Bartaman Patrika
দেশ
 

মধ্যরাতে পাশ
নাগরিকত্ব বিল

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: বিরোধীদের প্রবল প্রতিবাদ, হইচই এবং বাগবিতণ্ডার মধ্যেই লোকসভায় ভোটাভুটিতে ৩১১-৮০ ব্যবধানে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে নিল মোদি সরকার। রাত তখন ১২টা বেজে গিয়েছে। আজ লোকসভায় আলোচনা ও ভোটাভুটিতে সংযুক্ত জনতা দল, বিজু জনতা দল, শিবসেনা, এআইডিএমকে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ইত্যাদি এনডিএর বাইরে থাকা দলগুলিও নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেছে। সুতরাং বার্তা স্পষ্ট, এই দলগুলির সমর্থন পেয়ে রাজ্যসভায় বিল অনুমোদনের পক্ষে সংখ্যা জোগাড় করে নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের তাবৎ ধর্মের বেআইনি অনুপ্রবেশকারীদের কাছে বৈধ কোনও নথি না থাকলেও, প্রত্যেককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ দেওয়া হবে না শুধুমাত্র মুসলিমদের। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পরে কেউ ভারতে এলে অবশ্য হিন্দু হলেও তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। সরকার এই ব্যাপারে একটি এজেন্সি গঠন করবে। সেই এজেন্সি ঠিক করবে কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং সরকারের প্রতিনিধি হিসেবে কারা নাগরিকত্ব সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করতে পারবে। ১৯৪৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যত হিন্দু ও অন্য অমুসলিম ধর্মাবলম্বীরা ভারতে এসেছেন এবং যাঁদের কাছে নাগরিকত্ব-নথি নেই, তাঁরা একটি আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট এজেন্সির কাছে জমা দেবে। ১৯৫৫ সালের নাগরিকত্ব বিলে বলা হয়েছিল, ১১ বছর থাকতে হবে ভারতের নাগরিকত্ব পেতে হলে। সেই ৫ নং ধারার সংশোধন করে নয়া সংশোধনী বিলে বলা হয়েছে, ১১ বছরের পরিবর্তে ৫ বছর ভারতে থাকার প্রমাণ দিলেই নাগরিকত্ব দেওয়া হবে। যদিও বিলে স্পষ্ট বলা হয়নি যে, কারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এসেছে তা প্রমাণ করা যাবে কীভাবে! অর্থাৎ কেউ যদি তার পরেও আসে এবং নাগরিকত্বের আবেদন করে, তাহলে সেই আবেদন প্রত্যাখ্যান করা হবে কি না, অথবা কিসের ভিত্তিতে খারিজ হবে, তা বলা হয়নি বিলে। আজ নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমুসলিমদের উদ্দেশে বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই। রেশন কার্ড বা অন্য কোনও নথি না থাকলেও আমরা আপনাদের নাগরিকত্ব দেব। তিনি আরও বলেন, এই বিলের বিরোধিতা করছে কংগ্রেস। কিন্তু কেন এই আইন আনতে হয়েছে? কারণ একটাই। কংগ্রেস ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের প্রবল বিরোধিতা করে কংগ্রেস। কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিহাসের জ্ঞান থাকা দরকার। ১৯৩৫ সালে আমেদাবাদে সর্বপ্রথম ধর্মের ভিত্তিতে ভারতের বিভাজনের কথা বলেছিলেন হিন্দু মহাসভার নেতা দামোদর সাভারকর।
স্বরাষ্ট্রমন্ত্রীকে বিরোধী দলগুলি প্রশ্ন করেছে, বেছে বেছে কেন শুধুই পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান? কেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার থেকে আগত বেআইনি অনুপ্রবেশকারীদের কথা বলা হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু এই তিন রাষ্ট্রই ইসলামিক দেশ, তাই এই দেশগুলিতে অন্য সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে। সেই সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, ভারতের সঙ্গে ১০৬ কিলোমিটার সীমান্ত রয়েছে আফগানিস্তানের। তাঁকে বিরোধীরা বলে, আফগানিস্তানের সঙ্গে ভারতের কোথায় সীমান্ত রয়েছে? অমিত শাহ জবাবে বলেন, পাক অধিকৃত কাশ্মীর কি ভারতের অঙ্গ নয়? তার সঙ্গে তো আফগানিস্তানের সীমান্ত আছে! নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে এদিন সংসদেই হায়দরাবাদের এমপি তথা এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি ওই বিলের কপি ছিঁড়ে ফেলেন। তঁাকে কক্ষ ত্যাগ করার নির্দেশ দেন স্পিকার। তাতে অবশ্য বিরোধিতা কমেনি। তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি মুখে স্বামীজি, বল্লভভাই প্যাটেলের কথা বলে। কিন্তু তঁাদের আদর্শ মানে না। তঁার আক্রমণ, ঘুরপথে যতই চেষ্টা করুন পশ্চিমবঙ্গে এনআরসি হতে আমরা দেব না।
রাতে প্রতিটি প্রশ্নের ধরে ধরে উত্তর দিতে শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এক ঘণ্টার ভাষণে বারেবারে বিরোধীদের হইচই থামানোর চেষ্টা করেন স্পিকার। কিন্তু তাতে কাজ না হওয়ায় অমিত শাহ বলে ওঠেন, একটু ধৈর্য্য ধরুন না! সব বলব। রাজনৈতিক ভেদাভেদ, ভোটব্যাঙ্কের জন্য যদি আপনারা চোখ-কান বন্ধ করে রাখেন, অনুরোধ করছি, তা খুলে ফেলুন। দেশের স্বার্থে। সংবিধানই হল মোদি সরকারের একমাত্র ধর্ম।

10th  December, 2019
মোদির বিরুদ্ধে জোট বাঁধছে অবিজেপি ছাত্র সংগঠনগুলি 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১০ ডিসেম্বর: মোদি বিরোধিতায় এবার জোট বাঁধছে দেশের তাবৎ অবিজেপি দলের ছাত্র সংগঠনগুলি। আজ একযোগে এই ঘোষণা করেছে এসএফআই, আইসা, আইএসএফ, এআইএসবি, এনএসইউআই, পিএসইউয়ের মতো প্রায় ২০টি ছাত্র সংগঠন। 
বিশদ

কাশ্মীর উপত্যাকায় চালু হল এসএমএস সার্ভিস মেসেজ 

শ্রীনগর, ১০ ডিসেম্বর (পিটিআই): কাশ্মীরে চালু হল এসএমএস সার্ভিস মেসেজ পরিষেবা। দীর্ঘদিন ধরে মূলত ব্যবসায়ীরা এই পরিষেবা চালু করার দাবি জানাচ্ছিলেন। এই পরিষেবা চালু হওয়ার ব্যবসা, ব্যাঙ্ক সহ কয়েকটি ক্ষেত্রে সুবিধা হবে প্রায় ৪০ লক্ষ গ্রাহকের।
বিশদ

প্রয়াত মাওবাদী নেতা রামান্না, দাবি ছত্তিশগড় পুলিসের 

রায়পুর, ১০ ডিসেম্বর (পিটিআই): প্রয়াত ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের একদা ত্রাস মাওবাদী নেতা রাভুলু শ্রীনিবাস ওরফে রামান্না। ছত্তিশগড় পুলিসের দাবি, গত সপ্তাহে বিজপুরের কোনও একটি জঙ্গলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। কোনও বড় নেতা মারা গেলে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে মাওবাদীরা। এক্ষেত্রে তেমনটা হয়নি। 
বিশদ

পূর্ব রেলে উচ্চ পর্যায়ের বৈঠকে জেনারেল ম্যানেজার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীদের সুরক্ষা বাড়াতে আরও বেশি মাঠে নেমে পরিদর্শনের নির্দেশ দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা। মঙ্গলবার তিনি জোনের অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন সদর দপ্তরে। সেখানেই এই নির্দেশ দিয়েছেন তিনি। 
বিশদ

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চত্বরে সাংবাদিকের শ্লীলতাহানি 

চণ্ডীগড়, ১০ ডিসেম্বর (পিটিআই): মর্নিং ওয়াকের সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চত্বরে শ্লীলতাহানির শিকার হলেন এক সাংবাদিক। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বটানিক্যাল গার্ডেন চত্বরে হাঁটতে বার হন। সেখানেই তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে বলে তিনি পুলিসে অভিযোগ দায়ের করেছেন।
বিশদ

পরীক্ষায় খারাপ ফল, ৬ পড়ুয়ার মুখে কালি 

হিসার, ১০ ডিসেম্বর (পিটিআই): বয়স কতোই বা হবে। এরমধ্যেই অধরা সাফল্যের শাস্তি পেয়ে গেল হরিয়ানার হিসারের চতুর্থ শ্রেণির ছয় পড়ুয়া। সূত্রের খবর, খারাপ ফল করার জন্য বেসরকারি ওই স্কুলের ছয় পড়ুয়ার মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার।
বিশদ

নাগরিকত্ব সংশোধনী বিলের
প্রতিবাদে অসমে বনধ, বিক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি (পিটিআই): নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের বিভিন্ন এলাকায় আজ, মঙ্গলবার বনধ শুরু হয়েছে। এদিন সকালে ডিব্রুগড়ে পথে নেমেছে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। গুয়াহাটিতেও ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন এবং অল অসম স্টুডেন্টস ইউনিয়ন। সেখানে শুনশান রাস্তাঘাট। প্রায় সমস্ত দোকানপাটই বন্ধ।
বিশদ

10th  December, 2019
মোদির ট্যুইট 

উচ্চমানের এক বিতর্কের শেষে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ায় আমি উচ্ছ্বসিত। এই বিল সমর্থন করার জন্য বিভিন্ন দল এবং সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই।   বিশদ

10th  December, 2019
‘মহম্মদ জিন্নার দ্বিজাতি তত্ত্ব কংগ্রেস কেন মেনে নিল?’
নাগরিকত্ব সংশোধনী বিল বিতর্কে আক্রমণ অমিত শাহের 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: সাত ঘণ্টারও বেশি বিতর্কের শেষে সোমবার ৩১১-৮০ ভোটে লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিল পাশের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেন সংসদ সদস্যদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 
বিশদ

10th  December, 2019
খোলা বাজারে দাম ১৮০ টাকা
অন্ধ্রে সরকারি ভর্তুকির পেঁয়াজের
লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের

অমরাবতী, ৯ ডিসেম্বর: অন্ধ্রপ্রদেশে খোলা বাজারে পেঁয়াজের দাম ছুঁয়েছে প্রতি কেজি ১৮০ টাকা। রাজ্য সরকার ভর্তুকির মাধ্যমে ২৫ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। ভর্তুকির সেই পেঁয়াজ কিনতে গিয়ে দীর্ঘ লাইনে দু’ঘণ্টারও বেশি দাঁড়িয়ে থেকে মৃত্যু হল ৬০ বছরের এক বৃদ্ধের।
বিশদ

10th  December, 2019
১০ গাছা দড়ি তৈরি করছে বক্সার জেল,
নির্ভয়া কাণ্ডে ফাঁসির প্রহর গুনছে দেশ 

পাটনা ও নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (পিটিআই): নয়াদিল্লির রাস্তার পাশে বসে রয়েছেন সেই মেয়েরা। মুখে কোনও প্রতিবাদ নেই। নেই স্লোগানও। হাতে শুধু প্ল্যাকার্ড ধরা। লেখা, ‘হ্যাং দ্য রেপিস্টস’। হায়দরাবাদ দেখিয়ে দিয়েছে, শাস্তি হবেই। যে কোনও মূল্যে।
বিশদ

10th  December, 2019
কুয়াশায় ব্যাহত উড়ান
প্রবল বৃষ্টি ও তুষারপাতের
জেরে স্তব্ধ কাশ্মীর, বন্ধ স্কুল 

জম্মু, ৯ ডিসেম্বর (পিটিআই): প্রাকৃতিক দুর্যোগ কিছুতেই পিছু ছাড়ছে না কাশ্মীরের। নতুন করে তুষারপাত, প্রবল বৃষ্টি ও ঠান্ডার জেরে বিগত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত উপত্যকার। সোমবার সকাল থেকে গোটা কাশ্মীর কার্যত কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। 
বিশদ

10th  December, 2019
বরের আসতে দেরি, বিয়ে ভেঙে
নতুন বর খুঁজে নিলেন কনে

বিজনৌর, ৯ ডিসেম্বর: নিজের বিয়েতে পৌঁছতেই দেরি করে ফেলেছিলেন বর। বিয়ের আসরেই তাঁকে প্রত্যাখ্যান করেন কনে। হবু বরের বদলে স্থানীয় এক ব্যক্তির সঙ্গেই বিয়ে সেরে নেন তিনি। চোখ কপালে তোলার মতো ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে, উত্তরপ্রদেশের বিজনৌরের নাঙ্গালজাট গ্রামে।  
বিশদ

10th  December, 2019
মালিক ও ম্যানেজারের ১৪ দিনের পুলিস হেফাজত
আনাজ মান্ডির বহুতলটিতে ফের আগুন, ছড়াল আতঙ্ক, করুণ দৃশ্য মর্গগুলির বাইরে 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (পিটিআই): রবিবারের ওই ভয়াবহ ঘটনার পর সোমবার ফের আনাজ মান্ডির অভিশপ্ত বহুতলটিতে আগুন লাগল। ছড়াল আতঙ্ক। দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ জানান, এদিনের আগুন তেমন বড় ছিল না। সময়ে খবর পাওয়ায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পাঠানো হয়েছিল দমকলের চারটি ইঞ্জিন। 
বিশদ

10th  December, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারের সই ও লেটারহেড জাল করে ভুয়ো নার্সিং স্কুল খুলে প্রতারণা ব্যবসা চালানো হচ্ছে বলে কিছুদিন আগেই অভিযোগ করা হয়েছিল বিধাননগর উত্তর থানায়। এবার রানিগঞ্জ থানায়ও একই অভিযোগ জানিয়ে অবিলম্বে লোক ঠকানোর এই ব্যবসা ...

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল।  ...

 বিশ্বজিৎ দাস, কলকাতা: ছ’ঘণ্টার জায়গায় চারদিন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই অবস্থা হচ্ছে ডেঙ্গু কবলিত কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পেতে। কিছুদিন আগেই রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট দিতে সরকারি হাসপাতালগুলির ঢিলেমি ...

মাদ্রিদ ১০ ডিসেম্বর (পিটিআই): গ্রিন হাউস গ্যাসের নির্গমণের মাত্রা কমিয়ে এনে আন্তর্জাতিক মঞ্চে উচ্চ প্রশংসিত হল ভারত। মঙ্গলবার মাদ্রিদে জলবায়ু সংক্রান্ত শীর্ষ সম্মেলন সিওপি-২৫’-এ ‘ক্লাইমেক্স চেঞ্জ পারফরমেন্স ইনডেক্স (সিসিপিআই) প্রকাশিত হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মানসিক অস্থিরতার জন্য পঠন-পাঠনে আগ্রহ কমবে। কর্মপ্রার্থীদের যোগাযোগ থেকে উপকৃত হবেন। ব্যবসায় যুক্ত হলে শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২২: অভিনেতা দিলীপকুমারের জন্ম
১৯২৪: সাহিত্যিক সমরেশ বসুর জন্ম
১৯৩৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্ম
১৯৪২: সঙ্গীত পরিচালক আনন্দ শংকরের জন্ম
১৯৬১: অভিনেতা তুলসী চক্রবর্তীর মৃত্যু
১৯৬৯: ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দের জন্ম
২০০৪: সঙ্গীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর মৃত্যু
২০১২: সেতারশিল্পী রবিশঙ্করের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৪২ টাকা ৭২.৫৪ টাকা
পাউন্ড ৯১.১৯ টাকা ৯৫.৫৯ টাকা
ইউরো ৭৬.৭৫ টাকা ৮০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,২৭৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৪ অগ্রহায়ণ ১৪২৬, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, চতুর্দশী ১২/৩ দিবা ১০/৫৯। রোহিণী অহোরাত্র। সূ উ ৬/১০/১৮, অ ৪/৪৯/০, অমৃতযোগ দিবা ৬/৫২ মধ্যে পুনঃ ৭/৩৫ গতে ৮/১৮ মধ্যে পুনঃ ১০/২৫ গতে ১২/৩৩ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৬/৩৫ মধ্যে পুনঃ ৮/২২ গতে ৩/৩০ মধ্যে, বারবেলা ৮/৫০ গতে ১০/১০ মধ্যে পুনঃ ১১/৩০ গতে ১২/৫০ মধ্যে, কালরাত্রি ২/৪৯ গতে ৪/৩০ মধ্যে।
২৪ অগ্রহায়ণ ১৪২৬, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, চতুর্দশী ১১/৩৯/৪১ দিবা ১০/৫১/২৭। কৃত্তিকা ০/৪১/৪৪ প্রাতঃ ৬/২৮/১৭, সূ উ ৬/১১/৩৫, অ ৪/১/১৭, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৮/৩২ মধ্যে ও ১০/৩৩ গতে ১২/৪০ মধ্যে এবং রাত্রি ৫/৪৮ গতে ৬/৪১ মধ্যে ও ৮/২৯ গতে ৩/৩৯ মধ্যে, কালবেলা ৮/৫১/২ গতে ১০/১০/৪৫ মধ্যে, কালরাত্রি ২/৫১/২ গতে ৪/৩১/১৯ মধ্যে।
১৩ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের যোগাযোগ থেকে উপকৃত হবেন। বৃষ: কর্মসূত্রে স্থান পরিবর্তন হতে পারে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯২২: অভিনেতা দিলীপকুমারের জন্ম১৯২৪: সাহিত্যিক সমরেশ বসুর জন্ম১৯৩৫: প্রাক্তন রাষ্ট্রপতি ...বিশদ

07:03:20 PM

তৃতীয় টি-২০: ৬৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় ভারতের 

10:43:00 PM

তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ১৪১/৬ (১৫ ওভার) 

10:23:54 PM

তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ৯৭/৪ (১০ ওভার)

09:54:00 PM

 তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ৪১/৩ (৬ ওভার)

09:34:43 PM