Bartaman Patrika
দেশ
 

 প্রাণ, পরিবার ও দেশের কথা ভাবুন,
করোনা থেকে বাঁচাবে সামাজিক দূরত্বই
ডাঃ রমাকান্ত পান্ডা
চেয়ারম্যান এশিয়ান হার্ট ইনস্টিটিউট

২০০৩ সালের ঘটনা। চীনে ‘সার্স কোভ’ ভাইরাসের ব্যাপক সংক্রমণ শুরু হল। সেই সময় সার্স কোভ-এর লক্ষণ বলতে ছিল, ‘সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম’ বা নিদারুণ কাশি এবং জ্বর। রোগীর শারীরিক পরিস্থিতি হঠাৎ জটিল হয়ে দেখা দিত মারাত্মক শ্বাসকষ্ট।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে মধ্য প্রাচ্যে আরও এক ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করে। লক্ষণও ছিল মোটামুটি সার্স কোভ-এর মতোই। এই কারণে ওই ভাইরাসের নাম দেওয়া হয়েছিল মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা মার্স কোভ। দুটি সংক্রমণের ক্ষেত্রেই মৃত্যুহার ছিল যথেষ্ট বেশি।
এরপর ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হল করোনা ভাইরাস ডিজিজ বা ‘কোভিড ১৯’ ।
দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে কোভিড ১৯-এর সঙ্গে আগের ‘সার্স’ এবং ‘মার্স’-এর কোনও তুলনা চলে না। সার্স এবং মার্সের তুলনায় কোভিড ১৯ ছড়ায় অনেক দ্রুত। তবে সার্স এবং মার্সের তুলনায় কোভিড-এ প্রাণহানির মাত্রা অনেক কম।
তবে মুশকিল অন্যত্র। সার্স কিংবা মার্স-এর ক্ষেত্রে ঘটেছিল অন্যরকম ঘটনা। সংক্রমিত হওয়ার পর বেশিরভাগ আক্রান্তের শরীরেই দেখা দিয়েছিল তীব্র উপসর্গ। ফলে উপসর্গের ভিত্তিতে আক্রান্তদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হচ্ছিল ও আইসোলেশনে পাঠানো যাচ্ছিল। নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ কম।
কারণ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাত্র ১৫ শতাংশ রোগীর তীব্র শারীরিক উপসর্গ দেখা যায় ও কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করার প্রয়োজন পড়ে। মোট আক্রান্তের মধ্যে চার-পাঁচ শতাংশ রোগীর ক্ষেত্রে দরকার পড়ে ইনটেনসিভ কেয়ার এবং ভেন্টিলেটরের সাহায্য। অথচ ৮০ শতাংশ নোভেল করোনা সংক্রমিতের ক্ষেত্রে লক্ষণ দেখা দেয় সামান্য। এই ৮০ শতাংশই কিন্তু চিন্তার কারণ। রোগীরা প্রথমদিকে বুঝতেই পারেন না, তাঁরা নোভেল করোনা ভাইরাস আক্রান্ত! গোদের উপর বিষফোঁড়ার মতো নোভেল করোনা উপসর্গহীন অবস্থাতেও দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। অর্থাৎ এই ৮০ শতাংশ মানুষ শারীরিক লক্ষণহীন অবস্থায় নিজের অজান্তেই দেশের বাকি সুস্থ নাগরিকের মধ্যে দাবানলের মতোই সংক্রমণ ছড়াতে পারেন। ঠিক এই কারণেই দেশজুড়ে ‘লকডাউন’-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত তথ্য থেকে বোঝা যাচ্ছে, গড়ে একজন ব্যক্তি অন্তত দু’জন ব্যক্তিকে সংক্রমিত করার ক্ষমতা রাখেন। তবে রোগ ছড়ানো আটকাতে পারলে এই অনুপাত এক শতাংশেরও নীচে নেমে আসতে বাধ্য। অতএব দেশজুড়ে লকডাউনের সুফল মিলবেই। মহামারীর সময় ‘সামাজিক দূরত্ব’ পালনের গুরুত্ব ঠিক এখানেই। নাগরিককে বুঝতে হবে, এখন কষ্ট হলেও, দীর্ঘমেয়াদি ক্ষেত্রে এই সিদ্ধান্তের সুফল লাভ করবেন তাঁরাই। প্রতিটি নাগরিকের দায়িত্বপূর্ণ আচরণই পারে মহামারী ছড়িয়ে পড়া আটকাতে।
চিন্তার ব্যাপার হল, আগামী তিন থেকে ছ’ মাস নানাভাবে এই ভাইরাস নাগরিক সমাজে ফিরে আসবে ও হুল ফোটাবে। অতএব নাগরিকদের উচিত, দীর্ঘমেয়াদি সামাজিক দূরত্ব পালন করা। তাই এখন থেকেই স্বাস্থ্যমন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে মেনে চলার চেষ্টা করুন সবাই।
অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে গাইডলাইন মেনে চলার প্রয়োজন অনেক বেশি। তার কারণও রয়েছে। সম্প্রতি, আমেরিকান কলেজ অব কার্ডিওলজির তরফে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, কার্ডিওভাসকুলার ডিজিজ-এর রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁর প্রাণহানির আশঙ্কা বেড়ে যায় ১০.৫ শতাংশ। এদিকে, আমাদের দেশের প্রতি একলাখ নাগরিকের মধ্যে ৫ হাজার ৬৮৪ জনের ক্রনিক হার্ট ডিজিজ-এর প্রাদুর্ভাব দেখা যায়। এই বুলেটিনে এও বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হলে ক্রনিক রেসপিরেটরি ডিজিজে ভোগা রোগীর ৬.৩ শতাংশের প্রাণহানি ঘটবে।
অতএব আমাদের দেশের নাগরিকের জীবনযাত্রা পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। জীবনযাত্রায় শিথিলতা এলে ফের ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়বে।

স্থানীয় স্তরে ছড়াচ্ছে
সংক্রমণ: কেন্দ্র

উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্র, কেরলে

নয়াদিল্লি, ৩০ মার্চ: দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত সংক্রমণের শিকার মোট ১২৬৩। মৃত্যু হয়েছে ২৯ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪ জন। এই পরিস্থতিতে গোষ্ঠী সংক্রমণের আতঙ্ক তীব্র হয়ে উঠলেও, সেই উদ্বেগ কিছুটা কমাল সরকারি ঘোষণা। গোষ্ঠী নয়, ভারত এখনও স্থানীয় সংক্রমণের স্তরে রয়েছে বলে সোমবার দাবি করল মোদি সরকার। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানালেন, এটি আসলে করোনা ভাইরাসের নিয়ন্ত্রিত গোষ্ঠী সংক্রমণ পর্যায়। এর পিছনে যুক্তিও দিয়েছেন তিনি।
বিশদ

‘লকডাউনের মেয়াদ
বৃদ্ধির সম্ভাবনা নেই’

 সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ৩০ মার্চ: লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিলের পর আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা এখনও পর্যন্ত নেই। আজ কেন্দ্র এই ঘোষণা করেছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গউবা বলেছেন, লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে, এই মর্মে গুজব ছড়াচ্ছে।
বিশদ

 উত্তরপ্রদেশে রাস্তায় বসিয়ে গায়ে জীবাণুনাশক

বেরিলি (উত্তরপ্রদেশ), ৩০ মার্চ: আপনি আঁখে বন্ধ কর লো। বাচ্চো কি আঁখে বন্ধ কর লো। এরপরেই ভিনরাজ্য থেকে আসা বহু নারী, পুরুষ ও বাচ্চাকে রাস্তায় দাঁড় করিয়ে শরীরে জীবাণুনাশক স্প্রে করা হল। কোনও কোনও বাচ্চা চোখ খুলে ফেলায় জ্বলতে শুরু করল। যন্ত্রণায় কেঁদে ফেলল তারা।
বিশদ

বিমার অঙ্ক বাড়িয়ে ১০ লক্ষ,
পরিধিও বাড়ালেন মুখ্যমন্ত্রী
আওতায় পুলিস, অঙ্গনওয়াড়িও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা-যুদ্ধে সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন, সেই চিকিৎসক-নার্স-চিকিৎসা কর্মীদের জন্য মাথাপিছু পাঁচ লক্ষ টাকার বিমা করে দিয়েছিল রাজ্য সরকার। সোমবার সেই পরিধিকে আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ

আজ থেকে ব্যাঙ্ক
খোলা ৪টে পর্যন্তই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার চলতি আর্থিক বছরের শেষ দিন। সেই কারণে ব্যাঙ্কের কিছু নির্দিষ্ট শাখা রাত বারোটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার এসএলবিসির বৈঠকে স্থির হয়েছে, আজ, মঙ্গলবার থেকে ব্যাঙ্ক খোলা থাকবে স্বাভাবিক নিয়ম অনুযায়ীই। অর্থাৎ, ১০টা থেকে ৪টে।
বিশদ

করোনা মানেই মৃত্যু নয়, সেরে উঠে
মন্তব্য করলেন দিল্লির প্রথম আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৩০ মার্চ: করোনা মানেই মৃত্যু নয়। তাই হাসপাতালে নির্বান্ধব থাকতে হবে, এই আতঙ্কে না থেকে করোনার কোনওরকম সম্ভাবনা দেখলেই হাসপাতালে যান। নির্দিষ্ট নিয়ম মানুন। করোনাকে কাবু করুন। কোয়ারেন্টাইন পর্ব শেষে এমনটাই বলছেন কোভিড-১৯ ভাইরাসের হামলা কাটিয়ে ওঠা রাজধানী দিল্লির প্রথম করোনা রোগী রোহিত দত্ত।
বিশদ

 প্রধানমন্ত্রীর নামে আরও
একটি ত্রাণ তহবিল কেন?
প্রশ্ন তুলল কংগ্রেস

  নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৩০ মার্চ: দেশে ‘প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড’ থাকা সত্ত্বেও কেন নতুন করে করোনা মোকাবিলায় ‘পিএম কেয়ারস’ নামে ট্রাস্ট গড়া হল? এর পিছনে কি অন্য কোনও উদ্দেশ্য আছে? করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন সহ কড়া ব্যবস্থায় সরকারের পাশে থাকলেও নরেন্দ্র মোদিকে তোপ দেগে আজ এই প্রশ্ন তুলল কংগ্রেস।
বিশদ

প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি বাড়াতে
টেলি সংস্থাগুলিকে নির্দেশ ট্রাইয়ের 

নয়াদিল্লি, ৩০ মার্চ (পিটিআই): লকডাউনের সময় মোবাইল গ্রাহকরা যাতে সমস্যায় না পড়েন, সেজন্য নয়া পদক্ষেপ নিল সরকার। নিরবচ্ছিন্ন পরিষেবার জন্য প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটির মেয়াদ বাড়াতে টেলি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা ট্রাই।
বিশদ

চণ্ডীগড়ে অভিজাত এলাকায় চিতাবাঘ,
বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ

চণ্ডীগড়, ৩০ মার্চ: চণ্ডীগড় শহরের সেক্টর ফাইভ এলাকায় সোমবার সকালে চিতাবাঘের আতঙ্ক ছড়াল। যার জেরে ওই অভিজাত এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার আবেদন জানাল পুলিস। স্থানীয় পুলিসের দাবি, যে প্রাণীটিকে দেখা গিয়েছে সেটি নিশ্চিতভাবেই চিতাবাঘ। বিশদ

করোনা চিকিৎসায় নিযুক্ত ডাক্তারদের পাঁচতারা হোটেলে রাখবে দিল্লি ও উত্তরপ্রদেশ

  নয়াদিল্লি, ৩০ মার্চ (পিটিআই): করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থ করতে নিরলস পরিশ্রম করে চলেছেন দেশের প্রতিটি প্রান্তের ডাক্তার-নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তাঁদের জন্য নয়া উদ্যোগ নিল দিল্লি ও উত্তরপ্রদেশ সরকার। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিযুক্ত ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাঁচতারা হোটেলে রাখা হবে। সেখানে তাঁরা কোয়ারেন্টাইনে থাকবেন। বিশদ

 ৮০ কোটি মানুষের জন্য চাল গমের
ঘোষণা, পৌঁছচ্ছে না সকলের কাছে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৩০ মার্চ: অসংগঠিত ক্ষেত্রে যুক্ত শ্রমিকের সংখ্যা কত? সেরকম কোনও তালিকাই নেই সরকারের কাছে। কতজনের কাছে আছে জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট? সেটা জানা সহজ। কিন্তু কতজনের কাছে সেই অ্যাকাউন্ট নেই, সেটা জানা কঠিন।
বিশদ

ভাইরাসের থেকেও বেশি ক্ষতিকারক আতঙ্ক: বোবদে

  নয়াদিল্লি, ৩০ মার্চ : করোনা ভাইরাসের সংক্রমণের থেকেও বেশি ক্ষতিকারক আতঙ্ক। হাজার হাজার ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরার তাড়াহুড়ো নিয়ে এমনই পর্যালোচনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের। বিশদ

 আর্থিক সুরাহা পেতে মোদিকে চিঠি এফটিও’র

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁদের জন্যও স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। যেভাবে স্বাস্থ্যক্ষেত্র, পুলিশ-প্রশাসন, বিপিএল তালিকাভুক্তদের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে কেন আর্থিক সুরাহা মিলবে না ট্রেডিং ক্ষেত্রের সঙ্গে যুক্তদেরও?
বিশদ

 দাভিন্দরের পুলিস হেফাজতের মেয়াদ বাড়ল

  নয়াদিল্লি, ৩০ মার্চ (পিটিআই): দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিকে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হওয়া জম্মু ও কাশ্মীরের পুলিস আধিকারিক দাভিন্দর সিংয়ের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। বিশদ

Pages: 12345

একনজরে
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রায়গঞ্জ হাসপাতাল থেকে ফেরার দুই অ্যাম্বুলেন্স চালকের খোঁজে বাড়িতে ধাওয়া করল পুলিস। কিন্তু সেখানেও তাঁদের খোঁজ মেলেনি। তাই পরিচিত কারও বাড়িতে ওই দু’জন লুকিয়ে রয়েছে কি না, তার তদন্ত চলছে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের জেরে স্তব্ধ গোটা দেশ। বন্ধ সব খেলা। গত ১৩ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল আই লিগের খেলা। ঠিক ছিল, ৩০ ...

 জীবানন্দ বসু, কলকাতা: মারণ নোভেল করোনা ভাইরাস সর্বপ্রথম ধাক্কা মেরেছিল চীনের উহান প্রদেশে। বিশ্বের বৃহত্তম জনবসতির এই দেশের অন্য কয়েকটি রাজ্যেও ক্রমে তার বিস্তার ঘটে। ...

বিএনএ, গোঘাট: করোনা আতঙ্কে লকডাউনের জেরে রাজ্যবাসী গৃহবন্দি হয়ে রয়েছেন। এই অবস্থায় মানুষের পরিষেবায় সর্বক্ষণ ব্যস্ত রয়েছেন পুলিসকর্মীরা। তাই এই পরিস্থিতে কোনও পুলিসকর্মীর জুতো সেলাই বা পালিশের প্রয়োজন পড়লে তাঁরা সমস্যায় পড়বেন।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পিতার স্বাস্থ্যহানি হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন পাঠনে পরিশ্রমী হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব চিকিৎসক দিবস
১৮৯৯ - বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯১৯: রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধের ডাক গান্ধীজির
১৯৪৫: অস্ট্রিয়াকে আক্রমণ করল সোভিয়েত ইউনিয়ন
১৯৫৬- বাংলা ভাষার রূপকথার বিশিষ্ট রচয়িতা ও সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারের মৃত্যু
১৯৫৬: পরমাণু পরীক্ষা করল সোভিয়েত ইউনিয়ন
১৯৬৫- বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর মৃত্যু
১৯৭৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট জ্যাজ্ সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী নোরা জোন্সের জন্ম
১৯৮১: ওয়াশিংটন ডিসি’র এক হোটেলের বাইরে জন হিঙ্কলে নামে এক ব্যক্তি প্রেসিডেন্ট রোনাল্ড রেগনকে গুলি করেন
১৯৮৬ - স্প্যানিশ ফুটবল খেলোয়াড় সার্জিও র্যামোসের জন্ম
২০০২- বিশিষ্ট কবি ও গীতিকার আনন্দ বক্সীর মৃত্যু
২০১৩ - মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যানের মৃত্যু

30th  March, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৬৪ টাকা ৭৬.৩৬ টাকা
পাউন্ড ৯১.৭৭ টাকা ৯৫.০৭ টাকা
ইউরো ৮২.১০ টাকা ৮৫.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৭ চৈত্র ১৪২৬, ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, (চৈত্র শুক্লপক্ষ) সপ্তমী ৫৫/৪১ রাত্রি ৩/৫০। মৃগশিরা ৩২/৫৫ রাত্রি ৬/৪৪। সূ উ ৫/৩৩/৫৭, অ ৫/৪৭/৫১, অমৃতযোগ দিবা ৮/১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২১ গতে ৪/৫৯ মধ্যে। রাত্রি ৬/৩৫ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১৭ মধ্যে পুনঃ ১/৩৮ গতে ৩/১২ মধ্যে, বারবেলা ৭/৭ গতে ৮/৩৮ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে। কালরাত্রি ৭/১৫ গতে ৮/৪৪ মধ্যে।
১৭ চৈত্র ১৪২৬, ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, সপ্তমী ৪২/৩৮/৩৮ রাত্রি ১০/৩৯/১১। মৃগশিরা ২১/৫২/৪৩ দিবা ২/২০/৪৯। সূ উ ৫/৩৫/৪৪, অ ৫/৪৮/৮। অমৃতযোগ দিবা ৭/৫৪ গতে ১০/২৩ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৩/২২ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ মধ্যে ও ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩৩ গতে ৩/৬ মধ্যে। কালবেলা ১/১৩/২৯ গতে ২/৪৫/২ মধ্যে।
 ৬ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৭২৭: বিজ্ঞানী আইজাক নিউটনের মৃত্যু১৭৭৪ - কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনা আক্রান্ত আরও ১ 
পশ্চিমবঙ্গে আরও এক করোনা রোগীর খোঁজ মিলল। দমদমের আইএলএস হাসপাতালে ...বিশদ

10:59:57 PM

হাওড়ায় আরও এক করোনা আক্রান্তের মৃত্যু 
হাওড়ায় মৃত্যু হল আরও এক করোনা আক্রান্তের। মৃতের নাম সুরেন্দ্র ...বিশদ

10:56:00 PM

করোনা: এগরায় আক্রান্ত আরও এক
 

এগরায় করোনায় আক্রান্ত হলেন আরও একজন। এবার মারণ ভাইরাসের শিকার ...বিশদ

10:49:00 PM

এনআরএসে করোনা আক্রান্তের মৃত্যু 
মারণ করোনা ভাইরাস পশ্চিমবঙ্গে আরও এক প্রাণ নিল। মঙ্গলবার রাতে ...বিশদ

10:32:56 PM

চণ্ডীগড়ে করোনায় আক্রান্ত হলেন ব্রিটেন ফেরত এক ব্যক্তি 

10:30:26 PM