Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

কার আইন, কার আদেশ?
পি চিদম্বরম

শব্দগুলি জোরে এবং স্পষ্ট, উচ্চাঙ্গে, প্রায় নাটকীয়ভাবে বেজে ওঠে, ‘আমরা, ভারতের জনগণ ... নিজেদেরকে এই সংবিধান দিয়েছি।’ এবং স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব এবং অন্যান্য উদ্দেশ্যগুলির মধ্যে সবাইকে সুরক্ষিত করার জন্য আমরা আমাদেরকে এই সংবিধান দিয়েছি।
ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ প্রত্যেক অফিসার, মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জন্য বাধ্যতামূলক করা আবশ্যক। প্রত্যেকেই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। তাঁদের প্রত্যেকের প্রথম বাধ্যবাধকতা হতে হবে নাগরিকদের স্বাধীনতা সুরক্ষিত রাখা এবং সৌভ্রাতৃত্বের প্রচার করা। তাঁদের তরফে এটা করার জন্য আমরা কেন্দ্রীয়ভাবে একটি সংসদ এবং রাজ্যে রাজ্যে বিধানসভা তৈরি করেছি। আমরা রাজ্য বিধানসভাকে ‘পাবলিক অর্ডার’ এবং ‘পুলিস’ আইন প্রণয়নের দায়িত্ব দিয়েছি। অন্যদিকে, সংসদ ও বিধানসভা উভয়কেই দিয়েছি ফৌজদারি আইন, ফৌজদারি কার্যবিধি এবং প্রতিরোধমূলক আটক (প্রিভেন্টিভ ডিটেনশন) সংক্রান্ত আইন প্রণয়নের দায়িত্ব। 
জনগণের আদেশ 
আইনের বাস্তব প্রয়োগের জন্য আমরা এগজিকিউটিভ বা একটি কার্যনির্বাহী তৈরি করেছি। আমরা এগজিকিউটিভের উপর একটা চেক  বা নজরদারি রাখি নাগরিকদের মৌলিক অধিকার প্রয়োগের মাধ্যমে। এগজিকিউটিভদের সতর্ক করে থাকি এই বলে যে, ‘কোনও ব্যক্তি তাঁর জীবন এবং ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত হবেন না, আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত।’
আমরা কার্যনির্বাহীকে নির্দেশ দিয়েছিলাম যে, ‘গ্রেপ্তার হওয়া কাউকেই তাঁকে না জানিয়ে হেফাজতে আটক করে রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের গ্রেপ্তারের কারণ তাঁকে অবহিত করতে হবে, তাঁর আইনি পরামর্শ গ্রহণের অধিকার নস্যাৎ করা যাবে না, আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁকে তাঁর পছন্দের একজন আইনজীবীর সাহায্য গ্রহণের সুযোগও দিতে হবে। ’
আমরা কার্যনির্বাহীকে আরও নির্দেশ দিয়েছিলাম যে এটা পর্যবেক্ষণ করুন ‘গ্রেপ্তার হওয়া এবং হেফাজতে আটক প্রত্যেক ব্যক্তিকে এইভাবে ধরার ২৪ ঘণ্টার ভিতরে নিকটতম কোনও বিচারকের সামনে হাজির করা হবে ... এবং একজন বিচারকের আদেশ ছাড়া এই ধরনের কাউকেই ওই নির্ধারিত সময়ের পর হেফাজতে আটকে রাখা চলবে না।’ 
উপদেশগুলি ছিল রবার্ট বার্নসের ‘ইঁদুর এবং মানুষের সেরা প্রতিষ্ঠিত পরিকল্পনা’-র মতো। আমাদের দোষ ছিল আমরা উত্তরপ্রদেশ রাজ্যকে আমলে নিইনি!
প্রথমে ট্র্যাজেডি, তারপর কমেডি
লখিমপুর খেরির মর্মান্তিক ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। চারজন কৃষক একটা এসইউভি গাড়িতে চাপা পড়েছিলেন এবং অন্য চারজনের মৃত্যু হয়েছিল ওই কৃষকদের মৃত্যুর পর সংঘটিত হানাহানিতে। রাজনৈতিক নেতারা সংশ্লিষ্ট গ্রামে যাবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এই সম্পূর্ণ অধিকার তাঁদের আছে, ‘লিবার্টি’ কথাটি থেকে আমরা এটাই বুঝি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোতে সৌভ্রাতৃত্ব গুরুত্ব পেয়ে থাকে। 
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা লখিমপুর খেরিতে যাওয়ার সময় তাঁকে সীতাপুরের কাছে আটকে দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা সম্পর্কিত কিছু তথ্য বিতর্কিত নয়: সময়টা ছিল ৪ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৪টে। প্রিয়াঙ্কাকে জানানো হয়েছিল যে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মতে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। পুরুষ পুলিসকর্তারা ধাক্কা মেরে তাঁকে পুলিসের গাড়িতে তোলেন। ৬ অক্টোবর, বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে পিএসি গেস্ট হাউসে আটক রাখা হয়েছিল। আটকে রাখার এই ৬০ ঘণ্টার ভিতরে—
> গ্রেপ্তারের কারণ কী, মিসেস ওয়াধেরাকে সেটা জানানো হয়নি;
> তাঁকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়নি এবং তাতে তাঁর স্বাক্ষরও নেওয়া হয়নি; 
> তাঁকে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি;
> তাঁকে এফআইআরের কপি দেওয়া হয়নি, যদি তা হয়ে থাকে; 
> তাঁকে তাঁর আইনি পরামর্শদাতার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি, যিনি ঘণ্টার পর ঘণ্টা তাঁরই জন্য গেটে অপেক্ষায় ছিলেন; এবং
> ৫ অক্টোবর মঙ্গলবার তাঁকে বলা হয়েছিল যে তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১০৭ ও ১১৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আইনের ঠিক কতগুলো বিধান লঙ্ঘন করা হয়েছে সে গুনে বলা মুশকিল! আপনার যদি ইনটেলেকেচুয়াল কিউরিওসিটি থাকে তবে অনুগ্রহ করে সংবিধান, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অনুলিপিগুলি সংগ্রহ করুন। এরপর চোখ বুলিয়ে নিন অনুচ্ছেদ ১৯, ২১ এবং ২২; ধারা ৪১বি, ৪১ডি, ৪৬, ৫০, ৫০এ, ৫৬, ৫৭, ৬০এ, ১৫১, বিশেষ করে ফৌজাদারি কার্যবিধির উপধারা (২) ও ১৬৭; এবং ভারতীয় দণ্ডবিধির ১০৭ ও ১১৬ ধারার উপর। 
অজ্ঞতা নাকি দায়মুক্তি?
আমার মনে হয়, উত্তরপ্রদেশে, যেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেখানে আইনশৃঙ্খলার ধারণার ভিন্ন কোনও অর্থ রয়েছে। সেখানে আইন একটা আছে বটে, তবে তা যোগী আদিত্যনাথের আইন, ভারতীয় আইন নয়। অর্ডার বা আদেশ 
আছে, প্রকৃতপক্ষে অনেক আদেশ, সেগুলিও 
যোগী আদিত্যনাথের আদেশ, বৈধ আদেশ কিছু 
নয়। উত্তরপ্রদেশের পুলিস যে ‘ল অ্যান্ড অর্ডার’ 
বা আইনশৃঙ্খলা মেনটেন করে সেটাও যোগী আদিত্যনাথের ল এবং যোগী আদিত্যনাথের 
অর্ডার।
আসুন, উত্তরপ্রদেশ পুলিসের প্রজ্ঞার শেষ মুক্তাটি, মানে অভিযোগগুলি একবার দেখি। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কোনও ‘অপরাধ’ অন্তর্ভুক্ত নয়, সুতরাং ওই ধারায় কাউকে ‘অভিযুক্ত’ করা 
যাবে না।
ভারতীয় দণ্ডবিধির ১০৭ এবং ১১৬ ধারা দুটি হল প্ররোচনা সম্পর্কিত। এগুলো একক চার্জ বা অভিযোগ হতে পারে না। প্ররোচনার অভিযোগটি কেবল তখনই অর্থবহ হয় যখন প্ররোচিত ব্যক্তির নাম এবং সেই প্ররোচনায় যে অপরাধটি সংঘটিত হয়েছিল পুলিস তা জানায়। পুলিসের কেউই এই গুরুত্বপূর্ণ ত্রুটিটা লক্ষ্য করেছেন বলে মনে হয় না। যে চার্জটা আনা হয়েছে তা স্রেফ হাস্যকর!
এর একমাত্র ব্যাখ্যা হতে পারে যে, উত্তরপ্রদেশ পুলিস সংবিধান বা আইন জানে না (যার অর্থ, এটা তাদের অজ্ঞতা), অথবা উত্তরপ্রদেশ পুলিস সংবিধান ও আইনের পরোয়া করে না (যার অর্থ, দায় থেকে মুক্তি পাওয়া)। উভয় ব্যাখ্যাই উত্তরপ্রদেশ পুলিসকে কলুষিত করে, যে পুলিসের ডিরেক্টর জেনারেল পদমর্যাদার কয়েকজন অফিসার (ডিজিপি) রয়েছেন। অথচ উচ্চপদস্থ পুলিস অফিসার থেকে শুরু করে বিনম্র কনস্টেবল পর্যন্ত, সকলেরই সুনাম-সুখ্যাতি প্রাপ্য। সাড়ে ২৩ কোটি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশের জন্য একটি ভালো পুলিস বাহিনী জরুরি, এই প্রয়োজনটা অন্য যেকোনও কিছুর 
চেয়ে বেশি।
স্বাধীনতা একটা সুনামিতে ভেসে যায় না। অনবরত ধেয়ে আসা তরঙ্গের আঘাতেই এটি ক্ষয়প্রাপ্ত হয়। উম্ভা (সোনভদ্র), উন্নাও-১, শাহজাহানপুর, উন্নাও-২, এনআরসি/সিএএ, হাতরাস এবং এখন লখিমপুর খেরি— ঢেউগুলো আপনি দেখতে পাচ্ছেন কি?
 লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
11th  October, 2021
টিম ইন্ডিয়া – প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই
নরেন্দ্র মোদি

আজ পর্যন্ত হাতেগোনা কয়েকটি দেশই নিজেরা টিকা তৈরি করতে পেরেছে। ১৮০টিরও বেশি রাষ্ট্র সম্পূর্ণভাবে কয়েকটি মাত্র উৎপাদকের ওপরেই নির্ভরশীল। বেশ কিছু দেশ এখনও টিকা হতে পাওয়ার অপেক্ষায়। সেখানে ভারত ১০০ কোটি ডোজের মাত্রা অতিক্রম করে গিয়েছে! বিশদ

এই সামগ্রিক ব্যর্থতার দায় কার?
সমৃদ্ধ দত্ত

জিনিসপত্র অগ্নিমূল্য। রান্নার গ্যাস আকাশছোঁয়া। ব্যাঙ্ক ডাকঘরের সুদ কম। বেকারত্ব এবং অনাহারে ভারত অন্য রাষ্ট্রকে ছাপিয়ে যাচ্ছে। ব্যাঙ্ক, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, আয়কর, সরকারি স্কিম অথবা নতুন কাজের সুযোগ—সাধারণ নাগরিক প্রত্যক্ষভাবে কোনও সহায়তাই সরকারের থেকে পাচ্ছে না।
বিশদ

সাম্প্রদায়িক হিংসা জাগিয়ে ফায়দা চায় রাজনীতি
মৃণালকান্তি দাস

‘সংখ্যালঘুরা কার কাছে বিচার চাইবেন?’ সাম্প্রদায়িক অস্থিরতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক সোহরাব হাসান। বলেছেন, কুমিল্লার ঘটনা শুধু উৎসবকেই ম্লান করেনি, মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতাকেও লজ্জায় ফেলেছে।
বিশদ

21st  October, 2021
জীবনে ফিরে আসুক
কোজাগরীর অনন্ত আলো
সন্দীপন বিশ্বাস

সব প্রতিকূলতা কেটে যাক। অনন্ত হোক এই কোজাগরী রাত। আকাশ থেকে গলানো সোনার মতো নেমে আসুক আরও আলো, আরও শান্তি। দীর্ঘায়িত হোক জীবনের কোজাগরী আলো। বিশদ

20th  October, 2021
দু’টো ডোজ মানেই
বিশল্যকরণী নয়
শান্তনু দত্তগুপ্ত

করোনা বিদায় নেয়নি। তা সত্ত্বেও আনন্দে মেতেছেন এঁরা... পুজো কমিটির ধারক ও বাহকেরা। তাঁরা প্রভাবশালী। তাই ২০০৯ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশ হেলায় অমান্য করতে পারেন। আদালত তো জানিয়েই দিয়েছিল, কোনওভাবে মণ্ডপের উচ্চতা যেন ৪০ ফুট না ছড়ায়। তা সত্ত্বেও বছরের পর বছর বহু পুজো কমিটি ইচ্ছেমতো প্রভাব খাটিয়ে চলেছে।
বিশদ

19th  October, 2021
মানবাধিকারের পক্ষে ক্ষতিকারক মানসিকতা
পি চিদম্বরম

গত তিন বৎসরাধিককালে প্রধানমন্ত্রী ভীমা কোরেগাঁও মামলায় বন্দিদের মানবাধিকার নিয়ে একটি শব্দও খরচ করেননি। এমনকী এনআইএ নামক যে সংস্থার দায়িত্বে তিনি রয়েছেন তার তরফে এই মামলার অভিযোগ গঠনে দীর্ঘ বিলম্বের কারণ নিয়েও তিনি নিশ্চুপ। ... আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পূর্ণ একমত যখন তিনি বলেন, ‘‘এই ধরনের মানসিকতা মানবাধিকারের প্রভূত ক্ষতিসাধন করে।’’ বিশদ

18th  October, 2021
ক্ষুধার দেশে মোদিজিকে
ধন্যবাদ, শুভেচ্ছা...
হিমাংশু সিংহ

এই অবনমনের ব্যর্থতা শুধু অনাহার আর ক্ষুধার সূচকেই সীমাবদ্ধ নেই। আছে যুদ্ধক্ষেত্রেও। ৫৬ ইঞ্চি ছাতির সেই দাপট যেন কোথায় স্তিমিত বিগত বেশ কিছুদিন ধরে। নাকি হিসেব তোলা থাকছে আগামী চব্বিশ সালের সাধারণ নির্বাচনের আগে ফের কোনও বিতর্কিত ধামাকার জন্য।
বিশদ

17th  October, 2021
সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া
স্কুল খোলা উচিত নয়
মৃন্ময় চন্দ

ভারতে স্কুল বন্ধ ১৭ মাস। লকডাউন পর্বে বেহাল শিক্ষার হালহকিকত জানতে বিহারের, ঔরাঙ্গাবাদের বিজেপি সাংসদ সুশীল কুমার সিং, শিক্ষামন্ত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন লিখিত আকারে পেশ করেছেন। যেমন, করোনা অতিমারীর কারণে রাজ্যভিত্তিক স্কুলছুটের সঠিক তথ্য-পরিসংখ্যান সরকারের কাছে আছে কি না? বিশদ

17th  October, 2021
গণেশ জননী নবপত্রিকাবাসিনী দুর্গা
চৈতন্যময় নন্দ

মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত সপ্তশতী চণ্ডীতে দেবী দুর্গা শস্যদেবীরূপে যেন জগতে অবতীর্ণা এ বার্তা দৃপ্ত কণ্ঠে বিঘোষিত। সর্বজীবের প্রাণরক্ষার উপযোগী শাক-শস্যের দ্বারা তিনি পৃথিবীকে পালন করেন তাই মহাজননী শারদেশ্বরীর আর এক নাম শাকম্ভরী।  বিশদ

12th  October, 2021
১৮ লক্ষ প্রদীপ এবং কিছু বাস্তব
শান্তনু দত্তগুপ্ত

উত্তরপ্রদেশে ১৮ লক্ষ দিয়া জ্বালিয়ে এই অবিচারের অন্ধকার দূর হবে কি? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আপনার তরফ থেকে একটাও বিবৃতি জারি হয়নি। এখনও না। কেন? ওই মানুষগুলো কি এতটুকুরও যোগ্য নয়? করুণা তারা চায়নি। টাকাও নয়। তারা চেয়েছিল বিচার। বিশদ

12th  October, 2021
কৃষকের রক্ত লেগেছে
হাতে তবু পুলিস নির্বিকার...
হিমাংশু সিংহ

সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলায় কেন্দ্রকে নিশানা করে যোগী সরকারকে জোরালো ভর্ৎসনা না করলে হয়তো গ্রেপ্তারির প্রক্রিয়া শুরু হতো না। সমনের নোটিসও ইস্যু হতো না মন্ত্রিপুত্রের নামে। শুধু একটা এফআইআর করেই দায় সারতে চেয়েছিল উত্তরপ্রদেশ সরকার। যেন মৃতদের পরিবারের জন্য নেহাতই একটা সান্ত্বনা পুরস্কার।​​​
বিশদ

10th  October, 2021
 মমতাকে আটকানোই যেন লক্ষ্য না হয়
 
​​​​​​​

কেউ উপরে উঠতে গেলেই শুরু হয়ে যায় টেনে নামানোর মরিয়া চেষ্টা। কর্মক্ষেত্র থেকে রাজনীতি, সর্বত্র একই ছবি। সেই কারণে মুখে মুখে ছড়ানো ‘বাঙালি কাঁকড়া’র গল্প এত জনপ্রিয়। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়তেই শুরু হয়েছে তাঁকে টেনে নামানোর লড়াই।​​​​​​
বিশদ

09th  October, 2021
একনজরে
হুগলির বলাগড়ে গঙ্গার চরেই গড়ে উঠবে নয়া নদী বন্দর। তৈরি হবে দু’টি বার্থ টার্মিনাল। তার একটি নির্দিষ্ট থাকবে কয়লার জন্য। অন্যটিতে ওঠানামা করবে কন্টেনার। এই ...

লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে দীপাবলি পালন করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করলেন লন্ডনের মেয়র সাদিক খান। ওই দিন ট্রাফালগারে ভারতীয় শিল্পকলা এবং কারুশিল্পর প্রদর্শনী করা হবে। পাশাপাশি থাকবে নিরামিষ খাবারের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।  ...

শনিবার শুরু হচ্ছে রাজ্য ব্রিজ চ্যা঩ম্পিয়নশিপ। প্রথমে খেলা হবে পেয়ার্স বিভাগে। টিম ইভেন্ট ১২-১৪ নভেম্বর। প্রতিযোগিতার স্পনসর শ্রী সিমেন্ট। প্রতিটি বিভাগেই পুরস্কৃত হবেন প্রথম দশজন। ...

শহরে মেগা স্পোর্টস টাউনশিপ গড়ছে মার্লিন গ্রুপ। পূর্ব ভারতে এই প্রথম কোনও আবাসন নির্মাতা সংস্থা এমন থিম ভিত্তিক প্রকল্প গড়ছে বলে দাবি করেছে তারা। টাউনশিপ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায় বাধা থাকলেও অগ্রগতি হবে। আর্থিক যোগ শুভ। ব্যয় বাড়বে। সম্পত্তি নিয়ে শরিকি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু
১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম
২০০৮: চিত্রশিল্পী পরিতোষ সেনের মৃত্যু
২০০৮: চন্দ্রায়ন-১-এর সূচনা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.০৭ টাকা ৭৫.৭৯ টাকা
পাউন্ড ১০১.৮১ টাকা ১০৫.৩৫ টাকা
ইউরো ৮৫.৮১ টাকা ৮৮.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৫৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১। দ্বিতীয়া ৪৭/৬ রাত্রি ১২/৩০।  ভরণী নক্ষত্র ৩৩/১০ রাত্রি ৬/৫৬। সূর্যোদয় ৫/৩৯/৪৪, সূর্যাস্ত ৫/২/৪২। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১০ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩২ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৮ মধ্যে পুনঃ ৩/৫৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১৩ গতে ৯/৪৭ মধ্যে। 
৪ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১। দ্বিতীয়া রাত্রি ১০/৩৯। ভরণী নক্ষত্র রাত্রি  ৬/২৭। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৪।  অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৪ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪১ মধ্যে। বারবেলা ৮/৩১ গতে ১১/২২ মধ্যে। কালরাত্রি ৮/১৩ গতে ৯/৪৭ মধ্যে। 
১৫ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ভারত-ইংল্যান্ড পরিত্যক্ত টেস্টটি নতুন বছরেই
ভারত-ইংল্যান্ড সিরিজের পরিত্যক্ত পঞ্চম টেস্টটি নতুন বছরে অনুষ্ঠিত হবে। আজ, ...বিশদ

06:26:11 PM

রাজ্যে আরও ২টি নতুন পুরসভা
রাজ্যে বাড়ল আরও দুটি পুরসভা। ময়নাগুড়ি ও  ফালাকাটা। এই দুই ...বিশদ

06:19:53 PM

গড়িয়াহাটের জোড়া খুন কাণ্ডে গ্রেপ্তার আরও ২
গড়িয়াহাটের জোড়া খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হল। ...বিশদ

05:35:14 PM

ট্রেকিংয়ে গিয়ে নিঁখোজ: রাজ্যের ৫ জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন
কুমায়ন রেঞ্জে ট্রেকিং করতে গিয়ে গাইড সহ নিখোঁজ রাজ্যের পর্যটকদের ...বিশদ

05:29:21 PM

চেতলা বস্তিতে আগুন, জখম ২ শিশুসহ ৪
ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এবার চেতলার বস্তিতে।  একটি ঝুপড়ি বাড়িতেই ...বিশদ

02:31:00 PM

ত্রিপুরায় সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর
ত্রিপুরায় তৃণমূলের উপর আবারও হামলার অভিযোগ। শুক্রবার ত্রিপুরায় নতুন কর্মসূচি ...বিশদ

02:29:03 PM