Bartaman Patrika
সম্পাদকীয়
 

অশান্ত ভূস্বর্গ

১২ জন সাধারণ নাগরিক, ৯ জন সেনা জওয়ান, ১৩ জন জঙ্গি। এটা নরেন্দ্র মোদি, অমিত শাহের ‘তৈরি’ কাশ্মীরে গত দু’সপ্তাহে ৩৪ জনের খুন বা মৃত্যুর হিসেব। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর কাশ্মীর স্বাভাবিক প্রমাণ করতে মোদি-শাহরা চেষ্টার ত্রুটি রাখেননি। নিরাপত্তা আঁটসাঁট করেও পশ্চিম বিহারের বাসিন্দা এক ফুচকা বিক্রেতা, উত্তরপ্রদেশের এক কাঠমিস্ত্রিকে সেখানে গুলি করেছে জঙ্গিরা। রবিবার কাশ্মীরে বিহারেরই আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে জঙ্গিহানায়। এখন ওই উপত্যকা মানেই ভূস্বর্গের অপরূপ সৌন্দর্য আর সেনা-জঙ্গি লড়াইয়ের ছবি। ভিন রাজ্যের শ্রমিক-সহ সাধারণ নাগরিকের মৃত্যু যেন পুরনো কাশ্মীরীদের নব্বইয়ের দশকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কাশ্মীর পুলিসেরই বক্তব্য, উপত্যকায় পরিযায়ী শ্রমিক মহল্লার মানচিত্র তৈরি করে সেখানে আক্রমণ করার পরিকল্পনা করেছে জঙ্গিরা। এটা নতুন কৌশল। জঙ্গিরা এভাবে সেনার বাইরে সাধারণ নাগরিকদেরও টার্গেট করায় চাপা আতঙ্কও ছড়িয়ে পড়েছে ভূস্বর্গে। যেকোনও মূল্যে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর বার্তা বারবার মোদি সরকার দিলেও বোঝাই যাচ্ছে এ ব্যাপারে কেন্দ্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সেখানকার উন্নয়নের জন্য যা করণীয় ছিল তা তারা করেনি। উল্টোদিকে, সন্ত্রাসের মোকাবিলা করতে গিয়ে জওয়ানদের প্রাণ যাচ্ছে। ফলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হল কেন্দ্রকে। জম্মু ও শ্রীনগরের এয়ারবেসে ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিশেষ রেডার, জ্যামার, ড্রোন কিলার গান মোতায়েন করতেও হল। 
সম্প্রতি আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখলের পর পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের তত্ত্বাবধানে জয়েশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী কাশ্মীরে হামলা চালানোর জন্য সক্রিয় হয়ে ওঠে। আফগানিস্তানের পর কাশ্মীরই জঙ্গিদের ঘোষিত পরবর্তী টার্গেট। তাই ভূস্বর্গকে অশান্ত করে তুলতে পাক মদতপুষ্ট আইএসআইয়ের মদতেই জঙ্গিরা সন্ত্রাসমূলক কাজ চালাচ্ছে বলে গোয়েন্দাদের ধারণা। তাঁদের আরও আশঙ্কা, এক সপ্তাহের বেশি সময় ধরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর যে এনকাউন্টার চলছে তাতে মিশে রয়েছে পাক কমান্ডোরাও। কারণ জন্মলগ্ন থেকেই পাকিস্তান নামক রাষ্ট্রটি ভারতের অমঙ্গলসাধনের চেষ্টা করছে। এবার ভারতীয় গোয়েন্দাদের মাথাব্যথা আরও বাড়িয়েছে বদরি ৩১৩-এর ধাঁচে প্রশিক্ষিত নয়া জঙ্গি ইউনিট হরকত ৩১৩। ফলে কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এটা স্পষ্ট হচ্ছে, বিশ্বের চোখে কাশ্মীরকে খাটো করে দেখানোর উদ্দেশ্যেই সেখানে ধারাবাহিক নাগরিক খুনের ঘটনা ঘটানো হচ্ছে। যাতে ভূস্বর্গের শান্তিভঙ্গ হয়। উপত্যকায় এখন ভরা পর্যটনের মরশুম। দোকানপাট, অফিস কাছারি সব খোলা। আপাতদৃষ্টিতে মনে হবে ছবিটা স্বাভাবিক জীবনযাত্রার। কিন্তু আসলে কি তাই? বছর দুই আগে রাজ্যের বিশেষ মর্যাদা লোপ পাওয়ার পর থেকে উপত্যকায় রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় বন্ধ। বকলমে সেখানে কেন্দ্রের শাসন চলছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব তাদেরই। অথচ এখনও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সরাসরি অথবা পরোক্ষে গৃহবন্দি। এলাকায় এলাকায় সেনা তৎপরতা। জঙ্গি-সেনার লড়াই সেখানকার রোজনামচা। এ নিয়েও রীতিমতো ক্ষুব্ধ কাশ্মীরবাসী। এই সুযোগে কাশ্মীরে কর্মসংস্থানের অভাব আর অনুন্নয়নের কারণকে কাজে লাগাচ্ছে জঙ্গিগোষ্ঠী। জঙ্গি হতে চেয়ে অনেক স্থানীয় যুবক নাম লেখাচ্ছেন। তার উপর আবার আফগানিস্তানে পালাবদলের সঙ্গে সঙ্গে তালিবানদের জেহাদ সংবলিত ভিডিও, অডিও ছড়াচ্ছে হু হু করে। এই অবস্থায় সঙ্গত কারণেই জঙ্গি দমনে সেখানে সেনা তৎপরতাও বেড়েছে। দুর্ভাগ্যজনক যে, এতৎসত্ত্বেও ফের অশান্ত ও রক্তাক্ত হয়ে উঠছে কাশ্মীর। বলি হচ্ছেন সাধারণ মানুষও।
পরিস্থিতি বুঝে এখন কাশ্মীর নিয়ে কেন্দ্র নড়েচড়ে বসছে। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর উপত্যকাকে উন্নয়নে মুড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিল মোদি সরকার। ঘোষণা মতো কেন্দ্রীয় প্যাকেজের হাজার হাজার কোটি টাকার উন্নয়নযজ্ঞও নাকি শুরু হয়েছে। উন্নয়নের কাজ তদারকি করতে চলতি মাসে নীতিন গাদকারি কাশ্মীর গিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও চলতি মাসে উপত্যকা সফরে যাওয়ার কথা। কিন্তু এসবই যেন আইওয়াশ। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সব অর্থেই কাশ্মীর পিছিয়ে পড়ছে। কার্যত টানা সেনাশাসন কাশ্মীরবাসীর আত্মপ্রত্যয় নষ্ট করে দিচ্ছে। সেখানকার অর্থনীতি ধসে পড়েছে। স্থানীয় যুবকদের হাতে কাজ নেই। অনেক ঢক্কানিনাদ হলেও গত দু’বছরে সেখানে বিনিয়োগ সেভাবে হয়নি। রাজনৈতিক কাজকর্মও লাটে উঠেছে। কাশ্মীরে আক্ষরিক অর্থেই যেন সেনা শাসন চলছে। সেখানে কবে নির্বাচন হবে, কেউ জানে না। এসবেরই পরিণতিতে ফের অশান্ত কাশ্মীর। ফিরছে পুরনো চেহারায়, বাড়ছে জঙ্গি তৎপরতা। তাই রাজনীতির অঙ্ক না কষে মোদি-শাহদের উচিত, এখনই কাশ্মীর সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা। উপত্যকার মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়। তাঁদের আত্মপ্রত্যয় ফেরাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই সহজ সত্যটা মোদি সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল।
ফের হানা রাজ্যের এক্তিয়ারে
 

নরেন্দ্র মোদি বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রী। বিজেপি হল আরএসএসের রাজনৈতিক শাখা। অর্থাৎ এই দলটিই সঙ্ঘের রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের হাতিয়ার। গান্ধীহত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত ছিল আরএসএস। বিশদ

18th  October, 2021
বিধি ভাঙা উচ্ছ্বাস

মনে হতে পারে এক বছর ধরে বন্ধ থাকা কোনও গুহার মুখ খুলে দেওয়া হয়েছে। গত বছর এক ব্যতিক্রমী শারদোৎসবের সাক্ষী ছিল বাংলা। করোনার দাপট ছিল সেই সময় বেশি। বেশি ছিল সংক্রমণ ও মৃত্যুর হারও। ফলে প্রশাসন ও পুলিসের তৎপরতাও ছিল তুঙ্গে। বিশদ

17th  October, 2021
শারদ শুভেচ্ছা

আশ্বিনের শারদ প্রাতে নীল-সাদা আকাশ, পুঞ্জীভূত মেঘের আনাগোনা, শিউলির হালকা গন্ধ, কাশফুলের দোলা। প্রকৃতির ‘এই অমোঘ’ রূপকে সাক্ষী রেখে ষষ্ঠীর বোধনের সকাল জানান দিল মা এসেছেন ঘরে। বিশদ

12th  October, 2021
অগ্নিমূল্য তেল ও সিঁদুরে মেঘ

বোধহয় একেই বলে, সর্ষের মধ্যে ভূত! নামেই সর্ষের তেল, অথচ তাতে সর্ষে নামক বস্তুটির নামগন্ধ নেই। সর্ষের তেলের রং, গন্ধ ও ঝাঁঝের সঙ্গে আমরা পরিচিত। আর সর্ষের তেল বাঙালির বড় প্রিয়।
বিশদ

11th  October, 2021
মড়ার উপর খাঁড়ার ঘা

একটা চালু রসিকতা ইদানীং খুব শোনা যাচ্ছে। সরকারের মাথায় যখন নরেন্দ্র মোদি তখন জিনিসপত্রের দাম বাড়বে না তাই কখনও হয়! ঘটনা হল, এটা আর আদৌ রসিকতার পর্যায়ে নেই। বিশদ

10th  October, 2021
আনন্দ করুন বিধি মেনে

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল মাস দুই আগেই। অবশেষে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর উচ্চারণে ‘আশ্বিনের শারদপ্রাতে’র মন ভালো করা চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। বিশদ

09th  October, 2021
লক্ষ্য হারাচ্ছে সামাজিক মাধ্যম 

কাঠগড়ায় দুটি সংস্থা। ফেসবুক এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস। একটি হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। অন্যটি কাগজে-কলমে একটি অরাজনৈতিক সংগঠন। চরিত্রগতভাবে দুটিকেই যথেষ্ট নিরীহ নির্বিরোধ ভেবে নেওয়া যায়। বিশদ

08th  October, 2021
উৎসবকালে অবাঞ্ছিত বিপর্যয় 

স্বাধীনতার অব্যবহিত পরেই ভারত সরকার তৈরি করেছিল দামোদর ভ্যালি কর্পোরেশন বা সংক্ষেপে ডিভিসি। এজন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন তিনজন—তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বাংলা ও বিহারের মুখ্যমন্ত্রীদ্বয় যথাক্রমে বিধানচন্দ্র রায় ও শ্রীকৃষ্ণ সিনহা।
বিশদ

07th  October, 2021
ভয়াবহ পেট্রপণ্য নীতি

ভারতে জ্বালানি থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ ২০১৪ সালের দ্বিগুণ হয়ে গিয়েছে। মোদির জমানার অর্থনীতির এটাই অনন্য অবদান! পেট্রল, ডিজেল, কেরোসিন ও গ্যাসের দামে একটা সময় পর্যন্ত কিছুটা ওঠানামা ছিল। কিন্তু ২০২১ সালের প্রথমার্ধে কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট মিটে যেতেই প্রাকৃতিক জ্বালানির দামে আর কোনও আগল নেই।
বিশদ

06th  October, 2021
এ কি পরিকল্পিত হত্যাকাণ্ড?

দুই বিঘা জমি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘...বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ।’ রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরের খেরির চিত্রনাট্যও যেন হুবহু এক। দেশজুড়ে কৃষক বিক্ষোভ ‘শায়েস্তা’ করতে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। বিশদ

05th  October, 2021
ডিভিসি যখন দুঃখের কারণ 

দামোদর বাংলার একটি গুরুত্বপূর্ণ নদ। এর সঙ্গে রাঢ়বঙ্গের মানুষের জীবন-জীবিকা ইতিহাস কৃষ্টি ও ঐতিহ্যের এক ওতপ্রোত সম্পর্ক রয়ে গিয়েছে। আবার বর্ষাকালে তার ভয়াবহ রূপের ছবি এক প্রবাদে পরিণত হয়েছে।
বিশদ

04th  October, 2021
জোড়া সাফল্য

ম্যাজিকই বটে। আর এই ম্যাজিকই করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রায় সব ক্ষেত্রে বঞ্চনা, ষড়যন্ত্র করে বাংলার সরকারকে হেয় প্রতিপন্ন করার ব্যর্থ চেষ্টা করলেও মমতা-ম্যাজিকের গুণগান শুনিয়েছে অর্থনীতির পরিসংখ্যান। বলা ভালো, মাথাপিছু আয় বৃদ্ধিতে যে বাংলা সেরা তা বলতে বাধ্য হয়েছে। বিশদ

03rd  October, 2021
দামের ছ্যাঁকা

শরৎকাল। আশ্বিন মাস, এই ইট-কাঠ-পাথরের জঙ্গলে অবরুদ্ধ শহরে বসেও অবচেতন মনে শিউলি ফুলের গন্ধ অনুভব করা। পুজোর ঢাকে কাঠি পড়তে আর ঠিক দশদিন। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব শুরুর আগের এই সময়টায় নস্টালজিয়া আর ইচ্ছেপূরণের স্বপ্নে  বিভোর হয়ে দিনগুলো কেটে যাওয়ার কথা ছিল। বিশদ

02nd  October, 2021
বিচক্ষণতার সাজা

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এবার তিনি ৭১ বছরে পা রাখলেন। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেয় তাঁর দল বিজেপি। দলের দাবি, মোদি পাবলিক সার্ভিস বা জনসেবার সঙ্গে যুক্ত রয়েছেন ২০ বছর যাবৎ।
বিশদ

01st  October, 2021
বিপদ চীনা সাম্রাজ্যবাদ

ভারতের দুই প্রতিবেশী চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কোন প্রধানমন্ত্রী কতটা কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছেন, এটা ভারতীয় রাজনীতির একটি চর্চার বিষয়। জওহরলাল নেহরু এবং তাঁর উত্তরসূরিদের মধ্যে কাউকেই এই প্রশ্নে ভালো নম্বর দেয়নি নাগরিকরা।
বিশদ

30th  September, 2021
কমিশনের অগ্নিপরীক্ষা

গত ১০ এপ্রিল ছিল বাংলায় চতুর্থ দফার ভোট। সেদিন সকালে কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একটি বুথের বাইরে আচমকা গুলি চালিয়ে বসে কেন্দ্রীয় বাহিনী। তাতে চারজন নিহত এবং চারজন জখম হন। তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, মৃতরা তাদের দলীয় কর্মী-সমর্থক। বিশদ

29th  September, 2021
একনজরে
সাইকেল চোর সন্দেহে বছর বত্রিশের এক হাইস্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ইংলিশবাজার পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর তৃণমূল কংগ্রেসের পরিতোষ চৌধুরী ওরফে সেভেন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ...

পুজোর আগে থেকেই সব্জির বাজার ঊর্ধ্বমুখী ছিল। টোম্যাটো, পটল, বেগুন বা অন্যান্য সব্জি কিনতে গিয়ে ক্রেতাদের মাথায় হাত পড়েছে। অনেকেই আশা করেছিলেন, পুজোর কয়েকটা দিন ...

এটিকে মোহন বাগানের নতুন সহকারী কোচ হচ্ছেন বাস্তব রায়। সঞ্জয় সেন টানা পাঁচ মাস জৈব বলয়ে থাকতে চাইছেন না বলেই তাঁকে দায়িত্ব দেওয়া হল। যুব উন্নয়নের দায়িত্বে রাখা হচ্ছে সঞ্জয় সেনকে। ...

দেশের শেয়ার বাজার যথেষ্ট চাঙ্গা। ক্রমশ ঊর্ধ্বমুখী সূচক। পাশাপাশি সাধারণ মানুষের ঝোঁক বাড়ছে মিউচুয়াল ফান্ডের উপর। আর তার জেরেই দেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অঙ্ক লাফিয়ে বাড়ছে। মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার দেওয়া তথ্য বলছে, ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে বাধা থাকলেও অগ্রগতি হবে। ব্যবসায় লাভ হবে সর্বাধিক। অর্থাগম যোগটি শুভ। কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৩৮৬: জার্মানীর সর্বাপেক্ষা প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
১৮৬৯: স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জন্ম
১৮৮৮: রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন
১৯০৩:বিশিষ্ট সুরকার তথা সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়ালের জন্ম
১৯২৪: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম
১৯৫৬: বলিউড তারকা সানি দেওলের জন্ম
২০০৫: বাগদাদে শুরু হয় সাদ্দাম হুসেনের বিচার প্রক্রিয়া



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৬০ টাকা ৭৬.৯২ টাকা
পাউন্ড ১০০.৯৮ টাকা ১০৫.৮৩ টাকা
ইউরো ৮৫.১৫ টাকা ৮৯.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

দিনপঞ্জি----------------------

দৃকসিদ্ধ: ২ কার্তিক, ১৪২৮, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১। চর্তুদ্দশী ৩৩/৩৩ রাত্রি ৭/৪। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৬/২৫ দিবা ১২/১২। সূর্যোদয় ৫/৩৮/১৪, সূর্যাস্ত ৫/৫/২। অমৃতযোগ দিবা ৬/২৪ মধ্যে পুনঃ ৭/১০ গতে ১০/৫৯ মধ্যে। রাত্রি ৭/৩৭ গতে ৮/২৭ মধ্যে পুনঃ ৯/১৬ গতে ১১/৪৭ মধ্যে পুনঃ ১/২৭ গতে ৩/৭ মধ্যে পুনঃ ৪/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৩৭ মধ্যে। বারবেলা ৭/৪ গতে ৮/৩০ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/১৩ মধ্যে। কালরাত্রি ৬/৩৯ গতে ৮/১৩ মধ্যে। 
১ কার্তিক, ১৪২৮, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১। চর্তুদ্দশী রাত্রি ৬/৪৫। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/৮। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৬। অমৃতযোগ দিবা ৬/৩৩ মধ্যে ও ৭/১৭ গতে ১০/৫৮ মধ্যে এবং রাত্রি ৭/২৭ গতে ৮/১৯ মধ্যে ও ৯/১৯ গতে ১১/৪৬ মধ্যে ও ১/৩০ গতে ৩/১৩ মধ্যে ও ৪/৫৭ গতে ৫/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/২৭ মধ্যে। বারবেলা ৭/৫ গতে ৮/৩১ মধ্যে ও ১২/৪৮ গতে ২/১৪ মধ্যে। কালরাত্রি ৬/৪০ গতে ৮/১৪ মধ্যে।
১২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেবে কংগ্রেস
আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেবে কংগ্রেস। ...বিশদ

03:35:25 PM

ভারত-পাক ম্যাচের আগে একসঙ্গে দুই কোচ
রবিবার মরুশহরে আয়োজিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত-পাক ম্যাচ শুরু হওয়ার ...বিশদ

03:13:30 PM

বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশ থেকে ছিটকে গেলেন ফেডেরার
লন টেনিসের অন্যতম কিংবদন্তি রজার ফেডেরোর। এখনও পর্যন্ত ২০টি গ্র্যান্ড ...বিশদ

02:51:17 PM

সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর
ঘরে ঘুমানোর সময় সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। গুসকরা ...বিশদ

02:44:10 PM

নৈনিতালের লেকের জল উপচে পড়ছে রাস্তায়
একটানা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের নৈনিতালে লেকের জল উপচে পড়ছে রাস্তায়। ...বিশদ

02:13:39 PM

হলদিয়ার এলপিজি বটলিং প্ল্যান্টে জখম শ্রমিকের সঙ্গে দেখা করলেন তাপস মাইতি
হলদিয়ার এলপিজি বটলিং প্ল্যান্টে দুর্ঘটনায় গুরুতর জখম শ্রমিকের সঙ্গে মঙ্গলবার ...বিশদ

02:09:58 PM