বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
দ্বিতীয় দফায় পোর্টাল খুলে এমন বহু কলেজই বেশ কিছু বাড়তি আবেদন পেয়েছিল। প্রথমবারের চেয়ে ভর্তির সংখ্যাও বেড়েছিল বলে তারা দাবি করে। কিন্তু একই সঙ্গে এমন কিছু কলেজ আছে, যেখানে সাধারণ পড়ুয়ার আসন তেমন খালি না থাকলেও, সংরক্ষিত আসনগুলিতেই বেশি ফাঁকা রয়েছে। সেই নিয়ে অনেকেই শিক্ষা দপ্তরের কাছে ভর্তির সময় আরও কিছুটা বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই মতো দপ্তরের তরফে তা মঞ্জুর করা হয়। মণীন্দ্রচন্দ্র কলেজ হ্যাকিংয়ের শিকার হয়েছিল। তাদের এখনও পর্যন্ত ১৬৯০টি আসনের মধ্যে ১০৬০টি ভরেছে। অন্যান্যবার গড়ে তাদের ১২০০-১৩০০র মতো আসন ভরে। তাই তারা চেয়েছিল আরও কিছুটা সময় দেওয়া হোক। অধ্যক্ষ মন্টুরাম সামন্ত বলেন, আমরা বুধবার ভর্তির সময় বাড়ানো নিয়ে চিঠি দিয়েছিলাম। এতটা সময় দিয়ে ভালোই করেছে সরকার। আমাদের সংরক্ষিত আসনই বেশি খালি রয়েছে। তাই সেগুলি অসংরক্ষিত করে দেওয়ার জন্য আর্জি জানাব। অন্যদিকে, সুরেন্দ্রনাথ কলেজও কয়েকটি বিষয়ের জন্য পোর্টাল খুলবে বলে ঠিক করেছে। অধ্যক্ষ ইন্দ্রনীল কর বলেন, অর্থনীতি, দর্শন এবং সংস্কৃত বিষয়ে আসন খালি রয়েছে। তাই সেগুলিতে আরও কিছু পড়ুয়া যাতে হয়, তার জন্য কয়েকদিনের মধ্যে ফের পোর্টাল খোলা হবে। কলেজ সূত্রে খবর, সেগুলিতে মোট ২৪০০টি আসন। ভরেছে কমবেশি ১২০০-র মতো।