Bartaman Patrika
রাজ্য
 

ইভিএম ব্যবহারে মানুষকে সচেতন করতে নির্বাচনী ম্যাসকট নিয়ে বালুরঘাটে প্রচার কমিশনের। ছবি: পিটিআই

মহাজোটের জট কাটাতে আজ বাম-কংগ্রেস
বৈঠক, দরকারে কথা আইএসএফের সঙ্গেও 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা এবং চুঁচুড়া: আগামী কাল রবিবার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি ও তৃণমূল বিরোধী শিবিরের ব্রিগেড সমাবেশ। উদ্যোক্তাদের দাবি মোতাবেক বাম, কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির আইএসএফের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই সমাবেশ লোক সমাগমের নিরিখে ঐতিহাসিক চেহারা নেবে। এর মধ্যে আসন সমঝোতার বিষয়টি ফয়সালা না-হলেও ব্রিগেডের মঞ্চে আব্বাস অন্যতম বক্তা হিসেবে হাজির হবেন বলে ঘোষণা করায় উদ্যোক্তারা আরও উৎসাহী হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে এই সমাবেশের মঞ্চ থেকে মহাজোটের নেতৃত্ব রাজ্যে বিকল্প সরকার গঠনের ডাক দেবে। সমাবেশকে সব দিক দিয়ে সফল করার জন্য প্রচার ও প্রস্তুতিতেও কোনও খামতি রাখছে না যৌথ নেতৃত্ব। ব্রিগেডে মঞ্চ থেকে মাইক—সমাবেশের সব উপকরণও ধীরে ধীরে জড়ো করা হয়েছে।
কিন্তু এসব সত্ত্বেও আসন বাটোয়ারা নিয়ে মহাজোটের অন্দরের জট শুক্রবার রাত পর্যন্ত কাটেনি। মূলত কংগ্রেস ও আইএসএফের মধ্যে দর কষাকষির ফয়সালা না হওয়ায় এই জটিলতা থেকে গিয়েছে। যদিও আজ শনিবার কলকাতায় এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই জট দূর করার প্রয়াস করবেন বলে আলিমুদ্দিনের কর্তাদের জানিয়েছেন। এজন্য আজ বিকেলে তিনি প্রথমে সিপিএম নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। তারপর প্রয়োজনে মুখোমুখি হবেন আইএসএফ নেতাদের। অধীররা অবশ্য আগে স্পষ্ট করে বুঝে নিতে চান, আব্বাসের দলের সঙ্গে আসাদউদ্দিন ওয়েইসির মিমের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ সমঝোতা হচ্ছে কি না। মিমের সঙ্গে এই ধরনের কোনও সম্পর্ক থাকলে কংগ্রেস তাদের নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামবে না বলে সাফ জানিয়েছেন তিনি সিপিএম নেতৃত্বকে। সিপিএমও মিমকে তাদের জোটে অচ্ছ্যুৎ করার কথা আগেই জানিয়েছে। তারা অবশ্য মিমকে কোনও গুরুত্ব দিতেই নারাজ। আব্বাস প্রকাশ্যে মিমের সঙ্গে কোনও সম্পর্ক না-রাখার কথা এখনও প্রকাশ্যে ঘোষণা করেননি। তা সত্ত্বেও আইএসএফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে আলিমুদ্দিনের দৃঢ় বিশ্বাস, তিন পক্ষের মহাজোটে মিমের কোনও অস্তিত্ব থাকবে না। এদিন সাংবাদিক বৈঠকে খোলাখুলি সে কথাই জানিয়েছেন দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
আইএসএফ অবশ্য মিম নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে। এদিন ফুরফুরা শরিফে নিজের ডেরায় বসে আইএসএফের মূল কারিগর আব্বাস জানিয়েছেন, মিম প্রধানের সঙ্গে তাঁর মুখোমুখি একবার কথা হয়েছিল। তাঁরা যেসব আসনে লড়তে চান তার তালিকাও আইএসএফ নেতৃত্বকে পাঠিয়েছেন। তা নিয়ে আলোচনার দরজা দল বন্ধ করেনি। কারণ আইএসএফ চায়, ভোটে তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট যাতে কোনওভাবে ভাগাভাগি না হয়। তবে বাম ও কংগ্রেসের সঙ্গে মহাজোট করার ব্যাপারে আইএসএফ অত্যন্ত আগ্রহী। বামেরা ৩০টি আসন দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে। আরও ৪-৫টি আসন চাওয়া হয়েছে ওদের কাছে। পাশাপাশি কংগ্রেসের কাছে ২৫-৩০টি আসন চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এনিয়ে ফয়সালা করার ব্যাপারে আইএসএফ অত্যন্ত আশাবাদী। আব্বাসের দাবি বা বক্তব্য প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান এদিন কোনও মন্তব্য করতে চাননি। অধীর-ঘনিষ্ঠ নেতা তথা বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, মিম কোনও ফ্যাক্টর নয় এখানে। আলোচনার মাধ্যমে মহাজোট তৈরি হবেই। 

27th  February, 2021
দুই মেদিনীপুরে ৩১ দফায় ভোট করা হলেও
বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে: অভিষেক 

দুই মেদিনীপুরে ৩১ দফায় ভোট করলেও বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। শনিবার ঘাটাল শহরের বিবেকানন্দ মোড়ে রোড শো শেষে ‘দিদির দূত’ থেকে এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
বিশদ

28th  February, 2021
মমতাই ফিরছেন ক্ষমতায়
২ মে মিলিয়ে নেবেন, ট্যুইটে চ্যালেঞ্জ আত্মবিশ্বাসী পিকের

‘বাংলাকে অসম্মান? হারিয়ে ভূত করে দেব।’ তৃণমূল নেত্রীর এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। শনিবার সাতসকালেই দ্ব্যর্থহীন ভাষায় তাঁর ট্যুইট—ক্ষমতায় ফিরছেন মমতাই। এদিন বিভিন্ন জনমত সমীক্ষাও এগিয়ে রাখছে তৃণমূল সুপ্রিমোকে।  গতকাল ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়।  বিশদ

28th  February, 2021
কোর্টকর্মীদের স্বার্থে তৈরি রুল ঝুলেই,
সরকারি গড়িমসিতে সমালোচিত রাজ্য 

আদালতের গ্রুপ সি এবং ডি কর্মীদের স্বার্থে হাইকোর্ট ২০১৫ সালে তৈরি করে দিয়েছিল আইন। সরকারি গড়িমসিতে বছর গড়িয়ে গেলেও তার গেজেট নোটিফিকেশন হয়নি। ফলে হয় জনস্বার্থ মামলা। শুনানিতে রাজ্য আশ্বাস দেয়, মন্ত্রিসভার অনুমোদন পেলেই নোটিফিকেশন হবে।  
বিশদ

28th  February, 2021
বিজেপি ক্ষমতায় এলে ফ্রিতে রেশন দেওয়াই বন্ধ করে দেবে: ব্রাত্য বসু

বিজেপি ক্ষমতায় এলে ফ্রিতে যে রেশন দিচ্ছে রাজ্য সরকার, তা বন্ধ করে দেবে। শনিবার বিষ্ণুপুরে রোড শো শেষে একথা বলেন মন্ত্রী ব্রাত্য বসু।  বিশদ

28th  February, 2021
বাংলার ভোট ৮ দফা

পশ্চিমবঙ্গে ১৭তম বিধানসভা নির্বাচন হবে আট দফায়। ফলাফল ঘোষণা ২ মে। ভোটগ্রহণ হবে যথাক্রমে ২৭ মার্চ, ১, ৬, ১০, ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। শুক্রবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে একথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। বিশদ

27th  February, 2021
রাজ্যের মোট ২৯৪টি
বিধানসভা কেন্দ্রের ভোটনির্ঘণ্ট 

পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি (এসসি), কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম (এসটি), গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি (এসটি), খড়্গপুর, গড়বেতা, শালবনী, মেদিনীপুর, বিনপুর (এসটি), বান্দোয়ান (এসটি), বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার (এসটি), কাশীপুর, পারা (এসসি), রঘুনাথপুর (এসসি), শালতোড়া (এসসি), ছাতনা, রানীবাঁধ (এসটি) এবং রায়পুর (এসটি) 
বিশদ

27th  February, 2021
মুর্শিদাবাদে ধৃত আল কায়েদা জঙ্গিদের
বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনআইএ

মুর্শিদাবাদ থেকে ধৃত আল কায়েদা জঙ্গিদের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল। জঙ্গিগোষ্ঠী আইএস’এর পরিকল্পিত ‘ইসলামিক রাষ্ট্র’ তৈরি করাই ছিল তাদের লক্ষ্য। দিল্লিতে এনআইএর স্পেশাল আদালতে শুক্রবারই এই মামলার চার্জশিট জমা পড়েছে। বিশদ

27th  February, 2021
আদর্শ আচরণবিধি লাগু
কী করা যাবে, কোনটা নয়,
তালিকা গেল জেলাশাসকদের কাছে 

ভোট ঘোষণা হতেই রাজ্যে লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। সেই বিধি অনুযায়ী কী কী করা যাবে আর কী কী করা যাবে না, তার তালিকা পাঠানো হল জেলাশাসকদের। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব চার পাতার সেই নির্দেশনামা পাঠিয়ে দিলেন জেলাশাসকদের। 
বিশদ

27th  February, 2021
পশ্চিমবঙ্গে আট দফায় ভোট, ফলপ্রকাশ ২ মে
নির্বাচনের সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা

আজ ভোটের ঢাকে কাঠি পড়ল। প্রকাশিত হল নির্ঘণ্ট। দিল্লির বিজ্ঞান ভবন থেকে বিকেল সাড়ে ৪টের সময় সাংবাদিক বৈঠক শুরু করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। জানান, এবার করোনা পরিস্থিতিতে ভোট হচ্ছে। কাজেই ভোটারদের স্বাস্থ্যের কথা মাথায় রাখা হচ্ছে। ভোটের সময় কোভিড বিধি মেনেই কাজ হবে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির ভোটের নির্ঘণ্ট ঘোষিত করা হচ্ছে। ৫ রাজ্যে মোট ৮২৪ আসনে নির্বাচন। 
বিশদ

26th  February, 2021
কলকাতা ও হলদিয়া বন্দর ঘিরে বিনিয়োগ
পরিকল্পনা ২৫ হাজার কোটি টাকার বেশি 

হলদিয়া ও কলকাতা বন্দরকে কেন্দ্র করে আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ হাজার কোটি টাকার বেশি বেসরকারি বিনিয়োগের উদ্যোগ নিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (এসএমপি) কর্তৃপক্ষ। 
বিশদ

26th  February, 2021
নির্বাচনী প্রশিক্ষণে অংশ না নেওয়ায়
২৯ কর্মী ও আধিকারিককে শোকজ 

ভোট কর্মীদের প্রশিক্ষণ শিবিরে অংশ না নেওয়ায় কৃষিদপ্তরের ডিরেক্টরেটের ২৯ জন কর্মী ও আধিকারিককে শোকজ করা হয়েছে। স্ট্র্যান্ড রোডে জেসপ বিল্ডিংয়ে এঁরা কাজ করেন। ওই বিল্ডিংয়ে অবস্থিত উত্তর কলকাতা জেলা নিবার্চনী আধিকারিকের অফিস থেকে তাঁদের শোকজ করা হয়েছে বলে নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে। 
বিশদ

26th  February, 2021
বঙ্গের ঐতিহ্য সুরক্ষার ভার
‘বাংলার নিজের মেয়ের’ 

খেলা হবে! ‘বাংলার নিজের মেয়ে’র সঙ্গে মাঠ-ময়দানে বঙ্গের সংস্কৃতি-ঐতিহ্যের দ্বাদশ ‘ধারক’কে নামাচ্ছে তৃণমূল। খেলা হবে! ক’দিন ধরেই মাঠ দাপাচ্ছে বাংলার গর্ব রসগোল্লা। এবার একে একে নামিয়ে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, শান্তিনিকেতন, হাওড়া ব্রিজ, কলকাতার ট্রাম, বিষ্ণুপুরের টেরাকোটা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, পটচিত্র, বাউল গান, উত্তরবঙ্গের কোচবিহার রাজবাড়ি ও চা-বাগান।
বিশদ

26th  February, 2021
‘তেলের দাম বৃদ্ধির পিছনে বড় খেলা আছে’
রান্নাঘরে আগুন দিচ্ছে
মোদি সরকার: মমতা

আলুসেদ্ধ-ভাত রান্না হবে কী করে! রান্নার গ্যাসের সিলিন্ডার কেনাই এখন আমগেরস্তের বোঝা হয়ে উঠেছে। তাই জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতার হাতিয়ার হয়ে উঠল ই-স্কুটার। বাড়ি থেকে নবান্নে গেলেন ই-স্কুটারে চড়ে, চালক মন্ত্রিসভার সহকর্মী ফিরহাদ হাকিম। ফেরার সময় নিজেই চালালেন। আর একবাক্যে জানিয়ে দিলেন, গৃহস্থের রান্নাঘরে আগুন দিয়েছে কেন্দ্রের মোদি সরকার।
বিশদ

26th  February, 2021
সব বিধানসভা এলাকায় বিস্তারকদের
নতুন মোটরবাইক পাঠাচ্ছে বিজেপি
 

রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪টি দামি বাইক কিনেছে বিজেপি। রাজ্য থেকে বেশকিছু জেলায় ইতিমধ্যেই বাইকগুলি পাঠানো শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বহিরাগত বিস্তারকদের আগেই পাঠানো হয়েছে।  
বিশদ

26th  February, 2021

Pages: 12345

একনজরে
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) আয়োজিত উত্তরবঙ্গ কাপের খেলার তৃতীয় দিনে বাগসরাই ইউনাইটেড সাঁওতাল অ্যাসোসিয়েশন ২-০ গোলে পরাজিত করল দার্জিলিংয়ের হিমালয়ান স্পোর্টিং ক্লাবকে। ...

আপনারা কেমন আছেন? ভোট দিতে কোনও অসুবিধা হবে বলে মনে হচ্ছে কি? যদি কোনও অসুবিধা মনে হয়, তাহলে আমাদের সেকথা নির্ভয়ে বলতে পারেন। এছাড়াও যদি কোনও সমস্যা হয়, তাহলে আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ করবেন।   ...

মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র সমেত তিন দুষ্কৃতীকে মোথাবাড়ি থানার পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শেখ আয়েশ, শেখ এজাবুল এবং আজিজুর রহমান। ...

নির্ঘণ্ট প্রকাশের পরই ভোটে মগ্ন বাংলা। নেতা থেকে কর্মীরা মিছিল, সমাবেশ আয়োজনে ব্যস্ত। নেতার ঝাঁঝালো বক্তব্য‌ উপভোগ করছে জনতাও। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

নিকট বন্ধু দ্বারা বিশ্বাসঘাতকতা। গুরুজনের স্বাস্থ্যহানি। মামলা-মোকদ্দমায় পরিস্থিতি নিজের অনুকূলে থাকবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝিতে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫১: জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রতিষ্ঠা
১৮৫২: রুশ লেখক নিকোলাই গোগোলের মৃত্যু
১৮৫৬: কবি তরু দত্তের জন্ম
১৯১৮: প্রথম ধরা পড়ে স্প্যানিশ ফ্লু, এরপর দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এই রোগ
১৯২৫: নাট্যকার ও লেখক জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৮০: টেনিস খেলোয়াড় রোহন বোপান্নার জন্ম
১৯৮০: জিম্বাবোয়ের জাতীয়তাবাদী নেতা রবার্ট মুগাবের নির্বাচনে জয়, মুগাবে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধানমন্ত্রী
২০০১: হিন্টেজ রিবেইরোর দুর্যোগ, পর্তুগালের উত্তরপ্রান্তে এক সেতু ভেঙে ৭০ জনের মৃত্যু হয়েছিল
২০০৯: মানবতা ধ্বংসকারী এবং যুদ্ধ উন্মাদ সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বাসিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২৪ টাকা ৭৩.৯৫ টাকা
পাউন্ড ১০০.১৬ টাকা ১০৩.৬৮ টাকা
ইউরো ৮৬.৭২ টাকা ৮৯.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫, ৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩, ৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪, ১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮, ৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮, ৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ ফাল্গুন ১৪২৭, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১। ষষ্ঠী ৪০/০ রাত্রি ৯/৫৯। বিশাখা নক্ষত্র ৪৪/৫৫ রাত্রি ১১/৫৭। সূর্যোদয় ৫/৫৯/২৫, সূর্যাস্ত ৫/৩৭/১৯। অমৃতযোগ রাত্রি ১/১২ গতে ৩/৩১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩৩ মধ্যে পুনঃ ১০/৩৯ গতে ১২/৫৮ মধ্যে বারবেলা ২/৪২ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪৮ গতে ১/২১ মধ্যে। 
১৯ ফাল্গুন ১৪২৭, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১। ষষ্ঠী রাত্রি ১/৫৯। বিশাখা নক্ষত্র রাত্রি ৩/৫৪। সূর্যোদয় ৬/৩, সূর্যাস্ত ৫/৩৭। অমৃতযোগ রাত্রি ১২/৫৫ গতে ৩/১৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ১০/৩১ গতে ১২/৫৬ মধ্যে। কালবেলা ২/৪৩ গতে ৫/৩৭ মধ্যে। কালরাত্রি ১১/৪৯ গতে ১/২৩ মধ্যে। 
১৯ রজব। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
নিউজিল্যান্ডে ভূমিকম্প, মাত্রা ৭.১ 

07:33:42 PM

কানাডায় পৌঁছল ভারত থেকে পাঠানো ভ্যাকসিন 

07:29:00 PM

দার্জিলিংয়ে একটি হোটেলে আগুন
দার্জিলিংয়ের একটি হোটেলে আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ...বিশদ

05:40:31 PM

আগামীকাল কলকাতায় আসছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিবেক দুবে 

05:38:00 PM

দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ আটক ১ 

05:16:00 PM

চতুর্থ টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২০৫ রানে অলআউট

05:12:00 PM