সংবাদদাতা, উলুবেড়িয়া: মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। বৃহস্পতিবার তিনটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। প্রসঙ্গত, দিনকয়েক আগে ৩২ নম্বর ওয়ার্ডে একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন উলুবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জগৎপুরে, ২৭ নম্বর ওয়ার্ডের নোনা রামকৃষ্ণ সারদা আশ্রমের কাছে এবং ৩০ নম্বর ওয়ার্ডের যদুরবেড়িয়ায় তিনটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির উদ্বোধন করেন উলুবেড়িয়া পুর চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, এক একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে খরচ হয়েছে ৬৬ লক্ষ টাকা। পুরসভা এলাকায় মোট ১৯টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। এখনও পর্যন্ত চারটি তৈরি হয়েছে। আরোও ১৫টি তৈরি করা হবে। নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা প্রসঙ্গে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বলেন, বাড়ির কাছেই যাতে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান, সেকারণেই এই উদ্যোগ। এখানে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পাবেন তাঁরা।