Bartaman Patrika
রাজ্য
 

 তাণ্ডবে ছারখার সাত জেলা,
ফের ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ

 
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার সন্ধ্যার পর থেকে যাঁরা ঘরের দরজা এঁটে দমবন্ধ করে সর্বনাশের প্রহর গুনছিলেন, পরদিন সকালে উঠে তাঁরা দেখলেন সুপার সাইক্লোনের ধ্বংসলীলা। দেখা গেল, উদ্দাম হামলা চালিয়ে উম-পুন দক্ষিণবঙ্গের খানসাতেক জেলাকে ছারখার করে দিয়েছে। কখনও নতুন নতুন মৃত্যুর খবর এল, কোথাও আবার বাড়ি ভেঙে, গাছ উপড়ে বন্ধ রাস্তা। বহু জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সব মিলিয়ে স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। তুমুল বৃষ্টিতে জল থইথই করছে বহু জায়গায়। এলাকার পর এলাকা বিদ্যুৎবিহীন।
প্রশাসন অবশ্য রাত থেকেই ছিল সক্রিয়। রাতেই নেতা-মন্ত্রীরা রাস্তায় নেমে গাছ সরানোর কাজকর্ম তদারকি করা থেকে শুরু করে অসহায় মানুষকে অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দেন। বৃহস্পতিবার দিনভর সেই উদ্যোগ ছিল অব্যাহত। সব মিলিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ হিসেবে নেয় প্রশাসন।
ঝড়ের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনার সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি, বাসন্তী, ক্যানিং, গোসাবায় যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। ধ্বংস হয়েছে কয়েক হাজার বাড়ি। বহু মানুষ সাইক্লোন সেন্টার থেকে ফিরে নিজের বাড়ির আর কোনও অস্তিত্বই খুঁজে পাননি। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় ৩৯টি জায়গায় নদীবাঁধ ভেঙে বিপর্যস্ত বসিরহাটের একাধিক ব্লক। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতে বহু গ্রাম প্লাবিত। বারাকপুর শিল্পাঞ্চলে শুধু দু’জনের মৃত্যুর খবর এলেও, আহত বহু। গাছ পড়ে আটকে গিয়েছে বারাসত-বারাকপুর রোড। বরানগর-বেলঘরিয়া-সোদপুরের বহু এলাকা জলমগ্ন। বি টি রোড স্তব্ধ কোমর সমান জলে। গ্রামীণ এলাকার পাশাপাশি হাওড়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সদর শহরও।
কলকাতাকেও প্রায় স্তব্ধ করে দিয়েছে পড়ে যাওয়া প্রায় সাড়ে তিন হাজার গাছ আর জমে থাকা জল। সকাল থেকে জলের তলায় ছিল উত্তর কলকাতা। দক্ষিণে আবার রাস্তা অচল করে দিয়েছে উপড়ে পড়া গাছের সারি। যাদবপুর, রানিকুঠি, লেক গার্ডেন্স, ঢাকুরিয়া বা গড়িয়া-পাটুলির মতো শহরতলিতে গাছ পড়ে বিপত্তির সীমা ছিল না। একাধিক বাড়ির চালও উড়ে গিয়েছে। দানবীয় ঘূর্ণিঝড় শুধু শহর কলকাতারই ১৯টি প্রাণ ছিনিয়ে নিয়েছে। কোথাও দেওয়াল চাপা পড়ে, কোথাও ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝরে গিয়েছে একের পর এক প্রাণ। এর সঙ্গে ভয়াবহ অবস্থা হয় বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাওয়ায়। শুধু কলকাতাতেই বৃষ্টি হয়েছে ২২০ মিলিমিটার। তার ফলে বহু নিচু এলাকার বাড়ির মধ্যেও জল ঢুকে যায়। বাসিন্দারা অশেষ দুর্ভোগে পড়েন। এর সঙ্গে বাড়তি ভোগান্তি হয় বিদ্যুৎ না থাকায়। বুধবার ঝড়ের তাণ্ডবলীলা চলার সময়ই শহর কলকাতা যে অন্ধকারে ডুবে গিয়েছিল, ঝড় থামার পর রাতে তো বটেই, পরদিন অর্থাৎ বৃহস্পতিবারও বহু জায়গায় বিদ্যুৎ আসেনি। ফলে নিত্য ব্যবহার্য জল পেতে মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছেন। জলের জন্য কয়েকটি জায়গায় বিক্ষোভও হয়েছে। শহরের অন্তত সাত থেকে ১০টি পাম্পিং স্টেশনেও জল ঢুকে যায়।
কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বৃহস্পতিবার সকালে শহরের রাস্তা পরিদর্শন করে বুঝতে পারেন, কী ভয়ঙ্কর অবস্থা হয়েছে মহানগরীর। বৃহস্পতিবার তিনি জানান, হাসপাতাল, শ্মশান ইত্যাদি জায়গায় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সাফাই করাই হবে তাঁর মূল কাজ। এসবের পাশাপাশি গাছ সরানো, রাস্তা পরিষ্কার, বাতিস্তম্ভ ঠিক করার মতো প্রচুর কাজ রয়েছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব অবশ্য এদিন সঠিকভাবে করে উঠতে পারেনি প্রশাসন। স্বাভাবিক জীবন ফেরানোর চেষ্টাই ছিল তাদের প্রথম নজরে। কিন্তু, করোনা-বিপদের মধ্যে এই চ্যালেঞ্জটা যে সুকঠিন, কয়েক ঘণ্টায় তা জানান দিয়ে গিয়েছে মারণ-ঝড়।
 

22nd  May, 2020
করোনা ও টিবি’র খোঁজ রাজ্যে
একসঙ্গে চলবে, কার্যক্রম ঘোষণা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা ও টিবি’র মোকাবিলা একযোগে করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই অনুযায়ী রাজ্যজুড়ে এক বিস্তারিত কার্যক্রমের কথা শুক্রবার ঘোষণা করল স্বাস্থ্যভবন। সেই অনুযায়ী, ইনফ্লুয়েঞ্জার মতো অসুখ বা আইএলআই ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা বা ‘সারি’ রোগীদের সন্ধানে বাড়ি বাড়ি ঘোরার সময় থেকেই শুরু হবে টিবি রোগীদেরও সন্ধানপর্ব।
বিশদ

23rd  May, 2020
  পোস্টাল এজেন্টদের জন্য নিয়মে শিথিলতার আর্জি কেন্দ্রের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে চতুর্থ দফার লকডাউন চলছে। যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় থমকে গিয়েছে বহু কাজ বা পরিষেবা। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিশদ

23rd  May, 2020
  উম-পুন: মোদির ঘোষণাকে স্বাগত, জাতীয় বিপর্যয়ের দাবিতে অনড় বাম-কং

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুনের আঘাতে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মোকাবিলায় এক হাজার কোটি টাকা অনুদান সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণাকে স্বাগত জানাল বাম ও কংগ্রেস। বিশদ

23rd  May, 2020
মহাপ্রলয়ের বলি ৮০
মমতার আর্জি শুনে আজ রাজ্যে মোদি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, প্রবল ঝড়ে রাজ্যের এই ভয়াবহ বিপর্যয়ের ছবি একবার নিজের চোখে এসে দেখে যান। আমি নিজেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে যাব। এমন বিপর্যয় জীবনে দেখিনি। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একথা বলার অব্যবহিত পর জানা যায়, তাঁর অনুরোধে সাড়া দিয়ে শুক্রবারই রাজ্যের ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী। বেলা ১০টা ২০ মিনিটে তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। তারপর আকাশপথে প্রধানমন্ত্রীকে দুর্গত এলাকা ঘুরে দেখাবেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় বিধ্বস্ত বসিরহাটে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকও হবে।
বিশদ

22nd  May, 2020
করোনা সংক্রমণ রুখতে ৬ফুটের
সামাজিক দূরত্বও যথেষ্ট নয়।

 লন্ডন, ২১ মে (পিটিআই): করোনা সংক্রমণ রুখতে ছ’ফুটের সামাজিক দূরত্বও যথেষ্ট নয়। সাইপ্রাসের নিকোসিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক সমীক্ষায় এমনটাই জানাচ্ছেন। গবেষকদের দাবি, করোনা আক্রান্ত কোনও ব্যক্তির কাশি থেকে যে ড্রপলেট বেরোয়, তা সামান্য হাওয়াতেও মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ১৮ ফুট পর্যন্ত চলে যেতে পারে।
বিশদ

22nd  May, 2020
 উম-পুনে স্তব্ধ অনলাইন ক্লাস

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল-কলেজ বন্ধ। প্রযুক্তির ভরসায় অনলাইন ক্লাস নিয়ে তবু পঠন-পাঠন কিছুটা সামাল দেওয়া যাচ্ছিল। কিন্তু উম-পুন সেই চেষ্টাতেও পুরো জল ঢেলে দিয়েছে। কোথাও ইন্টারনেট নেই, কোথাও আবার ফোনের কানেকশনই অমিল। বিশদ

22nd  May, 2020
আজ আকাশ মেঘলা, হাল্কা
বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সামান্য মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বিশদ

22nd  May, 2020
ঝড়ের পর অমিল টিভি,
মোবাইল পরিষেবাও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুনের তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয় বা পানীয় জল না পাওয়ার মতো সমস্যার পাশাপাশি টিভি দেখা থেকেও বঞ্চিত হলেন বহু মানুষ। সাইক্লোনের দাপটে গাছ পড়ে বা অন্য কোনও কারণে কেবল সংযোগ ছিন্ন হয়ে যায় অনেক বাড়িতেই।
বিশদ

22nd  May, 2020
লেসার প্রযুক্তি ব্যবহারে জনবহুল এলাকায়
করোনা পরীক্ষার ফল জানা যাবে
দাবি আমিরশাহির গবেষকদের

  আবুধাবি, ২১ মে: করোনা মহামারীর মোকাবিলায় বিশ্বজুড়েই চলছে নানারকম পরীক্ষা-নিরীক্ষা। চলছে কোভিড-১৯এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য নিরলস গবেষণা। এরই মধ্যে দ্রুত করোনা নির্ণয়ের ক্ষেত্রে আশার খবর দিল সংযুক্ত আরব আমিরশাহি।
বিশদ

22nd  May, 2020
জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে
মমতারই পাশে, বার্তা বাম-কংগ্রেসের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধ্বংসী উম-পুন ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের এই বিপর্যয়ের সময় সরকারের পাশে সবরকমভাবে থাকার কথা ঘোষণা করল বিরোধী বাম ও কংগ্রেস শিবির। বিশদ

22nd  May, 2020
 লকডাউনে মানুষের পাশে দেখা যায়নি নেতাদের, চর্চা বিজেপির অন্দরেই

  নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: লকডাউন পর্বে হুগলিতে আমজনতার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দলীয় নেতৃত্বের সক্রিয় না হওয়ায় বিজেপির তৃণমূলস্তরের কর্মীমহলে হতাশা তৈরি হয়েছে। চতুর্থদফার লকডাউন পর্বে এসে দলের মধ্যে এনিয়ে অসন্তোষও তৈরি হয়েছে। বিশদ

22nd  May, 2020
 চরম সঙ্কটে টলিপাড়ার সাপ্লায়াররা, খুঁজছেন বিকল্প পেশা

  সোহম কর, কলকাতা: প্রবল সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন টলিপাড়ার সাপ্লায়াররা। ধারাবাহিক এবং ফিল্মের শ্যুটিংয়ের জন্য লাইট, ক্যামেরা, কস্টিউম, গাড়ি প্রভৃতি সরবরাহ করে থাকেন তাঁরা। প্রায় দু’মাস হতে চলল শ্যুটিং বন্ধ। ক্রমেই অর্থাভাব গ্রাস করেছে এই পেশার সঙ্গে যুক্ত অগণিত মানুষকে।
বিশদ

22nd  May, 2020
রাজ্যজুড়ে নতুন ৯৪টি আউটলেট সুফল বাংলার 

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: লকডাউনের মধ্যেই রাজ্য সরকারের সুফল বাংলা প্রকল্প এক ধাক্কায় অনেকটা এগিয়ে গেল। মুখ্যমন্ত্রীর নিজের উদ্যোগে তৈরি সুফল বাংলা, গোটা রাজ্যে ৯৪টি নতুন আউটলেট খুলে ফেলল।   বিশদ

21st  May, 2020
ঘরফেরত পরিযায়ী শ্রমিকদের জন্য
কর্মসংস্থানের রূপরেখা পঞ্চায়েতের 

অর্ক দে, কলকাতা: ঘরে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের ১০০ দিনের প্রকল্পে কাজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত দপ্তরের অধীন কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সিএডিসি তাঁদের জন্য একাধিক কর্মমুখী যোজনার রূপরেখা তৈরি করেছে।  বিশদ

21st  May, 2020

Pages: 12345

একনজরে
নয়াদিল্লি, ২৫ মে: সংক্রমণ বেড়েই চলেছে। তার মধ্যেও চলছে অর্থনীতিকে চাঙ্গা করার প্রস্তুতি। তার অংশ হিসেবে করোনা মহামারী মোকাবিলায় সারা দেশের সামনে চারটি শহরকে সম্ভাব্য রোল মডেল হিসেবে তুলে ধরল কেন্দ্রীয় সরকার।   ...

সংবাদদাতা, কান্দি: সোমবার সকালে খড়গ্রাম থানার পুড্ডা গ্রামের মাঠে ধান কাটতে যাওয়ার সময় বাইকের ধাক্কায় মারাত্মকভাবে জখম হলেন এক চাষি। দুর্ঘটনার পর বছর ৪০-এর জখম চাষি গোপাল মণ্ডলকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সানরাইজ ফুডস প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হল আইটিসি লিমিটেড। গত ৭০ বছর ধরে ব্যবসা করে আসছে সানরাইজ, যা গুঁড়ো মশলার বাজারে পূর্ব ভারতের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়ে এসেছে।   ...

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সুপার সাইক্লোনের পাঁচ দিন পরেও বরানগর, কামারহাটি, পানিহাটির একাধিক ওয়ার্ড জলমগ্ন। পুরসভার কর্তারা জানাচ্ছেন, বাগজোলা খাল পরিপূর্ণ থাকায় বরানগর ও কামারহাটির ওয়ার্ডগুলি থেকে জল নামতে সময় লাগছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে। মাথা ও কোমরে সমস্যা হতে পারে। উপার্জন ভাগ্য শুভ নয়। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১২৯৩: জাপানে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হয় ৩০ হাজার মানুষের
১৮৯৭: ব্রাম স্টোকারের উপন্যাস ড্রাকুলা প্রকাশিত হয়
১৯৪৫: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের জন্ম
১৯৪৯: মার্কিন কম্পিউটার প্রোগামিং বিশেষজ্ঞ ওয়ার্ড কানিংহামের জন্ম। তিনিই উইকিপিডিয়ার প্রথম সংস্করণ বের করেছিলেন
১৯৭৭: ইতালির ফুটবলার লুকা তোনির জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮৯ টাকা ৭৪.৮৯ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯০.৮৮ টাকা
ইউরো ৯০.৮৮ টাকা ৮৪.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  May, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৫ মে ২০২০, সোমবার, তৃতীয়া ৫০/৫৪ রাত্রি ১/১৯। মৃগশিরানক্ষত্র ৩/২ প্রাতঃ ৬/১০। সূর্যোদয় ৪/৫৬/৫৮, সূর্যাস্ত ৬/১০/৮। অমৃতযোগ দিবা ৮/২৮ গতে ১০/১৪ মধ্যে। রাত্রি ৯/২ গতে ১১/৫৫ মধ্যে পুনঃ ১/২১ গতে ২/৪৭ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৫ মধ্যে পুনঃ ২/৫২ গতে ৪/৩২ মধ্যে । কালরাত্রি ১০/১২ গতে ১১/৩৩ মধ্যে।  
১১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৫ মে ২০২০, সোমবার, তৃতীয়া রাত্রি ১২/০। মৃগশিরানক্ষত্র প্রাতঃ৫/৩৩। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১২। অমৃতযোগ দিবা ৮/৩০গতে ১০/১৬ মধ্যে এবং রাত্রি ৯/৮ গতে ১১/৫৮ মধ্যে ও ১/২২ গতে ২/৫০ মধ্যে। কালবেলা ৬/৩৬ গতে ৮/১৫ মধ্যে ও ২/৫৩ গতে ৪/৩৩ মধ্যে। কালরাত্রি ১০/১৪ গতে ১১/৩৪ মধ্যে।  
১ শওয়াল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে 
১২৯৩: জাপানে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হয় ৩০ হাজার মানুষের১৮৯৭: ব্রাম ...বিশদ

07:03:20 PM

কাস্টমার সার্ভিসে আমাদের সুনাম রয়েছে: সিইএসসি 

04:46:27 PM

যে কোনও দুর্যোগেই সমন্বয় রেখে কাজ করতে হয়: সিইএসসি 

04:44:16 PM

আজ মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা 

04:44:00 PM

পুরসভার সঙ্গে সমন্বয়ের সমস্যা নেই: সিইএসসি 

04:43:40 PM

প্রায় ১৫০টি টিম কাজ করছে: সিইএসসি 

04:41:27 PM