Bartaman Patrika
চারুপমা
 

হাতে তৈরি ক্রিম
 

প্রাকৃতিক উপকরণ মিশিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন নানারকম ক্রিম বা লোশন। একটু সুগন্ধ আনতে মিশিয়ে দিন এসেনশিয়াল অয়েল। থাকছে ত্বক বিশেষজ্ঞর পরামর্শ।

বাজারে ক্রিম ও লোশনের প্রাচুর্য, তবু ঘরোয়া উপকরণে তৈরি ক্রিম মাখবেন কেন? ত্বক বিশেষজ্ঞ দিব্যা সিং জানালেন ঘরোয়া পদ্ধতিতে তৈরি ক্রিমে এমন কিছু উপাদান থাকে যা ত্বককে দীর্ঘদিন ভালো রাখে। 
 ঘরোয়া পদ্ধতিতে তৈরি ক্রিম পুরোপুরি প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো। 
 এই ক্রিম বা লোশনে সব উপাদানই নিজের চাহিদা অনুযায়ী মেশানো যায়। পরিমাণ ও মাত্রা নিজের ত্বক অনুযায়ী মেপে ব্যবহার করা যায়। 
 এই ক্রিম নিজের প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে বানানো সম্ভব। ফলে ফ্রেশ জিনিসটা ত্বকে লাগাতে পারবেন। এতে ত্বকের অতিরিক্ত দেখভাল করা সম্ভব হবে। এবং ত্বক দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। 

সারাবছর ক্রিম লাগান
দিব্যা আরও জানালেন, ত্বকের দেখভালে সারা বছরই উপযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করুন। এখন প্রশ্ন হল, কীভাবে বুঝবেন কোন লোশন বা ক্রিম আপনার ত্বকের জন্য ভালো। তার জন্য কোনও রূপ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ত্বক শুধুই যে শুষ্ক বা তৈলাক্ত হবে তা নয়। অনেকের আবার কম্বিনেশন ত্বক থাকে। অর্থাৎ কিছুটা তৈলাক্ত, খানিকটা শুষ্ক। হয়তো হাতের পাতা খুবই ড্রাই কিন্তু নাকের চারপাশ, কপাল ইত্যাদি তৈলাক্ত। এমন ত্বকের ভিন্ন ধরনের দেখভাল, আলাদা ক্রিম বা লোশন প্রয়োজন। এই ক্রিম বাড়িতে বানিয়ে নেওয়া ভালো।

হোমমেড ক্রিমের রেসিপি
সব বয়সে সাধারণ ত্বকে ব্যবহারের জন্য কেমন ক্রিম বানাবেন বাড়িতে? দিব্যা বললেন, ১ কাপ গোলাপ জলে ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। নিজের পছন্দ অনুযায়ী সুগন্ধ বেছে নিন। তাতে মেশান  চা চামচ ভিটামিন ই অয়েল। এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আলাদা করে রেখে দিন। ইতিমধ্যে  কাপ আমন্ড অয়েল,  কাপ ল্যানোলিন, অল্প বিওয়্যাক্স কুরে নিয়ে তা আঁচে বসিয়ে গলিয়ে নিন। এরপর তা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে তেলগুলো জমে যাবে। এরপর এই মিশ্রণটিকে ব্লেন্ডারে ঢেলে তার সঙ্গে অল্প অল্প করে গোলাপ জলের মিশ্রণটা মেশান। একসঙ্গে পুরোটা ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিন। দেখবেন একটা ক্রিমের মতো টেক্সচার আসবে। তখন পরিষ্কার কাচের পাত্রে তা তুলে ফ্রিজে রাখুন। এই ক্রিম সব ধরনের ত্বকের পক্ষেই উপযুক্ত।

বাড়িতে বানান নাইট ক্রিম
বয়স মোটামুটি চল্লিশে পৌঁছলে বা তার কিছু আগে থেকেই রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা একটা নাইট ক্রিম মাখা ভালো। এতে ত্বক দীর্ঘদিন নরম ও উজ্জ্বল থাকে। এই ক্রিমটি যদি বাড়িতে বানাতে পারেন তাহলে তো কথাই নেই। কেমন করে বানাবেন সেই ক্রিম? তার জন্য ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ১ টেবিল চামচ রোজ অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ বিওয়্যাক্স কোরানো একসঙ্গে একটা পাত্রে নিন। তারপর একটা কড়াই বা হাঁড়িতে জল গরম করুন। তার উপর তেলওয়ালা পাত্রটি বসিয়ে ডাবল বয়েলিং পদ্ধতিতে সবটা গলিয়ে নিন। এবার এই মিশ্রণ একটু ঠান্ডা করে তাতে ৫ ফোঁটা ভিটামিন ই তেল মেশান। সবটা একটা ভিস্ক বা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিন। তা কাচের পাত্রে রেখে দিন। রোজ রাতে শোওয়ার সময় মুখে মেখে নেবেন। 

তৈলাক্ত ত্বকের উপযুক্ত 
তৈলাক্ত ত্বক হলে বা ব্রণর সমস্যা থাকলে ঘরোয়া ক্রিম ও লোশন খুবই ভালো কাজ করে। এতে এমন তেল মেশাতে হবে যেগুলো অতিরিক্ত তৈলাক্ত নয় বা ঘন নয়। তার জন্য ১০ গ্রাম সূর্যমুখী তেল, ৫ গ্রাম আর্গান তেল, ৫ গ্রাম শিয়া বাটার একটা পাত্রে নিন। এবার তা ডাবল বয়েলিং পদ্ধতিতে গরম করে নিন। তারপর অন্য একটা পাত্রে ডিস্টিলড ওয়াটার আর গোলাপ জল নিয়ে তাও ডাবল বয়লারে ফুটিয়ে নিন। এবার তেল ও জলের মিশ্রণ একসঙ্গে মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। দেখবেন তা মিশে একটা লোশনের মতো জিনিস তৈরি হচ্ছে। তখন সেটাকে কাচের পাত্রে রেখে দিন। এই ক্রিম তৈলাক্ত ত্বকের পক্ষে খুবই উপকারী। এতে ব্রণর সমস্যাও কমবে।  

ত্বক যখন শুষ্ক
রুক্ষ ত্বকের জন্য যে ক্রিম উপযুক্ত তাতে বিশেষ কিছু উপাদান থাকে। বাড়িতে বানানোর সময় সেই উপকরণগুলো একটু বেশি মাত্রায় মেশালে ক্রিম ত্বকের উপর বেশি ভালো কাজ করে। অ্যালোভেরা জেল নিন ১ কাপ। তার সঙ্গে মেশান হাফ কাপের একটু বেশি নারকেল তেল। তার সঙ্গে নিন  চা চামচ গ্লিসারিন আর  কাপ বিওয়্যাক্স। এগুলো সব ১ টেবিল চামচ গোলাপ জল দিয়ে একসঙ্গে গুলে নিন। প্রয়োজনে হাল্কা আঁচে ডবল বয়েলারে তা মেশাবেন।  তারপর এই মিশ্রণে ১ চা চামচ ভিটামিন ই তেল মেশান। সবটা ক্রমাগত নাড়তে নাড়তে মেশাতে থাকুন। একটু পরেই মিশ্রণটি ঘন দেখাবে। এই ক্রিমে অ্যালোভেরা জেল একটু বেশি পরিমাণে মেশালে (১ কাপ) তার তৈলাক্তভাব ত্বকে বেশিক্ষণ স্থায়ী হয়। 

কম্বিনেশন স্কিনের জন্য
অল্প বয়সে যাদের খুব শুষ্ক ত্বক থাকে তাদেরই একটু বেশি কম্বিনেশন স্কিন হয়। অতএব এই ধরনের ত্বকের জন্য একটু ঘন ক্রিম বা লোশনই উপযুক্ত। এই ধরনের ক্রিম বাড়িতে বানাতে চাইলে  কাপ শিয়া বাটার,  কাপ কোকো বাটার আর ২ টেবিল চামচ অলিভ অয়েল লাগবে। মাইক্রোআভেনে মোটামুটি ৩০ সেকেন্ড কোকো বাটার গলিয়ে নিন। তার চেয়ে কম সময়ে গলে গেলে আরও ভালো। এরপর বাকি দুটো উপকরণ গলানো কোকো বাটারের সঙ্গে মিশিয়ে নাড়তে থাকুন। পুরো মিশ্রণটা ঠান্ডা হয়ে একটু জমে গেলে তা আবারও নেড়ে মেশান। এরপর তা মাখার উপযুক্ত হবে।

অ্যান্টি-রিঙ্কল ক্রিম
বেশি বয়সেও যদি টানটান ত্বক থাকে তাহলে কেমন হয়? দারুণ লাগবে তাই তো? ত্বকের সঙ্গে মনেও তারুণ্যের ঝিলিক অনুভব করবেন তখন। তা এমন ত্বক পাওয়ার জন্য অনেকেই নানা ধরনের ক্রিম, তেল ইত্যাদি মুখে হাতে লাগান। আজ বরং বলি ঘরোয়া পদ্ধতিতে এই ধরনের ক্রিম কেমন করে বানাবেন। তার জন্য  কাপ আমন্ড অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ কোরানো বিওয়্যাক্স,  চা চামচ ভিটামিন ই অয়েল আর ১ টেবিল চামচ শিয়া বাটার একসঙ্গে মিশিয়ে নিন। তার সঙ্গে ল্যাভেন্ডার বা সাইট্রাস ফ্লেভারের এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। সুন্দর গন্ধ হবে। এই ক্রিম রোজ স্নানের পরে এবং সন্ধেবেলা মুখে, হাতে, গলায়, ঘাড়ে লাগান। চোখের চারপাশে বিশেষভাবে মাখুন। দেখবেন ত্বক অনেক বয়স পর্যন্ত টানটান থাকবে। যে কোনও ঘরোয়া ক্রিমেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন, বললেন দিব্যা সিং। নিজের পছন্দসই সুগন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল ক্রিমে সুন্দর গন্ধ আনে। সকাল সন্ধে এই ক্রিম মুখে লাগিয়ে দেখুন, ত্বক ভালো থাকবেই।     
কমলিনী চক্রবর্তী
গ্রাফিক্স: সোমনাথ পাল 
18th  January, 2025
নানারকম নেল পলিশ

কম সময়ে সাজ বদল করতে চান? নানা রঙে রাঙিয়ে তুলুন আঙুলগুলো। হ্যাঁ, নেল পলিশের কথাই বলছি। 
বিশদ

15th  February, 2025
ফিরছে   ডার্ক শেড?

মেকআপে ডার্ক লিপস অর্থাৎ ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক বহুদিন কোণঠাসা। বসন্ত বাতাসে কি তারই ফেরার ইঙ্গিত? 
বিশদ

15th  February, 2025
পাল্টে   ফেলুন   সাজ

ভালোবাসার মরশুম এসে পড়ল। এটা শুনলে অনেকেই আপত্তি করতে পারেন। ভালোবাসার আবার নির্দিষ্ট কোনও মরশুম হয় নাকি? সারা বছরই তো ভালোবাসার সময়। তা ঠিক। কিন্তু ক্যালেন্ডারের হিসেব মানলে ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইনস ডে। সপ্তাহ জোড়া সেলিব্রেশন।
বিশদ

08th  February, 2025
হেয়ার কেয়ার

বসন্ত এসে গিয়েছে? না! সে তো শুধু আর গানে আটকে নেই। সরস্বতী পুজো দরজায় কড়া নাড়ছে মানেই বাঙালির বসন্তকালের বাঁশি। শীতকালীন পার্টি, বিয়েবাড়ি, পিকনিক— নানাবিধ অনুষ্ঠানে চুলের বাহারি কায়দা করে কাটল কয়েকদিন। বসন্তের আমেজে নতুন করে যত্ন করতে হবে।
বিশদ

01st  February, 2025
বসন্ত সমাগমে

বসন্তপঞ্চমীর সাজ মানেই তাতে থাকবে বাসন্তী রঙের ছোঁয়া। হলুদ পাঞ্জাবির সঙ্গে হলুদ শাড়ির আলাপ। একসঙ্গে অঞ্জলি দেওয়া আর কুল খাওয়া! ছোট থেকে এক লাফে একদিন হঠাৎ বড় হওয়ার সুযোগ। স্কুলবেলার স্মৃতিতে সরস্বতী পুজোর দিনটা সবসময় অমলিন।
বিশদ

01st  February, 2025
রূপচর্চায়  জাফরান

কাশ্মীরের গুলমার্গ যাওয়ার পথে হাইওয়ের ধারে বেগুনি রঙা ফুলে ছেয়ে আছে শীতের মাঠ। আপাদমস্তক শীতপোশাকে ঢেকে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নানা বয়সের পুরুষ ও মহিলা। ছোট, বড় টুকরি সকলের হাতে। মাঠ থেকে ওই ফুল তুলে নিয়ে আসা তাঁদের কাজ
বিশদ

25th  January, 2025
লং কোটে জমে উঠুক ফ্যাশন

ইন্দো-ওয়েস্টার্ন মেলবন্ধন চান পোশাকে? শাড়ি বা কুর্তির সঙ্গে বেছে নিন লং কোট। বিশদ

11th  January, 2025
নতুন রকম চুলের সাজ

উৎসবের মরশুম চলছে। চুলের সাজে একটু নতুনত্ব আনতে চান? থাকছে বিশেষজ্ঞের পরামর্শ। বিশদ

04th  January, 2025
বর্ষ শেষে পার্টি লুক

বর্ষবরণের রাতে চাই জমাটি ঝকঝকে সাজ। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে তিনটি ভিন্ন লুকে সাজিয়ে তুললেন মেকআপ এবং স্টাইলিং এক্সপার্ট কৌশিক-রজত। বিশদ

28th  December, 2024
ক্রিসমাসের সাজে বা ঙা লি য়া না

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। খ্রিস্টপুজোই বা বাদ যাবে কেন? বছর শেষে ক্রিসমাস সেলিব্রেশনে তৈরি সকলে। কেমনভাবে নিজেকে সাজাবেন? বাঙালিয়ানাকে বজায় রেখে যদি ফ্যাশন করা যায়, তাহলে সেটাই হয়ে উঠবে আপনার স্টাইল স্টেটমেন্ট। বিশদ

21st  December, 2024
গোলাপ জলে চুলের যত্ন: শীতে চুল ভালো রাখতে কীভাবে ব্যবহার করবেন গোলাপ জল?
 

গোলাপ জল রূপচর্চার অন্যতম উপাদান। ত্বক ভালো রাখতে নানাভাবে এর ব্যবহারের পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা। কিন্তু চুলের যত্নেও গোলাপ জল সমান উপকারী। বিশেষত শীতে চুল শুষ্ক হয়ে যায়। ফলে দৈনন্দিন যত্নে গোলাপ জল ব্যবহার করতে পারেন। বিশদ

14th  December, 2024
ব্যক্তিত্বের ঊর্ধ্বে মেকআপ নয়

ব্রাইডাল মেকআপ বা কনের সাজ এখন আর একটি দিনের বিষয় নয়। বিশেষ দিনের বিশেষ সাজের আগে দরকার লম্বা প্রস্তুতি। নাহলে সবাইকে অবাক করে দেওয়ার মতো লুক তৈরি হবে কী করে? এই বিষয়ে কথা হচ্ছিল অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট ও স্টাইলিং এক্সপার্ট কৌশিক-রজতের সঙ্গে।
বিশদ

07th  December, 2024
সোনার সাজে  কনে বউ

ভোরের আলো ফোটার আগে দধিমঙ্গল দিয়ে যে অনুষ্ঠানের সূচনা হয়, তারই সমাপ্তি ঘটে রাতের আনুষ্ঠানিক সিঁদুর দানের মাধ্যমে। তার মাঝে আরও অনেক পর্ব রয়েছে। গায়ে হলুদ, সপ্তপদী, শুভদৃষ্টি, মালাবদল— সব মিলিয়ে বাঙালি বিবাহ হয়ে ওঠে সোহাগ আর ভালোবাসার মধুর মিলনক্ষেত্র।
বিশদ

07th  December, 2024
অতিথিদের  সাজগোজ

শীত পড়েছে শহরে। কফির কাপ হাতে ফিশ পকোড়ায় কামড় দিয়ে খানিক পরনিন্দা পরচর্চা করার মরশুম চলেই এল। এই জমাটি কম্বিনেশন কোথায় পাবেন? অবশ্যই বিয়েবাড়িতে। কোন বউদির স্টাইল সেন্স এক্কেবারে নেই, জংলা শাড়ির সঙ্গে একগাদা গয়না পরেছে।
বিশদ

07th  December, 2024
একনজরে
ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আলু রাখার জন্য হিমঘরে ৩০ শতাংশ জায়গার ব্যবস্থা করেছে রাজ্য। বৃহস্পতিবার হুগলির জেলাশাসক মুক্তা আর্য এব্যাপারে সর্ব শিক্ষা মিশনের কনফারেন্স হলে একটি প্রশাসনিক বৈঠক করেন। ...

এক বধূকে ধর্ষণ করে মুখে কীটনাশক ঢেলে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যুবক। ধৃতের নাম বিপুল বর্মন। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার জানান, ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ...

হোসে মোলিনাকে স্বস্তি দিয়ে অনুশীলনে ফিরলেন মনবীর সিং। বৃহস্পতিবার দলের সঙ্গে সিচুয়েশন মুভমেন্টেও বেশ চাঙ্গা দেখাল তাঁকে। আসলে কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে চোট পান মনবীর। ...

পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক ও পেনশন আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন, জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক ভাষা দিবস
১৮৪৮- কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো
১৮৭৮- ঋষি অরবিন্দের শিষ্যা মিরা আলফাসা ওরফে ভারতের পুদুচেরী অরবিন্দ আশ্রমের শ্রীমার জন্ম
১৮৯৪- ডাঃ শান্তিস্বরূপ ভাটনগরের জন্ম
১৯৩৭- অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৫২- পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ভাষা আন্দোলনে প্রাণ দিলেন চারজন
১৯৬১- নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৭০- অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল স্লেটারের জন্ম
১৯৯১- অভিনেত্রী নূতনের মৃত্যু
১৯৯৩- বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি অখিল নিয়োগীর (যিনি স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত) মৃত্যু
২০০০- বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়
২০১৩- হায়দরাবাদে জোড়া বোমা বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু
২০২২ – বিশিষ্ট গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৭,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫। অষ্টমী ১৪/৩৫ দিবা ১১/৫০। অনুরাধা নক্ষত্র ২৪/২৫ দিবা ৩/৫৪। সূর্যোদয় ৬/৮/২০, সূর্যাস্ত ৫/৩২/২৮। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে পুনঃ ৮/২৪ গতে ১০/৪২ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৪/১ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে ৪/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৫ মধ্যে পুনঃ ৪/২৬ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫৯ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৪১ গতে ১০/১৫ মধ্যে।
৮ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫। অষ্টমী দিবা ৮/২৮। অনুরাধা নক্ষত্র দিবা ১/০। সূর্যোদয় ৬/১১, সূর্যাস্ত ৫/৩১। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/১৬ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে ও ৪/৫ গতে ৫/৩১ মধ্যে এবং রাত্রি ৭/১৭ গতে ৮/৫৫ মধ্যে ও ৩/২৮ গতে ৪/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৩ মধ্যে ও ৪/১৭ গতে ৬/১০ মধ্যে। বারবেলা ৯/১ গতে ১১/৫১ মধ্যে। কালরাত্রি ৮/৪১ গতে ১০/১৬ মধ্যে। 
 
২২ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ডব্লুপিএল: বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ উইকেটে জয়ী মুম্বই

01:20:38 AM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: আফগানিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

12:11:00 AM

ফের হাওড়ার প্রকাশ্য রাস্তায় চলল গুলি, এলাকায় স্থানীয় প্রোমোটারকে  লক্ষ্য করে তাঁর বাড়ির সামনেই গুলি চালায় দুই দুষ্কৃতী

11:59:00 PM

মাদারিহাটে শিলাবৃষ্টি
প্রায় ২০ মিনিটের ঝড়-সহ শিলাবৃষ্টির সাক্ষী থাকল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ...বিশদ

11:17:30 PM

বীরভূমে কাঁকরতলা থানা এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার উপর হামলা, জখম, ভর্তি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

10:42:00 PM

মহম্মদবাজার থানার ওসি বদল
শুক্রবার রাতে মহম্মদবাজার থানার ওসির দায়িত্ব থেকে সরানো হল অরূপকুমার ...বিশদ

10:21:00 PM