বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
• ভালোবাসার মরশুম এসে পড়ল। এটা শুনলে অনেকেই আপত্তি করতে পারেন। ভালোবাসার আবার নির্দিষ্ট কোনও মরশুম হয় নাকি? সারা বছরই তো ভালোবাসার সময়। তা ঠিক। কিন্তু ক্যালেন্ডারের হিসেব মানলে ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইনস ডে। সপ্তাহ জোড়া সেলিব্রেশন। ট্রেন্ড মেনে পোশাক পরতে চাইলে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। ফ্যাশন ডিজাইনার সৈকত বন্দ্যোপাধ্যায় দিলেন সুলুকসন্ধান।
‘ভ্যালেন্টাইনস ডে মানেই সাধারণ মানুষের ধারণা সবকিছুর মধ্যে লালের ছোঁয়া থাকবে বা লালের আধিক্য বেশি থাকবে। লাল গোলাপ হোক অথবা রেড ভেলভেট কেক। সেলিব্রেশনে লাল থাকতেই হবে। কিন্তু যত দিন বদলাচ্ছে, ফ্যাশনও গতানুগতিক ধারাকে ভাঙতে শিখছে। নতুন প্রজন্ম ফ্যাশন সম্পর্কে সচেতন। শুধু মেয়েরা নয়, ছেলেরাও। পুরুষরা পোশাক নিয়ে এখন অনেক সচেতন। পরিবর্তন যেটা হয়েছে বলে মনে করি, তা হল, পোশাকে শুধু লালের আধিক্য থাকতে হবে এমন নয়। বরং নতুন প্রজন্ম যেটাতে কমফর্টেবল, সেটাই পরবেন। প্যাস্টেল শেডের ব্যবহার এখন ফ্যাশনে ইন। ফলে লাল হলেও হালকা টোনের পোশাক পরুন। হালকা পিচ, ডাস্কি রোজ পিঙ্ক এখন খুব বেশি ব্যবহার হচ্ছে। শাড়ি হোক বা গাউনের মতো ওয়েস্টার্ন ড্রেস—আমি জোর দেব, নানা রকম রং ট্রাই করুন। কারণ লাল রং নিয়ে খেলার প্রথা ভেঙেছে’, স্পষ্ট বললেন সৈকত। কেমন পোশাক থাকতে পারে তালিকায়?
• বসন্ত বাতাসে এখন থেকেই গরম ভাব স্পষ্ট। এ-লাইন কাটের ড্রেস পরতে পারেন এই বিশেষ দিনে। সুতির এই ধরনের পোশাক কখনও হাঁটু ছাড়িয়ে পা পর্যন্ত চলে যায়। আপনার উচ্চতা যদি ঈর্ষণীয় হয়, তাহলে অনায়াসে ট্রাই করুন। উচ্চতা কম হলে এই ধরনের পোশাক ভালো লাগবে না। যে কোনও উজ্জ্বল রং বেছে নিন ভ্যালেন্টাইনস ডে-র জন্য।
• লেহেরিয়া প্রিন্ট ইদানীং ট্রেন্ডিং। ফুশিয়া পিঙ্ক বা উজ্জ্বল কমলা রঙের লেহেরিয়া প্রিন্টের টপ টিনএজারদের দারুণ মানাবে। ছোট টপ জিন্স দিয়ে পরুন। আর টপের ঝুল হাঁটু পর্যন্ত হলে সাদা, ঘিয়ে রঙের ঢোলা পাজামা দিয়ে পরুন। এর সঙ্গে এথনিক নাগরা বা ব্যাগ নিন।
• শাড়ি পরার প্ল্যান থাকলে সুতি, কটন সিল্কের উপর ফোকাস করুন। আজরাখ, বাঁধনি, কটকি, ইক্কতের মতো প্রিন্টের শাড়ি বেছে নিন। সারা দিন পরে থাকতে হবে। ফলে আরামদায়ক হতে হবে। মানানসই ব্লাউজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রপ টপ, কটন শার্ট দিয়েও শাড়ি পরতে পারেন। নীল, মেরুন, পাউডার গ্রিনের মতো প্যাস্টেল শেড শাড়িতে থাকলে আপনার দিকে আলাদা করে নজর পড়বেই।
• স্কার্ট খুব আরামদায়ক পোশাক। ব্যক্তিত্ব অনুযায়ী ঘের দেওয়া লং স্কার্ট পরতে পারেন। অথবা হাঁটু পর্যন্ত ঝুলের স্কার্ট হতে পারে আপনার প্রেমের দিনের সঙ্গী। স্কার্টে সাত রং মিশিয়ে দিন। কনট্রাস্ট বজায় রাখতে সাদা, বেজ, ঘিয়ে অথবা কালো রঙের শার্ট বা টপ পরুন।
• গরমের দিনের কথা মাথায় রেখে কো-অর্ড সেট পরতে পারেন। এই ধরনের হালকা রঙা প্রিন্টেড পোশাক সব বয়সের মহিলা ক্যারি করতে পারেন। আবার সুতোর নকশা, জামদানি ব্লক, মিরর ওয়ার্কের কো-অর্ডও খুব ফ্যাশনেবল। জুতোর দিকেও নজর দিন। যে কোনও পোশাকের সঙ্গে হিল ভালো লাগে। কিন্তু কমফর্টেবল না হলে স্নিকার্স, বুটস দিয়ে ট্রাই করুন।
• ছেলেদের পোশাকও হালকা হওয়া জরুরি। বসন্ত হাওয়া গায়ে মাখলেও রোদ্দুরের কথা ভুলে গেলে হবে না। চোখের আরাম হবে এমন একটা ফরেস্ট গ্রিন শার্ট বেছে নিতে পারেন। সঙ্গে সাদা চিনোস পরুন। ব্রাউন শ্যু ট্রাই করতে পারেন। পাশাপাশি রঙিন রোদচশমায় চোখ ঢেকে নিলে প্রেমের মরশুমে আপনি হিট।
• কালো জিনস প্রত্যেকের সংগ্রহেই থাকে। তার সঙ্গে গ্রে বা নেভি ব্লু শার্ট টিম আপ করুন। বেল্ট নিয়ে খানিক পরীক্ষানিরীক্ষা করতে পারেন। এই ধরনের লুকের সঙ্গে ঘড়ি মাস্ট। আপনার হাতে মানানসই ঘড়ি প্রেমিকার ঘড়ির সঙ্গে ম্যাচ করেও পরতে পারেন।
• যদি আপনার স্নিকার্স পছন্দ হয়, ভ্যালেন্টাইনস ডে-র ফ্যাশনে সাদা স্নিকার্স পরুন। সঙ্গে স্লিম ফিট জিনস এবং ডেনিম শার্টে স্মার্ট লুক তৈরি হতে বাধ্য।
• পাঞ্জাবি প্রেমের দিনের চেনা সাজ। একরঙা পাঞ্জাবি সঙ্গে কনট্রাস্ট পায়জামা বা জিনস পরুন। কাঁথাস্টিচ, অ্যাপ্লিক, বাটিকের প্রিন্ট চিরকালীন ভালোবাসার কথা বলে।