Bartaman Patrika
দেশ
 

আক্রান্ত ২ লক্ষের কাছাকাছি, সর্বোচ্চ
সংক্রমণে পৌঁছ‌ইনি: আইসিএমআর

 নয়াদিল্লি, ২ জুন: মোট আক্রান্তের নিরিখে জার্মানি ও ফ্রান্সকে পিছনে ফেলে সোমবারই বিশ্বের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছিল ভারত। সেই বৃদ্ধির ধারা মঙ্গলবারও অব্যাহত রেখে সরকারি মতে ২ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৭১ জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১ লক্ষ ৯৮ হাজার ৭০৬ জন। যদিও সন্ধ্যায় রাজ্যগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড‌ওমিটার আক্রান্তের সংখ্যা ২ লক্ষে পৌঁছে যা‌ওয়ার কথা জানিয়েছে।
এদিন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে করোনায় মোট মৃত্যুর ৭৩ শতাংশ‌ই হয়েছে কো-মরবিডিটির জন্য। মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল সাংবাদিক বৈঠকে জানান, এখনও পর্যন্ত দেশে ৯৫ হাজার ৫২৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার বেড়েছে ৪৮.০৭ শতাংশ। যদিও দেশে মৃতের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৫৯৮ হয়ে গিয়েছে। প্রতি দু’জন মৃতের মধ্যে একজন করে প্রবীণ নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন যুগ্ম সচিব। করোনাকে সঙ্গে নিয়ে বাঁচার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বর্তমানের আনলক-১ পরিস্থিতিতে করোনা উপযোগী আচরণ এবং প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করলেই এই ভাইরাসকে সঙ্গী করে বেঁচে থাকা সম্ভব।’
এদিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএম‌আর) জানিয়েছে, ‘গোষ্ঠী সংক্রমণ’ শব্দবন্ধ ব্যবহারের পরিবর্তে এই ভাইরাসের ব্যাপ্তিকে বোঝা উচিত সকলের। আমরা এখনও সর্বোচ্চ সংক্রমণ থেকে অনেকটাই দূরে রয়েছি। রোগ প্রতিরোধে নেওয়া আমাদের পদক্ষেপগুলি যথেষ্ট কার্যকরী প্রমাণিত হয়েছে। আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত। মঙ্গলবার তামিলনাড়ু প্রশাসন নির্দেশ দিয়েছে, রাজ্যের স্যালন এবং পার্লারগুলি যেন তাদের গ্রাহকদের নাম-ঠিকানা এবং আধার নম্বর নথিভূক্ত করে রাখে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবার একটি অ্যাপ প্রকাশ করেছেন। এই ‘দিল্লি করোনা’ অ্যাপের মাধ্যমে রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে খালি শয্যা এবং ভেন্টিলেটর সংক্রান্ত তথ্য জানতে পারবেন সাধারণ মানুষ। এরইমধ্যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের দপ্তরের ১৩ জন কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের প্রতিটি জেলায় করোনা পরীক্ষাকেন্দ্র তৈরির প্রয়োজনীয়তার কথা বম্বে হার্ইকোর্টকে জানিয়েছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড় নিসর্গের প্রেক্ষিতে আগাম সর্তকতা হিসেবে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের করোনা কেন্দ্র থেকে দেড়শো জন রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বিহারের রাজ্য প্রশাসন জানিয়েছে, ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের আর ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। সোমবারই এই সংক্রান্ত নাম নথিভুক্তকরনের প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। তার কথায়, দেশজুড়ে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। তাই কে পরিযায়ী আর কে নয়, তা এখন বোঝা অসম্ভব। তবে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানোর প্রক্রিয়া জারি থাকবে বলেই জানিয়েছেন ওই কর্তা। হরিয়ানায় দ্বিগুণ হারে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক নতুন আক্রান্তের (২৬৫) হদিস মিলেছে।

মুম্বইয়ে লাল সতর্কতা
আজই গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে
আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

মুম্বই, ২ জুন (পিটিআই): উম۔পুনের পর এবার নিসর্গ। এবং সেই বুধবার। তবে অভিমুখ ভিন্ন। প্রবল ঘূর্ণিঝড়ের ভ্রুকুটিতে এখন প্রহর গুনছে গুজরাত ও মহারাষ্ট্র। আরব সাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ওই দুই রাজ্যের উপকূলের দিকে। বিশদ

মানসিক চাপ বশে আনতে
কোভিড যোদ্ধাদের অন্য লড়াই

নয়াদিল্লি, ২ জুন (পিটিআই): একেই অদৃশ্য শত্রু। তার উপর ঢাল-তরোয়ালের বিস্তর অভাব। কোভিডের সঙ্গে একরকম অসম যুদ্ধে শামিল হয়ে আর পেরে উঠছেন না চিকিৎসক, নার্সরা। সংক্রামিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে হাসপাতালে। অসহায়ের মতো দাঁড়িয়ে দেখতে হচ্ছে মৃত্যুকে।
বিশদ

 বিশ্বাস করুন, ভারতের অর্থনীতি
ফের ঊর্ধ্বমুখী হতে চলেছে: মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২ জুন: দেশের শিল্পমহলকে আত্মনির্ভর হওয়ার শপথ নিতে বললেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এই উদ্যোগে শিল্পমহলকে এগিয়ে আসার আবেদনও জানালেন তিনি। আজ বণিক সভা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভায় মোদি বলেন, আমাকে বিশ্বাস করুন, ভারতের অর্থনীতি আবার ঊর্ধ্বমুখী হতে চলেছে শীঘ্রই।
বিশদ

বাড়ি থেকে বের করলেন ছেলে
বৃদ্ধাকে রাজধানীর এসি টিকিট কেটে
দিল্লি ফেরালেন মুম্বইয়ের রেলকর্তারা

মুম্বই, ৩১ মে: ছেলে নাকি মস্ত ‘বড়লোক’! থাকেন মুম্বইয়ে। তাই, বড় আশা করে বড় ছেলের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন বৃদ্ধা। মা’য়ের সামান্য চিকিৎসা করালেও দায়ভার নিতে নারাজ ছেলে। এই লকডাউনের বাজারে মা’কে মারধর করে বাড়ির বাইরে বের করে দিলেন তিনি।
বিশদ

ভুটানে আটকে থাকা ৯৬ পরিযায়ী শ্রমিক ফিরলেন দেশে 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: লকডাউনে ভুটানে আটকে থাকা এ রাজ্যের বিভিন্ন জেলার ৯৬ জন পরিযায়ী শ্রমিক মঙ্গলবার ফিরলেন। ভারত-ভুটান মৈত্রী চুক্তি মেনেই এদিন জয়গাঁ সীমান্তে ওই শ্রমিককে রাজ্যের হাতে তুলে দিল ভুটানের অভিবাসন দপ্তর।   বিশদ

বাইক চুরির ১৫ দিন পর
মালিককে ফিরিয়ে দিল চোর

কোয়েম্বাটুর, ২ জুন: অবাককাণ্ড! বাইক চুরি করে ১৫ দিন পর মালিককে তা ফিরিয়ে দিল চোর। তামিলনাড়ুর পাল্লাপালায়মের বাসিন্দা সুরেশ কুমারের সঙ্গে এমনটাই ঘটেছে। গত ১৮ মে একটি কারখানার সামনে থেকে সুরেশের বাইকটি চুরি যায়। বাইক চুরি হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সুরেশ কারখানার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সেই ফুটেজ নিজের মোবাইলে তুলে স্থানীয় বাসিন্দাদের দেখান সুরেশ।
বিশদ

 সেই শিশুর দায়িত্ব নিলেন শাহরুখ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছিল যে, স্টেশনে পড়ে থাকা মৃত মায়ের শাড়ির আঁচল ধরে টানছে একরত্তি শিশু। একবার যদি মা তাকে কাছে টেনে নেয়। স্বাভাবিকভাবেই লকডাউন এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার এই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তোলে। বিশদ

 করোনা আক্রান্ত অভিনেত্রী

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিন্দি ছোটপর্দার অভিনেত্রী মোহেনা কুমারী সিং করোনা আক্রান্ত হলেন। মোহেনার শ্বশুরবাড়ির বাকি সদস্যদের টেস্ট রিপোর্টও পজিটিভ এসেছে। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘ বিশদ

প্রয়োগে সম্মতি দিল ভারত
সংক্রমণের মাত্রা কম হলে রেমডেসিভির
প্রয়োগে ভালো ফল মিলছে, বলছে সমীক্ষা

  লস এঞ্জেলস, ২ জুন (এপি): করোনার চিকিৎসায় হাসপাতালে পরীক্ষামূলকভাবে রেমডেসিভির ব্যবহারে আগের থেকে কিছুটা ভালো ফল পাওয়া গিয়েছে। জানাল ক্যালিফোর্নিয়ার বায়োটেক সংস্থা গিলিড সায়েন্সেস।
বিশদ

পিএম কেয়ারস তহবিলের হিসেব দেওয়ার আবেদন খারিজের পক্ষে কেন্দ্র
মামলা মুম্বই হাইকোর্টে

  নাগপুর, ২ জুন (পিটিআই): ‘পিএম কেয়ারস’ তহবিলের হিসেব-নিকেশ নিয়মিত দেওয়ার আর্জি জানিয়ে দায়ের করা মামলার বিরোধিতা করল কেন্দ্র। মুম্বই হাইকোর্টের নাগপুর বেঞ্চে এক আইনজীবীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ ব্যাপারে কেন্দ্রের তরফে তথ্য জানাতে অস্বীকার করেন অতিরিক্ত সলিসিটার জেনারেল অনিল সিং।
বিশদ

স্মৃতি ইরানির নামে আমেথিতে ‘নিখোঁজ’
পোস্টার, পাল্টা জবাব কেন্দ্রীয় মন্ত্রীর

  নয়াদিল্লি, ২ জুন: উত্তরপ্রদেশের আমেথির এমপি স্মৃতি ইরানির নামে নিখোঁজ পোস্টার পড়ল। সেই পোস্টারের ছবি ট্যুইটারে তুলে ধরল সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস। পাল্টা ট্যুইটে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রশ্ন তুলেছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কতবার তাঁর লোকসভা কেন্দ্র রায়বেরিলি গিয়েছেন? বিশদ

সীমানা সিলের ঘোষণায় বিভ্রান্তি,
যানজটে বিধ্বস্ত দিল্লির প্রবেশ পথ

 নয়াদিল্লি, ২ জুন (পিটিআই): কোভিড নিয়ন্ত্রণে গতকালই দিল্লির সীমানা সিল করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারই সেই ঘোষণাকে ঘিরে চূড়ান্ত বিভ্রান্তি ছড়িয়েছে। কারণ, সোমবার থেকে দিল্লিতে লকডাউন শিথিল করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
বিশদ

কোভিড হাসপাতালে শয্যা
সংখ্যা জানাতে চালু হবে অ্যাপ
ঘোষণা কেজরিওয়ালের

  নয়াদিল্লি, ২ জুন (পিটিআই): বাড়িতে বসে মোবাইল অ্যাপে ছোট্ট একটি ক্লিক। তারপরেই স্ক্রিনে ফুটে উঠবে সমস্ত সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতালে শয্যার সার্বিক পরিসংখ্যান। বিশদ

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে যাবতীয়
সমালোচনার জবাব দিলেন রেলমন্ত্রী

  নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২ জুন: শ্রমিক স্পেশাল চলাচল শুরুর পর অন্তত ১৯ দিন নির্ধারিত সময়ের আগে গন্তব্যে পৌঁছেছে ট্রেন। এই ইস্যুতে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়ে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বিশদ

Pages: 12345

একনজরে
মিনিয়াপোলিস, ২ জুন (এপি): জর্জ ফ্লয়েডকে কাবু করতে হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ পুলিস আধিকারিক। তাতেই কৃষ্ণাঙ্গ ওই যুবকের মাথায় রক্ত সঞ্চালন সম্পূর্ণ বন্ধ ...

সংবাদদাতা, পূর্বস্থলী: গত কয়েকদিনে প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছ নষ্ট হয়ে যাওয়ায় বিভিন্ন বাজারে কার্যত অমিল শশা। এর ফলে পূর্বস্থলীর বিভিন্ন পাইকারি বাজারে ক্রমশ চড়ছে শশার ...

  নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া-ধর্মতলা বাস সার্ভিস চালু করছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। আজ, বুধবার থেকে ওই নতুন বাস সার্ভিস চালু হবে। সকালে চুঁচুড়ার ঘড়িমোড় থেকে দু’টি বাস ছাড়বে। আবার বিকেলে ধর্মতলা থেকে দু’টি বাস চুঁচুড়ার উদ্দেশে ছাড়বে। ...

সংবাদদাতা, আলিপুরদুয়ার: শিলিগুড়ির মাটিগাড়ার কোভিড হাসপাতালে রোগীর চাপ কমানোর জন্য আলিপুরদুয়ারের তপসিখাতা সারি হাসপাতালকে পূর্ণাঙ্গ কোভিড হাসপাতাল করা হচ্ছে? স্বাস্থ্য দপ্তর পরিষ্কার করে কিছু না বললেও জেলাজুড়ে এই চর্চা শুরু হয়েছে।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা, বাহন ক্রয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের বিদ্যা শিক্ষায় সংশয় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব সাইকেল দিবস
১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম
১৯১৯: টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর (চট্টোপাধ্যায়) জন্ম
১৯২০: বাংলা সাহিত্যের ইতিহাসবিদ তথা গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: রাজনীতিক এম করুণানিধির জন্ম,
১৯৫৩: মনোবিদ গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু,
১৯৮৬: টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম
২০১৩: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু
২০১৬: মার্কিন বক্সার মোহাম্মদ আলীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৪ টাকা ৭৬.০৬ টাকা
পাউন্ড ৯২.৭৪ টাকা ৯৬.০৬ টাকা
ইউরো ৮২.৪৮ টাকা ৮৫.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২০ জ্যৈষ্ঠ ১৪২৭, ৩ জুন ২০২০, বুধবার, দ্বাদশী ১০/২৫ দিবা ৯/৬। স্বাতী নক্ষত্র ৩৯/২৯ রাত্রি ৮/৪৩। সূর্যোদয় ৪/৫৫/২১, সূর্যাস্ত ৬/১৩/৪৫। অমৃতযোগ দিবা ৭/৩৪ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৭ গতে ৫/২০ মধ্যে। রাত্রি ৯/৪৭ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৫ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে।
২০ জ্যৈষ্ঠ ১৪২৭, ৩ জুন ২০২০, বুধবার, দ্বাদশী দিবা ৭/২০। স্বাতী নক্ষত্র রাত্রি৭/৪৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ৭/৩৬ গতে ১১/১১ মধ্যে ও ১/৫৩ গতে ৫/২৮ মধ্যে এবং রাত্রি ৯/৫৩ মধ্যে ও ১১/৫৯ গতে ১/২৪ মধ্যে। কালবেলা ৮/১৬ গতে ৯/৫৬ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১৫ মধ্যে। কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৬ মধ্যে।
১০ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: আধ্যাত্মিক চর্চায় মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। বৃষ: প্রেমে সাফল্য, ব্যবসায় নতুন সুযোগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
বিশ্ব সাইকেল দিবস১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম১৯১৯: ...বিশদ

07:03:20 PM

নয়াদিল্লিতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫১৩
নয়াদিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫১৩ জনের শরীরে ...বিশদ

09:37:03 PM

রাজ্যে করোনায় আক্রান্ত আরও ৩৪০
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪০ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:23:00 PM

পাকিস্তানে একদিনে করোনা আক্রান্ত ৪,০৬৫ ও মৃত ৬৭ 
পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ ...বিশদ

07:40:47 PM

কেরালায় একদিনে করোনা আক্রান্ত ৮২ 
গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনা আক্রান্ত হল আরও ৮২ ...বিশদ

07:29:31 PM