এককথায় সে ফুডি। অন্তত হাবভাবে তার প্রমাণ স্পষ্ট। শুধু খেতে ভালোবাসে এমন নয়। রান্নাতেও তার দারুণ উৎসাহ। তার বয়স যদিও মাত্র তিন-চারের আশপাশে। কোমর বেঁধে বড়সড় কোনও রেসিপি সে তৈরি করেনি ঠিকই। কিন্তু তার হাতে স্যান্ডউইচ তৈরির ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উইলোর মা সারা ডার্ট তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মেয়ের এই ভিডিও শেয়ার করেছেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ তা দেখেছেন। ‘কিডস ইন দ্য কিচেন’ নাম দিয়ে উইলোর ভিডিও সার্চ করে দেখছেন সকলে। পাউরুটি প্লেটে নেওয়া থেকে পর পর প্রতিটি ধাপ শেখাল এই খুদে। পাউরুটির এক পিঠে চকোলেট স্প্রেড লাগাতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছিল খুদেকে। তখনই সে বলে ওঠে, ‘এ তো বেশ কঠিন কাজ বলে মনে হচ্ছে, ব্যাকআপ (সাহায্য) চাই!’ সঙ্গে সঙ্গে উইলোর মা এগিয়ে আসেন ছোট্ট মেয়ের কাজ এগিয়ে দিতে। যা দেখে এতটুকু না ভেবে স্বতঃস্ফূর্তভাবে মেয়েটি বলে ওঠে, ‘একেই তো ব্যাকআপ বলে!’ স্যান্ডউইচ তৈরির প্রক্রিয়া চলতে থাকে এভাবেই। অন্য পাউরুটির পিঠে দেওয়া হয় পিনাট বাটার। শুধু এই অভিনব স্যান্ডউইচ বানিয়ে ক্ষান্ত দেয়নি সে। নিজের হাতে বানানো খাবারটি কত উপাদেয়, তা দু’চার কামড় খেয়ে বুঝিয়েও দিয়েছে।
বছর চারেকেই উইলোর গুছিয়ে কথা বলা দেখে মুগ্ধ সবাই। ক্যামেরার সামনে সাবলীল মেয়েটিকে সোশ্যাল মিডিয়ায় উৎসাহ দিয়েছেন অনেকেই। নতুন প্রজন্ম ছোট থেকেই ভার্চুয়াল জগতের সঙ্গে মানিয়ে নিতে শিখছে। নিজেদের দৈনন্দিনের খুঁটিনাটি ভাগ করে নেওয়াতেই যেন লুকিয়ে আছে আনন্দ। উইলোর ভিডিও তারই প্রমাণ।