Bartaman Patrika
সম্পাদকীয়
 

জোড়া ধাক্কা

ভোট যত এগচ্ছে ততই চিন্তা বাড়ছে পদ্ম শিবিরের। এরই মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো সুপ্রিম কোর্টের জোড়া ধাক্কা বেআব্রু করে দিয়েছে নরেন্দ্র মোদিকে। দশ বছর আগে দিল্লির মসনদে বসার পর থেকে কখনও প্রতিবাদী স্বরকে ‘শিক্ষা’ দিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউএপিএ আইনে নির্বিচার গ্রেপ্তার চালিয়েছে মোদি সরকার। কখনও রাজনৈতিক প্রতিপক্ষকে ‘শায়েস্তা’ করতে ইডি, সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে ইচ্ছামতো। স্বেচ্ছাচারী শাসকের এমন লাগামছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে বিরোধী দল থেকে নাগরিক সমাজ বারবার সরব হয়েছে। এবার মুখ খুলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পরপর দু’দিন দুটি রায়ে মুখোশ খুলে যাওয়ার অবস্থা মোদি সরকারের। তবে এভাবে মুখ পুড়লেও এতে শাসকদল লজ্জা পাবে বলে মনে হয় না। খবরে প্রকাশ, গত বছরের ৩ অক্টোবর সংবাদ পোর্টাল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদককে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করে অমিত শাহের দিল্লি পুলিসের স্পেশাল সেল। এবছর ১৫ মে এই মামলার শুনানিতে ৭৪ বছরের প্রবীণ সাংবাদিকের গ্রেপ্তারকে বেআইনি বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হয়েছে, পুরো ব্যাপারটাই চোরাগোপ্তাভাবে সারা হয়েছিল। এটা আইনি প্রক্রিয়াকে ধোঁকা দেওয়ার খোলাখুলি প্রয়াস ছাড়া আর কিছুই নয়। ঠিক এরপরের দিন ১৬ মে, বিরোধী-দমনে মোদি সরকারের অন্যতম ‘অস্ত্র’ ইডির ডানা ছাঁটতে ঐতিহাসিক রায় দেয় সর্বোচ্চ আদালত। দেখা গিয়েছে, মোদি জমানায় সরকারি অর্থ তছরূপের অভিযোগ তুলে পিএমএলএ আইনে মুড়িমুড়কির মতো মামলা ও গ্রেপ্তার চালিয়েছে ইডি। আইনের ১৯ নং ধারায় এই ‘একতরফা’ গ্রেপ্তার আটকাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাত বেঁধে দিয়েছেন বিচারপতি। তাঁদের পরিষ্কার নির্দেশ, বিশেষ আদালতের অনুমতি ছাড়া আর কোনও সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে না ইডি। এতে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বেড়ে গেল। 
বিরোধীদের মুখ বন্ধ করতে কুখ্যাত ইউএপিএ আইনে মামলা ও ধরপাকড় মোদি জমানায় কয়েকগুণ বেড়েছে। এই আইনে গ্রেপ্তারে সুবিধা হল, অভিযুক্তকে বিনা বিচারে যতদিন খুশি জেলে আটকে রাখা যায়। সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্তদের এই আইনে মামলা বা গ্রেপ্তারের একটা যুক্তি থাকতে পারে। কিন্তু মোদি সরকার এই আইনে ছাত্র, সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মীদেরও গ্রেপ্তার করেছে বলে অভিযোগ বিরোধীদের। তথ্য বলছে, ২০১৫ থেকে ’২০ সালের মধ্যে এই আইনে গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৩৭১ জনকে। কিন্তু এই পাঁচ বছরে দোষী প্রমাণিত হয়ে সাজা পেয়েছেন মাত্র ২৩৫ জন। তার মানে, বাকিরা বিনা বিচারে বন্দি থেকেছেন। দমনপীড়ন আরও জোরদার করতে ২০১৯ সালে এই আইনকে সংশোধন করে আরও দানবীয় করা হয়েছে। এর ফলে সরকার যে কোনও ব্যক্তি বা সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করতে পারে। শুধু নিউজক্লিকের প্রধান সম্পাদকই নন, এই মুহূর্তে অন্তত ১৬ জন সাংবাদিকের ঘাড়ে ইউএপিএ আইনের খাঁড়া ঝুলছে। এই আইনে গ্রেপ্তার হয়েছেন, ছাত্র নেতা ওমর খালিদ, কবি ভারবারা রাও, দলিত আন্দোলনের কর্মী সুবীর ধাওয়ানে, সমাজকর্মী সুধা ভরদ্বাজ, অধ্যাপিকা সোমা সেন, আইনজীবী সুরেন্দ্র গ্যাডলিং, সাংবাদিক সিদ্দিক কাপ্পান সহ আরও অনেকে। মোদি সরকারের চোখে, এঁরা সব নাকি ‘সন্ত্রাসবাদী’! 
ইউএপিএ-র মতোই প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ আইনকেও বিরোধী দমনের হাতিয়ার করেছে মোদি সরকার। তথ্য বলছে, ইউপিএ সরকারের আমলে ২০০৪ থেকে ’১৪ সাল পর্যন্ত এই আইনে ইডির অধীনে মামলা হয়েছে ১৭৯৭টি। মোদি জমানার দশ বছরে এই মামলার তদন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৫। ইউপিএ আমলে ইডি চার্জশিট দিয়েছিল ১০২টি। মোদি জমানায় ১২৮১টি। আর এই আমলে গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৫০০ শতাংশ। আরও তথ্য হল, মোদি জমানায় যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব ইডি-সিবিআইয়ের তদন্তের মুখে পড়েছেন তার ৯৫ শতাংশই বিরোধী দলের সঙ্গে যুক্ত। অথচ অন্তত ২৫ জন রাজনৈতিক নেতা এই সময়কালে বিজেপিতে যোগ দেওয়ায় তাঁদের বিরুদ্ধে হয় তদন্ত বন্ধ হয়ে গিয়েছে, অথবা মামলা স্থগিত রাখা হয়েছে। এখানেই মোদি সরকারের দৃষ্টিভঙ্গির নিরপেক্ষতা নিয়ে সঙ্গত প্রশ্ন তোলে বিরোধীরা। আসে প্রতিহিংসা পরায়ণ মানসিকতার প্রসঙ্গ। তাই, পিএমএলএ আইনে ইডির যথেচ্ছ গ্রেপ্তার নিয়ে সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারির পর প্রশ্ন উঠেছে, তবে কি এবার থেকে সরকার সতর্ক হয়ে পা ফেলবে? বন্ধ হবে কি লাগামছাড়া ধরপাকড় অথবা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা? অনেকের মতে, বিজেপি ফের ক্ষমতায় ফিরলে আইন পাল্টে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যেমন অতীতে দেখা গিয়েছে। 
19th  May, 2024
বুজরুকি বাবা!

তাঁর কথা শুনে প্রথমে ধারণা হয়েছিল, তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিনের জন্যই ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। ঈশ্বরের ‘দূত’ তিনি। এবার নিজেই সেই ধারণা শুধরে দিয়ে নরেন্দ্র মোদি জানালেন, ২০৪৭-এ ‘বিকশিত ভারতে’র লক্ষ্যপূরণের জন্য ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। বিশদ

ফুটপাতে বসবাসের গ্যারান্টি

সবচেয়ে বেশি গৃহহীন এবং বস্তিবাসী মানুষ ভারতে বসবাস করে। কিন্তু সেই সংখ্যাটি বাস্তবে কত, তা জানার উপায় নেই। কারণ গত তেরো বছরে দেশে সার্বিক জনগণনা হয়নি। তবু ক্ষমতাসীন হওয়ার পরপরই ‘সবার জন্য গৃহ প্রকল্প’ বা ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ গ্রহণ করে মোদি সরকার। বিশদ

24th  May, 2024
দেশনেতা না দালাল?

বেশিরভাগ মানুষের আয় রোজগার সবসময় সমান থাকে না। এরপর থাকে বাড়ি, গাড়ি, গয়না প্রভৃতি ক্রয় এবং সন্তানের উচ্চশিক্ষা, ভ্রমণ প্রভৃতির মতো কিছু বড় বাজেটের খরচাপাতি। সর্বোপরি অবসর জীবনে নিয়মিত আয় শূন্য হলেও খরচের প্রয়োজন ও অভ্যাস বহাল থাকে, বরং চিকিৎসার খরচ বেড়ে যায়। বিশদ

23rd  May, 2024
প্রশ্নের মুখে নিরপেক্ষতা

‘আপনার ব্যবহারই আপনার পরিচয়’—এমন আপ্তবাক্য লেখা থাকে গ্রাম মফস্সলের দোকানপাটে, বাসের পিছনে এবং আরও নানা জায়গায়। অর্থাৎ বংশ কৌলীন্য, প্রাতিষ্ঠানিক শিক্ষাদীক্ষা কিংবা পদমর্যাদারও উপরে স্থান দেওয়া হয়েছে একজন ব্যক্তিমানুষের ব্যবহারকে। বিশদ

22nd  May, 2024
কেমন আছে ‘মোদি পরিবার’?

‘হাম দো, হামারা দো’ (আমরা দু’জন, আমাদের দু’জন)। কয়েক দশক আগে পরিবার পরিকল্পনায় এই বিজ্ঞাপনী স্লোগান গোটা দেশে খুবই জনপ্রিয় হয়েছিল। আসলে ‘ছোট পরিবার, সুখী পরিবার’ তৈরির ভাবনা থেকেই এই স্লোগানের জন্ম। বিশদ

21st  May, 2024
কমিশনের সাহসী পদক্ষেপ

আজ, সোমবার সাধারণ নির্বাচনের পঞ্চম দফা। আট রাজ্যের মোট ৪৯টি আসনে ভোট নেওয়া হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে আসন সংখ্যা ৭। বিশদ

20th  May, 2024
কীসের পূর্বাভাস?

১৮তম লোকসভা নির্বাচনের প্রথম চার দফায় ৩৭৯টি আসনে ভোট হয়ে গিয়েছে। এই ভোট যতটা উদ্বেগে রেখেছে শাসক বিজেপিকে, ততটাই চাপে পড়েছে নির্বাচন কমিশন। কারণ, ভোটদানের হার। বিস্তর টালবাহানার পর কমিশনের দেওয়া তথ্যে জানা যাচ্ছে, চার দফা মিলিয়ে মোট ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। বিশদ

18th  May, 2024
মুম্বই কাণ্ডে সচেতন বাংলা

নির্মীয়মাণ বহুতল ভবন ও ব্রিজ এবং পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সাক্ষী বহু শহর। তাতে হতাহতও হন বহু মানুষ। মুম্বই দেখিয়ে দিল আপাত নিরীহ বিলবোর্ড বা হোর্ডিং যে বিপদ ডেকে আনতে পারে তার চেহারা সেসবের চেয়ে কোনও অংশে ছোট নয়! বিশদ

17th  May, 2024
রাজভবন ছাড়ুন বোস

১৭ নভেম্বর, ২০২২ রাষ্ট্রপতি ভবন খবর দিল যে, রাজভবন থেকে সরছেন বিতর্কিত জগদীপ ধনকর। স্বভাবতই রাজ্যের শাসক মহলে বইতে শুরু করল খুশির হাওয়া। কারণ ধনকরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মোদ্দা অভিযোগ ছিল, তিনি নির্বাচিত রাজ্য সরকারকে শান্তিতে কাজ করতে দিচ্ছেন না। বিশদ

16th  May, 2024
ব্যর্থতার মূলে সস্তা চমকগুচ্ছ

মোদি জমানা অগুনতি রেকর্ড সৃষ্টি করেছে এবং কিছু ক্ষেত্রে ভেঙেছে নিজেরই গড়া রেকর্ড! সেসব নিত্য নতুন ফরমানের। তাতে ভয়াবহ চমকই আছে কেবল, আম জনতার জন্য কোনও সুরাহা নেই। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল—রান্নার গ্যাসের কানেকশনের সঙ্গে আধার যাচাইকরণ। বিশদ

15th  May, 2024
মমতার অভিযোগেই মান্যতা

মোদির ঢিলের জবাব পাটকেলেই দিয়েছেন নবীন পট্টনায়েক। এতদিন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সীমাহীন বঞ্চনার অভিযোগে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। চলতি লোকসভা ভোটের প্রচারেও রাজ্যের বঞ্চনার অভিযোগকেই হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশদ

14th  May, 2024
ভোটদানে অগ্রণী বাংলার নারী

সাধারণ মানুষের, তার মধ্যে বিশেষ করে নারীর অধিকার সহজে প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক মুক্তির জন্য তাদের ভোটাধিকার অর্জন করা জরুরি ছিল। নারীর এই অধিকারের লড়াই বিকশিত হয় ব্রিটিশ ভারতে। অধিকার তাঁরা অর্জনও করেন সেইসময়। বিশদ

13th  May, 2024
আসল ইস্যু বেকারি, মূল্যবৃদ্ধি

সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ১০০ টাকা এবং জ্বালানি তেলের দাম লিটারে মাত্র দু’টাকা কমেছে। লোকসভা নির্বাচনের মুখেই তা ঘোষণা করেছিল মোদি সরকার। নিন্দুকেরা এও বলতে পারেন, মূল্যবৃদ্ধি নিয়ে আম জনতার ক্ষোভ প্রশমিত করতেই ভোটের আগে দামে সামান্য ছাড় ঘোষণা হয়েছে। বিশদ

12th  May, 2024
কীসের পূর্বাভাস?

আকাশ মেখে ঢাকলে, ঘনঘন বিদ্যুৎ চমকালে ঝড় ওঠে, বাজ পড়ে, ঝমঝমিয়ে বৃষ্টি নামে। গত প্রায় এক সপ্তাহ ধরে শেয়ার বাজারের পতনও কি দেশের শাসক বদলের কোনও ইঙ্গিত বহন করছে? এর সঠিক উত্তর জানা যাবে ৪ জুন। বিশদ

11th  May, 2024
ব্যুমেরাং গণঅভ্যুত্থান তত্ত্ব

বুধবার সন্দেশখালির এক মহিলা দাবি করলেন, ‘সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মামলা সাজিয়েছে বিজেপি। আর এখন মিথ্যা মামলা থেকে সরে আসতে চাইলে মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে ওরা!’ সামনে আসছে এরকম আরও অভিযোগ। বিশদ

10th  May, 2024
জাগ্রত ভোটযন্ত্র

আগামী মাসে গঠিত হবে নতুন কেন্দ্রীয় সরকার। সাতদফা নির্বাচনের তিনদফা ইতিমধ্যেই অতিক্রান্ত। মোট ৫৪৩ আসনের লোকসভায় ২৮৫টির জন্য ভোট নেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ বেশিরভাগ  আসনের জন্য চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে মানুষ। বিশদ

09th  May, 2024
একনজরে
পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে নেমে মৃত্যু হল দুই চা শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক চা শ্রমিক। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের কমলা চা ...

তাপপ্রবাহে বেহাল দশা দেশের একাধিক শহরের। স্বস্তি পেতে পর্যটকদের গন্তব্য শৈলশহর। ভিড় সামলাতে পরিচিত গন্তব্যের পাশাপাশি নতুন পর্যটনস্থল বেছে নিয়ে প্রচার শুরু করেছে কেন্দ্র। এই উদ্যোগের পোশাকি নাম ‘কুল সার্মাস অব ইন্ডিয়া।’ ...

বাংলাদেশের ঝিনাইদহ ৪-এর সাংসদ আনোয়ারুল আজিম আনার খুনে সামনে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। দেহ খণ্ড করার জন্য মুম্বই থেকে উড়িয়ে আনা হয়েছিল ভাড়াটে কসাই জিহাদকে। অতীতে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার একাধিক জায়গায় ঘাঁটি গেড়েছিল অভিযুক্ত। ...

টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিসিসিআই সচিব জয় শাহ বলছেন, রাহুল দ্রাবিড়ের চেয়ারে এমন কেউ বসুন, যাঁর ভারতীয় ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে। এই মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি কোনও ভারতীয় ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কৃষিজ পণ্যের ব্যবসায় উন্নতি ও লাভ বৃদ্ধির যোগ। সাহিত্যচর্চা/ বন্ধু সঙ্গে আনন্দ। আর্থিক উন্নতি হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব থাইরয়েড দিবস
১৩৬০ - ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী গিনি উপসাগর আবিষ্কার করেন
১৭৫১: বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা হ্যালহেডের জন্ম
১৮৮৬: বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম
১৮৮৯: হেলিকপ্টারের উদ্ভাবক রুশ-মার্কিন বিজ্ঞানী ইগর সিকোরস্কির জন্ম
১৯০৬: বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজের জন্ম
১৯২৪: শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৪১: ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ ও সমাজকর্মী গুরুসদয় দত্তের মৃত্যু
১৯৭২: পরিচালক করণ জোহরের জন্ম
১৯৮৯: গর্বাচভ সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রশাসনিক ক্ষমতাধর রাষ্ট্রপতি নির্বাচিত হন
২০০৫: অভিনেতা সুনীল দত্তের মৃত্যু
২০০৯: পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আইলা আঘাত করে
২০১৮: শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৩ টাকা ৮৪.১৭ টাকা
পাউন্ড ১০৩.৯৮ টাকা ১০৭.৪৫ টাকা
ইউরো ৮৮.৪৭ টাকা ৯১.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ২৫ মে, ২০২৪। দ্বিতীয়া ৩৫/৫ রাত্রি ৬/৫৯। জ্যেষ্ঠা নক্ষত্র ১৪/৮ দিবা ১০/৩৬। সূর্যোদয় ৪/৫৬/৫৮, সূর্যাস্ত ৬/১০/৮। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৩ গতে ৭/৩৬ মধ্যে পুনঃ ১১/১২ গতে ১/২১ মধ্যে পুনঃ ২/৪৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫/৪৯ মধ্যে পুনঃ ৯/২১ গতে ১২/০ মধ্যে। বারবেলা ৬/৩৬ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে পুনঃ ৪/৩১ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩০ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে উদয়াবধি।   
১১ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ২৫ মে, ২০২৪। দ্বিতীয়া সন্ধ্যা ৬/৪২। জ্যেষ্ঠা নক্ষত্র দিবা ১০/৩৮। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১২। অমৃতযোগ দিবা ৩/৩৮ গতে ৬/১২ মধ্যে এবং রাত্রি ৭/৪ গতে ৭/৪৬ মধ্যে ও ১১/১৬ গতে ১/২২ মধ্যে ও ২/৪৮ গতে ৪/৫৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৪৮ মধ্যে ও ৯/২৩ গতে ১২/৪ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৪ গতে ২/৫৩ মধ্যে ও ৪/৩৩ গতে ৬/১২ মধ্যে। কালরাত্রি ৭/৩৩ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৬ মধ্যে। 
১৬ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গুজরাতের রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০

09:05:11 PM

জম্মু ও কাশ্মীরের কুলগামে গাড়ি দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু, জখম ৩

08:13:53 PM

দিল্লির মুন্ডকা এলাকায় একটি কারখানায় আগুন, অকুস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন

08:10:49 PM

লোকসভা নির্বাচন ২০২৪ (ষষ্ঠ দফা): বিকাল ৫টা পর্যন্ত দেশে কত শতাংশ ভোট পড়ল
আজ, শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এই দফায় দেশের ...বিশদ

07:38:07 PM

২০২৪-এ আরও বেশি ভোটে হারাব: অভিষেক বন্দ্যোপাধ্যায়

07:32:00 PM

বজবজের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

07:31:00 PM