কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
অ্যাপার্টমেন্ট ওনারশিপ আইন সংশোধন: বড় আবাসন কমপ্লেক্সগুলিতে আবাসিকদের বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলিকে যুক্ত করে ফেডারেশন গঠনের ব্যবস্থা করতে এদিন বিধানসভায় সংশোধনী বিল পাশ হয়েছে। এখন বড় আবাসনগুলিতে নানা শ্রেণীর অনেক ব্লক তৈরি হয়। আবাসনের রক্ষণাবেক্ষণের জন্য তাই ফেডারেশন তৈরির প্রয়োজন হয়ে পড়েছে বলে আবাসনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। এই ব্যবস্থা বেসরকারি আবাসন কমপ্লেক্সগুলির জন্য প্রযোজ্য হবে। আবাসনমন্ত্রী জানান, প্রোমোটারদের নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে রিয়েল এস্টেট আইন এরাজ্যে কার্যকর হয়ে গিয়েছে। বিশেষ অথরিটির কাছে নাম নথিভুক্ত করেই বেসরকারি উদ্যোগীরা আবাসন নির্মাণ করতে পারবেন।