মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
মেট্রোর সিটে একফালি জায়গা থাকায় সেখানেই বসতে চান এক তরুণী। তাঁর মনে হয়, চারপাশের কয়েকজন একটু চেপে বসলেই মোটামুটি একটা বসার জায়গা হয়ে যাবে। তখনই তিনি বলনে, ‘একটু চেপে বসুন’! ব্যস, এটুকুই যথেষ্ট ছিল। সঙ্গে সঙ্গেই বসে থাকা এক সহযাত্রী বলেন, ‘আর কোথায় চাপব? জায়গা কই’? তাতে ভ্রূক্ষেপ না করে প্রথমজন বসার চেষ্টা করতেই রেগে যান সেই সহযাত্রী। ভিডিওয় শোনা যাচ্ছে, তিনি বেশ রেগে গিয়েই বলেন, ‘মেরি গোদ মেঁ ব্যাঠ্ যা!’ যার তরজমা করলে দাঁড়ায়, ‘আমার কোলের উপর বোস!’ নিত্যযাত্রীদের কাছে এই মন্তব্যও নতুন নয়। তবে এমন কিছু শুনলে তাঁরা হয়তো মৌখিক বাদানুবাদে জড়িয়ে পড়েন, নইলে বসার হাল ছেড়ে দেন। এক্ষেত্রে সেটা হল না। উল্টে বসতে চাওয়া যাত্রী আক্ষরিক অর্থেই দ্বিতীয়জনের কোলে বসে পড়লেন। তাতেই শুরু ধাক্কাধাক্কি ও মারামারি। বসে থাকা যাত্রীর দাবি, একজনের বসার মতো পর্যাপ্ত জায়গা না থাকা সত্ত্বেও ওই তরুণী বারবার বসার চেষ্টা করেন। অন্যদিকে উক্ত তরুণীর দাবি, একটু অ্যাডজাস্ট করলেই একজনের বসার মতো জায়গা ওখানে ছিল। একবার মাত্র চেপে বসতে বলতেই ওই মহিলা ঝাঁঝিয়ে ওঠেন। তাই সহযাত্রীকে সবক শেখাতেই তাঁর কোলে বসে পড়েন তিনি। এখানেও নেটিজেনরা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন। তবে এত ছোট ঘটনা থেকে মারামারিতে পৌঁছে যাওয়া সমর্থন করছেন না অনেকেই। অনেকে আবার দু’পক্ষেরই রাগ হওয়ার যথেষ্ট যুক্তি খুঁজে পাচ্ছেন।