Bartaman Patrika
 

হে নূতন

অংশুমান চক্রবর্তী: একটি নরম ভোর। নির্মল। স্নিগ্ধ। জানলা খুললেই মুখের উপর ছড়িয়ে পড়ে আলো। গাছের পাতায় লাগে মৃদু হাওয়া। ভেসে বেড়ায় অচেনা গন্ধ। মুখর হয় কোকিলের কুহুতানে। মনের মধ্যে জন্ম নেয় সুর। কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছে করে। নরম ভোর। নির্মল। স্নিগ্ধ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছড়ায় দাবদাহ। তবু আনন্দ জাগে। অফুরান আনন্দ। ভেসে যেতে ইচ্ছে করে। জীর্ণ পুরাতনকে দূরে সরিয়ে। ভেসে যায়। আপামর বাঙালি। বিশেষ দিনে। দিনটি পয়লা বৈশাখ। সম্পূর্ণ অন্যরকম একটি দিন। বছরের আর পাঁচটা দিনের থেকে যেন অনেকটাই আলাদা। এই দিনেই সূচনা হয় বাংলা নববর্ষের। ধীরে ধীরে অঙ্গ হয়ে গেছে বঙ্গজীবনের। 
পবিত্র দিনটিকে চিনতে, জানতে, ভালোবাসতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ। আমাদের প্রাণের কবি। ভালোবাসতে শিখিয়েছেন সমগ্র মাসটিকেই। ঋতুরঙ্গের কবি তিনি। প্রত্যেকটি ঋতু নিয়ে রচনা করেছেন গান, কবিতা। তবে গ্রীষ্মের প্রতি, বিশেষত বৈশাখের প্রতি ছিল তাঁর বিশেষ অনুরাগ। শুধুমাত্র জন্মমাস বলেই নয়, জীর্ণ পুরাতনকে ভাসিয়ে দিয়ে নতুনকে সাদরে বরণ করার নতুনতর দাবি নিয়ে আসে বলেই হয়তো বাংলা সনের প্রথম মাসটি ছিল তাঁর বিশেষ প্রিয়। আজীবন তিনি ছিলেন নতুনের পক্ষে। চেয়েছেন সমস্ত জরা, ব্যাধি বৈশাখী হাওয়ায় উড়িয়ে দিয়ে অগ্নিস্নানে সবকিছু শুচিস্নিগ্ধ করতে। তাই লিখেছেন ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ 
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের হাত ধরেই পয়লা বৈশাখ দিনটি নৃত্য, গীত ও নাট্যাভিনয়ের মধ্যে দিয়ে এক নতুন রূপ পেয়েছিল। যদিও তাঁর কাছে প্রতিটি সূর্যোদয় ছিল নূতন বছরের সূচনার মতোই। নববর্ষকে সাদরে বরণ করার সঙ্গে সঙ্গে ওই দিন আপামর বাঙালি বরণ করে নেয় রবীন্দ্রনাথকেও। এই রীতি চালু হয়েছিল কবিগুরুর জীবৎকালেই। ২৫ বৈশাখ জন্মদিন, তবে শান্তিনিকেতনে রবীন্দ্র-জন্মদিন পালিত হতো পয়লা বৈশাখ। রবীন্দ্রস্নেহধন্যা চিত্রশিল্পী এবং সুলেখিকা রানি চন্দ লিখেছেন, ‘আজ নববর্ষ। এবারে ১লা বৈশাখেই গুরুদেবের জন্মোত্‍সব হবে... আগে থেকেই ঠিক করা হয়েছিল। ভোরবেলা কচি শালপাতার ঠোঙায় কিছু বেল জুঁই কামিনী তুলে ‘উদয়ন’-এর দক্ষিণের বারান্দায় গুরুদেবের হাতে দিয়ে তাঁকে প্রণাম করলুম। আজ অনেক আগে থেকেই গুরুদেব বারান্দায় এসে বসেছেন।’
২৫ বৈশাখ প্রবল জলকষ্টে জর্জরিত হতো রাঙামাটির দেশ বোলপুর শান্তিনিকেতন। সেই কারণেই হয়তো কবির জন্মদিন পালিত হতো বর্ষবরণের দিন। রবীন্দ্র-জীবনী পড়ে জানা যায়, কোনও এক বছর পয়লা বৈশাখের বিকেলে শান্তিনিকেতনে আছড়ে পড়েছিল তুমুল কালবৈশাখী। সকালে আম্রকুঞ্জে হয়েছে অনুষ্ঠান। রবীন্দ্রনাথ নববর্ষের ভাষণ দিয়েছেন। বিকেলবেলা চা-পর্ব শেষ হওয়া মাত্র ঘন মেঘে ছেয়ে গেল আকাশ। নেমে এল অন্ধকার। দিগন্ত ধুলোয় ঢেকে হইহই করে ছুটে এল ঝড়। কালবৈশাখী। কবিগুরু দু-হাত তুলে গেয়ে উঠলেন, ‘তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে।’ বর্ষবরণ এবং রবীন্দ্রনাথের জন্মদিন-বরণ শান্তিনিকেতনের আশ্রমিকদের কাছে হয়ে উঠেছিল অভিন্ন। আড়ম্বরের থেকেও বেশি দেখা যেত আন্তরিকতা। 
রবীন্দ্রনাথ একা নন, বর্ষবরণ উৎসবে মেতে উঠত গোটা ঠাকুর পরিবার। জোড়াসাঁকোর বাড়িতে। রবীন্দ্রনাথের লেখা পড়ে জানা যায়, পয়লা বৈশাখ ছিল খাজনা আদায়ের প্রথম দিন। নিতান্তই বিষয়-কাজ। কিন্তু জমিদারি মহলে সেটা হয়ে উঠত পার্বণ। সবাই খুশি। যে খাজনা দেয় সেও, আর যে খাজনা বাক্সেতে ভর্তি করে, সেও। এর মধ্যে হিসেব মিলিয়ে দেখবার গন্ধ ছিল না। 
নববর্ষ বরণ উপলক্ষ্যে ঠাকুরবাড়িতে মহা ধুমধামের সঙ্গে আয়োজিত হতো সাংস্কৃতিক অনুষ্ঠান। তার প্রস্তুতিপর্ব চলত বেশ কিছুদিন ধরে। দুই বেলা জমজমাট মহড়া বসত দোতলার বড় ঘরে। থাকতেন পরিবারের সদস্যরা। বর্ষবরণ উৎসবে তাঁরা অংশ নিতেন নাচ, গান ও অভিনয়ে। পয়লা বৈশাখের দিন অনুষ্ঠানের পাশাপাশি থাকত ভূরিভোজ। এলাহি আয়োজন। বাড়ির টানা বারান্দায় মেঝেতে কার্পেটের আসন লম্বা করে বিছানো হতো। বসতেন পরিবারের সবাই। খাবার পরিবেশিত হতো কলাপাতায়। মাটির খুরিতে রকমারি পদ। থাকত কাঁচা ইলিশের ঝোল, চিতল মাছ আর চালতা দিয়ে মুগের ডাল, নারকেল চিংড়ি, মাছের পোলাও, আম দিয়ে শোল মাছ এবং আরও নানাবিধ সুস্বাদু খাবার। ঠাকুর পরিবারে রান্না নিয়ে নিত্যনতুন চর্চা হতো। বিচিত্র ধরনের খাবার তৈরির প্রচলন ছিল। নববর্ষ উৎসবের দিনের পাতে তার প্রতিফলন ঘটত। 
রবীন্দ্রনাথ নিজে ছিলেন দারুণ ভোজনরসিক। যদিও আহার করতেন পরিমিত। তাঁর উৎসাহে তৈরি হতো রকমারি খাবার। তিনি বিভিন্ন পদের নামকরণ করতেন। স্ত্রী মৃণালিনীর তৈরি নববর্ষের মিষ্টি ‘এলোঝেলো’ ছিল বিশেষ পছন্দের। কবি সেই মিষ্টির নতুন নামকরণ করেছিলেন ‘পরিবন্ধ’। বৈশাখের আনন্দ উৎসবে একবার মৃণালিনী কবির জন্য মানকচুর জিলিপি বানিয়েছিলেন। 
সাংস্কৃতিক আয়োজন এবং রসনাতৃপ্তিকে কেন্দ্র করে বাঙালির বর্ষবরণ উৎসবের যে বিপুল আয়োজন, উনিশ শতকের শেষদিকে তার সূত্রপাত হয়েছিল কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারেই। ওই বিখ্যাত পরিবারের বর্ষবরণ উৎসবের অনুকরণে কলকাতা এবং পরবর্তী সময়ে বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই উৎসবের রেশ। যদিও তার আগে অষ্টাদশ শতকে নব্য বাঙালিদের বাবু কালচারের যুগে পয়লা বৈশাখের দিন কলকাতার উঠতি জমিদারের দল মেতে উঠতেন মোচ্ছবে। সাহেবদের খুশি করতে বসত বাইজি নাচের আসর, দেদার খানা-পিনা, ছুটত মদের ফোয়ারা। যদিও সেই উদযাপনের সঙ্গে রুচিশীল বাঙালি সংস্কৃতির ছিটেফোঁটা যোগ ছিল না। 
বর্তমানে পয়লা বৈশাখ নিয়েছে উৎসবের চেহারা। বাঙালিরা অনেকেই পরেন নতুন পোশাক। দুপুরে কব্জি ডুবিয়ে চলে খাওয়াদাওয়া। পঞ্চব্যাঞ্জন সহযোগে। ব্যবসায়ীরা এইদিনে করেন হালখাতার পুজো। ভোর থেকেই বিভিন্ন মন্দিরে জমে ভিড়। লক্ষ্মী গণেশের পুজো সেরে তাঁরা হাজির হন নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে। আসেন অতিথিরা। চলে খাওয়াদাওয়া। গল্পগুজব।
সন্ধেবেলায় বহু সাধারণ মানুষ দোকানে দোকানে যান হালখাতার নিমন্ত্রণ রক্ষা করতে। সামান্য আয়োজন আন্তরিকতার ছোঁয়ায় অসামান্য হয়ে ওঠে। দোকানে পা রাখা মাত্র হাতে ধরিয়ে দেওয়া হয় ঠান্ডা পানীয়। তীব্র গরমে তাতে চুমুক দিলে মেলে অমৃতের স্বাদ। কোথাও আইসক্রিম দিলে ছোটদের আনন্দের সীমা থাকে না। ফেরার আগে দেওয়া হয় মিষ্টির বাক্স এবং ক্যালেন্ডার। 
নতুন বঙ্গাব্দের ক্যালেন্ডার দেওয়ালে ঝোলালে আলোকিত হয়ে ওঠে ঘর। চোখ ঘোরে বিভিন্ন মাসের উপর। দুর্গাপুজো কবে? কালীপুজো কবে? যদিও এখন বাংলা ক্যালেন্ডারের তুলনায় ইংরেজি ক্যালেন্ডারের গুরুত্ব বেড়েছে। তবু বহু বাঙালি নিজেদের ঘরের দেওয়ালে বাংলা ক্যালেন্ডার সাজিয়ে রাখতে পছন্দ করেন। পুরোনো ঐতিহ্য মেনে।
পয়লা বৈশাখ আজও খেলার মাঠে ঘটা করে বার পুজো অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড়দের উপস্থিতিতে। এই শুভ দিনে মহরত হয় কোনও কোনও চলচ্চিত্রের। তবে আগে আরও বেশি সংখ্যায় হতো।
বিভিন্ন রচনা পড়ে জানা যায়, বৈশাখে নয়, একটা সময় ভারতে বছর শুরু হতো বসন্তকালে। বছর গণনা করা হতো সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন দিয়ে। ঋগ্বেদের সময় থেকে দেখা যায়, মাসের নাম বোঝানো হতো নক্ষত্রের নাম দিয়ে এবং দিনের নাম বিভিন্ন দেবতা বা ঋষির নাম দিয়ে। অনেকের দাবি, বাংলা সন প্রবর্তন করেছেন গৌড়ের রাজা শশাঙ্ক। ৫৯৩ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল থেকে বঙ্গাব্দ গণনার শুরু। ওই দিন তিনি গৌড়ের সিংহাসনে বসেন। তাঁর অভিষেকের দিনটিকে স্মরণীয় করার জন্যই প্রচলন হয় বঙ্গাব্দের। তবে এর সপক্ষে কোনও জোরালো প্রমাণ পাওয়া যায় না। 
বরং সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হল, বঙ্গাব্দ চালু করেছিলেন মোগল সম্রাট আকবর। প্রমাণ দিয়ে এই মতের স্বপক্ষে মত প্রকাশ করেছেন বিজ্ঞানী মেঘনাদ সাহা, ঐতিহাসিক কাশীপ্রসাদ জয়সওয়াল, অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রমুখ। 
সে যাই হোক, খ্রিস্টাব্দের পাশাপাশি বঙ্গাব্দ ছিল, আছে, থাকবে। পয়লা জানুয়ারির মতোই বছর বছর সাড়ম্বরে পালিত হবে পয়লা বৈশাখ। সেটা যাতে হয় তার জন্য কিন্তু বাঙালি জাতিকে সচেষ্ট হতে হবে। হীনন্মন্যতা ভুলে উঁচু রাখতে হবে মাথা। হতে হবে আত্মসচেতন। শুধুমাত্র লোক দেখানো একটি দিন নয়, সারাবছর মনেপ্রাণে নির্ভেজাল বাঙালি থাকতে হবে। চিন্তাশক্তি সম্পন্ন বাঙালি। দারুণভাবে সজাগ। কারণ বাংলাসংস্কৃতি আজ কিছুটা হলেও বিপন্ন। চারদিকে চোখে পড়ছে অন্য ভাষা ও সংস্কৃতির আস্ফালন। আগ্রাসনের অপচেষ্টা। পাল্লা দিয়ে বাড়ছে অনুকরণ প্রবৃত্তিও। এরমধ্যেই বাঙালি জাতিকে চলতে হবে নিজেদের লক্ষ্য স্থির রেখে। আধুনিক হলে দোষ নেই। তবে আত্মঘাতী বা আত্মবিস্মৃত হলে চলবে না। প্রয়োজনে করতে হবে আত্মশুদ্ধি। খুলে দিতে হবে দ্বার। ভিতরে ঢুকতে দিতে হবে আলো। মেলে দিতে হবে ডানা। এ তো আসলে রবীন্দ্রনাথেরই ভাবনা। এইভাবেই হতে হবে উদারমনা। আন্তর্জাতিক। ভাবের আদানপ্রদান ঘটাতে হবে অনন্তের সঙ্গে। 
পাশাপাশি নিজের শিকড়ের সঙ্গে, মাটির সঙ্গে রাখতে হবে নিবিড় যোগ। আঁকড়ে ধরতে হবে আপন ভাষা ও সংস্কৃতিকে। বাঙালিরা সেটা পারলে বাংলা ভাষা বাঁচবে। বাংলা সংস্কৃতি বাঁচবে। দিকে দিকে ইংরেজি মাধ্যম গজিয়ে উঠলেও টলবে না বাংলার ভিত। বাঙালির ভিত। তবেই কিন্তু বছর বছর পয়লা বৈশাখের নরম ভোরে বেরবে মঙ্গল শোভাযাত্রা। বেরবে সুসজ্জিত প্রভাতফেরি। পায়ে পা মিলিয়ে রাজপথে হাঁটবেন ধুতি-পাঞ্জাবি, লালপাড় সাদা শাড়ি। মেতে উঠবেন নাচে, গানে, কবিতায়। সমস্বরে গীত হবে ‘হে নূতন।’
14th  April, 2024
পয়লা বৈশাখ আজও বাঙালিরই আছে

পুরনো সময়কে পাশে সরিয়ে রেখে আরও একটি নতুন বছর। বাংলা নববর্ষের সঙ্গে দুনিয়ার সব প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির এক আত্মার টান। নব উদ্দীপনা, নব আনন্দের এই জোয়ারে নতুনকে বরণ করে নিতে তৈরি বাংলা সংস্কৃতি জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরাও। কেউ ফিরে গিয়েছেন পুরনো দিনে। কেউ আবার বলেছেন নতুন ও পুরনোর মেলবন্ধনের কথা। বাদ যায়নি ভূরিভোজ থেকে হালখাতার স্মৃতিরোমন্থনও। বিশদ

14th  April, 2024
এক বৈশাখে

প্রসাদি থালা হাতে ঠাকুরঘর থেকে নামার সময় সিঁড়ির শেষ ধাপে এসে হঠাৎই ব্যালান্স হারিয়ে পড়ে গেল মানসী। ঠিক পড়ল না, পড়তে পড়তেও সিঁড়ির রেলিং ধরে ফেলায় পতন খানিকটা স্লো মোশানে হল। তবে মানসী চিৎকারে কোনও খামতি রাখল না। রান্নাঘর থেকে সরমা আঁচলে হাত মুছতে মুছতে ছুটে এল। জিষ্ণুও নিজের ঘর থেকে বেরিয়ে এল। 
বিশদ

14th  April, 2024
বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি

নববর্ষ আর পয়লা বৈশাখ বলতেই আমাদের আগে কী মনে পড়ে? চৈত্র সেলের শেষলগ্ন, দোকানে দোকানে হালখাতা, বাঙালি খাবার আর ভূরিভোজ, নতুন পোশাক, প্রভাতফেরি, মঙ্গল শোভাযাত্রা আর রবিঠাকুরের গান।
বিশদ

14th  April, 2024
চৈত্রের চিঠি
 

ওহ সরি, তোর এত সুন্দর নামটা...সেই বার বার বুঁচকি বলেই ডেকে ফেলি।  আসলে ঐন্দ্রিলা বললে না, তোকে কেমন পর পর লাগে।  যাই হোক, তুই যখন এই চিঠি পাবি, তখন তোর বাবা আর মা পরামর্শ করে আমাকে তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।  
বিশদ

14th  April, 2024
গাজন মেলার পালা

এই সময় অর্থাৎ চৈত্রমাস পড়লেই আমাদের ‘আকুপাকু মন’ সেই ছেলেবেলায়, কিশোরবেলার দিনে ফিরে যেত। শুধু কী মন, আমাদের সঙ্গে সঙ্গে প্রকৃতিও যেন ফিরে যেত অন্য এক সম্পূর্ণ নতুন প্রকৃতি রচনায়। যেদিকে তাকাও লালে লাল। পলাশ শিমুলের কী মোহময় বাহার।
বিশদ

14th  April, 2024

Pages: 12345

একনজরে
বিধাননগর হাসপাতাল মোড়ের কাছে  দুই ব্যক্তি গল্প করছেন। ধীরেন রায় নামে একজন বলছেন, দেখলেন তো তৃণমূলের মিছিলে ভিড়। কিসের লোভে লোকগুলো ঘুরছে বলুন তো? ...

বাজারে ‘নিও ভারত ল্যাটেক্স’ নামে নতুন রং নিয়ে এল এশিয়ান পেন্টস। তাদের দাবি, এই রংয়ে উন্নত ও বিশেষ পলিমার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা রংয়ের ...

পুরী থেকে নন্দকুমার আসার পথে ওড়িশার জাজপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হল। জখম হয়েছেন আরও অন্তত ৪০ জন। মৃতদের মধ্যে চারজন পূর্ব মেদিনীপুর জেলার ...

যিনি দত্তক নেওয়া গ্রামের উন্নয়ন করতে পারেননি, গোটা লোকসভা এলাকার উন্নয়ন করবেন কীভাবে! বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে প্রচারে এসে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে এভাবেই আক্রমণ শানালেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পেশা ও ব্যবসায় অর্থাগমের যোগটি অনুকূল। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব হিমোফিলিয়া দিবস
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে
১৬২৯ - প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু
১৭৮১ - ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন
১৭৯০- মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু
১৮৫৩ - নাট্যকার ও নাট্য অভিনেতা রসরাজ অমৃতলাল বসুর জন্ম
১৮৯৯ - কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু
১৯২৭- প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের জন্ম
১৯৭১- স্বাধীনতা ঘোষণা করল বাংলাদেশ, গঠিত হল অস্থায়ী মুজিবনগর সরকার
১৯৭২- শ্রীলঙ্কার ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জন্ম
১৯৭৪ - ইংরেজ গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামের জন্ম
১৯৭৫- ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের মৃত্যু
১৯৮৩- এস এল ভি-৩ রকেটের সাহায্যে ভারত মহাকাশে পাঠাল দ্বিতীয় উপগ্রহ ‘রোহিনী’ আর এস ডি-২



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৭.৪৮ টাকা ৮৯.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৫৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ বৈশাখ, ১৪৩১, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪। নবমী ২৪/৫০ দিবা ৩/১৫। অশ্লেষা নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১৮/৩৩, সূর্যাস্ত ৫/৫৩/৫৪। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৯ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১১/১১ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। রাত্রি ৬/৪০ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১/৩০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৩ মধ্যে। রাত্রি ৮/৫৬ গতে ১০/২৮ মধ্যে। বারবেলা ৮/২৮ গতে ১০/২ মধ্যে পুনঃ ১১/৩৭ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২৭ গতে ৩/৫৩ মধ্যে।  
৪ বৈশাখ, ১৪৩১, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪। নবমী সন্ধ্যা ৫/৩৫। পুষ্যা নক্ষত্র দিবা ৭/৫৫। সূর্যোদয় ৫/১৯, সূর্যাস্ত ৫/৫৫। অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৯/২৩ গতে ১১/৭ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ গতে ৯/০ মধ্যে ও ১/২৩ গতে ৫/১৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২৮ গতে ১০/৩ মধ্যে ও ১১/৩৭ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ২/২৮ গতে ৩/৫৪ মধ্যে। 
৭ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল দিল্লি

10:27:17 PM

আইপিএল: ১৯ রানে আউট সাই হোপ, দিল্লি ৬৭/৪ (৫.৪ ওভার) টার্গেট ৯০

10:14:08 PM

আইপিএল: ১৫ রানে আউট অভিষেক পোরেল, দিল্লি ৬৫/৩ (৫ ওভার) টার্গেট ৯০

10:08:47 PM

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত এক পরিযায়ী শ্রমিক

10:01:42 PM

আইপিএল: ৭ রানে আউট পৃথ্বী শ, দিল্লি ৩১/২ (২.৪ ওভার) টার্গেট ৯০

09:53:34 PM

আইপিএল: ২০ রানে আউট জ্যাক, দিল্লি ২৫/১ (২ ওভার) টার্গেট ৯০

09:50:47 PM