বিদ্যায় অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। প্রেম-প্রীতিতে আগ্রহ বাড়বে। নতুন ... বিশদ
তাদের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরের পতাকা এবং কাশ্মীরে ভারত অত্যাচার অভিযোগ সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন পাকিস্তানিরাও। আচমকাই তাদের মধ্যে থেকে কমলা মুখোশ পরা একদল বিক্ষোভকারী দূতাবাসের বাইরে ভারতের পতাকা ছিঁড়ে তা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। যা দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত ভারতীয়রা। তখনই তাঁদের উপর চড়াও হয় ওই কমলা মুখোশধারীরা। ভারতীয়দের মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়। প্রথমে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় লন্ডন পুলিস। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিস ছিল না বলে অভিযোগ করেছেন সেখানে উপস্থিত ভারতীয়রা। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। সেদিনের ঘটনায় একজন শান্তিভঙ্গকারীকে গ্রেপ্তার করেও, পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিস। তবে সেদিনের বিক্ষোভে কোনও রক্তপাত হয়নি বলেও দাবি করেছে তারা। এদিকে, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় পার্লামেন্ট স্কোয়্যারের বিক্ষোভ থেকে শুরু করে সাম্প্রতিক এই ঘটনায় ব্রিটিশ প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন অনাবাসী ভারতীয়রা।