Bartaman Patrika
 

কলকাতার দর্শক অভিভূত করেছে

সম্প্রতি রাবণ কি রামায়ণ নাটক নিয়ে কলকাতায় এসেছিলেন পুনিত ইসার। নাম ভূমিকায় ছিলেন তিনিই। নাটকের মহড়ার মাঝেই সময় বের করে কমলিনী চক্রবর্তীর সঙ্গে আড্ডা জমালেন। আড্ডায় উঠে এল তাঁর জীবনের নানা ঘটনা।

 কুলি দিয়ে শুরু করি?
 সেই কবে কুলির দুর্ঘটনা ঘটে গেছে আজও বিষয়টার ঊর্ধ্বে উঠতে পারলাম না। যাই হোক, করবেন যখন ঠিকই করে ফেলেছেন তখন আমি আর বাধা দিই কী করে?
 কুলির দুর্ঘটনাটা ঘটার পর আপনার মনে ঠিক কী প্রতিক্রিয়া হয়েছিল?
 ভয়ে, লজ্জায় কুঁকড়ে গিয়েছিলাম। বললে বিশ্বাস করবেন না, কুলির ওই দৃশ্যটাই আমার বলিউডে ফার্স্ট ডে ফার্স্ট শট ছিল। প্রচুর হোমওয়ার্ক করে সেটে গিয়ে রেডি হয়ে শট দেব এমন সময় ওই দুর্ঘটনা। লোকের চোখে মুহূর্তের মধ্যে আমি ভিলেন তো বনেই গেলাম, একই সঙ্গে গুণ্ডা বদমাইশের তকমা লেগে গেল আমার গায়ে। আমার তো নিজেকেই নিজের ঘেন্না করত। অন্যান্যদের মতো আমিও তো অমিতাভ বচ্চনের বিশাল ফ্যান। উনি আমার হিরো। আমি মনে করি অত বড় অভিনেতা ভারতে তো বটেই গোটা বিশ্বেও কমই আছে। আর তাঁকেই কি না আমি অমন আহত করে বসলাম! এক মুহূর্তের জন্যে মনে হয়েছিল আমিই কেন আহত হলাম না। কিন্তু অ্যাক্সিডেন্ট তো হয়েই থাকে তাই না? কেউ কি আর ইচ্ছে করে কারও ক্ষতি করে? একই সঙ্গে একগাদা ভাবনা মনে ভর করেছিল। অমিতাভ বচ্চন আহত হলেন আর ট্র্যমা হল আমার! তবে ওই অ্যাক্সিডেন্টের পর আমার কেরিয়ার প্রায় শেষই হয়ে যেত যদি না অমিতাভ বচ্চন সুস্থ হয়ে আমায় ডেকে পাঠাতেন।
 কী বললেন অমিতাভ বচ্চন আপনাকে ডেকে?
 সেও আর এক অভিজ্ঞতা। ততদিনে মিডিয়া তো আমার যা ক্ষতি করার করেই দিয়েছে। আমি সিনেমা থেকে সরে দাঁড়াব কি না ভাবছি, নেহাত বাবা পরিচালক ছিলেন তাই মুখ রক্ষাটুকু হয়েছিল। এমন সময় অমিতাভ বচ্চন আমায় ফোন করে ডেকে পাঠালেন। আমি তো বকুনি খাব বলে তৈরি হয়েই গিয়েছিলাম। কিন্তু না, অমিতাভ বচ্চন আমাকে প্রথমেই বললেন, এমন হতেই পারে। অ্যাক্সিডেন্টের ওপর কারও কোনও হাত নেই ফলে এই নিয়ে যেন আমি আর না ভাবি। তারপর আমার কেরিয়ার প্ল্যান ইত্যাদি নিয়ে বহুক্ষণ আমার সঙ্গে আলোচনা করলেন। সব সেরে যখন বেরলাম ওঁর অফিস থেকে তখন নিজেকে অনেক হালকা লাগছিল।
 বি আর চোপড়া প্রোডাকশনসের মহাভারত সিরিয়ালে দুর্যোধনের রোলটা কি এর পরেই পান?
 একটার সঙ্গে অন্যটা হয়তো জড়িত ছিল না। তবে হ্যা, এর পরেই বি আর চোপড়ার অফিস থেকে আমায় ডেকে পাঠানো হয় দুর্যোধনের চরিত্রের অফার দিয়ে।
 আপনি যে সম্প্রতি কলককাতায় রাবণ কি রামায়ণ নাটকে রাবণের ভুমিকায় অভিনয় করলেন এর আগে মহাভারতে দুর্যোধনের ভুমিকায় অভিনয় করেছিলেন তাছাড়াও ছবিতে আপনাকে ভিলেন হিসেবেই দেখা যায়। ভিলেনের চরিত্র কি আপনাকে বেশি টানে?
 দেখুন অভিনেতার কাছে সবই চরিত্র মাত্র। আমরা যখন অভিনয় করি তখন হিরো বা ভিলেন হিসেবে বাছ বিচার করি না। বিভিন্ন ক্যারেক্টার হিসেবে নিজেকে স্থাপন করি। কে কোন চরিত্রে কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবে তার ওপরেই সেই অভিনেতার সাফল্য নির্ভর করে। ফলে যে কোনও চরিত্র দর্শকের মনে বিশ্বাসযোগ্য করে তোলাই আমর উদ্দেশ্য। সেটা ভালো না খারাপ অত ভাবার সময় কোথায়?
 তবু প্রতিবারই ভিলেন কেন?
 আমার চেহারা আর গলার আওয়ার শুনে মনে হয় পরিচালকরা আমায় ভিলেন ছাড়া কিছু ভাবতেই পারেন না। বেশ একটা গুণ্ডা গুণ্ডা ভাব আছে না আমার ম঩ধ্যে?
 অভিনেতা না হলে কী হতেন?
 বলা কঠিন, তবে মনে হয় ফিজিকাল ট্রেনার বা জিম ইনস্ট্রাক্টর গোছের কিছু হতাম।
 আপনার ডায়েট সম্বন্ধে একটু বলুন না।
 আমি সর্বভুখ। তবে নিরামিষ ভালোবাসি। আর সর্বভুখ বলেই সবই খাই, কিন্তু পরিমাণমতো। তবে আমার ফিটনেসের রহস্য এক্সারসাইজ। আমি ফিটনেস ফ্যানাটিক। শরীরচর্চা না করলে দিনটাই কাটতে চায় না।
 আপনি যে রাবণ কি রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করছেন এটা কতটা চ্যালেঞ্জিং বা একসাইটিং?
 আপনাকে একটা প্রশ্ন করি, চ্যালেঞ্জ ভাবলেন কেন?
 রামায়ণকে দর্শকের কাছে উলটোভাবে উপস্থাপন করবেন চ্যালেঞ্জ মনে হবে না?
 না, কারণ উলটোভাবে রামায়ণকে দেখানো হয়নি। রামায়ণের এই পর্যালোচনাতেও রামই হিরো, রাবণই ভিলেন এবং রামায়ণের গল্পও বদল হয়নি। সীতা হরণ, রাবণবধ সবই হয়। কিন্তু এইসবের মাঝে রাবণের বক্তব্যটাকে আমাদের পরিচালক অতুল সত্য কৌশিক তুলে ধরার চেষ্টা করেছেন।
 আর একসাইটমেন্ট? সেটা তো হচ্ছে? নাকি তাও অস্বীকার করবেন?
 একসাইটিং তো বটেই। আমরা এতদিন দেখে এসেছি যুদ্ধে যারা জেতে তারাই ইতিহাস রচনা করে। এই প্রথম যুদ্ধে যে হেরে গিয়েছে তার বয়ানটা শোনা যাবে। তাকেও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত তাই না?
 রাবণের চরিত্রের জন্য কেমন হোমওয়ার্ক করতে হয়েছে?
 প্রচণ্ড হোমওয়ার্ক করতে হয়েছে। রাবণ চরিত্রটার বিভিন্ন স্তর খুঁজে বার করেছি। রাবণের শিবভক্তি, সংস্কৃতে তাঁর জ্ঞান, রুদ্রবীণা আবিষ্কার ইত্যাদি বিষয়গুলো খুঁটিয়ে পড়েছি। এছাড়াও চরিত্রটার ভেতর প্রবেশ করার চেষ্টা করেছি যতটা সম্ভব। নাটকটাতে কিছু গুরুত্বপূর্ণ সংলাপ রয়েছে রাবণের মুখে যার মাধ্যমে রাবণের চরিত্রটা আরও ভালোভাবে ফুটে ওঠে সেই সংলাপগুলোকে সঠিকভাবে বলার চেষ্টা করেছি।
 কেমন সংলাপ?
 এই যেমন রাবণ সীতাকে হরণ করার পর যখন বলছেন, ‘রাম তোমায় সবসময়ই কোনও না কোনও স্বার্থে ভালোবেসেছে। প্রথমত নিজের বীর্য প্রমাণ করার জন্য তোমায় বিয়ে করেছে। এখন আমার কাছ থেকে তোমায় নিয়ে গিয়ে নিজের সুনাম রক্ষা করতে চায়। কিন্তু আমি সব সময়ই তোমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। তবু তুমি রামের প্রেমে পাগল, রামের বিরহে কাতর। অথচ আমার ভালোবাসার মূল্য তোমার কাছে নেই।’ এমন সংলাপ রাবণের চরিত্রটাকে অন্য দৃষ্টিভঙ্গিতে বিচার করতে বাধ্য করে। দর্শককে সেই দৃষ্টিভঙ্গি কতটা বোঝাতে সক্ষম হয়েছি জানি না, তবে চেষ্টা অবশ্যই করেছি।
 চরিত্রগুলোকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলেন কী করে?
 আমার মনে হয় একটা চরিত্র গঠিত হয় সংলাপের মাধ্যমে। তাই যে কোনও চরিত্র করার সময় আমি সংলাপের ওপর ভীষণ গুরুত্ব দিই। কোন সংলাপ কীভাবে বলব এই নিয়ে পড়াশোনা করি। এই যেমন এই নাটকটার ক্ষেত্রেই ধরুন না, আমি রাবণের চরিত্রে অভিনয় করছি বলেই যে সব সংলাপ জোর গলায় রাগত স্বরে বলতে হবে তা নয়। রাবণের চরিত্রটা ফুটিয়ে তুলতে গেলে গলার মডিউলেশন করতে হবে। কোনও সংলাপে রাগ বা বিরক্তি থাকবে, কোথাও বা স্নেহ ঝরে পড়বে, কোথায় একটু দ্বিধা একটু শঙ্কা কাজ করবে আবার কোথাও প্রেম থাকবে। তবেই না ক্যারেক্টারের প্রতি জাস্টিস করা যাবে। তাছাড়া শুধু আমার চরিত্রটার ওপরই নজর দিলে চলবে না, অন্যান্য চরিত্রগুলোর প্রতিও নজর দিতে হয়।
 কীরকম?
 নাটকে অনেক কিছুই ততক্ষণাৎ করতে হয়। হয়তো আমার আগের অভিনেতা সংলাপ ভুলে গিয়েছেন বা সেই মুহূর্তে কোনও ইন্সট্যান্ট কাজ ঢুকিয়েছেন চরিত্রে তখন আমাকেও সেই মতো নিজেকে ফ্রেম করে নিতে হয়। এটা কিন্তু সিনেমায় বা সিরিয়ালে দরকার নেই। সেখানে টেক রিটেক অনেক ব্যাপার আছে। স্টেজে সে সুযোগ কোথায়?
 কোন মাধ্যমে অভিনয় করতে সবথেকে ভালোবাসেন?
 এই তিনটে ক্ষেত্র একে অপরের চেয়ে এতই আলাদা যে একটার সঙ্গে অন্যটার তুলনা অসম্ভব। তবু বলব নাটকে অভিনয় করার একটা অন্যরকম উত্তেজনা আছে। দর্শক কী ভাবছে সবটাই আমি সঙ্গে সঙ্গে দেখতে পাই। সিনেমা বা সিরিয়ালের ক্ষত্রে তেমনটা হয় না। তাই নাটকের মজাটা অন্য ক্ষেত্রে পাই না।
 কলকাতার দর্শকের সামনে অভিনয় কি এই প্রথম?
 হ্যাঁ। কলকাতার দর্শক সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম। তাদের নেওয়ার ক্ষমতা নাকি অতুলনীয়। গুণের বিচার ও কদরও তারাই সবচেয়ে ভালো করতে পারে। যা দেখলাম তাতে আমি অভিভূত।
06th  April, 2019
আটেশ্বরতলার নাট্যোৎসব
যথার্থই মানুষের উৎসব 

নাট্যোৎসব তো কতই হয়। কিন্তু সেটা সত্যি সত্যি উৎসবের চেহারা নেয় ক’টা জায়গায়? বেশিরভাগ ক্ষেত্রেই তো নিমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সমাগমে প্রেক্ষাগৃহ ভরে ওঠে। সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় ক’টা ক্ষেত্রে? একসময় কয়েকটা ক্ষেত্রে হলেও এখন বোধহয় একটি ক্ষেত্রেও তা চোখে পড়ে না।  
বিশদ

27th  April, 2019
গানের আসরেই অসুস্থ হয়ে পড়ে গেলেন দাশু রায় 

অকাবাঈয়ের দলে যে গান দাশরথী বাঁধতেন, তা খুব উচ্চমানের ছিল না। কেননা তার শ্রোতারা ছিলেন যথেষ্ট নিম্নরুচি সম্পন্ন। তাই দাশরথী রায় তৃপ্তি পাচ্ছিলেন না। শুধু অকাবাঈকে ভালোবেসে তিনি পড়েছিলেন সেই দলে। অকাবাঈয়ের সংসর্গ কাটানোর জন্য তাঁর মামা অন্যত্র একটা চাকরির ব্যবস্থা করে দিলেন।  
বিশদ

27th  April, 2019
সভাগার থিয়েটার ফেস্টিভ্যাল

 সংস্কৃতি সাগর ও সেন্টার স্টেজ ক্রিয়েশনের যৌথ উদ্যোগে ২২ থেকে ২৪ মার্চ বিড়লা সভাগৃহে হয়ে গেল সভাগার থিয়েটার ফেস্টিভ্যাল। ছিল তিনটি ভিন্নস্বাদের নাটক। পৌরাণিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক নাটকগুলির আলোচনায় কমলিনী চক্রবর্তী।
বিশদ

20th  April, 2019
 কালিন্দী নাট্যসৃজনের নতুন নাটক

  মোহন রাকেশের ‘আষাঢ়কা একদিন’ নাটকের অবলম্বনে কালিন্দী নাট্যসৃজনের নতুন প্রযোজনা ‘আষাঢ়ের প্রথম দিনে’। বাংলা রূপান্তর করেছেন গৌতম চৌধুরী। নাটকটি আগামী ছাব্বিশে এপ্রিল সন্ধে ছ’টায় তপন থিয়েটারে অভিনীত হতে চলেছে। মোহন রাকেশ নাটকটি লিখেছিলেন উনিশো আটান্ন সালে।
বিশদ

20th  April, 2019
 চতুর্থ অন্তরঙ্গ চর্যাপদ

 আসানসোল চর্যাপদ বিশ্ব নাট্যবিদসে আয়োজন করেছিল চতুর্থ অন্তরঙ্গ চর্যাপদের। যা আসলে অন্তরঙ্গ নাটকের একটি উৎসব। উৎসব শুরু হয় একটি আলোচনা সভা দিয়ে, যার বিষয়বস্তু ছিল, ‘অন্তরঙ্গ থিয়েটার—প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’। 
বিশদ

20th  April, 2019
দাশরথী রায়কে গানের জগতে
নিয়ে এলেন অকাবাঈ

কলকাতা যে সময়ে বিদ্যাসুন্দর নিয়ে মেতে উঠেছিল, সেই সময়ে গ্রাম বাংলার বুকে ঝড় তুলেছিল পাঁচালি গান। কত রকম পালাগান হত সেই সব পাঁচালি গানের আসরে। কৃষ্ণগান, মঙ্গলকাব্য থেকে বেহুলার ভাসান, লাউসেনের কাহিনী, রামায়ণের গান, মহাভারতের কথা আরও কত কী! গান, দোহার, কাব্য, কথা ইত্যাদির মধ্য দিয়ে একটা কাহিনীকে তুলে ধরা হতো।
বিশদ

20th  April, 2019
সামান্য ভিক্ষুক থেকে যাত্রাভিনেতা
হিসাবে নাম করেছিলেন প্যারীমোহন

 প্যারীমোহনের বেহালার সুরে মজে গেলেন সেই রূপোপজীবিনী। বললেন, যাত্রা করবে ঠাকুর? লিখেছেন সন্দীপন বিশ্বাস। বিশদ

13th  April, 2019
মৃত্যু উপত্যকার উপাখ্যান

বিশাল এই দেশ ভারতবর্ষ। উপমহাদেশ। মহামানবের তীর্থভূমি। বৃহত্তম গণতন্ত্রের দেশ। নানা ভাষা, বর্ণ ও ধর্মের এক অপরূপ মেলবন্ধন। জাতিতে অবশ্য সবাই ভারতীয়। এই দেশ ভালোবাসার দেশ। সবাইকে ভালোবেসে আপন করে নেয় এই দেশ। মহামানবেরা তাঁদের বাণীতেও বলে গেছেন ভালোবাসার কথা, মানবতার কথা। বিশদ

13th  April, 2019
সালকিয়ায় নাট্যোৎসব

 সালকিয়া নাট্যনবিস প্রযোজিত নাটক ‘দুটো দিন’ সম্প্রতি মঞ্চস্থ হল। নাট্যকার ব্রাত্য বসু, আলো, আবহ, মঞ্চসজ্জা ও নির্দেশনা সুব্রত সিংহ। আলো প্রক্ষেপণের দায়িত্বে ছিলেন অরুণ পাত্র।
বিশদ

13th  April, 2019
অন্তরদীপনের নাট্যোৎসব

 অন্তরদীপন সোসাইটি প্রতি বছরের ন্যায় ২০১৮ সালেও ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, তিনদিন ব্যাপী পঞ্চমবর্ষ নাট্যোৎসবের আয়োজন করেছিল পানিহাটি লোকসংস্কৃতি ভবনের বড় হলটিতে।
বিশদ

13th  April, 2019
প্রয়োজন আরও একাগ্রতার

 এ দেশের মানুষ দলতন্ত্র যেমন দেখেছে, তেমন স্বৈরতন্ত্রও দেখেছে। সাম্প্রতিক অতীতে একনায়কতন্ত্রের চরম নিদর্শন তারা প্রত্যক্ষ করেছে। ২০১৬-র ৮ নভেম্বর, এক ভয়ঙ্কর আর্থ-সামাজিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল দেশকে। নোটবন্দী বা ডিমানিটাইজেশনের কারণে।
বিশদ

13th  April, 2019
একাদশ থিয়েলাইট নাট্যোৎসব

 থিয়েলাইট নাট্যদলের একাদশ নাট্যোৎসব এবার অনুষ্ঠিত হল মধ্যমগ্রামের নজরু শতবার্ষিকী সদনে। বরাবরই থিয়েলাইটের নাট্যোৎসব ঘুরেফিরে বাংলার নানা জেলায় হয়। সেই রীতিমাফিক এবার হল উত্তর ২৪ পরগনায়। গত ২২ মার্চ উতসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব পঙ্কজ মুন্সী।
বিশদ

13th  April, 2019
কলকাতা চরৈবেতির নাটক

 কলকাতা চরৈবেতি একটি অপেশাদার নাট্যগোষ্ঠী। এখানকার সবাই নানা পেশায় নিযুক্ত থেকে নেশার টানে নাটক করেন। বিশদ

13th  April, 2019
কোটাল মালিনীকে ধরে নিয়ে যাচ্ছে দেখে
বাবু পানপাত্র ছুঁড়ে মারলেন

 গোপাল উড়ে যেন জাদুকরের মতো। মানুষের মনের ভিতরকার খবর টের পেয়েছিলেন। তাই তিনি তাঁর পালাগানে রসের ভাণ্ড উজাড় করে দিয়েছিলেন। শিক্ষিত শ্রেণী এবং বাবু কলকাতার পাশাপাশি তখন বহিরাগত সাধারণ মানুষেরও বাসস্থান হয়ে উঠেছে এই শহর। তাদের সকলকে চুটকি বিনোদনে মাতিয়ে দিলেন গোপাল।
বিশদ

06th  April, 2019

Pages: 12345

একনজরে
সংবাদদাতা রায়গঞ্জ: নানা অনিয়মের অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলাজুড়ে সমস্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস। অভিযোগ, জেলা ও ব্লক স্তরের ভূমি সংস্কার দপ্তরগুলিতে নানা বেআইনি কাজ হচ্ছে। অনৈতিক ভাবে টাকা নিয়ে গরিব মানুষদের নামে থাকা জমি ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ভারতে একের পর এক পুলিসি অভিযানে ধরা পড়েছে বেশ কয়েকজন জেএমবি জঙ্গি। তাই জায়গা পরিবর্তন করে মধ্য ভারতে ঘাঁটি বানাতে শুরু করেছিল এই জঙ্গি সংগঠনের সদস্যরা।  ...

নয়াদিল্লি, ১৩ আগস্ট (পিটিআই): উন্নাওয়ের নির্যাতিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ২০টি মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশে। মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে সেই মামলাগুলির স্ট্যাটাস রিপোর্ট তলব করার ব্যাপারে অসম্মতি জানাল সুপ্রিম কোর্ট।  ...

প্রসেনজিৎ কোলে, কলকাতা: জোর করে দরজা আটকে পাতাল পথের ট্রেনে ওঠার অভিযোগে এক মাসেই জরিমানা বাবদ আদায় হয়েছে ১০ হাজার টাকা। স্টেশনে চলছে প্রচারও। তবুও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৭- পাকিস্তানের স্বাধীনতা দিবস
১৯৪৮- শেষ ইনিংসে শূন্য রানে আউট হলনে ডন ব্র্যাডম্যান
১৯৫৬- জার্মা নাট্যকার বের্টোল্ট ব্রেখটের মৃত্যু
২০১১- অভিনেতা শাম্মি কাপুরের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.২৭ টাকা ৭১.৯৭ টাকা
পাউন্ড ৮৪.২৫ টাকা ৮৭.৩৭ টাকা
ইউরো ৭৮.০৭ টাকা ৮১.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৪৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৪৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,০০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ শ্রাবণ ১৪২৬, ১৪ আগস্ট ২০১৯, বুধবার, চতুর্দশী ২৬/১৩ দিবা ৩/৪৬। উত্তরাষাঢ়া ০/৫ প্রাতঃ ৫/১৯। সূ উ ৫/১৬/৩৫, অ ৬/৬/১৬, অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১১/১৫ মধ্যে পুনঃ ৩/৩২ গতে ৫/১৫ মধ্যে। রাত্রি ৬/৫২ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি, বারবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ১/১৮ মধ্যে, কালরাত্রি ২/২৯ গতে ৩/৫২ মধ্যে। 
২৮ শ্রাবণ ১৪২৬, ১৪ আগস্ট ২০১৯, বুধবার, চতুর্দশী ২৪/৩১/৩ দিবা ৩/৪/৩। উত্তরাষাঢ়ানক্ষত্র ২/১০/১৭ দিবা ৬/৭/৪৫, সূ উ ৫/১৫/৩৮, অ ৬/৮/৪২, অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১৪ মধ্যে ও ৩/২৮ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/১ মধ্যে ও ১/৩২ গতে ৫/১৬ মধ্যে, বারবেলা ১১/৪২/১০ গতে ১/১৮/৪৮ মধ্যে, কালবেলা ৮/২৮/৫৪ গতে ১০/৫/৩২ মধ্যে, কালরাত্রি ২/২৮/৫৪ গতে ৩/৫২/১৬ মধ্যে। 
১২ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল হবে। বৃষ: কর্মপ্রার্থীদের কর্মলাভ হবে। মিথুন: ফাটকাতে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪৭- পাকিস্তানের স্বাধীনতা দিবস১৯৪৮- শেষ ইনিংসে শূন্য রানে আউট হলনে ...বিশদ

07:03:20 PM

তৃতীয় একদিনের ম্যাচ: বৃষ্টিতে ফের বন্ধ খেলা, ওয়েস্ট ইন্ডিজ ১৫৮/২(২২ওভার)  

09:25:56 PM

তৃতীয় একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১৩১/২(১৫ওভার)  

08:44:01 PM

তৃতীয় একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১১৪/০(১০ ওভার)  

08:19:26 PM

 আগামীকাল কম ট্রেন মেট্রোয়
আগামীকাল ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি থাকায় ...বিশদ

08:12:59 PM