Bartaman Patrika
খেলা
 

সফরসূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন আলেজান্দ্রো
আজ নেরোকার মুখোমুখি ইস্ট বেঙ্গল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার দুপুর দুটোয় ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে আই লিগের তৃতীয় ম্যাচে নেরোকার মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল। প্রায় ১৫ ঘণ্টা জার্নি করে লুধিয়ানা থেকে গুয়াহাটি হয়ে লাল-হলুদ ব্রিগেড ইম্ফল পৌঁছায় সোমবার দুপুর দেড়টা নাগাদ। মাত্র সাত দিনের ব্যবধানে ইস্ট বেঙ্গলকে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে তিনটি ভিন্ন ভেন্যুতে। এর ফলে ক্ষোভ উগরে দিয়েছেন কোচ আলেজান্দ্রো। এই সফরসূচিতে তিনি এতটাই বিরক্ত যে ইম্ফলে পৌঁছে সোমবার কোলাডোদের প্র্যাকটিস করাননি। তিনি বলেছেন,‘পরপর ম্যাচ হলে রোজ প্র্যাকটিস করা যায় না। যথেষ্ট বিশ্রাম নিয়েই ম্যাচে নামা উচিত। আমরা প্রথম তিনটি ম্যাচে তা পেলাম না। এটা দুর্ভাগ্যজনক। এই সূচি কীভাবে কর্তারা মেনে নিলেন জানি না।’ ইস্ট বেঙ্গল কোচ আরও জানান,‘অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরম্যান্সের জন্য প্রয়োজন হয় ভালো হোটেলে থাকার ব্যবস্থা, ডায়েট চার্ট অনুসারে খাবারের ব্যবস্থা এবং অন ফিল্ড ট্রেনিং। এই সফরে ব্যাপারগুলি ঠিকঠাকভাবে হয়নি। তাই আমাদের পারফরম্যান্স স্বাভাবিকের চেয়ে ৫০ শতাংশ কম হতে পারে।’
তবে মুখে খারাপ পারফরম্যান্সের আশঙ্কা করলেও হোটেলেই নেরোকা ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন আলেজান্দ্রো। প্রথমে ভিডিও অ্যানালিস্টের দেওয়া ইস্ট বেঙ্গল-পাঞ্জাব এফসি ম্যাচের ভিডিও দেখে ভুলভ্রান্তি শুধরে দেওয়া হয়। পরে গোকুলাম-নেরোকা ম্যাচে ভিডিও দেখা হয় প্রতিপক্ষ দলের শক্তি কতটা তা বোঝানোর মতো। আলেজান্দ্রোর আমলে এই ভিডিও সেশন অবশ্য রুটিন। সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ অবশ্য জানান,‘গত বছর থেকে এই মরশুমে দল গড়ার প্রস্তুতি চলছে। এই ব্যাপারে গত মরশুমে আমি খুব বেশি সময় পাইনি। এবার আমরা আই লিগের জন্য সত্যিই পরিকল্পনামাফিক প্রস্তুতি নিয়েছি। এবার আমাদের দলও খারাপ নয়। প্রথম দুই ম্যাচে দুই পয়েন্ট পেলেও আমরা এপ্রিলে খেতাবের লড়াইয়ে থাকব। মঙ্গলবার তিন পয়েন্ট পেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ নিয়মিতদের ম঩ধ্যে চিকেন পক্স হওয়ার জন্য মেহতাব সিং নেই। তাঁকে গুয়াহাটি থেকে কলকাতায় ফেরত পাঠানো হয়েছে। তাঁর পরিবর্তে স্টপারে খেলবেন আসির আখতার। আর নাওরেমের পরিবর্তে খেলতে পারেন রোহুলপুইয়া।
নেরোকা দলে ভারতীয় ব্রিগেডে পাহাড়ির সংখ্যাধিক্য। গিফট রাইখানের দলে আছেন পাঁচ বিদেশি। প্রতিপক্ষ দলের কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে আমরা আইজলকে হারিয়েছি। যদিও সেই ম্যাচে কিছু ভুলভ্রান্তি হয়েছে। তা শুধরে নিতে পারলে হোম ম্যাচে ইস্ট বেঙ্গলকে হারানোর ক্ষমতাও আছে আমাদের।’
 ম্যাচ শুরু দুপুর দুটোয়। 

10th  December, 2019
তিন পয়েন্টে পেয়ে খুশি কোচ আলেজান্দ্রো 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেরোকার বিরুদ্ধে জিতে প্রচণ্ড তৃপ্ত ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো। তিনি বলেন,‘এই ম্যাচটি আমাদের কাছে ছিল চ্যালেঞ্জের। খেলোয়াড়দের সংগ্রামী মানসিকতার দেখানোর আদর্শ মঞ্চ ছিল এই ম্যাচ। বেশ কিছু সমর্থকও হাজির ছিলেন মাঠে। 
বিশদ

পুমার সঙ্গে তিন বছরের চুক্তি সুনীল ছেত্রীর 

বেঙ্গালুরু, ১০ ডিসেম্বর: বিশিষ্ট ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমার সঙ্গে তিন বছরের চুক্তি হল ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর। পণ্যদূত হিসাবে সই করার পর সুনীল বলেছেন,‘আমি ভীষণ উত্তেজিত। পুমার মতো সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দেশের ফুটবলের উন্নতিতে কাজ করতে মুখিয়ে আছি।’  
বিশদ

৪০ জনের মধ্যে উত্তীর্ণ মাত্র ১২!
অনূর্ধ্ব-১৫ আই লিগ থেকে
নির্বাসিত লাল-হলুদ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শতবর্ষে জুনিয়র পর্যায়ে বয়স ভাঁড়ানো নিয়ে চরম ডামাডোল ইস্ট বেঙ্গলে। অনূর্ধ্ব-১৫ আই লিগের জন্য ৪০ জন ফুটবলারের নাম নথিভুক্ত করা যায়। ফেডারেশন ওই খেলোয়াড়দের টিডব্লু ৩ টেস্ট করিয়ে খেলার ছাড়পত্র দিয়ে থাকে। 
বিশদ

কল্যাণীতে আজ প্রতিপক্ষ ট্রাউ
দলগত সংহতিতে চিড় মোহন বাগানের 

অভিজিৎ সরকার, কলকাতা: আই লিগের মাত্র দু’টি ম্যাচ হয়েছে। এরমধ্যেই মোহন বাগানের টিম স্পিরিটে ধরেছে চিড়। আড়ালে-আবডালে বাগানের বিদেশি স্ট্রাইকার ও ডিফেন্ডাররা একে-অপরকে দোষারোপ করতে শুরু করেছেন। বুধবার কল্যাণী স্টেডিয়ামে ট্রাউয়ের বিরুদ্ধে খেলতে নামছে কিবু ভিকুনার দল। 
বিশদ

কোলাডো-মেরার যুগলবন্দিতে আই লিগে প্রথম জয় ইস্ট বেঙ্গলের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নেরোকা এফ সি’কে হারিয়ে চলতি আই লিগে প্রথম জয় পেল ইস্ট বেঙ্গল। আপাতত তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে লাল-হলুদ ব্রিগেড লিগ টেবলের তিন নম্বরে উঠে এল। এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গল দল স্টেডিয়ামে পৌঁছায়। 
বিশদ

নিয়মরক্ষার ম্যাচের আগে চনমনে রোনাল্ডোরা 

লেভারকুসেন. ১০ ডিসেম্বর: অনুশীলনে টগবগে রোনাল্ডো। একনাগাড়ে ফ্রি-কিক মারার পর খুনসুটিতে তিনি ব্যস্ত হয়ে পড়লেন হুয়ান কুয়দ্রাদো, ডি স্কিগলিওর সঙ্গে। তারপর কোচ মরিসিও সারির সঙ্গে সিরিয়াস আলোচনা। এরই ফাঁকে কাছে ডেকে নিলেন বার্নাডেসচিকে। চুলে আঙুল বোলাতে বোলাতে তাঁর সঙ্গেও খোশমেজাজে চলল গল্প। 
বিশদ

ঘরের মাঠে বড় রান পেতে মরিয়া ‘হিটম্যান’ 

মুম্বই, ১০ ডিসেম্বর: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজকে অনেকেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন। কিন্তু টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রহিত শর্মা মনে করেন টি-২০ বিশ্বকাপ নয়, এখন ক্যারিবিয়ানদের হারানোই তাঁদের প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত। উল্লেখ্য, বুধবার মুম্বইয়ে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। 
বিশদ

রহিতের গড়ে ভারতের
ভরসা ক্যাপ্টেন কোহলি
আজ টি-২০ সিরিজের ভাগ্য নির্ধারণ

মুম্বই, ১০ ডিসেম্বর: সিরিজ জেতার লক্ষ্যে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলির ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে প্রথম ম্যাচে রেকর্ড টার্গেট তাড়া করে জিতেছিল ‘টিম ইন্ডিয়া’। যদিও সেই সাফল্য দ্বিতীয় ম্যাচে ধরে রাখতে ব্যর্থ হয় ‘মেন ইন ব্লু’। দারুণ কামব্যাক করেছে ক্যারিবিয়ান ব্রিগেড। 
বিশদ

দ্বিতীয় ডিভিশন আই লিগ জানুয়ারিতে 

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর: ভারতের মহিলা ফুটবল লিগে একশোর বেশি ক্লাব খেলার আগ্রহ দেখিয়েছে। মঙ্গলবার এআইএফএফের কার্যনির্বাহী কমিটির সভার পর এই কথা জানানো হয়েছে। আই লিগের সিইও সুনন্দ ধর বলেন, ‘হিরো ভারতীয় মহিলা ফুটবল লিগে ১৪টি রাজ্যের ১০৮টি ক্লাব খেলার আগ্রহ দেখিয়েছে। 
বিশদ

এবার খেতাব জয়ের সুযোগ রয়েছে আমাদের, মন্তব্য টুচেলের
ব্রাগকে হারাতে মরিয়া রিয়াল

প্যারিস, ১০ ডিসেম্বর: গ্রুপ-এ’থেকে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে পৌঁছেছে প্যারি সাঁজাঁ (৫ ম্যাচে ১৩ পয়েন্ট) এবং রিয়াল মাদ্রিদ (৫ ম্যাচে ৮ পয়েন্ট)। বুধবার তাই এই দুই হেভিওয়েট দলের ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নেইমাররা খেলবেন তুরস্কের গালাতাসারের বিরুদ্ধে। 
বিশদ

খেতাব ধরে রাখতে চান পিভি সিন্ধু 

গুয়াংঝৌ, ১০ ডিসেম্বর: বিশ্ব চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনে সোনা জেতার পর ফর্ম হারিয়েছেন পিভি সিন্ধু। বছরের শেষ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে খেতাব ধরে রাখাই লক্ষ্য গোপীচাঁদের এই ছাত্রীর। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে বিশ্বের প্রথম আটজন খেলার সুযোগ পেয়েছেন। সিন্ধুর এখন র‌্যাঙ্কিং ১৫। 
বিশদ

কাচের বাইশ গজে দুই বিশ্বজয়ী অধিনায়ক 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইশ গজে দুরন্ত কামব্যাক মহেন্দ্র সিং ধোনির। রিয়েল লাইফে নয়। রিল লাইফে। কাচের তৈরি পিচে ৮৩’র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের সঙ্গে শ্যুটিং করলেন মাহি।  সন্ধ্যায় সাড়ে ছ’টার পর শ্যুটিং সেরে বেরোনোর সময় নিরাপত্তার বেড়াজাল ভেঙে এক সমর্থক প্রিয় ক্রিকেটারের কাছে পৌঁছে গিয়েছিলেন বুদ্ধমূর্তি উপহার দিতে।
বিশদ

ডোপিং কেলেঙ্কারিতে চার বছর নির্বাসিত রাশিয়া
ওলিম্পিক্স ও ফুটবল বিশ্বকাপে নেই পুতিনের দেশ 

লুসান, ৯ ডিসেম্বর: আশঙ্কাই সত্যি হল। ডোপিং কেলেঙ্কারির জেরে চার বছরের জন্য সমস্ত বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নির্বাসিত হল রাশিয়া। সোমবার এক্সিকিউটিভ কমিটির বৈঠক শেষে চরমতম এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।  
বিশদ

10th  December, 2019
সিরিজ জিততে কোহলিকে দলে একাধিক পরিবর্তন আনতে হবে 

মুম্বই, ৯ ডিসেম্বর: দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে হারার পর অনেকেই ভারতের বোলিং ও ফিল্ডিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলছেন। এই সমস্যা নতুন নয়। প্রথম ম্যাচেও ছিল। কিন্তু বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যাচটি সহজে জিতে যাওয়ায় সমস্যাগুলি সামনে আসেনি। তা ধামাচাপা ছিল। 
বিশদ

10th  December, 2019

Pages: 12345

একনজরে
 বিশ্বজিৎ দাস, কলকাতা: ছ’ঘণ্টার জায়গায় চারদিন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই অবস্থা হচ্ছে ডেঙ্গু কবলিত কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পেতে। কিছুদিন আগেই রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট দিতে সরকারি হাসপাতালগুলির ঢিলেমি ...

সংবাদদাতা, খড়্গপুর: মঙ্গলবার সকালে চীনা মাঞ্জায় গলা কেটে খড়্গপুর শহরে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হল। তার নাম মহম্মদ সাদেক(১৫)। বাড়ি পাঁচবেড়িয়া কাজি মহল্লায়। সে সাউথ সাইড হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত।  ...

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (পিটিআই): নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সংসদের বাইরে আরও সরব কংগ্রেস। দলের দুই অন্যতম প্রধান মুখ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল সাইটে এই বিলের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁদের দু’জনের মতে, গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করছে কেন্দ্র।   ...

মাদ্রিদ ১০ ডিসেম্বর (পিটিআই): গ্রিন হাউস গ্যাসের নির্গমণের মাত্রা কমিয়ে এনে আন্তর্জাতিক মঞ্চে উচ্চ প্রশংসিত হল ভারত। মঙ্গলবার মাদ্রিদে জলবায়ু সংক্রান্ত শীর্ষ সম্মেলন সিওপি-২৫’-এ ‘ক্লাইমেক্স চেঞ্জ পারফরমেন্স ইনডেক্স (সিসিপিআই) প্রকাশিত হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মানসিক অস্থিরতার জন্য পঠন-পাঠনে আগ্রহ কমবে। কর্মপ্রার্থীদের যোগাযোগ থেকে উপকৃত হবেন। ব্যবসায় যুক্ত হলে শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২২: অভিনেতা দিলীপকুমারের জন্ম
১৯২৪: সাহিত্যিক সমরেশ বসুর জন্ম
১৯৩৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্ম
১৯৪২: সঙ্গীত পরিচালক আনন্দ শংকরের জন্ম
১৯৬১: অভিনেতা তুলসী চক্রবর্তীর মৃত্যু
১৯৬৯: ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দের জন্ম
২০০৪: সঙ্গীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর মৃত্যু
২০১২: সেতারশিল্পী রবিশঙ্করের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৪২ টাকা ৭২.৫৪ টাকা
পাউন্ড ৯১.১৯ টাকা ৯৫.৫৯ টাকা
ইউরো ৭৬.৭৫ টাকা ৮০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,২৭৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৪ অগ্রহায়ণ ১৪২৬, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, চতুর্দশী ১২/৩ দিবা ১০/৫৯। রোহিণী অহোরাত্র। সূ উ ৬/১০/১৮, অ ৪/৪৯/০, অমৃতযোগ দিবা ৬/৫২ মধ্যে পুনঃ ৭/৩৫ গতে ৮/১৮ মধ্যে পুনঃ ১০/২৫ গতে ১২/৩৩ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৬/৩৫ মধ্যে পুনঃ ৮/২২ গতে ৩/৩০ মধ্যে, বারবেলা ৮/৫০ গতে ১০/১০ মধ্যে পুনঃ ১১/৩০ গতে ১২/৫০ মধ্যে, কালরাত্রি ২/৪৯ গতে ৪/৩০ মধ্যে।
২৪ অগ্রহায়ণ ১৪২৬, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, চতুর্দশী ১১/৩৯/৪১ দিবা ১০/৫১/২৭। কৃত্তিকা ০/৪১/৪৪ প্রাতঃ ৬/২৮/১৭, সূ উ ৬/১১/৩৫, অ ৪/১/১৭, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৮/৩২ মধ্যে ও ১০/৩৩ গতে ১২/৪০ মধ্যে এবং রাত্রি ৫/৪৮ গতে ৬/৪১ মধ্যে ও ৮/২৯ গতে ৩/৩৯ মধ্যে, কালবেলা ৮/৫১/২ গতে ১০/১০/৪৫ মধ্যে, কালরাত্রি ২/৫১/২ গতে ৪/৩১/১৯ মধ্যে।
১৩ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের যোগাযোগ থেকে উপকৃত হবেন। বৃষ: কর্মসূত্রে স্থান পরিবর্তন হতে পারে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯২২: অভিনেতা দিলীপকুমারের জন্ম১৯২৪: সাহিত্যিক সমরেশ বসুর জন্ম১৯৩৫: প্রাক্তন রাষ্ট্রপতি ...বিশদ

07:03:20 PM

তৃতীয় টি-২০: ৬৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় ভারতের 

10:43:00 PM

তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ১৪১/৬ (১৫ ওভার) 

10:23:54 PM

তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ৯৭/৪ (১০ ওভার)

09:54:00 PM

 তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ৪১/৩ (৬ ওভার)

09:34:43 PM