Bartaman Patrika
অন্দরমহল
 

চুমুকে তৃপ্তি

চলছে বিভাগ ‘স্বাদ বাহার’। কোথায় কেমন খাবার সেরা? থাকছে তারই খোঁজ। এবারের বিষয় চা ও কফি।

ভারতে চায়ের আমদানি ঘটেছিল ব্রিটিশদের হাত ধরে। এই তথ্যটি সর্বজনবিদিত। ১৭৭৪ সাল নাগাদ ওয়ারেন হেস্টিংস চীন থেকে চায়ের পাতা ও বীজ এনে চাষ করার আদেশ দিয়েছিলেন ভুটানের ব্রিটিশ দূত জর্জ বোলগেকে। সেই উৎপাদন ছিল নেহাতই পরীক্ষামূলক। এর বেশ কয়েক বছর পর ১৭৮০ সাল নাগাদ রবার্ট কিড আবারও চীন থেকে চায়ের দানা এনে তা ভারতের অসমে চাষ করেন। তবে তার প্রায় কয়েক দশক বাদে ব্রহ্মপুত্র নদের কিনারে বুনো চা গাছের ফলন লক্ষ করেন অন্য এক ব্রিটিশ আধিকারিক রবার্ট ব্রুস। অদ্ভুত কাণ্ড, এই বুনো গাছগুলো দিব্য বেড়ে উঠলেও চীনে চা গাছের চারা ভারতের কড়া রোদ উপেক্ষা করে মোটে বেড়ে উঠতে পারছিল না। আর তখনই চীনে চায়ের বীজগুলো অন্যত্র ফলানোর পরিকল্পনা করেন তৎকালীন ব্রিটিশ বড়লাট। ভারতের পূর্বাঞ্চলে হিমালয়ের পার্বত্য এলাকায় শুরু হয় চায়ের চাষ। অসম এবং দার্জিলিং দিয়ে যে চাষ শুরু হয়েছিল তা-ই পরে কুমায়ুন হিমালয়েও ছড়িয়ে পড়ে। 
ভারতে কফির আগমন ঘটেছিল এক সুফি সন্ন্যাসীর হাত ধরে। ১৭০০ খ্রিস্টাব্দের গোড়ার দিকে পশ্চিম এশিয়ার ইয়েমেন থেকে কফির দানা নিয়ে ভারতে এসেছিলেন সুফি সন্ন্যাসী বাবা বুদান। সেই দানা গুঁড়ো করে তা ফুটন্ত জলে গুলে এক তিতকুটে তরল তৈরি করেন তিনি। পরবর্তীতে কফির নানা ধরন দক্ষিণ ভারতের মাদ্রাজ বা চেন্নাইতে চাষ শুরু হয়। এরও কয়েক দশক পর গোটা দাক্ষিণাত্যেই ছড়িয়ে পড়ে কফির চাষ। 
চা এবং কফি দুটোকেই ভারতে জনপ্রিয় করেছে বিদেশিরা। তবু আমাদের দেশে এই পানীয় দু’টির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। কাফে এবং টি পার্লার এখনকার নব্য তরুণ তরুণীদের আড্ডার জনপ্রিয় ঠিকানা হয়ে উঠেছে। আর শুধু এখনই বা বলি কেমন করে? চায়ের কাপে তুফান তোলা তো বাঙালিদের বহুকালের অভ্যাস। চলুন কফি ও চা চর্চার জনপ্রিয় ঠিকানাগুলো জেনে নেওয়া যাক।

অরুণ টি স্টল
দক্ষিণ কলকাতার এই ছোট্ট দোকানে চায়ের সঙ্গে টা-এর কম্বো খুবই জনপ্রিয়। নানা ধরনের শিঙাড়া ও কচুরির সঙ্গে চায়ের কম্বো পাবেন এখানে। এছাড়াও কেশর চা, প্লেন দুধ চা সবই পাবেন। 

টি চায়ে
বাইপাসের ধারে এই টি স্টলে বিখ্যাত আদা চা, মশলা চা, লেমন চা, এলাচ চা, কেশর চা ইত্যাদি। মুম্বই স্টাইলে কাটিং চা পাবেন এখানে। এই চা পশ্চিম ভারতের আদলে পরিবেশন করা হয় এখানে।

বলওয়ান্ত সিং ইটিং হাউস
ভবানীপুরের এই ধাবা স্টাইল রেস্তরাঁয় রোজ সকালে চা-পিপাসুদের ভিড় জমে যায়। বিশেষ কদর রয়েছে কেশর চা, এলাচ চা, ডাবল দুধ চা, মশলা চা, আদা চা ইত্যাদির। গতানুগতিক চা ছাড়াও নব্য তরুণ তুর্কিদের কাছে জনপ্রিয় লেমন মিন্ট টি, পিচ প্যাশন আইসড টি, ওয়াটারমেলন আইসড টি ইত্যা঩দিও। পাবেন নানা স্বাদের কফিও। 

মহারাজ
এখানে পাবেন কেশর চা, স্পেশাল দুধ চা, মিল্ক কফি ইত্যাদি। বাটার টোস্ট, হিঙের কচুরি, শিঙাড়া সহযোগে চায়ের কদরও এখানে নেহাত কম নয়।

নান দোসা পাও
এখানে নানা স্বাদের কফি জনপ্রিয়। দক্ষিণ ভারতের বিখ্যাত ফিল্টার কফি পাবেন এখানে। এছাড়া এখানকার মশলা চাও বিশেষ জনপ্রিয়। মশলা চায়ের মধ্যে এলাচ চা পাবেন এখানে। লেমন টি, জিঞ্জার টিও পাবেন। 

এলাচ চা
উপকরণ: দুধ ১ কাপ, এলাচ গুঁড়ো  চা চামচ, চায়ের পাতা  চা চামচ (কড়া লিকার হয় এমন পাতা ব্যবহার করতে হবে), জল ২ কাপ, চিনি স্বাদ অনুযায়ী।
পদ্ধতি: একটা অ্যালুমিনিয়ামের চায়ের মগে জল নিয়ে ফুটতে দিন। একবার ফোটার পর তাতে চা পাতা দিন। গ্যাস সিম করে চা পাতা জলের সঙ্গে ফোটান। এবার একে একে দুধ, এলাচ গুঁড়ো, চিনি ফুটন্ত চায়ে মেশান। সবটা নেড়ে মিশিয়ে ঢিমে আঁচে সবটা ঢাকা দিয়ে ফুটতে দিন। মিনিট পাঁচেক ফোটার পর গ্যাস বন্ধ করে দিন। খানিকক্ষণ ওই অবস্থায় রেখে দিন। তারপর ঢাকা খুলে ছেঁকে নিন। পরিবেশন করুন গরমাগরম এলাচ চা।        
      
 ফিল্টার কফি
উপকরণ: কফি পাউডার ৩ চা চামচ, জল  কাপ, দুধ ১ কাপ, চিনি পরিমাণ মতো। 
পদ্ধতি: একটা পাত্রে জল নিন। তা ফুটে উঠলে আঁচ থেকে নামিয়ে তাতে কফির গুঁড়ো মেশান। ভালো করে গুলে নেবেন। কফির পাউডার যেন জলে সম্পূর্ণ গুলে যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপর তা চাপা দিয়ে রেখে দিন খানিকক্ষণ। এবার অন্য একটা পাত্রে দুধ ফুটিয়ে নিন। তাতে পরিমাণ মতো চিনি মেশান। বেশ ফেনা হওয়া পর্যন্ত ফোটাবেন। এবার এই ফুটন্ত দুধ আস্তে আস্তে কফিতে ঢেলে দিন। ঢালতে ঢালতেই তা মেশাতে থাকুন। দুধ আর কফি একসঙ্গে মেশার পর তা ঢালা উপুড় করে বার দুয়েক আরও মেশান। এতে উপর থেকে একটা ফেনা ভাব তৈরি হবে। যদি দু’বারের বেশিও ঢালা উপুড় করেন ক্ষতি নেই। এবার স্টিলের গ্লাস স্টিলের বাটির উপর বসিয়ে তাতে কফি ঢেলে দিন। গরম গরম পরিবেশন করুন। 

নিউ নাস্তা
এখানে দক্ষিণ ভারতীয় স্ন্যাক্স খুবই জনপ্রিয়। সঙ্গে পাবেন নানা রকম চা ও কফি। তার মধ্যে রয়েছে কেশরিয়া চা, হট কফি, কোল্ড কফি, মশলা চা। 

হাংগারপ্যাংস
সল্টলেকের এই টি স্টলে পাবেন চায়ের নানা রকম। তার মধ্যে রয়েছে আদা চা, কেশর চা, তন্দুরি চা ইত্যাদি।

ব্লু টোকাই
কফির জন্য জনপ্রিয় এই কাফে। মেনুতে রয়েছে ভিয়েতনামি আইসড কফি, কফি মিল্কশেক, কফি টনিক, কাপুচিনো কফি, আইসড আমেরিকানো, আইসড লাতে, আইসড কাপুচিনো ইত্যাদি।

রোস্টারি কফি হাউস
এই কফিশপে ফ্লেভারড কফি পাবেন। ক্র্যানবেরি কফি, ব্রাউনি ব্লেন্ড কফি, আইসক্রিম ব্লেন্ড কফি, চকোলেট ব্লেন্ড কফি, নিউটেলা ব্লেন্ড কফি, লিচি কফি, ওরিও ব্লেন্ড কফি, আইস পোর ওভার কফি, কিউই কফি, সিনামন লাতে, কার্ডামম লাতে সহ নানা স্বাদ ও গন্ধের কফি পাবেন এখানে। 
26th  October, 2024
পুষ্টিকর  স্যালাড

৩ টেবিল চামচ, মেয়োনিজ ১ টেবিল চামচ, টম্যাটো ২টো, কাঁচালঙ্কা ৫টা, শসা ১টা, গাজর ১টা, মুলো ১টা, পেঁয়াজ ১টা, চীনেবাদাম ১ টেবিল চামচ, নুন, চিনি, মিক্সড হার্বস  চা চামচ। 
বিশদ

16th  November, 2024
ভাজা ইংলিশ ভিংলিশ

ভাজায় একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে বিদেশি রেসিপি বানিয়ে ফেলুন। নাম তার ফ্রিটার্স। বিভিন্ন উপকরণ দিয়ে এই পদটি বানানো যায়। থাকছে কয়েকটি রেসিপি। 
বিশদ

16th  November, 2024
জগদ্ধাত্রী পুজোর মেনু

আগামী কাল জগদ্ধাত্রী পুজোর নবমী। বাড়িতে যদি একটু ভোগের আয়োজন করে মাকে নিবেদন করতে চান, তাহলে কেমন মেনু বানাবেন? থাকছে তারই কয়েক রকম। বিশদ

09th  November, 2024
শীতের পাতে  মরশুমি সব্জি

শীত পড়ছে আর সেই সঙ্গেই সেজে উঠছে সব্জির বাজার। শীতের নানারকম সব্জিতে বিভিন্ন ফোড়ন দিলে সেই স্বাদে মজে ওঠে মন। বিশদ

09th  November, 2024
নোনতা স্বাদে মখমলি রূপ

চলছে বিভাগ ‘স্বাদ বাহার’। কোথায় কেমন খাবার সেরা? থাকছে তারই খোঁজ। এবারের বিষয় মাখানি গ্রেভি। বিশদ

09th  November, 2024
রেস্তোরাঁর খবর

ফ্ল্যাবয়েন্ট রেস্তরাঁ তাদের শাখা খুলল কলকাতায়। মেনুতে নানা ধরনের ফিউশন পাবেন। উল্লেখযোগ্য হল সিগারে বোরেজি অ-লা-কলকাতা, বিটরুট শিকমপুরি কাবাব, অ্যাসপারাগাস টেম্পুরা উরামাকি, লেমনগ্রাস বিশদ

09th  November, 2024
ভাইয়ের পাতে আমিষের হরেক রকম

বড় সাইজের পমফ্রেট মাছ ২টি, ম্যারিনেশনের উপকরণ: পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, তন্দুরি মশলা ২ চা চামচ, সর্ষের তেল ১ টেবিল চামচ, নুন, জল ঝরানো টক দই ২ টেবিল চামচ, বিশদ

02nd  November, 2024
যুগলবন্দি জলখাবার

চন্দ্রমুখী আলু (খুব বড় সাইজের) ২টি, ডিম ৩টি, পেঁয়াজ ১টি, রসুন কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো  চামচ, মিক্সড হার্বস  চামচ, চিলি ফ্লেক্স ১ চামচ, পিৎজা সিজনিং ১ চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি বিশদ

02nd  November, 2024
প্রথম পাতে বাঙালি পদ

১টা মাঝারি মোচা (সেদ্ধ করা), ২টি সেদ্ধ আলুর টুকরো, ২ চা চামচ নারকেল কুচো, ১ চা চামচ আদা কুচি, ২ চা চামচ লঙ্কা কুচি, ১ টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো (১চা চামচ গোটা ধনে, ১ চা চামচ গোটা জিরা ও ২টো শুকনো লঙ্কা) বিশদ

02nd  November, 2024
ভাইফোঁটায় এখন মিষ্টির চেয়ে নোনতাই প্রিয়

শুভ অনুষ্ঠানে মিষ্টিমুখের প্রচলন আজ থেকে নয়, বরং সেই আদিকাল থেকেই আমরা দেখে আসছি। কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আমরা ঐতিহ্যের অন্ধবাহক হওয়ার বদলে ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতে শিখছি। বিশদ

02nd  November, 2024
মনমাতানো মাটন চিকেন

কালী পুজো মানেই মাংসের হরেক স্বাদ। তেমনই দু’টি রেসিপি জানালেন প্রিন্সটন ক্লাবের এগজিকিউটিভ শেফ অভিজিৎ চক্রবর্তী।   বিশদ

26th  October, 2024
ঝালেঝোলে

অক্টোবর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী চন্দ্রা দত্ত। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি। বিশদ

26th  October, 2024
রেস্তোরাঁর খবর

নভোটেল কলকাতায় দীপাবলি উপলক্ষ্যে পাবেন এক্সক্লুসিভ ফেস্টিভ হ্যাম্পার— বন্ধন। ক্লাসিক হ্যাম্পার, সিলভার হ্যাম্পার, গোল্ড হ্যাম্পার, প্ল্যাটিনাম হ্যাম্পার, ডায়মন্ড হ্যাম্পার বিশদ

26th  October, 2024
ছানা দিয়ে নানা পদ

ছানা দিয়ে বানিয়ে ফেলুন বিভিন্ন মুখরোচক খানা। ঘরোয়া রেসিপি থাকছে আপনাদের জন্য। বিশদ

19th  October, 2024
একনজরে
২০১১ সালে শেষবার জনগণনা হয়েছিল ভারতে। ২০২১ সালে জনগণনার কথা থাকলেও তাতে জল ঢেলে দেয় করোনা পরিস্থিতি। তার পরে আরও বছর তিনেক পেরিয়ে গেলেও জনগণনা শুরু করতে কার্যত ব্যর্থ মোদী সরকার। ...

শীতকালে শুকিয়ে গিয়েছে নদী। অজয়, দামোদর নদীজুড়ে শুধুই বালির চড়া। সেই বালি লুট করতে নেমে পড়েছে মাফিয়ারা। নদীগর্ভ থেকে কোনওভাবেই মেশিন দিয়ে বালি তোলা যায় ...

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের আগে চর্চায় পারথের বাইশ গজ। পিচে ঘাস ও বাউন্স, দুই থাকবে। তেমনই ইঙ্গিত মিলেছিল আগেই। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় পিচ ...

পাটগাছের নির্যাস থেকে পানীয় ও পাটের সুতো থেকে বস্ত্র, ব্যাগ এবং পরিবেশবান্ধব নানা জিনিস তৈরির প্রশিক্ষণ দেওয়া হল প্রান্তিক কৃষকদের। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন সংস্থা এনআইএনএফইটি’র উদ্যোগে গয়েশপুরের নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রে বুধবার পাট ও পাটজাত পণ্য নিয়ে প্রশিক্ষণ ও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব টেলিভিশন দিবস
১৬৯৪: ফরাসি দার্শনিক ভলতেয়ারের জন্ম
১৭৮৩:  মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে ওড়ে
১৮৭৭: ফোনোগ্রাফ আবিষ্কারের কথা জানালেন থমাস এডিসন
১৯০৪:  শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটকের জন্ম
১৯০৮: বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়
১৯২১: বিশিষ্ট বাঙালি মৎসবিজ্ঞানী ড.হীরালাল চৌধুরীর জন্ম
১৯২৬: অভিনেতা প্রেমনাথের জন্ম
১৯৩৪: অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রুমা গুহঠাকুরতার জন্ম
১৯৩৮: বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেলেনের জন্ম
১৯৪৭ স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সম্বলিত ডাকটিকিট প্রকাশ করা হয়
১৯৭০: নোবেলজয়ী পদার্থবিদ চন্দ্রশেখর বেঙ্কটরামনের মৃত্যু
১৯৭৪: শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তীর মৃত্যু
১৯৯৫: সঙ্গীতশিল্পী সবিতাব্রত দত্তর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৫,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ অগ্রহায়ণ,১৪৩১, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪। ষষ্ঠী ৪৭/৪৮, সন্ধ্যা ৫/৪। পুষ্যা নক্ষত্র ২৪/৮ দিবা ৩/৩৬। সূর্যোদয় ৫/৫৭/১২, সূর্যাস্ত ৪/৪৭/৫২। অমৃতযোগ দিবা ৭/২৪ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ৩/২০ মধ্যে পুনঃ ৪/১৪ গতে উদয়াবধি। বারবেলা ২/৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২২ গতে ১/০ মধ্যে।
৫ অগ্রহায়ণ,১৪৩১, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪। ষষ্ঠী রাত্রি ৮/৪৫। পুষ্যা নক্ষত্র রাত্রি ৭/৫৪। সূর্যোদয় ৫/৫৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ১/১৮ গতে ২/৪২ মধ্যে এবং রাত্রি ৫/৪৫ গতে ৯/১৮ মধ্যে ও ১১/৫৮ গতে ৩/৩৩ মধ্যে ও ৪/২৭ গতে ৬/০ মধ্যে। কালবেলা ২/৬ গতে ৪/৪৮ মধ্যে। কালরাত্রি ১১/২৩ গতে ১/২ মধ্যে।  
১৮ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গণতন্ত্র এবং মানবিকতাই হল প্রধান, গায়ানার সংসদে বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

10:53:00 PM

এ আর রহমানের ডিভোর্স আপাতত হচ্ছে না
আপাতত হচ্ছে না এ আর রহমান-সায়রা বানুর ডিভোর্স। জানালেন তাঁদের ...বিশদ

10:16:00 PM

সকলকে ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমাটি দেখার অনুরোধ রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার

10:06:00 PM

গায়ানার জর্জটাউনে মনুমেন্ট পরিদর্শনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

09:57:00 PM

গায়ানার জর্জটাউনে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

09:30:00 PM

আগরতলায় হেরিটেজ ফেস্টের অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

09:10:00 PM