উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
সাম্প্রতিক সময়ে মাদক পাচার চক্রগুলি শেষ করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে মাদক বিরোধী সংস্থাগুলি। তারপর আন্দামান সাগর থেকে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্তের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মাদকগুলি কোথায় পাচার করা হচ্ছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
উল্লেখ্য, এই মাসের প্রথমে গোপন সূত্রে খবর পেয়ে গুজরাত উপকূল থেকে প্রায় ৭০০ কিলোগ্রাম মাদক বাজেয়াপ্ত করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ওই ঘটনায় আট জন ইরানের নাগরিককে গ্রেপ্তারও করা হয়। এনসিবি, নৌসেনা, গুজরাত পুলিস এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যৌথভাবে এই অভিযানটি চালায়। এই বছর এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৩৫০০ হাজার কোজি মাদক বাজেয়াপ্ত করেছে মাদক বিরোধী সংস্থাগুলি। মাদকগুলি সমুদ্র পথে পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে এনসিবি। তাছাড়া তিনটি ভিন্ন মাদক পাচার মামলায় ১১ জন ইরান এবং ১৪ জন পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করে তদন্তকারী আধিকারিকরা।