Bartaman Patrika
আমরা মেয়েরা
 

প্রতিটি দিনই হোক নারী দিবস
প্রিয়ব্রত দত্ত

সৃষ্টিশীলতায় ওঁরা স্বাবলম্বী, স্বনির্ভরও। প্রশ্নহীন ভাবেই নারী আজ পার্থিব অনেক কিছুরই নিয়ন্ত্রক। বেশকিছু ক্ষেত্রে পুরুষের সমকক্ষও। তবুও একবিংশ শতাব্দীর নারীর একার লড়াই থামেনি। কমেনি অবজ্ঞা, অপমান, অবমূল্যায়নের অনাচার। সমানাধিকারের সম্মান পেতে, স্বীকৃতির শংসাপত্র অর্জন করতে নারীকে নৈরাজ্যের মুখোমুখি হতে হচ্ছে রোজ। প্রতি পদক্ষেপে। যে অমানবিকতা, শ্রমবৈষম্য দূর করার জন্য পথে নেমেছিলেন মহিলারা, একটা নারী দিবসের আনুষ্ঠানিকতায় সেই সংগ্রাম কি সার্থক হয়েছে? ৮ মার্চ, দপ করে জ্বলে ওঠা শিখার মতো এই একটি দিনের অঙ্গীকার কি বাকি ৩৬৪ দিন নারীর লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারে? 
‘না পারে না’, জড়তাহীন গলায় জবাব প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তীর। বললেন, ‘ইদানীং অনেক রকম দিবস পালন করার হিড়িক উঠেছে। মা দিবস, বাবা দিবস, ভালোবাসা দিবস—একমাত্র ওই দিনটিই পালন করা হয়, তারপর সবাই ভুলে যায়। দিবস মেনে কি নারীদের সত্যি শ্রদ্ধা-সম্মান করা হয়? আদৌ কি কোনও স্বার্থকতা আছে?’ বরং তাঁর সওয়াল স্বনির্ভরতার পক্ষেই। বলেন, ‘নারীরা নিজেদের চেষ্টায় এখন অনেক বেশি আত্মনির্ভরশীল হয়েছে। বহুক্ষেত্রে পুরুষের সাহায্য ছাড়াই নিজেদের সামলে নিতে পারে। এই লড়াই প্রতি মুহূর্তের। তাই আমার কাছে প্রতিটি দিনই নারী দিবস।’ 
‘যদি নারী দিবসে শুধুমাত্র মেয়েদের নিয়ে কথা বলি, তাহলে নিজেদেরই ছোট করব। আমাদের মনটা তুলনায় বড়। আসলে শিক্ষা আর আর্থিক স্থিতিশীলতার অভাবেই বিপরীত লিঙ্গের মানুষ মহিলাদের অমর্যাদা করতে পারে,’ মত অভিনেত্রী ঈশা সাহার। তাঁর বক্তব্য, ‘স্বাধীনতার পর এতগুলো বছর পেরিয়ে গেলেও সমাজের সর্বস্তরে শিক্ষার হার আশানুরূপ নয়। শিক্ষার অভাব থেকেই অর্থনৈতিক বৈষম্যের সূত্রপাত। অন্যদিকে পড়াশোনা করতে গেলে অর্থ চাই। আমি শহরে থাকি। শহরের মেয়েরা নিজেদের সামলে নিতে পারে। যাঁদের সবচেয়ে বেশি দরকার, সেই প্রান্তিক মানুষদের কাছে শিক্ষার সুযোগ আরও বেশি করে পৌঁছনো উচিত। তাহলে নারী-পুরুষ উভয়ের আত্মমর্যাদা বাড়বে। বৈষম্যটা অনেক কমে যাবে।’ ঈশা বললেন, ‘নারী দিবসের ইতিহাসের মধ্যে যেতে চাই না। যে সময়ে যে দাবি নিয়ে নারী দিবসের সূচনা হয়েছিল, তার থেকে মেয়েরা এখন অনেক বেশি স্বাধীন, নিজের লড়াইটা নিজেরা করতে পারে। সর্বস্তরে আর্থিক স্বনির্ভরতা তৈরি হলেই আর আলাদা করে নারী দিবসের কোনও প্রাসঙ্গিকতা থাকবে না।’
আর্থিক সচ্ছলতাই মুক্তির পথ বলে মনে করেন বাচিকশিল্পী ঊর্মিমালা বসু। তাঁর উপলব্ধি, ‘সামগ্রিক পরিস্থিতি খুব একটা এগয়নি। যদি তৃণমূল স্তরের কথা বলি,  সেখানে আশান্বিত হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। যে ভারতের আমি প্রতিনিধি সেটাই তো আমার দেশ নয়, এমন অনেক জায়গা আছে যেখানে এখনও মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হয় না। যে হার্ডলসগুলো থেকে বেরবার জন্য নারী দিবস, সেই মর্যাদা মেয়েরা পান না। শিক্ষিত মানুষরাও দেন না।’ রোজকার জীবনেও এমন অনেক টুকরো অভ্যাসের দিকে আঙুল তুললেন ঊর্মিমালা, যা সত্যিই ভাববার বিষয়। বললেন, ‘মা খবরের কাগজটা পড়ছেন, সন্তান যেকোনও সময় সেটা টেনে নিয়ে পড়তে পারে। স্ত্রীকে স্বামী যখন তখন, যেখানে সেখানে বলতে পারেন, এই তুমি চুপ করতো তো,  কিছু বুঝবে না।
 আসলে ভেতর থেকে বহু বছরের পুরুষতন্ত্রের বদভ্যাসে অজান্তেই মেয়েদের এভাবে ছোট করে দেওয়া হয়।’ এখনকার মেয়েদের ঊর্মিমালার পরামর্শ, ‘স্বাবলম্বী হতে হবে। শুধু লেখাপড়া শিখলেই হল না, মেয়েদের প্রতীজ্ঞা করতে হবে চাকরি করেই বিয়ে করব। যে যাই বলুক, অর্থই হচ্ছে সবচেয়ে বড় অবলম্বন।’
এই সময়ের আর এক জনপ্রিয় বাচিকশিল্পী ছন্দা রায় অবশ্য দিনটি পালনের পক্ষে। বললেন, ‘তাও তো বিশেষ একদিন উপলক্ষে নারীদের উপর ঘটে চলা অত্যাচার, অনাচার নিয়ে সমাজের কিছু স্তরে আলোচনা হয়। মহিলাদের সম্মান ও সুরক্ষার রূপরেখা তৈরির চেষ্টা হয়। এটুকুও অনেক।’ বলে তাঁর সংযোজন, ‘বর্তমান সময় নানা বাধা-বিপত্তি অতিক্রম করে নারীরা এগিয়ে চলেছে, তেমনই এই এগনোকে উচ্ছৃঙ্খলতার দিকে ধাবিত করাও ঠিক নয়। একদিকে যেমন আমরা নারী শোষণ নিয়ে সোচ্চার হচ্ছি, তেমনই একটা স্তরে নারী স্বাধীনতার নামে যথেচ্ছাচারটাও শোভন নয়। সেটা আবার সামাজিক শোষণের পর্যায়ে চলে যাচ্ছে। সেই পরিস্থিতির জন্য আঙুল উঠছে এক শ্রেণির নারীর দিকেই। সামাজিক শিষ্টাচার দুই তরফেই বজায় থাকা উচিত।’
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার উপর জোর দিলেন সঙ্গীত শিল্পী শ্রাবণী সেনও। বললেন, ‘মানছি মেয়েরা আজ অনেক স্বনির্ভর। তবুও সিংহভাগ পিছিয়ে। তাই এতকিছুর পরও বলব, নারীদের আর্থিক নিরাপত্তা নিজেদেরকেই তৈরি করতে হবে। নিজেকেই সবকিছু অর্জন করতে হবে। মেয়ে বলে কেউ একচুল জায়গা ছাড়েও না,  দেয়ও না। সুতরাং যতটুকু করতে হবে নিজেকেই করতে হবে।’
‘আমরা যদি ফেমিনিজম বা ইকোয়ালিটির কথা বলে থাকি তাহলে একইসঙ্গে পুরুষ দিবসও পালন করা উচিত’ বলে মনে করেন সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য চৌধুরি। বললেন, ‘নারী দিবস আসলেই আমরা মেয়েদের অমর্যাদা, অবিচার নিয়ে সরব হই। পুরুষরাও কিন্তু ভায়োলেন্সের  শিকার হন, অনেকক্ষেত্রে আমরা খবরই পাই না। মেয়েদের দুর্দশার প্রতিকারে যেমন মেয়েদেরই বেশি করে এগিয়ে আসা উচিত, তেমনই পুরুষরা অত্যাচারিত হলে সমাজেরই কর্তব্য প্রতিবিধান করার।’ তাঁর  মতে, ‘একটা ছেলে বা মেয়েকে সংবেদনশীল করে গড়ে তোলার দায়িত্ব প্রথমে বাবা-মায়ের। ছোটবেলা থেকেই ছোট ছোট করে সন্তানের মানসিক ও ব্যক্তিত্ব গঠন করাটা জরুরি। তবেই ভবিষ্যতে নারী পুরুষ একে অপরকে শ্রদ্ধা ও সম্মান করবে।’
ছোটপর্দার জনপ্রিয় মুখ অন্বেষা হাজরার কাছেও ‘রোজই নারী দিবস। আলাদা কোনও দিন নয়।’ বরং অন্বেষা নারী দিবসে এই ভাবেই প্রতিটি নারীকে প্রতিনিয়ত দেখতে চান। শারীরিক শক্তিতে মেয়েরা  ছেলেদের থেকে পিছিয়ে মেনে নিয়ে সন্ধ্যাতারা’র ‘সন্ধ্যা’ বললেন, ‘যখন অধিকারের প্রশ্ন আসে তখন সেটা ইকোয়াল হওয়াই উচিত। এটা ওই একদিনের নারী দিবস দিয়ে যাবে না।’ নারী-পুরুষ একে অপরের পরিপূরক বলেই মনে করেন অন্বেষা। ‘মেয়ে বলে আমাকে আলাদা করে মর্যাদা পেতে হবে কেন? সম্মান, মর্যাদা পাওয়ার জন্য একজন পুরুষের যেমন জন্ম হয়েছে, তেমনই আমিও জন্মেছি। কোনও অন্যায় না করলে, ভালো মানুষ হতে পারলে, আমি নিশ্চয়ই সম্মান মর্যাদা পাব। তাই আমার কাছে প্রতিটা দিবসই নারী দিবস।’ অন্বেষার অকপট জবাব। 
08th  March, 2024
আও খেলো মশান হোলি...

মথুরা, শান্তিনিকেতনের সঙ্গে বারাণসীর হোলিখেলার চরিত্রগত কোনও মিল নেই। কাশীতে শিব নিজেই চিতাভস্ম নিয়ে তাঁর অনুচরদের সঙ্গে হোলিখেলায় মেতে ওঠেন। লিখেছেন সন্দীপন বিশ্বাস।
বিশদ

23rd  March, 2024
খেয়াল থাক শিশুর শখে

সন্তানের পছন্দ ও শখকে উদ্ভট অভ্যেস ভাবছেন? ভুল করছেন না তো কোথাও? লিখেছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

23rd  March, 2024
বৃদ্ধ বাবা-মায়ের যত্নে এই প্রজন্ম উদাসীন

চলছে নতুন বিভাগ ‘তর্ক বিতর্ক’। বয়স্ক মা-বাবার খেয়াল রাখে না এখনকার প্রজন্ম— এই মতের পক্ষে ও বিপক্ষে পাঠকদের লেখা বেছে নিয়েছি আমরা। পরের পর্বে আপনিও জানাতে পারেন আপনার মতামত। বিশদ

16th  March, 2024
পরিবারের বাইরে পরিবারের ছায়া  

১৯৬৪ সাল থেকে কাজ করছে  স্বেচ্ছাসেবী সংস্থা ‘এসওএস চিলড্রেন্স ভিলেজেস ইন্ডিয়া’। এ বছর ৬০-এ পা সংস্থার। তার যাত্রাপথ নিয়ে সিইও সুমন্ত কর-এর সঙ্গে কথায় অন্বেষা দত্ত। বিশদ

16th  March, 2024
শাড়ি, স্নিকার্সের দৌড়

শাড়ি এমন এক পোশাক, যে কোনও বয়সের নারীই তাতে সুন্দর হয়ে ওঠে। শাড়ির সঙ্গে স্নিকার্সের মিশেল আধুনিক স্টাইল স্টেটমেন্টও তৈরি করে। কিন্তু শাড়ি এবং স্নিকার্সের সাজে যদি আপনি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, তাহলে কেমন হয়? বিশদ

16th  March, 2024
সামরিক বাহিনীতে মহিলা নিয়োগ

ডেনমার্কের সামরিক বাহিনীতে পুরুষদের পাশাপাশি এবার মহিলাদেরও স্বাগত জানাতে চলেছে সে দেশের সরকার। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন জানিয়েছেন, সামরিক বিভাগে তরুণ প্রজন্মের আরও বেশি করে যোগদানের জন্য এই সংশোধিত নীতিটি তৈরি করা হয়েছে। বিশদ

16th  March, 2024
ট্রেন সফরে গান

ট্রেনে সফরকালীন আপনি গলা ছেড়ে গান গাইতে পারেন। আবার গুনগুন করে সুরও ভাঁজতে পারেন। কিন্তু সেই গানের ভিডিও যদি রেল কর্তৃপক্ষ সমাজমাধ্যমে শেয়ার করেন, তাহলে তো আপনি শিরোনামে। এমনই ঘটনার সম্মুখীন হলেন একদল মহিলা। বিশদ

16th  March, 2024
সাইবার অপরাধ এড়ান

‘আইনি সমাধান’-এ আজকের বিষয়- সাইবার অপরাধের আওতায় কী কী রয়েছে? তার সমাধানই বা কী? পরামর্শ দিলেন সাইবার আইন বিশেষজ্ঞ রাজর্ষি রায়চৌধুরী। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

09th  March, 2024
ঋতু পরিবর্তনে সন্তানের যত্ন

ভারত গ্রীষ্মপ্রধান দেশ। দিনে দিনে বাড়তে থাকা দূষণ, পৃথিবীর উষ্ণায়নের কারণে ছ’টি ঋতু যে আলাদা ভাবে অনুভূত হয়, তা নয়। কিন্তু ঋতু পরিবর্তনের সময় বিশেষ সাবধানতা জরুরি। বসন্ত এমনিতেই রোগ-ব্যাধির সময়। বিশদ

09th  March, 2024
পরিবেশ আন্দোলনে নারী

পরিবেশ দূষণ অনিয়ন্ত্রিত পর্যায়ে পৌঁছে যাচ্ছে ক্রমশ। তা রুখতে গিয়ে দেশে-বিদেশে মহিলাদের অবদান প্রচুর। জানালেন পরাগ রঞ্জন দত্ত। বিশদ

09th  March, 2024
আইপিএস  অনুকৃতি

 নাসার মোটা মাইনের চাকরি ছেড়ে আইপিএসের চাকরিতে যোগদান! এমনও হয়? হ্যাঁ। এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন অনুকৃতি শর্মা। রাজস্থানের জয়পুরের এই মেয়েটি ইউপিএসসি ২০২০ সালের ব্যাচের ছাত্রী। বিশদ

09th  March, 2024
স্বশিক্ষিত চিত্রগ্রাহক

ছবি তোলার নেশা তাঁকে ৭০ বছর বয়সে স্বশিক্ষিত ফোটোগ্রাফার বানিয়ে ফেলেছে। তিনি সৌমি মিত্র। অল্প বয়স থেকেই চারপাশের জগৎ তাঁকে টানত। দৈনন্দিন কেজো রাস্তা, বস্তির জীবনযাত্রা যেমন আকর্ষণ করেছে তাঁকে তেমনই আবার প্রকৃতির টানও তিনি অনুভব করেছেন সবসময়। বিশদ

09th  March, 2024
গ্রামের মহিলাদের স্বনির্ভরতার খোঁজে

সাশা। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি বহুদিন ধরেই গ্রামের মহিলাদের নিয়ে কাজ করছে। তাদের সমাজে উল্লেখযোগ্য করে তুলতেই ব্রতী এই সংস্থাটি। গতকাল নারীদিবস উপলক্ষ্যে মহিলাদের হস্তশিল্প নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সাশার তরফে। বিশদ

09th  March, 2024
আমি সেই মেয়েটি...
জয়তী রায়

‘আমিই সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন...’ বিশদ

08th  March, 2024
একনজরে
লোকসভা ভোটের আগে যেনতেন প্রকারে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করাই বিজেপির কৌশল। সেই লক্ষ্যে  ভূপতিনগর থানার ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচবজরী গ্রামে সালিশি সভা বসিয়ে তৃণমূল কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল বিজেপির লোকজনের বিরুদ্ধে ...

শুধু ভারত নয়, বিশ্বের দরবারে ধনেখালির পরিচিতি তাঁতের শাড়ির জন্য। তবে এখন আর ধনেখালিতে হাতে টানা তাঁতের মাকুর ঠক ঠক শব্দ সেভাবে শুনতে পাওয়া যায় ...

দুই প্রার্থীকেই মানছি না। দু’জনকেই পরিবর্তন করতে হবে। এমনই দাবিতে বুধবার ভগবানগোলার বরবরিয়ায় রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। ...

বাল্টিমোর ব্রিজ দুর্ঘটনায় ভারতীয় নাবিকদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সময়ে উদ্ধারকাজ শেষ করায় স্থানীয় প্রশাসনেরও প্রশংসা করেছেন তিনি। মঙ্গলবার পণ্যবাহী ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গৃহে শুভকর্মের প্রস্তুতি ও ব্যস্ততা। হস্তশিল্পীদের নৈপুণ্য ও প্রতিভার বিকাশে আয় বৃদ্ধি। বিদ্যায় উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৮: রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্ম
১৯২৬: ক্রিকেটার পলি উমরিগড়ের জন্ম
১৯৩০: কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়
১৯৩০: বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীতশিল্পী মীরা বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৪১: কলকাতা থেকে মহানিষ্ক্রমণের পর নেতাজি সুভাষচন্দ্র বার্লিন পৌঁছালেন
১৯৪২: রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন
১৯৫৪: অভিনেত্রী মুনমুন সেনের জন্ম
১৯৭৫: অভিনেতা অক্ষয় খান্নার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৬ টাকা ৮৩.৯৫ টাকা
পাউন্ড ১০৩.৯১ টাকা ১০৬.৫৪ টাকা
ইউরো ৮৯.০৮ টাকা ৯১.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬৬,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬৭,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৩,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৪,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৪,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ চৈত্র, ১৪৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। তৃতীয়া ৩৩/২১ রাত্রি ৬/৫৭। স্বাতী নক্ষত্র ৩২/৩৪ রাত্রি ৬/৩৮। সূর্যোদয় ৫/৩৬/৪৮, সূর্যাস্ত ৫/৪৬/৪৮। অমৃতযোগ রাত্রি ১২/৫২ গতে ৩/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১০/২৮ গতে ১২/৫৫ মধ্যে। বারবেলা ২/৪৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪১ গতে ১/১১ মধ্যে। 
১৪ চৈত্র, ১৪৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। তৃতীয়া অপরাহ্ন ৪/৩৬। স্বাতী নক্ষত্র অপরাহ্ন ৪/৪৩। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ রাত্রি ১২/৪৬ গতে ৩/৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/২২ গতে ১২/৫২ মধ্যে। কালবেলা ২/৪৫ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/১২ মধ্যে। 
১৭ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: দিল্লিকে ১২ রানে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান

11:38:34 PM

আইপিএল: ৯ রানে আউট অভিষেক, দিল্লি ১২২/৫ (১৫.৩ ওভার), টার্গেট ১৮৬

11:13:01 PM

আইপিএল: ২৮ রানে আউট পন্থ, দিল্লি ১০৫/৪ (১৩.১ ওভার), টার্গেট ১৮৬

11:02:01 PM

আইপিএল: ৪৯ রানে আউট ওয়ার্নার, দিল্লি ৯৭/৩ (১১.২ ওভার), টার্গেট ১৮৬

10:49:56 PM

আইপিএল: দিল্লি ৭৩/২ (৮ ওভার), টার্গেট ১৮৬

10:36:51 PM

আইপিএল: ০ রানে আউট রিকি, দিল্লি ৩০/২ (৩.৪ ওভার), টার্গেট ১৮৬

10:13:27 PM