Bartaman Patrika
সম্পাদকীয়
 

রাজনীতি!

আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষিত না হলেও দেশজুড়ে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বলাই যেতে পারে। আগামী মাস তিনেকের মধ্যেই ভোটপর্ব শুরু হয়ে যাওয়ার কথা। একশো পঁচিশ কোটি মানুষের বাসভূমি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে লোকসভা ভোট একটি মহাযজ্ঞের মতোই। বিশাল দেশ, হরেকরকম ভৌগোলিক বৈশিষ্ট্য, নানা চরিত্রের জনবিন্যাস, অজস্র রকমের সামাজিক ও ধর্মীয় পাল-পার্বণ, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান পরীক্ষা প্রভৃতি বিষয়কে বিবেচনার মধ্যে রেখেই ভোটের দিনক্ষণ থেকে শুরু করে গোটা প্রক্রিয়াটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরিকল্পনা রচনা করতে হয়। এই তাগিদ থেকেই ভোট-মহাযজ্ঞের প্রধান পুরোহিত তথা মুখ্য নির্বাচন কমিশনার সপারিষদ রাজ্যে রাজ্যে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন। তাদের বক্তব্য, আশঙ্কা, অভিযোগ প্রভৃতি মন দিয়ে শুনছেন। কথা বলছেন প্রশাসনিক ও পুলিসকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি অফিসারদের সঙ্গে। এমনকী ব্যাঙ্ক, রেল, এক্সাইজের মতো বিভাগগুলির কর্তাদের সঙ্গেও আলোচনা করছেন। সব মিলিয়ে মহা-ভোটপর্বের আগে সামগ্রিক চিত্রটি সম্পর্কে সম্যক ধারণা পেতে চাইছেন।
এদিকে, রাজনৈতিক দলগুলিও কোমর বেঁধে নেমে পড়েছে। একদিকে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন গত পাঁচ বছরের সরকারকে উৎখাত করতে আদাজল খেয়ে মাঠে নামতে চায় বিরোধীরা। নীতি, আদর্শ, রাজনৈতিক স্বার্থ প্রভৃতি বিভিন্ন ইস্যুতে অভিন্ন মতের না হলেও একটি বিষয়ে তারা এককাট্টা। তাদের ঘোষিত লক্ষ্য একটাই। তা হল, মোদি জমানায় ইতি ঘটানো। বিষয়টি বাস্তবায়িত করতে ইতিমধ্যেই আলাপ আলোচনা, যৌথ সভা সমাবেশ প্রভৃতি কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, দ্বিতীয়বারের জন্য ফের ক্ষমতায় ফিরতে মরিয়া মোদি তথা গেরুয়া শিবির। ওই শিবিরের হাতে এখন কেন্দ্রীয় সরকার। ফলে, আর্থিক জোর থেকে শুরু করে বিরোধীদের বিরুদ্ধে প্রকাশ্য ও ঘুরপথে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের বিভিন্ন ধারালো অস্ত্র তাদের ভাণ্ডারে মজুত। শিল্পপতি ও রাঘববোয়াল ব্যবসায়ীদের বড় অংশ নিজেদের স্বার্থেই ক্ষমতাসীন দল বা পক্ষকে আর্থিক সহায়তা জোগাতে সাধারণত একপায়ে খাড়া থাকে। রাজনৈতিক দলগুলির তহবিলে সোজাপথে জমা পড়া চাঁদার যে হিসেব প্রকাশ্যে এসেছে তা থেকেই এ ছবির আভাস মেলে। এরই পাশাপাশি সিবিআইসহ কেন্দ্রের হাতে থাকা নানা এজেন্সিকে ক্ষমতাসীনদের তূণের তিরের মতো ব্যবহারের চেষ্টা চলছে বলে অভিযোগ। ওই এজেন্সিগুলিকে দিয়েই বিরোধীদের নানাভাবে ধমকানো, চমকানো, প্রয়োজনে গ্রেপ্তার করে ফাটকে ভরে দেওয়ার খেলা জমে ওঠার অভিযোগ ক্রমশ তীব্র হচ্ছে। অন্যদিকে, আর্থিক ব্যাপারে খানিকটা যুঝতে পারলেও কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারে ক্ষমতাসীন বনাম বিরোধীদের লড়াই অসম বললে কম বলা হয়। তবু খোঁচা খাওয়া বাঘের মতো সাধ্যমতো পাল্টা আক্রমণের রাস্তা বেছে নেওয়ার সুযোগ থাকলে সে পথেও এগতে চাইছে বিরোধীরা। বিরোধী দলগুলির বেশ কয়েকটি এখন বিভিন্ন রাজ্যের শাসনক্ষমতায় অধিষ্ঠিত। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রে চন্দ্রবাবু নাইডু, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের মতো গেরুয়াবিরোধী নেতারা এই মুহূর্তে নিজের নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে তাঁদের হাতেও সিআইডি’র মতো কিছু এজেন্সি রয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীনদের লাগাতার আক্রমণের মুখে পড়ে সম্ভবত ওই সীমিত ক্ষমতার এজেন্সিগুলিকেই আত্মরক্ষার কাজে লাগানোর চেষ্টা চলছে।
কখনও-বা সরকারি ক্ষমতার অপব্যবহার করে এই গোপন খেলার পাশাপাশি প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করে চলেছে তা দেশের আমজনতার কাছে এই মুহূর্তে যথেষ্ট উপভোগ্য উপাদানে পরিণত হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে বহুক্ষেত্রেই যুক্তি বা তথ্যের চেয়ে সস্তা গিমিক, হাস্যকর অভিব্যক্তি, এমনকী অসত্য বা অর্ধসত্য অভিযোগ তোলা হচ্ছে। একইসঙ্গে শালীনতার মাত্রা ছাড়িয়ে যাওয়া মন্তব্যও ক্রমশ বেড়েই চলেছে। এতে বিভ্রান্তি, প্ররোচনা এবং অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কোনও সভ্য দেশে তা কোনওভাবে কাম্য নয়।
পরিতাপের বিষয়, ভোটের মুখে রাজনীতি থেকে নীতিটাই ক্রমশ বিদায় হতে বসেছে। নীতিহীনতার জাল বিস্তৃত হচ্ছে। বৃহত্তম গণতন্ত্রের পক্ষে বিষয়টি লজ্জার নয় কি!
01st  February, 2019
সার্জিকাল স্ট্রাইক না যুদ্ধ?

 দিন কয়েক আগেই ইমরান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন মেহবুবা মুফতি। কেন? পাকিস্তানের একটি রিজার্ভ ফরেস্টের নামকরণ গুরু নানকের নামে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মেহবুবা ট্যুইট করেছিলেন, একদিকে আমাদের কেন্দ্রীয় সরকার রাম মন্দির বানাচ্ছে, ঐতিহাসিক স্থানগুলির নাম বদলে দিচ্ছে।
বিশদ

পাকিস্তানকে জবাব দিতে হবে

 আবার পাকিস্তানের মদতে ভূস্বর্গ কাশ্মীরে বর্বরোচিত আঘাত হানল জয়েশ জঙ্গিরা। আত্মঘাতী হামলা চালাল মাত্র ২০ বছরের স্কুলছুট আদিল দার। ২০১৮ সালের ১৯ মার্চ বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে গিয়েছিল আদিল। বেশ কিছুদিন তার কোনও খোঁজ ছিল না। তার বাবা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন।
বিশদ

16th  February, 2019
প্রাক্‌ভোট মহাজোট

 বাংলা ক্যালেন্ডারের হিসেবে বুধবার ছিল মাঘ মাসের শেষদিন অর্থাৎ খাতা-কলমে শীতঋতুর সমাপ্তি। ওই দিনই রাজধানী নয়াদিল্লির বুকে রাজনীতির আসর বিশেষ তাৎপর্যপূর্ণভাবে সরগরম হয়ে গেল।
বিশদ

15th  February, 2019
অংশীদারি কৃষিই পথ

 শিল্পের জন্য জোর করে কৃষিজমি কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়—তৎকালীন বিরোধী নেত্রী এবং আজকের মুখ্যমন্ত্রী। জমির প্রশ্নে রেজ্জাক সাহেবের সেদিনের অবস্থান অনেক ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে চলে যেত। তার জন্য সিপিএম পার্টি এবং তাদের সরকার বারবার বিড়ম্বনায় পড়েছে।
বিশদ

14th  February, 2019
বিজ্ঞাপনে যুবশক্তি

ভারতের আগামী দিনের অগ্রগতিতে নতুন প্রজন্মকে আরও অনেক বেশি কাজে লাগানো দরকার। নয়া ভারত গড়তে তাই নয়া প্রজন্মকে কাছে টানতেই হবে। মন জয় করতে হবে তাদের। তাই বলে অভিজ্ঞতার মূল্যকে অস্বীকার করে নয়।
বিশদ

13th  February, 2019
স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব

 ক্ষমতায় বসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন, যাঁদের ভোটের উপর ভরসা করে তিনি দীর্ঘ ৩৪ বছরের একচেটিয়া বাম শাসনের অবসান ঘটিয়েছেন, সেই সাধারণ মানুষের সমস্যার সমাধানকেই করতে হবে পাখির চোখ।
বিশদ

12th  February, 2019
লগ্নির জন্য তৈরি রাজ্যের জমিও

 বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের যে সুনামি আছড়ে পড়েছে এরাজ্যে, তাকে বরণ করে নিতে যে পর্যাপ্ত জমি রয়েছে, সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে দেশের তাবড় উদ্যোগপতিদের। তাও যে সে পরিমাণে নয়, শিল্প গড়ার জন্য এই মুহূর্তে রাজ্যের হাতে জমি আছে ১০ হাজার একরেরও উপর।
বিশদ

11th  February, 2019
নোট ফাঁস: রাফাল ও বোফর্স

 ১৯৮৬ সাল। অন্য একটি খবর সংক্রান্ত বিষয়ে সেই সময় সুইডেনে ছিলেন চিত্রা সুব্রহ্মণ্যম। ‘দি হিন্দু’র সাংবাদিক। রেডিওতে খবর চলছিল। তাঁর কানে এল কয়েকটা চেনা নাম। এবং তার থেকেও পরিচিত একটি পদবি—গান্ধী। বিরাট দুর্নীতির খবর। ভারতে। বোফর্স কেলেঙ্কারি।
বিশদ

10th  February, 2019
বাংলাই সেরা বিনিয়োগ গন্তব্য

শুধু কৃষিনির্ভরতা বাংলার চিত্র পাল্টে দিতে পারবে না। বাংলার সার্বিক উন্নতির জন্য শিল্পের বিকাশটাও জরুরি। কৃষির পাশাপাশি শিল্পের উন্নতিই হল একবিংশ শতকের বাংলার চাহিদা। পরাধীন ভারতে প্রকৃতিনির্ভরতার দরুন কৃষির বিকাশ থমকে ছিল। স্বাধীনতার পর ‘সবুজ বিপ্লব’-এর হাত ধরে কৃষিতে যথেষ্ট অগ্রগতি ঘটেছে।
বিশদ

09th  February, 2019
বেচারাম!

 বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় কোনও পরিবারের একটি প্রজন্ম বহু পরিশ্রমে এবং মেধার সঠিক ব্যবহারে সম্পদ গড়ে তোলে। ওই প্রজন্ম নতুন নতুন সম্পত্তি ক্রয় করে। তারা তখন কেনারাম বলে চিহ্নিত হয়। পরবর্তী প্রজন্ম যোগ্য উত্তরসূরি হলে সেই সম্পদকে আরও বাড়িয়ে তোলে। তাতে পরিবার আরও সমৃদ্ধ হয়।
বিশদ

08th  February, 2019
আসল মেজাজে ফিরছে ভোট

 দেশজুড়ে হইচই ফেলে দেওয়া সারদা চিটফান্ড মামলাটি ২০১৪ সালের। এই মামলায় সারদার কর্ণধার সুদীপ্ত সেন, সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়কে এবং কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকেও ধাপে ধাপে গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু, এই দীর্ঘদিনেও এই অপরাধের কিনারা করতে পারেনি তারা।
বিশদ

07th  February, 2019
জনমুখী উদ্যোগ

দেশে কর্মসংস্থানের হাল বিশেষ সুবিধের নয়। মোদি সরকারের ভোটমুখী বাজেটও কর্মসংস্থানের বিশেষ কোনও দিশা দেখাতে পারেনি। ন্যাশনাল স্যাম্পেল সার্ভের খসড়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ। সাধারণ চাকরিজীবীর সংখ্যাও দেশের জনসংখ্যার তুলনায় বেশ কম।
বিশদ

06th  February, 2019
প্রতিবাদে ফের অগ্নিদীপ্ত মমতা

এক সময় মানুষ তাঁকে বলতেন, অগ্নিকন্যা। তাঁর ভিতরে যে লড়াইয়ের আগুনটা ছিল সেটা প্রতিবাদের মধ্য দিয়ে ঝলসে উঠত। মানুষ জানতেন, মমতা মানেই অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন এক যোদ্ধা। তৃণমূল স্তরের মানুষের স্বার্থের সন্ধানেই তাঁর পথ হাঁটা। সেই ভাবনা থেকেই তিনি দলের নামকরণ করেছিলেন তৃণমূল কংগ্রেস।
বিশদ

05th  February, 2019
বাজল ভোটের দামামা

ফের একটা ভোটের ঢাকে কাঠি পড়ে গেল। যে ঢাকের বাদ্যিতে আম জনতার হৃদয় নেচে ওঠার বদলে বুক কেঁপে ওঠার প্রহর গোনা শুরু হল। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা অনুশীলনের প্রাকলগ্নে ঘরে ঘরে এখন একটাই আতঙ্ক ছড়িয়ে পড়ছে—এই ভোট রক্তপাতহীন, নির্বিঘ্ন ও নিরাপদে হবে তো? আর কয়েকদিন পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে।
বিশদ

04th  February, 2019
বাজেট রাজনীতি ও কর্মসংস্থান

 এই সরকারের কর্তাব্যক্তিরা সবাই জানেন, দেশে কর্মসংস্থানের হাল কতটা খারাপ। সরকারি চাকরি বলতে সম্প্রতি রেলের বেশ কিছু নিয়োগ। এছাড়া সেই অর্থে না হয়েছে নতুন কোনও উল্লেখযোগ্য শিল্প, না কৃষিক্ষেত্রে ব্যাপক কিছু সুরাহা। তাহলে কর্মসংস্থানটা হবে কীভাবে?
বিশদ

03rd  February, 2019
বাজেটে মরিয়া মোদি

 দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কতটা মরিয়া, তা দেখিয়ে দিল তাঁর সরকারের অন্তর্বর্তী বাজেট। ভোট-অন-অ্যাকাউন্টের যাবতীয় রীতি কার্যত লঙ্ঘন করেই একাধিক বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।
বিশদ

02nd  February, 2019
একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় জেএমবি জঙ্গি কওসরকে ‘ছিনতাই’ করার পরিকল্পনা ভেস্তে দিল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তার আগেই ...

 ইসলামাবাদ, ১৬ ফেব্রুয়ারি: ইমরান খান জমানায় নয়া পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি। ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড। ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড। এহেন হাফিজ সইদ এবার সাংবাদিকতার পাঠ দেবে। লাহোরে এই নতুন স্কুল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ...

সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার শুমারীর প্রথম দিনে বাইসনের গুঁতোয় ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে বিট অফিসার ও মাহুতকে ফেলে দিয়ে পিঠে দড়িতে বাঁধা রাইফেল নিয়ে জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়া কুনকি হাতি শ্রীমন্তের শনিবার হদিশ মিলল।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানায় শহিদ ৪৯ জন আধাসেনা জওয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর তাগিদ অবশ্যই ছিল। কিন্তু সেই সঙ্গে চিটফান্ড কেলেঙ্কারিতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহ যোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম
১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা মাইকেল জর্ডনের জন্ম
১৯৮৭ - ভারতীয় কার্টুনিস্ট অসীম ত্রিবেদীর জন্ম।
২০০৯: সঙ্গীত শিল্পী মালবিকা কাননের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৮৯.৭০ টাকা ৯২.৯৪ টাকা
ইউরো ৭৮.৯৫ টাকা ৮২.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
16th  February, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩২,১১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,৫৯৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, দ্বাদশী ৪/৫৭ দিবা ৮/১০ পরে ত্রয়োদশী ৫৬/৩৮ রাত্রি ৪/৫১। পুনর্বসুনক্ষত্র ২৬/২৫ অপঃ ৪/৪৬। সূ উ ৬/১১/২৯, অ ৫/৩০/৫০, অমৃতযোগ দিবা ৬/৫৭ গতে ৯/৫৮ মধ্যে। রাত্রি ৭/১০ গতে ৮/৫২ মধ্যে। বারবেলা ১০/২৬ গতে ১/১৫ মধ্যে, কালরাত্রি ১/২৬ গতে ৩/১ মধ্যে।
৪ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ত্রয়োদশী রাত্রি ২/৩৩/১৫। পুনর্বসুনক্ষত্র ২/১৩/৫৩, সূ উ ৬/১২/৫৭, অ ৫/২৮/১২, অমৃতযোগ দিবা ৬/৫৭/৫৮ থেকে ৯/৫৮/২ মধ্যে এবং রাত্রি ৭/১০/১০ থেকে ৮/৫২/৮ মধ্যে, বারবেলা ১০/২৬/১১ থেকে ১১/৫০/৩৪ মধ্যে, কালবেলা ১১/৫০/৩৪ থেকে ১/১৪/৫৯ মধ্যে, কালরাত্রি ১/২৬/১০ থেকে ৩/১/৪৬ মধ্যে।
১১ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিবাহ যোগ আছে। বৃষ: কোনও উচ্চতর পদের জন্য ডাক আসবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা ...বিশদ

07:03:20 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল- চার্চিল ব্রাদার্স ম্যাচ ১-১ গোলে ড্র 

07:10:04 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ১- চার্চিল ব্রাদার্স ১ (৭৮ মিনিট) 

06:52:14 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ০- চার্চিল ব্রাদার্স ১ (৬৮ মিনিট) 

06:42:37 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ০- চার্চিল ব্রাদার্স ০ (বিরতি) 

06:00:22 PM