Bartaman Patrika
শিল্প -বাণিজ্য
 

বিএসএনএল, জেট নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন মমতা
ডানলপ কারখানা নিয়ে মোদিকে তুলোধনা, হাওড়ার নিকাশির আমূল পরিবর্তনের আশ্বাস

বিএনএ, ভদ্রেশ্বর ও নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বন্ধ ডানলপ কারখানা খুলতে রাজ্য সরকার উদ্যোগ নিলেও মোদিবাবুর অসহযোগিতার জন্য তা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার ভদ্রেশ্বরের সুভাষ ময়দানে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দেনাগের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বন্ধ ডানলপ নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষের উত্তরে কার্যত তাঁকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডানলপের মতো একটা কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা সেটাকে অধিগ্রহণ করে বাঁচাতে চেয়েছিলাম। এজন্য আমরা বিল পাশ করে কেন্দ্রের কাছে পাঠিয়েছি। কিন্তু, তিন বছর আগে আমরা সেই আবেদন করলেও মোদিবাবু তাতে একটা সই করতে পারেননি। অথচ এখানে এসে দরদ দেখাচ্ছেন। মমতা বলেন, প্রধানমন্ত্রী হয়ে মানুষকে এভাবে মিথ্যা কথা বলবেন না। আমি ক্ষমতায় আসার পর কোনও কারখানা বন্ধ হলেই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তা খোলার ব্যবস্থা করেছি। যেমন দফায় দফায় বৈঠকের পর আপনাদের এলাকার গোন্দলপাড়া ও হেস্টিংস জুটমিল খুলেছে। আর আপনি বিএসএনএলের ৫০ হাজার কর্মী ও জেটের আরও কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ভাবছেন।
অন্যদিকে, হাওড়া শহরের আদ্যিকালের নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। নির্বাচন মিটলেই এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সালকিয়ার জটাধারী পার্কে নির্বাচনী জনসভা থেকে এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্থানীয়ভাবে এটা কিছু করা যাবে না। এর জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। মঞ্চে উপস্থিত রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বলেন, ববি এটা দায়িত্ব নিয়ে করবে। মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া শহরের নিকাশি ব্যবস্থা সত্যিই খুব খারাপ অবস্থায় আছে। আমরা যতটুকু পেরেছি করেছি। কিন্তু, দীর্ঘদিন হাওড়া শহরের উন্নয়ন নিয়ে কোনও কাজ হয়নি। আমরা পুরসভায় আসার পর কাজ হয়েছে। তবে শহরের নিকাশি ব্যবস্থা তৈরি করা হবে।
এদিনর সভায় মুখ্যমন্ত্রী বলেন, ভদ্রেশ্বরের সঙ্গে আমার যোগাযোগ দীর্ঘ দিনের। ভিখারি পাসোয়ানকে নিয়ে আন্দোলনের সময় আমি ৭২ ঘণ্টা তেলেনিপাড়ার রাস্তায় কাটিয়েছি। মঞ্চে থাকা ভিখারি পাসোয়ানের মা লালতিদেবী দেখিয়ে বলেন, এখনও আমি নিয়মিত ওনাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আর একজন মনোজ উপাধ্যায় যাকে উন্নয়নের কাজ করতে গিয়ে জীবন দিতে হয়েছে। মনোজের খুনিরা জেলে রয়েছে। ওরা আইনমাফিক শাস্তি পাবে। আমি এই মঞ্চ থেকে মনোজের আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি মঞ্চে থাকা তাঁর দাদা ও পরিবারের সদস্যদেরও আমি সমবেদনা জানাই। আমি এই দুই পরিবারের পাশে ছিলাম আগামী দিনেও থাকব। এরপরেই হুগলি কেন্দ্রের প্রার্থী রত্না দেনাগের হাত ধরে মুখ্যমন্ত্রী বলেন, ইনি সংসদে আমাদের গুরুত্বপূর্ণ একজন নেত্রী। তাই আমার হাত শক্ত করতে ৬ মে ৪ নম্বর বোতাম টিপে রত্নাদিকে আপনারা ভোট দিন।
এদিন দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী ভদ্রেশ্বরের জনসভায় হাজির হন। তার আগেই মাঠ ও সংলগ্ন এলাকায় মানুষের জনস্রোত উপচে পড়ে। গরম থেকে বাঁচতে কেউ টুপি পরে, কেউ ছাতা মাথায় দিয়ে হাজির হন। হাজির হন হুগলির পর্যবেক্ষক অরূপ বিশ্বাস, জেলা সভাপতি তপন দাশগুপ্ত, দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অসীমা পাত্র, বিধায়ক বেচারাম মান্না, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ জেলা নেতারা। কপ্টার আকাশে চক্কর কাটতে শুরু করার পরেই সভায় থিকথিক করা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে থাকেন।
এদিন হাওড়ায় মুখ্যমন্ত্রীর সভায় ফিরহাদ হাকিম ছাড়াও রাজ্যের তিন মন্ত্রী অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীরতন শুক্লা উপস্থিত ছিলেন। এখানেও ব্যাপক ভিড় হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া শহরের জন্য আমরা প্রচুর উন্নয়ন করেছি। ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে। ওখানে স্পোর্টস কমপ্লেকস হবে। এছাড়াও দু’হাজার কোটি টাকা দিয়ে টেক্সটাইল হাব হচ্ছে। শহরে পানীয় জলের প্রকল্প নেওয়া হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি হাব হয়েছে। এখন কিছু লোক এসে বড় বড় কথা বলছে। সারা বছর কোথায় থাকে? এদিনের সভা থেকে হাওড়ার বিজেপি প্রার্থীকেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলনেত্রী। তিনি বলেন, এখানকার বিজেপি প্রার্থীর নাম আমি বলতে চাই না। তবে তিনি হাফপ্যান্ট পরে আরএসএস করতেন। তাঁর ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না।

01st  May, 2019
 এসপিএস স্টিল হাতে নিল শাকম্ভরী গ্রুপ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসপিএস স্টিল রোলিং মিলস লিমিটেডকে কিনে নিল শাকম্ভরী ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড। এর ফলে ‘এলিগ্যান্ট’ ইস্পাত ব্র্যান্ডটি শাকম্ভরীর ঝুলিতে এল। এই গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দীপককুমার আগরওয়াল তাঁদের নতুন পদক্ষেপ ঘোষণা করেন।
বিশদ

01st  May, 2019
২০২৫ সালে ৫০০ কোটি টাকা ব্যবসার লক্ষ্যমাত্রা বেঙ্গল কেমিক্যালসের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৫ সালের মধ্যে ৫০০ কোটি টাকার সংস্থা হিসেবে নিজেদের তুলে ধরতে চায় বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বর্তমানে সংস্থাটি ২৭ শতাংশ হারে বেড়ে চলেছে।
বিশদ

01st  May, 2019
 সফ্টওয়্যার বিপত্তি, এয়ার ইন্ডিয়ার ১৩৭টি বিমান দেরিতে উড়ল

 নয়াদিল্লি, ২৮ এপ্রিল (পিটিআই): এয়ার ইন্ডিয়ার চেক-ইন সফ্টওয়্যার টানা পাঁচ ঘণ্টা বিকল ছিল শনিবার সকালে। তার প্রভাব রবিবারও ভালোই মতোই টের পেলেন যাত্রীরা। এদিন কমপক্ষে ১৩৭টি বিমান দেরিতে ওড়ায় বিপাকে পড়েন বহু যাত্রী।
বিশদ

29th  April, 2019
 পি সি চন্দ্র পুরস্কার পেলেন ডাঃ দেবী শেঠি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের পি সি চন্দ্র পুরস্কারে ভূষিত করা হল পদ্মভূষণ ডাঃ দেবী শেঠিকে। রবিবার বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ওই বিশিষ্ট চিকিৎসকের হাতে পুরস্কার তুলে দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী সুবীরানন্দ। পি সি চন্দ্র পুরস্কারের অর্থমূল্য ১০ লক্ষ টাকা।
বিশদ

29th  April, 2019
আশায় শিল্প মহল
বাণিজ্য সম্মেলনের দিনক্ষণ ঘোষণা হতে পারে ভোটের পর

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে এ বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার পরপরই আগামী বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগামী বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যাঁরা অংশগ্রহণ করতে চান, তাঁদের রেজিস্ট্রেশন পর্ব চালু হয়ে গিয়েছে অনলাইনে।
বিশদ

29th  April, 2019
উৎপাদন বাড়াল টাটা স্টিল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ অর্থবর্ষে ইস্পাত উৎপাদন এবং তার সরবরাহ— দু’টিই বাড়াল টাটা স্টিল। তারা জানিয়েছে, ২০১৮-১৯ সালে তাদের উৎপাদন দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লক্ষ টন। বৃদ্ধির হার ১৭ শতাংশ। সরবরাহ হয়েছে ২ কোটি ৬৮ লক্ষ টন। 
বিশদ

27th  April, 2019
 শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল।
বিশদ

26th  April, 2019
দু’টি নতুন স্মার্ট ফোন বাজারে আনল শাওমি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় রেডমি ওয়াই থ্রি এবং রেডমি সেভেন স্মার্ট ফোনের উদ্বোধন করল মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি। একই সঙ্গে সম্প্রতি বাজারে আসা রেডমি নোট সেভেন সিরিজ, রেডমি গো, ইন্টারনেট ফিনান্সিয়াল সার্ভিস ‘মি পে’-এর সঙ্গেও ফের একবার পরিচয় করিয়ে দিল তারা।
বিশদ

26th  April, 2019
শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল।
বিশদ

25th  April, 2019
 শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। বিশদ

24th  April, 2019
বেঙ্গল কেমিক্যালস মিনিরত্ন সংস্থা
হিসেবে উঠে আসতে চায়

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালের মধ্যে ‘মিনিরত্ন’ সংস্থা হিসেবে তকমা আদায়ের চেষ্টায় নেমেছে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ২০২২ সালে তারা ঋণমুক্ত সংস্থা হতে চায়। মঙ্গলবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে বেঙ্গল কেমিক্যালসের এমডি এবং ডিরেক্টর ফিনান্স পিএম চন্দ্রাইয়া বলেন, আমরা ২০১৬-১৭ অর্থবর্ষ থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছি।
বিশদ

24th  April, 2019
‘ইনসলভেন্সি প্রফেশনাল’ গড়তে নয়া কোর্স আনছে আইবিবিআই

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইনসলভেন্সি প্রফেশনাল হিসেবে কেরিয়ার গড়তে দেশে প্রথমবার একটি কোর্স চালু করছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি বোর্ড অব ইন্ডিয়া বা আইবিবিআই। কোনও রুগ্ণ সংস্থাকে চাঙ্গা করা বা কোনও সংস্থার ঋণদাতাদের পাওনাগণ্ডা মেটানোর পথ সহজ করতে দেশে চালু হয় ইন্ডিয়া ব্যাঙ্করাপ্সি কোড বা আইন।
বিশদ

23rd  April, 2019
শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। বিশদ

23rd  April, 2019
 সংস্কারের কারণে আপাতত ২২টি সরকারি অতিথিশালায় বুকিং নিচ্ছে পর্যটন দপ্তর

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে অনেক জায়গাতেই। অল্প কয়েকদিনের জন্য বেড়াতে যেতে হলে বাংলার পর্যটনকেন্দ্রগুলির জুড়ি নেই। তার জন্য সরকারি অতিথিশালাগুলির কয়েকটির দরজা মার্চ মাস থেকেই খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য পর্যটন দপ্তর।
বিশদ

22nd  April, 2019

Pages: 12345

একনজরে
 ইসলামাবাদ/ করাচি, ২৮ মে (পিটিআই): দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এবার আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানকে। পাক প্রশাসন অবশ্য এই বিষয়টিকে বেশি গুরুত্ব না দিয়ে নজর ঘোরাতে চায় শান্তি আলোচনার দিকেই। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষায় উন্নতির জন্য সব মহল থেকে মতামত চেয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফেসবুকে করা তাঁর এই পোস্টের প্রেক্ষিতে বেশ কিছু পরামর্শও দিয়েছেন সাধারণ মানুষ। মত জানিয়েছে শিক্ষক সংগঠনগুলিও। ...

 শ্রীনগর, ২৮ মে (পিটিআই): জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। পুলিস জানিয়েছে, নির্দিষ্ট সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগের কাচওয়ান জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ...

  সংবাদদাতা, ময়নাগুড়ি: একাধিক দাবিতে মঙ্গলবার ময়নাগুড়ি কলেজের অধ্যক্ষাকে স্মারকলিপি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ময়নাগুড়ি নগর কমিটি। সংগঠনের নগর ইউনিটের সহ সম্পাদক অলোক রায় বলেন, আমরা শীঘ্রই ময়নাগুড়ি কলেজে ইউনিট খুলতে চলেছি। সেজন্য এদিন কলেজে আসা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৫৩—প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি
১৯৫৪—অভিনেতা পঙ্কজ কাপুরের জন্ম।
১৯৭২—অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের মৃত্যু।
১৯৭৭—ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭—ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬২ টাকা ৬৯.৮৬ টাকা
পাউন্ড ৭৬.৪৬ টাকা ৭৯.৪৩ টাকা
ইউরো ৬৮.৮৫ টাকা ৭০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,২৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৬২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,০৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ মে ২০১৯, বুধবার, দশমী ২৬/৩ দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ ৪০/৫৪ রাত্রি ৯/১৮। সূ উ ৪/৫৬/৫, অ ৬/১১/৩৫, অমৃতযোগ দিবা ৭/৩৪ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৬ গতে ৫/১৮ মধ্যে। রাত্রি ৯/৪৭ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে, বারবেলা ৮/১৫ গতে ৯/৫৪ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১৩ মধ্যে, কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে।
১৪ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ মে ২০১৯, বুধবার, দশমী ২১/২৭/৫৫ দিবা ১/৩১/২১। উত্তরভাদ্রপদনক্ষত্র ৩৭/৩৭/৩৫ রাত্রি ৭/৫৯/১৩, সূ উ ৪/৫৬/১১, অ ৬/১৩/১৫, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে ও ১/৫০ গতে ৫/২৬ মধ্যে এবং রাত্রি ৯/৫০ মধ্যে ও ১১/৫৮ গতে ১/২৪ মধ্যে, বারবেলা ১১/৩৪/৪৩ গতে ১/১৪/২১ মধ্যে, কালবেলা ৮/১৫/২৭ গতে ৯/৫৫/৩ মধ্যে, কালরাত্রি ২/১৫/২৭ গতে ৩/৩৫/৪৯ মধ্যে।
২৩ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।১৯৫৩—প্রথম এভারেস্ট ...বিশদ

07:03:20 PM

১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস আজ রাত ১১:৫৫ মিনিটের বদলে আগামীকাল সকাল ১০:৩০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 

07:24:56 PM

আগামীকাল প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী 

07:17:06 PM

৩১ মে ১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস বাতিল থাকবে 

06:22:45 PM

৪ জেলার জেলা শাসক বদল 
চার জেলার জেলা শাসক বদল করল রাজ্য সরকার। উত্তর ২৪ ...বিশদ

06:17:16 PM