ্তম থেকে নবম শতকে তৈরি এই মূর্তিগুলো পুরাণের গল্প বলে।
বিশদ

08th  February, 2025
একনজরে
মতের অমিল মিটিয়ে দিল এপিকে গরমিলের ঘটনা।  বিবাদ ভুলে এককাট্টা মৃণাল সরকার, গৌতম দাস, সুভাষ ভাওয়াল। দীর্ঘদিন পর জেলার সাংগঠনিক মিটিংয়ে গঙ্গারামপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দেখা গেল তৃণমূলের সব গোষ্ঠীর নেতৃত্বকে। ...

পাঁচদিন আটকে রেখে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। ১৭ বছরের নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস। ...

২০১৫-র ২৬ মার্চ আর ২০২৫-এর ৪ মার্চ। এক দশকের ব্যবধান। দশ বছর আগে ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল মহেন্দ্র সিং ধোনির ব্রিগেড। অভিশপ্ত সেই ...

বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, চলতি বছরের শেষেই বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে হবে। চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনুসও জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৩৯৭- অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৫৫৮- ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়
১৮১৫- ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা ফ্রানৎস ম্যাসমের মৃত্যু
১৮২২- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়
১৮৩৩- অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন
১৯৯০- অভিনেতা অর্জুন চক্রবর্তীর জন্ম
১৯৩৯- সাহিত্যিক দিব্যেন্দু পালিতের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা ৮৮.২৭ টাকা
পাউন্ড ১০৯.৩২ টাকা ১১৩.১১ টাকা
ইউরো ৯০.২৬ টাকা ৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৭,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৫,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৫,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ ফাল্গুন, ১৪৩১, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫। পঞ্চমী ২৩/১৫ দিবা ৩/১৭। ভরণী নক্ষত্র ৫১/৩৮ রাত্রি ২/৩৮। সূর্যোদয় ৫/৫৯/২৫, সূর্যাস্ত ৫/৩৭/১৯। অমৃতযোগ দিবা ৮/১৯ গতে ১০/৩৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৩/১৭ গতে ৪/৫০ মধ্যে। রাত্রি ৬/২৭ মধ্যে পুনঃ ৮/৫৫ গতে ১১/২৩ মধ্যে পুনঃ ১/৫১ গতে ৩/৩১ মধ্যে। বারবেলা ৭/২৮ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪২ মধ্যে। কালরাত্রি ৭/৯ গতে ৮/৪৩ মধ্যে।
১৯ ফাল্গুন, ১৪৩১, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫। পঞ্চমী  রাত্রি ৭/৫৫। অশ্বিনী নক্ষত্র দিবা ৮/৫২। সূর্যোদয় ৬/২, সূর্যাস্ত ৫/৩৭। অমৃতযোগ দিবা ৮/৩ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩১ মধ্যে ও ৩/১৯ গতে ৪/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/৩২ মধ্যে ও ৮/৫৫ গতে ১১/১৭ মধ্যে ও ১/৪০ গতে ৩/১৫ মধ্যে। বারবেলা ৭/২৯ গতে ৮/৫৬ মধ্যে ও ১/১৬ গতে ২/৪৩ মধ্যে। কালরাত্রি ৭/১০ গতে ৮/৪৩ মধ্যে। 
৩ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন রাচীন রবীন্দ্র

10:43:00 PM

ঋণের দায়ে জর্জরিত হয়ে বীরভূমের লাভপুরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি

10:36:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড

10:22:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): সেঞ্চুরি করলেন ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা ৩১২/৯ (৫০ ওভার), টার্গেট ৩৬৩

10:21:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): হাফসেঞ্চুরি করলেন ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা ২৬৩/৯ (৪৬.৪ ওভার), টার্গেট ৩৬৩

10:05:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): ১৬ রানে আউট কাগিসো রাবাডা, দক্ষিণ আফ্রিকা ২৫৬/৯ (৪৫.৩ ওভার), টার্গেট ৩৬৩

09:58:00 PM