Bartaman Patrika
রাজ্য
 
 

বুধবার রাতে তৃণমূলের নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের গাছের চারা ও নাগরীকত্ব আইনের বিরুদ্ধে ছাপা শ্লোগান কাপড়ের ব্যাগ বিলি করা হচ্ছে। 

নেতাজি প্রধানমন্ত্রী হলে দেশে আজ বৈষম্য থাকত না: শুভেন্দু 

বিএনএ, তমলুক: নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে দেশজুড়ে এত বৈষম্য আজ থাকত না। দেশের ৯৮ ভাগ পুঁজি মাত্র দু’শতাংশ মানুষের হাতে। আর মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র শ্রেণীর ৯৮ শতাংশ মানুষের হাতে দেশের মাত্র দু’শতাংশ পুঁজি। অর্থাৎ ধনতান্ত্রিক ব্যবস্থাপনায় আমাদের দেশ এখনও চলছে। দেশে ১৩০ কোটি জনগণের মধ্যে ২০ কোটি বেকার যুবক-যুবতী শিক্ষিত হয়েও কর্মসংস্থানের সুযোগ পান না। আমার বিশ্বাস, নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে এই বৈষম্যের হাত থেকে দেশ মুক্তি পেত এবং ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করত। বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতি সৌধে জেলা তৃণমূল সমবায় সেলের উদ্যোগে নেতাজির জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, নেতাজিকে যদি নিরুদ্দেশ করে দেওয়া না হতো, তাহলে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। একথা আমি আগেও বলেছি এবং এখনও বলছি।
এদিনের অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মানস দাস, জেলা পরিষদের চার কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, সিরাজ খান, মৃণালকান্তি দাস, সুমিত্রা পাত্র, জেলা পরিষদের মেন্টর অসিত বন্দ্যোপাধ্যায়, সমবায় সেলের সভাপতি গোপাল মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন শুভেন্দুবাবু প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানও করেন।
শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রী নেতাজির পরিবারকে সম্মান জানিয়েছেন। কখনও কৃষ্ণা বসু, আবার কখনও সুগত বসুকে সংসদে পাঠিয়েছেন। দিল্লির অনেক নেতানেত্রী এবং ক্ষমতাশালী ব্যক্তির রক্তচক্ষু উপেক্ষা করে ক্ষমতায় আসার পর তিনি নেতাজির অপ্রকাশিত ফাইলগুলি সাহস করে প্রকাশ করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি অধিগ্রহণ করেছেন। এটা আমাদের ঐতিহ্য এবং আমাদের গর্ব। সেজন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের নতুন প্রজন্মের কাছে নেতাজির দেশপ্রেম, তাঁর আত্মত্যাগ, দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা ও ভক্তি জাগ্রত করার সময় এসেছে। তাই নেতাজির ১২৪তম জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সমবায় সেল যে শ্রদ্ধার ও অনুষ্ঠানের আয়োজন করেছে, তাতে আমাদের দেশপ্রেম আরও বেশি করে জাগ্রত হবে। আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। সেদিনও নিমতৌড়ি স্মৃতি সৌধ চত্বরে একই কর্মসূচি আছে।
এদিন শুভেন্দুবাবু বলেন, আপনারা শুনলে খুশি হবেন, সুশীল ধাড়া প্রতিষ্ঠিত একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব পরবর্তীকালে আমাকে দেওয়া হয়েছে। যাতে সুশীলবাবুর স্বপ্নকে আমি অক্ষয় অমর করে রাখতে পারি। সুশীলবাবু জীবিত অবস্থায় যে দায়িত্ব আমাকে দিয়েছেন, মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আপনাদের সকলের সাহায্য, সহযোগিতা, সমর্থন, ভালোবাসা এবং আশীর্বাদকে পাথেয় করেই। আগামী ২৬ জানুয়ারি সর্বত্র জাতীয় পতাকা তুলে সাধারণতন্ত্র দিবস পালন করবেন। তারপর শ্রীপঞ্চমীতে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় বাগদেবীর আরাধনা হবে। সবাই মিলে একসঙ্গে সরস্বতী পুজোয় অংশগ্রহণ করবেন। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, পুষ্পাঞ্জলি দেব এবং আরতিতে অংশ নেব। আমাদের ধর্মের বাইরে যাঁরা আছেন, উৎসবে, আনন্দে একসঙ্গে তাঁদের অংশগ্রহণের মধ্যে দিয়ে ঐতিহ্য পালিত হবে।
জেলা যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নেতাজির জন্মদিন উপলক্ষে এদিন সরকারিভাবে জেলার মূল অনুষ্ঠান জেলা সুভাষ উৎসব অনুষ্ঠিত হয় তাম্রলিপ্ত পুরসভার মহেন্দ্র স্মৃতি সদন হলে। এই উপলক্ষে সকাল সাড়ে ৯টা নাগাদ রাজ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা শহরের মালিজঙ্গল পাড়া, হ্যামিল্টন হাইস্কুল এবং বর্গভীমা মন্দির প্রাঙ্গণ হয়ে পুরসভায় পৌঁছয়। তারপর পুরসভার হলে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জেলাশাসক পার্থ ঘোষ, অতিরিক্ত জেলাশাসক সরিৎ ভট্টাচার্য, জেলা যুব আধিকারিক শ্যামলকুমার পাল, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন সহ কয়েকজন কাউন্সিলার উপস্থিত ছিলেন।
তমলুক হাসপাতাল মোড়ে এদিন বাম দলগুলির উদ্যোগে দেশপ্রেম দিবস পালন করা হয়। এছাড়াও জেলার প্রতিটি ব্লক ও পুরসভায় সুভাষ উৎসব-’২০ পালন করা হয়। বিভিন্ন স্কুল, কলেজ, অফিস-কাছারি ও প্রতিষ্ঠানে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোলাঘাটে মহিষগোট মিলন মঞ্জিল ক্লাবের উদ্যোগে নেতাজির জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৩৬ জন সেখানে রক্তদান করেন। তমলুক শহরের রত্নালিতে মদ-বিরোধী নাগরিক কমিটির উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়।
 

বিভাজন ঘটিয়ে দেশনায়ক
হওয়া যায় না: মমতা
নেতাজির জন্মদিনে মোদিকে কটাক্ষ

দেবাঞ্জন দাস, দার্জিলিং: প্রকৃত দেশনায়ক কে? এ প্রশ্নের জবাব দিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে কটাক্ষবাণ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ম্যাল-এ নেতাজির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতাজিই ছিলেন প্রকৃত দেশনায়ক, যিনি ধর্মনিরপেক্ষতার কথা বলতেন। পরাধীনতার শিকল ভাঙতে যিনি হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ এবং খ্রিস্টান—সবাইকে নিয়ে তৈরি করেছিলেন আজাদ হিন্দ বাহিনী। তাই তাঁর প্রধান সহচরের নাম শাহনওয়াজ হোসেন। সবাইকে নিয়ে চলাটাই প্রকৃত দেশনায়কের কাজ। যা নেতাজি করে গিয়েছেন।’ আর তারপরই প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতার কটাক্ষ, ‘বিভাজন আর ঘৃণা ছড়িয়ে দেশনায়ক হওয়া যায় না। লিডার তিনিই, যিনি লিড করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’ আক্ষেপ করে মুখ্যমন্ত্রীর বলেন, ‘নেতাজির মতো নেতা দেশে আর হবে কি না, কে জানে! বোধহয় আর হবে না।’
বিশদ

এনআরসি বিরোধিতার সুরেই
রাজ্যজুড়ে নেতাজি-স্মরণ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: দেশজোড়া নাগরিকত্ব বিতর্কই প্রাধান্য পেল রাজ্যব্যাপী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের অনুষ্ঠানে। তাই তাঁকে শ্রদ্ধা ও স্মরণে ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে সওয়াল করল শাসক, বিরোধী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনও। বিশদ

কর বাকি ৫০০ কোটি, ৫ লক্ষ
গাড়িকে নোটিস পাঠাচ্ছে রাজ্য
৩১ জানুয়ারির মধ্যে না মেটালে ধরপাকড়

 প্রসেনজিৎ কোলে, কলকাতা: এক-দু’টি নয়, রাজ্যজুড়ে সাড়ে তিন লক্ষ গাড়ি রোড ট্যাক্স বকেয়া রেখেই রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। কর ফাঁকি দিয়ে রাস্তায় চলা যানবাহনের সংখ্যা দেখে ভিরমি খাওয়ার অবস্থা পরিবহণের কর্তাদের। তাঁদের প্রাথমিক হিসেব বলছে, এইসব যানবাহনের রোড ট্যাক্স বকেয়া রয়েছে মোটের উপরে দু’তিন বছর।
বিশদ

 ‘স্থবির’ বাম নেতৃত্বে নাগরিকত্ব আন্দোলনে
সাফল্য আসবে না, মত কানহাইয়াকুমারের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাম নেতৃত্বে একপ্রকার স্থবিরতা এসে গিয়েছে। তাই এই স্থবির নেতৃত্বকে নয়, ঐশী ঘোষদের মতো তরুণ প্রজন্মকে সামনে রেখে এগলে তবেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলনে সাফল্য পাওয়া যাবে বলে মনে করেন সিপিআইয়ের জনপ্রিয় তরুণ নেতা কানহাইয়াকুমার।
বিশদ

হাইল্যান্ড পার্কের বেসরকারি হাসপাতালে রমরমিয়ে আন্তর্জাতিক কিডনি পাচার চক্র

 সুজিত ভৌমিক, কলকাতা: ইএম বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্কের একটি বেসরকারি হাসপাতালে রমরমিয়ে চলছে আন্তর্জাতিক কিডনি পাচার চক্র। চাকরির খোঁজে এই চক্রের দালালদের খপ্পরে পড়ে নেপাল থেকে ভারতে এসে হাজার হাজার বেকার যুবক সর্বস্বান্ত হচ্ছেন।
বিশদ

নির্বিচারে খোকা ইলিশ ধরায় ফি
বছর রাজ্যের ক্ষতি ৫০ কোটি টাকা

 অভিমন্যু মাহাত, বারাকপুর, বিএনএ: ‘খোকা’ কমিয়ে দিচ্ছে আয়ের বহর। ‘খোকা’র কারণে লোকসান রুখতে বিছানো হয়েছিল আইনের জাল। কিন্তু, সীমাহীন লোভে আইনের সেই বেড়াজাল ভেঙে যাচ্ছে হামেশাই। তাই গঙ্গার অববাহিকায় দেদার জাল ফেলে ধরা চলছে খোকা ইলিশ। এর জেরে একদিকে যেমন বড় ইলিশের উৎপাদন কমে যাচ্ছে। বিশদ

 তাপমাত্রা আজ ফের নামবে
সোমবার থেকে তিনদিন
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার থেকেই ফের তাপমাত্রা নামতে চলেছে। আগামী দু’দিন ভালো শীত অনুভূত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি তারা জানিয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনদিন বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে, বলছেন আবহাওয়াবিদরা। বিশদ

২০ হাজারের বেশি টেকনোলজিস্টকে
রেজিস্ট্রেশন দেওয়া শুরু করল রাজ্য
স্বাধীনতার পর এই প্রথম

 বিশ্বজিৎ দাস, কলকাতা: ক্ষমতায় আসার পর ন’বছরে প্রায় সাড়ে সাত হাজার ছেলেমেয়ের মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে চাকরি হয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে। সমর্থকরা বলেন, স্বাধীনতার পর এখনও পর্যন্ত মেডিক্যাল টেকনোজিস্ট বা এমটিদের এত চাকরির সুযোগ আগে কেউ দেয়নি। বিশদ

 বেতন বৃদ্ধির দাবিতে কলকাতা চলো
অভিযানের ডাক ভিলেজ পুলিসের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেতন বৃদ্ধি না হওয়ায় আন্দোলনে নামতে চলেছেন ভিলেজে পুলিসে কর্মরতরা। আগামী ৩ ফেব্রুয়ারি কলকাতা চলো অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ওইদিন ভালো সংখ্যায় ভিলেজ পুলিস কর্মীর হাজির থাকার কথা রয়েছে। বিশদ

তালাবন্ধ চিটফান্ড সংস্থার সম্পত্তি চুরি
রোখার নির্দেশ ডিজি ও আইজিকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ড প্রতারিতদের সিংহভাগ আজও হারানো অর্থের খোঁজে দৌড়ে বেড়াচ্ছেন। অন্যদিকে ওইসব সংস্থার স্থাবর সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় তা চুরি হয়ে যাচ্ছে। এমনকী পুলিসও সেইসব চুরির অভিযোগ বেশিরভাগ সময় কান দিচ্ছে না বলে সওয়াল হচ্ছে।
বিশদ

একাধিক প্রাক্তন জেলা সভাপতিকে গুরুত্বপূর্ণ
দায়িত্বে আনার ভাবনা রাজ্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির সদ্য প্রাক্তন জেলা সভাপতিদের একটা বড় অংশ আগামী দিনে রাজ্য পার্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। সূত্রের দাবি, এই তালিকায় অন্তত পাঁচ থেকে সাতজনের নাম রয়েছে। এঁরা সাফল্যের সঙ্গে জেলা সভাপতি হিসেবে পার্টির কাজ করেছেন।
বিশদ

 সীমান্তের মাদক ব্যবসায় টাকা ‌ঢালছে আইএসআই

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্য ও বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকায় নিষিদ্ধ মাদক কারবারে জড়িতদের টাকা জোগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বিভিন্নভাবে এই ব্যবসায় লক্ষ লক্ষ টাকা ঢালছে তারা। একইসঙ্গে মাদক কারবারিদের চরবৃত্তির কাজেও ব্যবহার করা হচ্ছে। এজেন্টদের মাধ্যমে বাংলাদেশ থেকে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে। বিশদ

খরচ কমানোর লক্ষ্যে আপাতত নতুন কোনও প্রকল্প নয়, নির্দেশ পূর্তদপ্তরের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খরচ কমাতে আপাতত নতুন কোনও প্রকল্প নিচ্ছে না পূর্তদপ্তর। জরুরি ভিত্তিতে যে কাজ করতে হবে, তার খরচও সীমার মধ্যে রাখতে হবে। দপ্তরের খরচ কমিয়ে পুরনো কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হল।
বিশদ

জেলা বইমেলাগুলিকে নিয়ে তথ্যভাণ্ডার বানাবে রাজ্য, থাকবে ছবি ও ভিডিও’র সংগ্রহ 

সংবাদদাতা, মালদহ: এবার রাজ্যের বিভিন্ন জেলা বইমেলাগুলিকে নিয়ে তথ্যভাণ্ডার তৈরি করতে চলেছে রাজ্য সরকার।  বুধবার রাতে মালদহ বইমেলার পরিচালন দপ্তরে বসে এই নতুন পরিকল্পনাগুলি জানান রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। 
বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, আসানসোল: আসানসোল মহকুমায় ই-রিকশর জন্য এক তৃতীয়াংশ মহিলা আবেদন জানিয়েছেন। তাই এবার জেলা সদরে পরিবহণের অন্যতম মাধ্যম হতে চলা ই-রিকশর চাবিকাঠি রমণীদের হাতে যাবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে বিপরীত যুক্তিও রয়েছে, অনেকের দাবি, লোন পাওয়ার ...

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি: সিএএ-এর বিরুদ্ধে আন্দোলনরত জেএনইউ এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী।  ...

  নয়াদিল্লি, ২৩ জানুয়ারি: এই প্রথম কোনও ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। পেশায় নার্স ওই মহিলা বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কেরলের বাসিন্দা। ...

সংবাদদাতা, মাথাভাঙা: টানা একমাস ধরে শীতের প্রকোপে কোচবিহার জেলাজুড়ে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। বিশেষ করে গভীর রাত থেকে সকাল ৮টা, ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় গ্রামগঞ্জের ফাঁকা এলাকা ঢেকে থাকছে। এতে দৃশ্যমানতা কমে আসছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ঠাৎ জেদ বা রাগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। প্রেম-প্রীতির যোগ বর্তমান। প্রীতির বন্ধন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৮৫৭: প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯৪৫: পরিচালক সুভাষ ঘাইয়ের জন্ম
১৯৫০: ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হল ‘জনগণমন অধিনায়ক’
১৯৬৫ - ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন চার্চিলের মৃত্যু
১৯৬৬: বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪১ টাকা ৭২.১১ টাকা
পাউন্ড ৯১.৯৬ টাকা ৯৫.২৬ টাকা
ইউরো ৭৭.৫২ টাকা ৮০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৫৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,০৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  January, 2020

দিন পঞ্জিকা

৯ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, অমাবস্যা ৫২/৪ রাত্রি ৩/১২। উত্তরাষা‌ঢ়া ৫০/৫৯ রাত্রি ২/৪৬। সূ উ ৬/২২/১৯, অ ৫/১৪/৪৯, অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/২০ মধ্যে পুনঃ ৩/৪৭ গতে অস্তাবধি। বারবেলা ৯/৫ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৩১ গতে ১০/১০ মধ্যে।
৯ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, অমাবস্যা ৫০/২১/৪৫ রাত্রি ২/৩৪/১৫। উত্তরাষাঢ়া ৫০/২৫/০ রাত্রি ২/৩৫/৩৩। সূ উ ৬/২৫/৩৩, অ ৫/১৩/২১, অমৃতযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ৮/৩১ গতে ১০/৪৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/১৭ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যেও ৩/৪৩ গতে ৪/৩৪ মধ্যে। কালবেলা ১০/২৮/৩১ গতে ১১/৪৯/২৭ মধ্যে, কালরাত্রি ৮/৩১/২৪ গতে ১০/১০/২৫ মধ্যে।
 ২৮ জমাদিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রেম-প্রীতির যোগ বর্তমান। বৃষ: শৌখিন দ্রব্যের ব্যবসা শুভ হবে। মিথুন: আপনার কথাবার্তা ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম১৮৫৭: প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়১৯৪৫: পরিচালক ...বিশদ

07:03:20 PM

২২৬ পয়েন্ট উঠল সেনসেক্স 

04:16:17 PM

প্রথম টি-২০: নিউজিল্যান্ডকে হারিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত 

03:48:28 PM

বিধাননগর পুরসভায় অভিযান বিজেপির
 

ডেঙ্গু রোধে খাল পরিষ্কার, বেআইনি পার্কিং বন্ধ সহ একাধিক দাবিতে ...বিশদ

03:39:00 PM

প্রথম টি-২০: ভারত ১৫১/৪ (১৫ ওভার) 

03:31:02 PM