Bartaman Patrika
দেশ
 

রাজ্যকে এড়িয়ে নয়, সমন্বয়েই
ভোটে কেন্দ্রীয় বাহিনী: কমিশন
নিষিদ্ধ হচ্ছে বাইক র‌্যালি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণের ক্ষমতা যেন রাজ্য পুলিসের হাতে না থাকে—বেশ কিছুদিন ধরেই এই দাবি তুলছে বঙ্গ-বিজেপি। শুক্রবার তা নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানাল, কেন্দ্র-রাজ্য নিবিড় সমন্বয়ের মাধ্যমেই কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, সুষ্ঠুভাবে ভোট পরিচলনায় যৌথ সম্পর্ককেই গুরুত্ব দিতে চাইছে কমিশন। সে ক্ষেত্রে কোনও পক্ষের হাতেই বাহিনীকে একতরফা নিয়ন্ত্রণের ভার ছেড়ে দিতে নারাজ তারা। প্রতিটি বুথে বাহিনী মোতায়েন থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে। এদিন ভোটের প্রস্তুতি পর্বে কলকাতায় প্রথম সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সেখানেই বাহিনীর ব্যবহার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। 
সাধারণত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় জেলাশাসক, পুলিস সুপার এবং পর্যবেক্ষকের বৈঠকে। স্থানীয় থানাই পথ চিনিয়ে নিয়ে যায় বাহিনীর জওয়ানদের। এই সিস্টেমের পরিবর্তন চেয়েছিল বিজেপি। বাহিনী মোতায়েনের ক্ষমতা রাজ্য পুলিসের হাত থেকে নিয়ে নেওয়া উচিত বলে মত তাদের। শুধু তাই নয়, এখন থেকেই আধা সামরিক বাহিনীকে নামানোর দাবি তুলেছিলেন বিজেপি নেতারা। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়ে দিয়েছেন, ‘ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী আসবে। তবে তিন মাস আগে কোনওভাবেই নয়। রাজ্যের মেশিনারিকে সঙ্গে নিয়ে ভোট করতে হবে। কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখেই বাহিনী মোতায়েন হবে।’ প্রসঙ্গত, এই মোতায়নের প্রশ্নে ক্ষমতা নিজেদের হাতে রাখতে চেয়ে রাজ্য সরকারের সঙ্গে ‘মউ’ করতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু তাতে তীব্র আপত্তির কথা জানিয়ে দিয়েছে নবান্ন। 
রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছিল কমিশন। এদিনও সেই বিষয়টি সামনে এনে পুলিস-প্রশাসনকে ফের সতর্ক করে দিয়েছেন অরোরা। বলেছেন, ‘আইন-শৃঙ্খলার উপর আমাদের কড়া নজর রয়েছে।’ শুধু তাই নয়, গোলমাল এড়াতে এবার বাইক মিছিলও চায় না কমিশন। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হবে। গত ছ’মাসের রাজনৈতিক সংঘর্ষের ঘটনাগুলি নিয়ে পর্যবেক্ষণ করছে কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘পেশি ও অর্থশক্তিকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’ নজরদারি করতে তিন ধরনের পর্যবেক্ষক আসবেন। সাধারণ, আইনশৃঙ্খলা ও ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে কমিশন।
ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সন্ধ্যায় রাজ্যে আসেন মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের ফুল বেঞ্চ। সব রাজনৈতিক দলের প্রতিনিধি, সব জেলাশাসক, পুলিস সুপার, পুলিস কমিশনার, আয়কর সহ রেগুলেটরি এজেন্সি, মুখ্যসচিব সহ রাজ্য সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। এদিন বিকেলে দিল্লি ফিরে যান তাঁরা। সঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আজ শনিবার বিকেলে দিল্লিতে একপ্রস্থ বৈঠকে বসবে কমিশন। জানা গিয়েছে, সেখানে রাজ্য প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার নির্যাস নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। ভোটের নির্ঘণ্ট নিয়েও অলোচনা হতে পারে। সে ক্ষেত্রে অনুমান করা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ভোটের দিন খুব শীঘ্রই ঘোষণা করতে পারে কমিশন।  
রাজ্য প্রশাসনের সঙ্গে দু’দিনের বৈঠক সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘মুখ্যসচিব করোনা নিয়ে যে রিপোর্ট পেশ করেছেন, তা খুব ভালো। আমরা সব বুথ একতলায় করব। কোভিডের কারণে বুথ পিছু এবার ভোটারের সংখ্যা এক হাজার থাকবে। ফলে ২২ হাজারের বেশি বুথ বাড়বে। সে ব্যাপারে মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। কয়েকজন জেলাশাসকও ‘আউটস্ট্যান্ডিং রিপোর্ট’ দিয়েছেন। আমাদের লক্ষ্য হল, অবাধ ও শান্তিপূর্ণ ভোট।’
তবে এবারের ভোটের কোনও কাজে গ্রিন পুলিস ও সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। সেই সঙ্গে তিনি বলেন, ‘গত লোকসভা ভোটে কয়েকজন আইএএস, আইপিএস অফিসারকে অপসারণ করা হয়েছিল। এবার তার পুনরাবৃত্তি চাই না।’ সেটাও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও বিএসএফের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ নিয়ে সুনীল অরোরা বলেন, ‘এই অভিযোগ দুর্ভাগ্যজনক।’ পাশাপাশি ভোটার তালিকায় ৫ লক্ষ রোহিঙ্গার নাম রয়েছে বলে দিলীপ ঘোষের অভিযোগকেও খারিজ করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। একই সঙ্গে জানিয়েছেন, রাজ্য সরকার চাইলেই সিইও বা কমিশনের সঙ্গে যুক্ত কোনও অফিসারকে বদলি করতে পারবে না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি স্পষ্ট গাইডলাইন রয়েছে।
 সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার। -নিজস্ব চিত্র

23rd  January, 2021
মধ্যপ্রদেশে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ
মিছিলে জল কামান, কাঁদানে গ্যাস পুলিসের

কৃষি আইনের প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল ভোপাল। জল কামান থেকে কাঁদানে গ্যাস, সবেরই সাক্ষী থাকল কংগ্রেসের এই মিছিল। এদিন সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা তিন কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন ভোপালে। বিশদ

দিল্লি সীমানায় কৃষক নেতাদের খুনের ছক
ধৃত মুখোশধারী সুর পাল্টাল কয়েক ঘণ্টাতেই

সিনেমায় যেমন হয়। ঠিক সেভাবেই কিষান ট্রাক্টর প্যারেডে হামলার ছক। পাশাপাশি সিংঘু সীমানার ধর্না মঞ্চের চারজন কৃষক নেতাকে গুলি করে হত্যার পরিকল্পনা। শুক্রবার রাতে সবটাই অবশ্য বানচাল হয়ে যায় কৃষকদের তৎপরতায়।  বিশদ

বিস্ফোরণের হুমকি দিয়ে ভুয়ো ফোন
সাধারণতন্ত্র দিবসের সুরক্ষা
নিয়ে আশঙ্কায় পুলিস

একের পর এক শহরে রহস্যময় বার্তা। বিস্ফোরক থাকার ভুয়ো ফোন। সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম আশঙ্কা। নেওয়া হচ্ছে তীব্র সতর্কতা। উদ্বিগ্ন দিল্লি পুলিশ, মোদি সরকার এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। বিশদ

 সীমান্তে ফের সুড়ঙ্গের হদিশ
 ৮ বছর ধরে চলত পাক জঙ্গিদের অনুপ্রবেশ

আরও এক গোপন সুড়ঙ্গের খোঁজ। এবারও জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কাঠুয়া জেলা। শনিবার এই সুড়ঙ্গের সন্ধান পায় বিএসএফ। দেড়শো মিটার দীর্ঘ এবং ৩০ ফুট গভীর ওই সুড়ঙ্গ পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের জন্যই বানানো হয়েছে বলে মনে করছে বাহিনী। বিশদ

লালুর শারীরিক অবস্থার অবনতি,
দিল্লি এইমসে স্থানান্তরের সিদ্ধান্ত

শারীরিক অবস্থার অবনতি হল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের। তাঁকে দিল্লি এইমসে স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাঁচির হাসপাতালে আট সদস্যের মেডিক্যাল বোর্ড লালুপ্রসাদের চিকিৎসা চালাচ্ছিল। তবে আরআইএমএসের ডিরেক্টর ডাঃ কমলেশ্বর প্রসাদ বলেন, ‘বয়সের কারণেই আমরা ঝুঁকি নিতে চাইছি না। বিশদ

রোগী পরিবারের লোকেদের মারধরের
অভিযোগ নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে
বারাসত হাসপাতাল

 

রোগী ভর্তির পর কিছু প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার জন্য ফের হাসপাতালে ঢুকতে চেয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। এই নিয়ে বাগবিতণ্ডা চলার সময় রোগী পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠল নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। বিশদ

আইন প্রত্যাহার করলে
ধাক্কা খাবে কৃষি সংস্কার
মন্তব্য নীতি আয়োগের সদস্য রমেশ চাঁদের

কৃষি আইন প্রত্যাহার করা হলে, সংস্কারের প্রক্রিয়া ধাক্কা খাবে। কৃষক এবং কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। কারণ, আগামী ১০-১৫ বছরে কোনও সরকারই এই আইন আনার সাহস দেখাবে না। শনিবার এই মন্তব্য করেছেন নীতি আয়োগের সদস্য রমেশ চাঁদ।  বিশদ

১২৫তম জন্মদিনে কেরল সরকারের
কাছে ব্রাত্য থাকলেন নেতাজি, বিতর্ক

পরাক্রম, দেশনায়ক ও দেশপ্রেম। বাংলায় নেতাজির ১২৫তম জন্মদিন পালনের ক্ষেত্রে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ‘দিবস’ বিতর্ক। যুযুধান রাজনৈতিক শিবির নানা নামে এই দিনটি পালনের মধ্য দিয়ে বিতর্কে ইন্ধন জুগিয়েছে পুরোদমে। বিশদ

পেট্রল এবং ডিজেলের দাম ফের নতুন রেকর্ড গড়ল

শুক্রবারের পর শনিবারও। টানা দু’দিন। ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভাঙল রেকর্ড। তৈরি হল সর্বকালীন শীর্ষ দামের নতুন রেকর্ড। এদিনও লিটারে ২৫ পয়সা করে বাড়ানো হয়েছে দুই জ্বালানি তেলের দাম। বিশদ

আপ বিধায়কের দু’বছরের কারাদণ্ড

এইমসের নিরাপত্তা কর্মীদের হেনস্তার অপরাধে শনিবার দিল্লির আপ বিধায়ক সোমনাথ ভারতীকে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আর সেই রায়কে ‘অবিচার’ হিসেবে ব্যাখ্যা করল আপ নেতৃত্ব। বিশদ

গগৈকে জেড প্লাস

নিরাপত্তা বাড়ল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের। তাঁকে জেড প্লাস সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিশদ

বাজারে পুরনো ১০০ টাকার
নোট আর ছাড়বে না আরবিআই 

বাজারে আর পুরনো ১০০ টাকার নোট ছাড়বে না রিজার্ভ ব্যাঙ্ক। ধাপে ধাপে এই নোট তুলে নেওয়া হবে। পাশাপাশি ১০ টাকা ও ৫ টাকার পুরনো সিরিজের নোটও ধাপে ধাপে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই সূত্রের খবর, আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই এই প্রক্রিয়া প্রাথমিকভাবে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 
বিশদ

23rd  January, 2021
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে চরম ক্ষুব্ধ
অমিত শাহ, চাইবেন কৈফিয়ৎ

 পাখির চোখ নাকি পশ্চিমবঙ্গ! অথচ এ রাজ্যে ক্ষমতায় আসার নামগন্ধ মেলার আগেই তুমুল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। ইস্যু একটাই—দলবদলু। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটনীতি চূড়ান্ত করে ফেলার কথা। বিশদ

23rd  January, 2021
ফেসবুকের তথ্য হাতিয়ে লোকসভা ভোট?
ব্রিটিশ সংস্থার বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্ক কি এবার হানা দিল ভারতের লোকসভা ভোটেও? আচমকাই এই প্রশ্ন দানা বাধতে শুরু করেছে দিল্লির দরবারে। নেপথ্যে একটি ব্রিটিশ সংস্থা—কেমব্রিজ অ্যানালিটিকা। ২০১৬ সালে ট্রাম্পের হোয়াইট হাউস দখলের নেপথ্যে বারবার উঠে এসেছে এই কোম্পানির নাম। বিশদ

23rd  January, 2021

Pages: 12345

একনজরে
প্রথমে ভাবা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের টিকাকরণেই রাজ্যে দেওয়া হবে কোভ্যাকসিন। শনিবার আইসিএমআর শীর্ষকর্তাদের সঙ্গে রাজ্যের বিশেষজ্ঞ কমিটির জরুরি বৈঠকে কেন্দ্রীয় কর্তারা রাজ্যকে জানিয়ে দিলেন দ্রুত ...

কালনা ফেরিঘাটে গাড়ি পারাপারের ভাড়ার (পারানি) রসিদ দেওয়ার নির্দেশ দিলেন মহকুমা শাসক। এছাড়াও ভাড়ার অতিরিক্ত মাঝিদের বকশিসের বিষয়টি ফেরিঘাট কর্তৃপক্ষকে দ্রুত দেখার নির্দেশ দেন। ...

শনিবার দিনে দুপুরে কালিয়াচকের সুজাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লুটের চেষ্টা চলে। ছুটি থাকায় দুষ্কৃতীরা ওই ব্যাঙ্ক লুটের চেষ্টা করে। যদিও শেষ পর্যন্ত তাদের ছক বানচাল ...

সিডনি টেস্টে হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিনের জুটি ম্যাচ বাঁচাতে সাহায্য করেছিল টিম ইন্ডিয়াকে। চোট নিয়েও অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে যেভাবে তাঁরা রুখে দাঁড়িয়েছিলেন, তা এক ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের পঠনপাঠনে আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ। বিশেষত সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে যোগ প্রবল। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় শিশুকন্যা দিবস
১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৮৫৭: প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯৪৫: পরিচালক সুভাষ ঘাইয়ের জন্ম
১৯৫০ - ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন
১৯৫০: ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হল ‘জনগণমন অধিনায়ক’
১৯৫২ - তৎকালীন বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু
১৯৬৫ - ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন  চার্চিলের মৃত্যু
১৯৬৬: বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যু
১৯৮৭ - উরুগুয়ের ফুটবল লুইস সুয়ারেরে জন্ম
১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিংয়ের মৃত্যু
২০১১ - হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী ভীমসেন জোশীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২২ টাকা ৭৩.৯৩ টাকা
পাউন্ড ৯৮.৫১ টাকা ১০১.৯৯ টাকা
ইউরো ৮৭.৩৯ টাকা ৯০.৫৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  January, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৯৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  January, 2021

দিন পঞ্জিকা

১০ মাঘ ১৪২৭, রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, একাদশী ৪১/৩১ রাত্রি ১০/৫৮। রোহিণী নক্ষত্র ৪৪/৭ রাত্রি ১২/১। সূর্যোদয় ৬/২২/১১, সূর্যাস্ত ৫/১৫/২০। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৬/৫৯ গতে ৮/৪৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৫ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ১/৩৭ মধ্যে। রাত্রি ৬/৭ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ১২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ১০/২৬ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১০ মাঘ ১৪২৭, রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, একাদশী রাত্রি ৯/৫০। রোহিণী নক্ষত্র রাত্রি ১১/২৯। সূর্যোদয় ৬/২৫, সূর্যাস্ত ৫/১৪। অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১ মধ্যে ও ১২/৫৮ গতে ১/৪২ মধ্যে এবং রাত্রি ৬/১৭ গতে ৭/৮ মধ্যে ও ১২/১৭ গতে ৩/৪২ মধ্যে। বারবেলা ১০/২৯ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৯ গতে ৩/৮ মধ্যে। 
১০ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হার্টে ব্লক পাওয়া গেল অরূপ রায়ের
সমবায় মন্ত্রী অরূপ রায়ের হার্টে ব্লক পাওয়া গেল। আজ প্রথমে ...বিশদ

07:18:00 PM

কালীঘাটে বস্তাভর্তি পোড়া টাকা উদ্ধার
কালীঘাটের মুখার্জিঘাটে উদ্ধার হল বস্তাভর্তি পোড়া টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ...বিশদ

04:29:00 PM

সাধারণতন্ত্র দিবসের আগে রাজ্যের একাধিক স্টেশনে হাই অ্যালার্ট
মাঝে কেবলমাত্র কালকের দিনটি। এরপরই সাধারণতন্ত্র দিবস। তার আগে জঙ্গি ...বিশদ

04:05:00 PM

লালুপ্রসাদের দ্রুত আরোগ্য কামনা মমতার 
অসুস্থ লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা বাংলার মুখ্যমন্ত্রীর। আজ বিহারের ...বিশদ

03:32:00 PM

২৬ জানুয়ারির দুপুর পর্যন্ত স্টেশন সংলগ্ন পার্কিং লট বন্ধ, জানাল দিল্লি মেট্রো
সাধারণতন্ত্র দিবসে নিরাপত্তার কথা মাথায় রেখে আগামীকাল সকাল থেকে ২৬ ...বিশদ

03:03:15 PM

মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে: অভিষেক 

02:52:00 PM