পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
হুগলি নদীতে যে কয়েকটি ফেরি পরিষেবা চালু আছে, তার মধ্যে অন্যতম হাওড়া জেলার গড়চুমুকের ৫৮ গেট থেকে দক্ষিণ ২৪ পরগনার বুড়ুল পর্যন্ত লঞ্চ পরিষেবা। প্রতিদিন এই পথে নিত্যযাত্রী ছাড়াও বহু পর্যটক গড়চুমুক পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। আগে এই পথে ফেরি পরিষেবা চালু থাকলেও গত মার্চ মাসে ৫৮ গেটে নতুন জেটির উদ্বোধন হয়। তারপর থেকেই এই রুটে লঞ্চ পরিষেবা চালু হয়।
সূত্রের খবর, ৫৮ গেটে জেটির গ্যাংওয়ে ঠিক থাকলেও বুড়ুলের দিকের গ্যাংওয়ে খারাপ হয়ে যাওয়ায় সেটি মেরামত করতে নিয়ে যাওয়া হয়েছে। সেকারণে বন্ধ লঞ্চ পরিষেবা। এর ফলে সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, বিপদের ঝুঁকি নিয়েই এখন ভুটভুটিতে চেপে নদী পারাপার করতে হচ্ছে। শুধু তাই নয়, নৌকা থেকে ৫৮ গেটের জেটিতে ওঠানামা করতেও সমস্যা হচ্ছে। যাত্রীদের এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ঘাটের ইজারাদার জাহির আব্বাস। তিনি বলেন, ওই গ্যাংওয়ে মেরামত করে নিয়ে আসা হয়েছে। সেটি জেটির সঙ্গে সংযুক্ত করা হলেই এই রুটে ফের লঞ্চ পরিষেবা চালু হয়ে যাবে। তাঁর দাবি, লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় তিনিও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে কারা নৌকায় করে যাত্রী পারাপার করছেন, তা তাঁর জানা নেই।