পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
সম্প্রতি ওয়েডিং প্ল্যানার অ্যান্ড্রিয়া শিলিংফোর্থ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মায়ের ছবি পোস্ট করেছেন। সঙ্গে ছোট্ট করে ক্যাপশন, ‘দ্য ব্রাইড’স মাম্মি!’ আর এতেই হু হু করে ছড়িয়েছে এই ছবি। দেখা যাচ্ছে, মেয়ের বিয়ের দিন, একটি ওয়েডিং চকচকে সাদা গাউনে সেজেছেন মেয়ের মা, গাউনে পাখির ডানা ও পালকের মতো নকশা, সঙ্গে একটি গ্ল্যামারাস মিডি স্কার্ট, কাঁধের কাছে পালকের মতো নেকলাইন! হুবহু যেন বিয়ের সাজ! এতেই শেষ নয়, পাশ্চাত্যের রীতি মেনে মাথায় ওয়েডিং হ্যাটও পরেছেন মহিলা। পায়ে পরেছেন স্কাই-হাই সাদা হিল ও গলায় মুক্তোর চোকারের সঙ্গে মানানসই ইয়ারিং!
এই কাণ্ডে নেট নাগরিকদের সমালোচনার মুখেও পড়েছেন তিনি। কেউ কেউ আবার তাঁকে মনে করিয়ে দিয়েছেন ‘এটা আপনার মেয়ের দিন, আপনার নয়!’ কেউ আবার এই ‘বাড়াবাড়ি’ নিয়ে হাসাহাসিও করেছেন। তবে একাংশের মতে, সাজগোজের বাড়াবাড়ির জন্য বা মেয়ের বিয়েতে একটু বেশি সেজে ফেলেছেন বলে তাঁকে নিজে মজা করা উচিত নয়! এমন নানা মিশ্র মতামত নিয়েই এই পোস্ট হয়ে উঠেছে ভাইরাল!