Bartaman Patrika
সম্পাদকীয়
 

নিন্দনীয় প্রয়াস

‘নহি দেবী, নহি সামান্যা নারী।/ পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে/ সে নহি নহি,/ হেলা করি মোরে রাখিবে পিছে/ সে নহি নহি।/ যদি পার্শ্বে রাখ মোরে/ সংকটে সম্পদে,/ সম্মতি দাও যদি কঠিন ব্রতে/ সহায় হতে,/ পাবে তবে তুমি চিনিতে মোরে।’ —চিত্রাঙ্গদা’য় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৬৩ থেকে এ পর্যন্ত মোট ১৬ জন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে ভারত। এই কীর্তির দ্বারোদ্ঘাটন করেন সুচেতা কৃপালনী। ২ অক্টোবর, ১৯৬৩—গান্ধীজির জন্মদিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে তিনি উত্তরপ্রদেশের দায়িত্ব নেন। টানা তিনটি টার্ম বা ১৫ বছর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড রয়েছে শীলা দীক্ষিতের (১৯৯৮-২০১৩)। আবার মাত্র ২৩ দিনেই মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ শেষ হয়েছিল ভি এন জানকী রামচন্দ্রনের (এআইএডিএমকে)। তিনি তামিলনাড়ুর দায়িত্ব পেয়েছিলেন। দেশের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এই মুহূর্তে মহিলা মুখ্যমন্ত্রী মাত্র একজন। তিনি পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এটা তৃতীয় টার্ম। অদূর ভবিষ্যতে মমতাকে বৃহত্তর দায়িত্ব নিতে হলে অন্যকথা, না-হলে শীলা দীক্ষিতের রেকর্ড ভেঙে দেওয়াটা তাঁর কাছে কেবলই সময়ের অপেক্ষা। মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে আর একটি উজ্জ্বল নাম বিজেপির সুষমা স্বরাজ (১৯৯৮)। সংসদীয় রাজনীতিতে তাঁর উত্থানের শুরু ১৯৭৭-এ—মাত্র ২৫ বছর বয়সে হরিয়ানা রাজ্যের সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হন তিনি। অন্যদিকে, স্থানীয় সরকার (গ্রাম পঞ্চায়েত, পুরসভা/ পুর কর্পোরেশন) পরিচালনাতেও গৌরবজনক অধ্যায় রচনা করেছেন ভারতকন্যারা। তাঁদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুখ নিঃসন্দেহে আরিয়া রাজেন্দ্রন সি। ২০২০ সালের ডিসেম্বরে সিপিএমের কাস্তে হাতুড়ি তারা প্রতীকে জিতে তিনি কেরলের তিরুবনন্তপুরম পুর কর্পোরেশনের মেয়র হন। তখন তাঁর বয়স মাত্র ২১ বছর। তিনিই সারা ভারতের কনিষ্ঠতম মেয়র।
কিন্তু মেয়েদের এই জয় মোটেই সহজে আসেনি। এ এক বিরাট লড়াইয়ের ফসল। রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্রের ছবিটার দিকে তাকালেই তা স্পষ্ট হয়। ১৮২ সদস্যের গুজরাত বিধানসভায় মহিলা মাত্র ১৫ জন। ২০১২ সালে সেখানে ১৬ জন মহিলা এমএলএ ছিলেন। মহিলা সদস্যের ন্যূনতাকেই যেন ‘ঐতিহ্য’ করে নিয়েছে মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাত। ২০২২ সালে গুজরাতে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোট ১,৬২১ জন। তাঁদের মধ্যে ১৩৯ জন মহিলা, তবে প্রধান চার দলের প্রতিনিধি মাত্র ৪০ জন। অর্থাৎ লিঙ্গবৈষম্যের শুরু নির্বাচন আয়োজনের সূচনাতেই। মহিলা প্রার্থী ছিলেন বিজেপির ১৮ জন এবং প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ১৪ জন। বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক হুংকার ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালও পাঁচজনের বেশি মহিলাকে ফিল্ডিংয়ে পাঠাতে পারেননি। আরও দুর্ভাগ্য হল, ভোটারদের মনে দাগ কাটতে পারেননি আপ-এর একজনও মহিলা প্রার্থী। জয়-পরাজয় পরের কথা, গুজরাতে প্রার্থী মনোনয়নে বামপন্থী বা কমিউনিস্টরাও প্রগতিশীলতার সামান্যতম ছাপ রাখতে পারেননি। লোকসভায় সর্বাধিক মহিলা সদস্য ছিল বিদায়ী সংসদেই—কিন্তু তাঁরা মাত্র ১৫ শতাংশ! আরও হতাশ করেছে রাজ্যসভা—মহিলা সদস্য ১৩ শতাংশ মাত্র! সমস্ত রাজ্য বিধানসভা মিলিয়ে মাত্র ৯ শতাংশ মহিলা সদস্য।
বুঝতে অসুবিধা হয় না কেন আইনসভায় নারী প্রতিনিধিত্বের প্রশ্নে ‘মহান’ ভারতের র‍্যাঙ্ক নীচের দিক থেকে ২০তম। জনসংখ্যা, এমনকী ভোটার সংখ্যারও প্রায় অর্ধেক মহিলা হওয়া সত্ত্বেও কোনও দলই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের প্রাপ্য গুরুত্ব দেয়নি। ভোটদানের ক্ষেত্রেও অনেক রাজ্যে মহিলাদের অগ্রণী ভূমিকা লক্ষণীয়। তার মধ্যে উল্লেখযোগ্য—হিমাচল প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। অথচ কোনও কোনও রাজ্য থেকে আইনসভায় মহিলাদের প্রবেশাধিকারই জোটেনি, কিংবা বড়জোর একজন বা দু’জনের ভাগ্যে সেই শিকে ছিঁড়েছে। আদিবাসী মহিলা রাষ্ট্রপতি (দ্রৌপদী মুর্মু) ‘উপহার’ দিয়েছে মোদির পার্টি। মোদি সরকারই পাস করেছে আইনসভায় মহিলাদের জন্য ন্যূনতম ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল। মহিলা ভোট যথাসম্ভব বেশি হারে ঝুলিতে ভরারও নানা কৌশল জারি রয়েছে সব পার্টির। তবু চলতি লোকসভা নির্বাচনেও দেখা যাচ্ছে, বিশেষভাবে জারি রয়েছে নারীশক্তিকে পিছিয়ে রাখার সুপ্রাচীন খেলাটাই। তার জলজ্যান্ত সাক্ষ্য দিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির প্রার্থী তালিকা। মোদি-শাহের গেরুয়া শিবির এখনও অব্দি ৪৩৪টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কিন্তু বিস্তর ঢক্কা নিনাদের পরও সেই তালিকায় মহিলা মাত্র ৭০ জন বা ১৬ শতাংশের সামান্য বেশি! রাজনৈতিক দলগুলি ভোট জেতাবার হাতিয়ারমাত্র করে রেখেছে মহিলাদের। এটা কোনোভাবেই নারীকে সমানাধিকার প্রদানের মনোভাব ও সংস্কৃতি নয়, ‘অর্ধেক আকাশ’ আচ্ছন্ন রাখারই নিন্দনীয় প্রয়াস।
29th  April, 2024
মুখ খুলুন প্রধানমন্ত্রী

বিলকিস বানোর ধর্ষণকারীদের মাল্যবরণ করেছিল একটি দল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দোষীদের আগাম মুক্তির ব্যবস্থা করেছিল তাদের এক রাজ্য সরকার। এজন্য ধোঁকা দেওয়া হয়েছিল আদালতকেও। এই দলের রামরাজ্যের হাতরাস-সহ একগুচ্ছ নারীনির্যাতন কাণ্ডে মুখ পুড়েছে দেশের। বিশদ

আইন ও নৈতিকতা

রাজ্যে ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে শিরোনামে চলে এসেছেন রাজভবনের কর্তা রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। পুলিসের কাছে লিখিত অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, রাজ্যপালের অফিস ও কনফারেন্স রুমে দুটি ভিন্ন দিনে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। বিশদ

07th  May, 2024
এই তবে অমিতবিক্রম!

আগামী কাল, মঙ্গলবার লোকসভা ভোটগ্রহণের তৃতীয় দফা। ওই একদিনেই ভোট নেওয়া হবে গুজরাতের সব আসনে। তবে ২৬টি আসনে নয়, ২৫টিতে। কারণ সুরাতের বিজেপি প্রার্থী মুকেশ দালাল ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হয়েছেন! বিশদ

06th  May, 2024
‘দ্বিতীয় শ্রেণির’ প্রচার

দেখেশুনে মনে হচ্ছে, তৃতীয়বারের জন্য কুর্সিতে বসতে বাঁধনছাড়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদি। এতটাই যে, খোলাখুলি প্রচারে মুখে কোনও লাগাম রাখছেন না। এটা সকলেরই জানা যে, বিজেপি দলটা চলে আরএসএসের ভাবধারায়। আর এ দেশকে ‘হিন্দুরাষ্ট্র’ করে তোলাই যে নাগপুরের মূল লক্ষ্য—তাও কারও অজানা নয়। বিশদ

05th  May, 2024
আচরণবিধির ঊর্ধ্বে কেউ নয়

এমন হাস্যকর যুক্তি বোধহয় মোদি সরকারের পক্ষে দেওয়া সম্ভব! দেশজুড়ে করোনাকালে কেন্দ্রের দেওয়া কোভিশিল্ড টিকায় ছিল প্রাণঘাতী পার্শ্বপ্রতিক্রিয়ার বীজ। এমন অভিযোগ ওঠার পর টিকা প্রস্তুতকারী সংস্থার তরফে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে স্বীকারোক্তির পরেই ভ্যাকসিনের শংসাপত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।
বিশদ

04th  May, 2024
হিংসা বন্ধে কে আন্তরিক

রাষ্ট্রব্যবস্থার একাধিক বিকল্পের মধ্যে গণতন্ত্রই যে সেরা, তা নিয়ে বিতর্কের অবকাশ কমই। মানুষ সমাজবদ্ধ হওয়ার শুরু থেকে রাষ্ট্রব্যবস্থা গ্রহণের উপর অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। আর এই সুদীর্ঘ চর্চার সেরা ফসল হিসেবে, আমাদের সামনে আপাতত রয়েছে গণতন্ত্র। বিশদ

03rd  May, 2024
অপারেশন লোটাস নবরূপে

দেশজুড়ে মোট সাত দফায় সাধারণ নির্বাচন চলছে। প্রথম দুই দফায় ১৯১টি আসনের ভোট গ্রহণে অন্তত প্রার্থীদের নিয়ে কোনও ঝঞ্ঝাট হয়নি। তৃতীয় দফার ভোট গ্রহণ ৭ মে। ওইদিন ১২টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৪টি আসনের জন্য কয়েক কোটি মানুষের ভোটের লাইনে দাঁড়াবার কথা।
বিশদ

01st  May, 2024
আতঙ্কেই কি ভোলবদল?

মাধ্যমিক পরীক্ষায় ‘বি’ গ্রেড পেয়ে (৩৪—৪৪ শতাংশ নম্বর) কোনও পড়ুয়া প্রথম হয়েছেন, এমন অবাস্তব ঘটনা কল্পনাও করা যায় না। কিন্তু নির্বাচনী গণতন্ত্রে এমনটা হতেই পারে! সাধারণ বিবেচনায় একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের (ন্যূনতম ৫১ শতাংশ) ভোট পেয়ে সরকার গঠনের দাবিদার হবে—এমনটাই হওয়া উচিত। বিশদ

30th  April, 2024
কড়ায় গণ্ডায় বুঝে নিতে...

ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে দিলে কী হয়, রাজধানী দিল্লিকে ঘিরে সাড়ে তিন বছর আগে কৃষক বিক্ষোভের সময় তা নিশ্চয়ই টের পেয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০২০-২১-এর সেই উত্তাল কৃষক আন্দোলনের কাছে মাথা নত করে সরকারের মুখ পুড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। বিশদ

28th  April, 2024
কোন আতঙ্কে সীমা অতিক্রম?

ভালো ব্যাটসম্যান যিনি হবেন, ক্রিকেটের ব্যাকরণ মেনে তিনি সোজা ব্যাটে খেলবেন, এটাই প্রত্যাশিত। দশ বছরের শাসক নরেন্দ্র মোদি ও তাঁর দলের দাবিও হল, এই আমলে সোজা ব্যাটে খেলার মতো অনেক কিছু রয়েছে। বিশদ

27th  April, 2024
আপাতত দুর্ভোগের গ্যারান্টি

২০১৪ সালে মোদি দিল্লির কুর্সি দখল করেন মনমোহন সিংয়ের অর্থনীতিকে দুয়ো দিয়ে। তিনি একইসঙ্গে মুণ্ডপাত করেন নেহরু-গান্ধী পরিবারতন্ত্রের। তাঁর মূল বক্তব্য ছিল, স্বাধীনতার সাড়ে ছয় দশক পরেও সবদিক থেকে দেশের দীনহীন অবস্থার এক ও একমাত্র কারণ ওই পরিবার নিয়ন্ত্রিত কংগ্রেস দলের নীতি।
বিশদ

26th  April, 2024
কমিশনের নজরদারি জরুরি

‘দেশ কে গদ্দারোঁ কো গোলি মারো সালো কো।’—এই হিন্দি স্লোগানের বাংলা মানে, ‘দেশদ্রোহীদের গুলি করে মেরে দাও।’ ২০২০ সালে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে এই স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। নালিশ যায় নির্বাচন কমিশনে। সে-বছর ১ মার্চ নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই হেট স্পিচ নিয়ে মন্ত্রী মহোদয় একাধিক মিডিয়ার প্রশ্নের মুখে পড়েন।
বিশদ

25th  April, 2024
অবিশ্বাস্য, উদ্বেগজনক

সাধারণ নির্বাচনে, ১৯ এপ্রিল প্রথম দফার ভোট নেওয়া হল—২১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত লোকসভার ১০২টি আসনে এবং অরুণাচল প্রদেশ ও সিকিম রাজ্য বিধানসভার জন্য। বিশদ

24th  April, 2024
অবাস্তব দাবি

লক্ষ্যে পৌঁছতে হলে স্বপ্ন দেখতে হয়। প্রায় প্রত্যেকের জীবনে ছোটবেলায় শোনা এই কথাটাকে শিরোধার্য করে অনেকে স্বপ্ন সত্যি করে দেখায়। আবার অনেকেই তা পারে না। কিন্তু স্বপ্নকে সাকার করার চেষ্টা আর গল্পের গোরু গাছে তোলা এক কথা নয়। বিশদ

23rd  April, 2024
আগাম অবাঞ্ছিত ভাবনা

নির্বাচনে লড়তে রাজনৈতিক দলগুলিকে বিপুল অর্থ খরচ করতে হয়। কিন্তু তারা টাকা পাবে কোত্থেকে? ব্যবসায়িক প্রতিষ্ঠান বা রোজগেরে ব্যক্তির মতো তো তার কোনও আয়ের উৎস নেই।
বিশদ

22nd  April, 2024
রং নিয়ে রং-বাজি!

রাষ্ট্রযন্ত্রের মাথায় বসে রং-বাজি শুরু করেছেন গেরুয়া শাসক! যে রং ত্যাগের প্রতীক হয়ে দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকায় জ্বলজ্বল করছে, যে রঙের বসন সাধু-সন্ন্যাসীদের আলাদা করে চিনিয়ে দেয়, সেই গেরুয়া রঙের যেন ঠিকাদারি নিয়েছে আরএসএস-বিজেপি। বিশদ

21st  April, 2024
একনজরে
পুলিস কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়াকে প্রভাবিত করছে রাজ্য ও কলকাতা পুলিসের ওয়েলফেয়ার কমিটি। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে একটি রাজনৈতিক দল। ...

গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত দার্জিলিং জেলায় ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তবে জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কোনও খবর নেই বলে জেলা স্বাস্থ্য বিভাগ ...

২ মে ২০১৮। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি পর্বের লড়াই। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে দুরন্ত লড়াই মেলে ধরে বায়ার্ন মিউনিখ। ...

জ্যাক অলিভল প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রসময় দাস মঙ্গলবার প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রী তপতী দাস এবং দুই পুত্র রাজর্ষি দাস ও রীতেশ দাস ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার ও বিমা সূত্রে অর্থাগম হতে পারে। কাজের প্রসার ও নতুন কর্মলাভের সম্ভাবনা। বিদ্যা হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব রেডক্রস দিবস
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
১৭৯৪ - ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল
১৮২৮- রেড ক্রস এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনন্টের জন্ম
১৮৬১ - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৬৩ - ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়
১৯০২ - দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়
১৯২৯- শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গিরিজা দেবীর জন্ম
১৯৫৩- গায়ক রেমো ফার্নাডেজের জন্ম
১৯৬২- জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন
১৯৭০ – প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেট তারকা মাইকেল বেভানের জন্ম
১৯৮১ - কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি ফণিভূষণ চক্রবর্তীর মৃত্যু
১৯৯৩ - অস্ট্রেলীয় ক্রিকেট তারকা প্যাট কামিন্সের জন্ম
১৯৯৬ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়
২০০৮ -  অভিনেতা,পরিচালক ও নাট্যব্যক্তিত্ব জ্ঞানেশ মুখোপাধ্যায়ের মৃত্যু
২০২৩ - সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৬ টাকা ৮৪.৪০ টাকা
পাউন্ড ১০৩.১৭ টাকা ১০৬.৬২ টাকা
ইউরো ৮৮.৩৮ টাকা ৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ বৈশাখ, ১৪৩১, বুধবার, ৮ মে ২০২৪। অমাবস্যা ৯/৩০ দিবা ৮/৫২। ভরণী নক্ষত্র ২১/১৫ দিবা ১/৩৪। সূর্যোদয় ৫/৩/৪২, সূর্যাস্ত ৬/২/২৯। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৭ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১১/৮ মধ্যে পুনঃ ৩/২৭ গতে ৫/১০ মধ্যে। রাত্রি ৬/৪৬ গতে ৮/৫৯ মধ্যে পুনঃ ১/২৪গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে। রাত্রি ৮/৫৯ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/১৮ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/১৮ গতে ৩/৪০ মধ্যে। 
২৫ বৈশাখ, ১৪৩১, বুধবার, ৮ মে ২০২৪। অমাবস্যা দিবা ৮/৪৮। ভরণী নক্ষত্র দিবা ১/৫৬। সূর্যোদয় ৫/৪, সূর্যাস্ত ৬/৪। অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে ও ১/৪৭ গতে ৫/২০ মধ্যে এবং রাত্রি ৯/৪৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে। কালবেলা ৮/১৯ গতে ৯/৫৭ মধ্যে ও ১১/৩৪ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/১৯ গতে ৩/৪২ মধ্যে। 
২৮ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: লখনউকে ১০ উইকেটে হারাল হায়দরাবাদ

10:27:54 PM

আইপিএল: ১৯ বলে হাফসেঞ্চুরি অভিষেক শর্মার, হায়দরাবাদ ১২০/০ (৬.৩ ওভার) টার্গেট ১৬৬

10:15:03 PM

আইপিএল: ১৬ বলে হাফসেঞ্চুরি ট্রাভিস হেডের, হায়দরাবাদ ৭৯/০ (৪.৪ ওভার) টার্গেট ১৬৬

10:04:52 PM

আইপিএল: হায়দরাবাদকে ১৬৬ রানের টার্গেট দিল লখনউ

09:26:56 PM

আইপিএল: ২৮ বলে হাফসেঞ্চুরি আয়ূষ বাদোনির, লখনউ ১৪৬/৪ (১৯ ওভার), বিপক্ষ হায়দরাবাদ

09:19:23 PM

আইপিএল: ২৪ রানে আউট ক্রুণাল পান্ডিয়া, লখনউ ৬৬/৪ (১১.২ ওভার), বিপক্ষ হায়দরাবাদ

08:43:15 PM