বিদ্যা ও কর্মে উন্নতির যুগ অর্থকরি দিকটি কমবেশি শুভ। মানসিক চঞ্চলতা ও অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের ... বিশদ
স্থানীয়দের দাবি, প্রায়ই ওই আবর্জনার স্তূপে আগুন লেগে যাচ্ছে। আর এর পাশেই রয়েছে ধূপগুড়ি বাজার। ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনিতেই অতীতে বিধ্বংসী আগুনে ধূপগুড়ি বাজার ভস্মীভূত হয়েছে। তবে এবিষয়ে অনেকেই ধূপগুড়ি পুরসভার ব্যর্থতার দিকে আগুন আঙুল তুলছে। অভিযোগ, ধূপগুড়ি পুরসভা গ্রিন তকমা পেলেও এখনও পর্যন্ত ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে পারেনি। বাধ্য হয়ে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলতে হয়। শহরের এক বাসিন্দা গোপাল সরকার বলেন, নোংরা আবর্জনা ফেলার জায়গা নেই। তাই বাজারের সমস্ত নোংরা আবর্জনা নদীতে ফেলা হয়। সেখানে প্রায়ই কে বা কাহারা আগুন ধরিয়ে দিচ্ছে। ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে খুব শীঘ্রই ধূপগুড়ি পুরসভায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসনিক বোর্ড। পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে।