Bartaman Patrika
 

কুয়াশা ঘেরা তুরুক
অজন্তা সিনহা

যাত্রা শুরু 
শিলিগুড়ি শহর ছাড়িয়ে সুকনা জঙ্গলে ঢুকতেই আকাশের মুখ ভার। সকালে কিন্তু দিব্যি পরিষ্কার ছিল ! যাই হোক, সুকনা পেরিয়ে চড়াই-মুখী হল আমাদের গাড়ি। সফরসঙ্গী কলকাতার প্রাক্তন ফুটবল তারকা ও উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ী দম্পতি। বেশ কয়েকটি হেয়ারপিন বেন্ড পার হয়ে পৌঁছলাম রোহিণী। ব্রেকফাস্ট পথের পাশের এক নেপালি রেস্তরাঁয়। প্রায় তেল/ঘি-বিহীন পরোটা আর ঘুগনি, সঙ্গে চা। তারপর আবার যাত্রা! ততক্ষণে কুয়াশা পুরো ঢেকে দিয়েছে চরাচর। 

কুয়াশা মাখা পথ
কিছুদূর যাওয়ার পর কার্শিয়াং শহর পেরিয়ে গাড়ি ডানদিকের কোনাকুনি একটি পথ ধরল। খুব সাবধানে গাড়ি চলছিল। কুয়াশায় এক হাত দূরে কী আছে দেখা যায় না। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে, ক্রমাগত হর্ন দিতে দিতে এগয় গাড়ি। গা ছমছমে পরিবেশ। এই অঞ্চলের পাইনের সৌন্দর্য সর্বজনবিদিত। সেই পাইনের বনেই না জানি কত রহস্য দানা বেঁধেছে। পাহাড় পাগলদের তো পাহাড়ের সবই ভালো লাগে! এই ভালো লাগা মন নিয়েই পৌঁছলাম তুরুকের একটি হোম স্টে-র দরজায়। ঘরগুলি সুন্দর সাজানো। বিশেষত কাঠের কটেজ দু’টি তো অপূর্ব! ব্যালকনিতে দাঁড়ালেই ক্যানভাসে সারি সারি পাহাড়, ছোট ছোট বাড়িঘর আর জঙ্গল।  

চিকেনের আমিরি খানা 
আবহাওয়া তখনও কুয়াশাচ্ছন্ন। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য নেমে এলাম এক ধাপ নীচে। খিদে পেয়েছে জব্বর। হোম স্টে-র কিচেনেই খাবার ব্যবস্থা। ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, চাটনি, আচার আর চিকেনের দুরন্ত এক প্রিপারেশন। পাক্কা নেপালি রেসিপিতে তৈরি এই পদটি প্রস্তুত হয়েছে যাঁর খুন্তি-কড়াইয়ের শিল্পে, তিনি হলেন হোম স্টে মালিকের বড় ছেলে আমির। কাছেই একটা মেলা হচ্ছে, সেখানে স্টল দিয়েছেন আমিরের মা। ছোট ভাই অভিষেককে নিয়ে আপ্যায়ন করলেন আমাদের। 

কমলা বাগান ও পর্যটন
আমিরের মায়ের একটা দোকান আছে হোম স্টে-র পাশেই । পাহাড়ি গ্রামের দোকানগুলো যেমন হয় ! চাল-ডাল, তেল-নুন, লজেন্স-বিস্কুট থেকে ঝাড়ু-বালতি-জুতো, এমনকী পাওয়া যায় কিছু ওষুধপত্রও। গ্রামে বাস করেন ৬০/৬৫ ঘর মানুষ। কমলালেবু চাষ এখানকার মুখ্য জীবিকা, যা পর্যটকদের কাছেও প্রবল আকর্ষণীয়। তুরুক থেকে কিছুটা দূরেই বেশ কয়েকটি কমলা বাগান। সেখানে দেখা শুধু নয়, গাছপাকা কমলালেবু চেখে নেওয়ার সুযোগও পান পর্যটকরা। ভারী মিষ্টি তার স্বাদ। 

অন্যান্য চাষ ও ভিন্ন পেশা
ভুট্টা,আদা ও এলাচ চাষের সঙ্গে নানা ধরনের সব্জি। খেতের টাটকা গাজর, বিন, সিম, সব ধরনের কপি, রাইশাক, স্কোয়াশ, পালং, আলু, শসা, করলা, কুমড়ো, মটরশুঁটি পাবেন খাবার টেবিলে। কৃষিকাজে এখানকার মানুষ রাসায়নিক সার প্রয়োগ করেন না। ফলে, শাকসব্জি অতীব সুস্বাদু । প্রায় সবার বাড়িতেই আছে গোরু, ছাগল, মুরগি। দুধ বা ডিম, মুরগির মাংসও বিক্রি করেন কেউ কেউ। আগ্রহ বাড়ছে পর্যটন ব্যবসায়, পুরো অঞ্চল জুড়ে এখন বেশ কয়েকটি হোম স্টে। ছুতোরের কাজও করেন কেউ কেউ। আছেন ড্রাইভিং পেশার মানুষ। তরুণরা বেশ পছন্দ করেন সেনাবাহিনীর কাজ। নার্স, বিউটি পার্লার, হোটেলের কাজ নিয়ে বাইরে চলে যাওয়া ইদানীং পাহাড়ে যথেষ্ট বেড়েছে। তুরুকেও তার নিদর্শন চোখে পড়ে।  

ভৌগোলিক অবস্থান
ইয়াং নদীর বিস্তৃত উপত্যকা ঘিরে গড়ে উঠেছে সিটং। সিটং আদতে খাসমহল, অনেকগুলি ছোট ছোট গ্রামের সমষ্টি। তারই একটি মিডল তুরুক। অবস্থান সিটং ২-এ । উচ্চতা মোটামুটি ৪ হাজার ফুট। সকলেই প্রায় নেপালি ভাষাভাষী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। মিলেমিশে পালন করেন দুর্গাপুজো, দশেরা, দেওয়ালি, বড়দিন, লোসার বা বুদ্ধ পূর্ণিমা। কাছেই রয়েছে একটা ঝর্ণা আর কিছু দূরে খানিকটা উঁচুতে এক গুম্ফা। ট্রেক করে উঠতে হয়। ঝর্ণা আপাতত দৃশ্যমান নয়। শুনলাম, বর্ষায় একেবারে আপন বেগে চলমান তিনি। গুম্ফাটি খুব পুরনো না হলেও দেখে প্রাচীনতার অনুভূতি মেলে।

মেলায় মেলামেলি 
লাঞ্চের পরও আকাশের মুড ভালো হল না। ঠান্ডা বেড়েছে। তার মধ্যেই পায়ে হেঁটে ঘোরাঘুরি। মাঘ মাসের আগমন, তাই মাঘী মেলা বসেছে কাছের এক খোলা প্রান্তরে। বুড়ির মাথার পাকা চুল (ক্যান্ডি), ফুচকা, ঘুগনির পাশাপাশি রয়েছে হস্তশিল্প, ঘরসংসারের সরঞ্জাম, কিছু শীতের ফ্যাশনেবল জামাকাপড়। সাজগোজের সরঞ্জামও চোখে পড়ল। মাইকে বাজছে নেপালি গান। নাগরদোলাও আছে। জমজমাট এই মেলা ছেড়ে ঘরে আসা দায়। কিন্তু ঠান্ডার চোটে ফিরতেই হল। ফেরার পথে মুগ্ধ করা পাইনের সৌন্দর্য। এছাড়াও আছে  নানা জাতের গাছ। কোথাও কোথাও জঙ্গল বেশ ঘন। শুনলাম গ্রামে লেপার্ড হানা দেয় সুযোগ পেলেই। পোষা কুকুর, ছাগল ধরে নিয়ে যায়। ইতস্তত চোখে পড়ে খরগোশ, হরিণ ও ভালুক। অঞ্চলটি পক্ষীপ্রেমীদের স্বর্গ! ফুলের মরশুমে রঙের ছড়াছড়ি, প্রজাপতিদের ব্যস্ত উড়ান তখন। ডিনারে রুটি আর চিকেনের একটা হালকা পদ। দ্রুত ঘুম নামে চোখে।  

আশপাশে দ্রষ্টব্য
দু’টি দিন অনায়াসে কাটানো যায় তুরুকে। একটি দিন থাকুক সাইট সিয়িংয়ের জন্য। যেতে পারেন রবীন্দ্রস্মৃতি বিজড়িত মংপু । মনে রাখার মতো অভিজ্ঞতা হবে অহলদারা ভিউ পয়েন্ট থেকে একই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা দর্শন। এছাড়াও বেশ ভালো মহানন্দা ফরেস্ট রেঞ্জের উচ্চতম অঞ্চল লাটপাঞ্চার, নামথিং লেক (ভাগ্যে থাকলে দর্শন হয়ে যেতে পারে বিরল প্রজাতির সালামান্দার), ইয়াং নদী এবং কমলা বাগান। 

জরুরি তথ্য
এনজেপি/শিলিগুড়ি/বাগডোগড়া থেকে রিজার্ভ গাড়ির ভাড়া ৩ হাজার টাকা। এছাড়া সার্ভিস বা শেয়ার গাড়িতে এনজেপি/শিলিগুড়ি থেকে কার্শিয়াং, ভাড়া মাথাপিছু ১০০-১৫০ টাকা। ছাড়ে শিলিগুড়ি জংশন/তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে সকাল ৮টায়। কার্শিয়াং থেকে মিডল তুরুক যাওয়ার গাড়ি দুপুর ১টা থেকে ২-৩০ মিনিট পর্যন্ত পাওয়া যায়, ভাড়া মাথাপিছু ১০০ টাকা। ফেরার জন্য— মিডল তুরুক থেকে কার্শিয়াং সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সব গাড়ি ছেড়ে দেয়। থাকা-খাওয়ার খরচ মাথাপিছু প্রত্যহ ১২০০ টাকা। দুপুর ও রাতের খাবারের জন্য পাবেন ভাত, রুটি, ডাল, ভাজি, সব্জি, চিকেন, ডিম। পুরি/রুটি-সব্জি, টোস্ট-অমলেট, ওয়াইওয়াই, চাউমিন, মোমো, পকোড়া ব্রেকফাস্ট ও স্ন্যাক্সের জন্য মেলে। গিজার, রুম হিটার ও ওয়াই-ফাইয়ের ব্যবস্থা আছে। সাইট সিয়িংয়ের বন্দোবস্ত আছে। বর্ষা বাদ দিয়ে বছরের যে কোনও সময় যেতে পারেন।
ছবি: লেখক
14th  February, 2021
হিমাচলে 
অ্যাডভেঞ্চার ট্যুরিজম

হিমাচলের কাংড়া, কুলু, মাণ্ডি, চাম্বা, সিমলায় শুরু হয়েছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। মূলত হিমাচলের অপরিচিত জায়গাগুলোকে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ। বিশদ

14th  March, 2021
চীনের ভ্যাকসিন
পাসপোর্ট

 

কোভিড-১৯ এর উৎপত্তিস্থল চীন। আবার এরাই প্রথম ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে এল গ্লোবাল পর্যটনের জন্য। কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যটন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। যত্রতত্র যাওয়া সহজ নয়। বিশদ

14th  March, 2021
তিন অরণ্যে 
নাইট সাফারি

এবার মধ্যপ্রদেশের তিন অরণ্য কানহা, বান্ধবগড় ও পেঞ্চে শুরু হল নাইট সাফারি। বাফার জোনে হলেও জঙ্গলের রোমাঞ্চ পাবেন পর্যটকরা। বিশদ

14th  March, 2021
সিকিম প্রবেশে কড়াকড়ি

 দেশের নানা প্রান্তে ফের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সতর্ক হল সিকিম। পাহাড়ি এই রাজ্য সরকারিভাবে পাঁচটি রাজ্য থেকে আসা পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশদ

14th  March, 2021
শহরের বুকে ভ্রমণ মেলা 

করোনা এখনও চোখ রাঙাচ্ছে। আনচান করা মনকে অক্সিজেন জোগাতে চলছে ফেয়ার ফেস্ট মিডিয়ার টিটিএফ। গৃহবন্দি মানুষকে আবার বেড়িয়ে পড়ার আমন্ত্রণ। পুজোর আগে এই মেলার অপেক্ষায় থাকে ঘরছুট বাঙালি। কোন রাজ্য নতুন কী সন্ধান দেয় তার জন্য। যেন পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন।  
বিশদ

28th  February, 2021
টিকটক 

‘টাইগার স্টেট’ মধ্যপ্রদেশের বান্ধবগড়ে এবার হট এয়ার বেলুনে চেপে জঙ্গল সাফারির ব্যবস্থা করা হয়েছে। উপর থেকে লক্ষ করা যাবে বন্যপ্রাণের গতিবিধি। ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্রে এই ধরনের অ্যাডভেঞ্চার সাফারি দেশে প্রথম। সাফারির জন্য ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা সময় নির্ধারিত হয়েছে। 
বিশদ

28th  February, 2021
মন্দিরনগরী বিষ্ণুপুর 

পশ্চিমবঙ্গের মন্দিরনগরী বিষ্ণুপুর। বাঁকুড়া জেলার এই শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে মল্ল রাজাদের তৈরি টেরাকোটার সুন্দর সুন্দর অসংখ্য মন্দির। হাওড়া থেকে ট্রেনে মাত্র ৪ ঘণ্টার পথ। শরৎ ও শীতকাল বিষ্ণুপুর যাওয়ার উপযুক্ত সময়।  
বিশদ

28th  February, 2021
দেবভূমিতে বিচরণ

ছোটবেলা থেকে ইচ্ছা জেগেছিল মায়ের মুখে কেদারনাথ ধামের গল্প শুনে। তাই ছুটিটা পেয়েই মাথায় এল ছোটবেলার স্বপ্নপূরণের ইচ্ছা। কেটে ফেললাম দুন এক্সপ্রেসের টিকিট। ট্রেনে যেতে যেতেই আলাপ হল এক বাঙালি পরিবারের সঙ্গে।   বিশদ

28th  February, 2021
জীবাশ্মের খোঁজে লালমাটির দেশে 

রাজস্থানের জয়সলমির বেড়াতে গিয়ে অনেকেই হয়তো অকাল উড ফসিল পার্ক দেখে এসেছেন। থর মরুভূমির কোলে অবস্থিত এই জীবাশ্ম উদ্যানটি প্রমাণ করে যে, প্রায় ১৮ কোটি বছর আগে এখানে বিশাল জঙ্গল ছিল।  
বিশদ

28th  February, 2021
ফুলের উপত্যকা

পশ্চিমবঙ্গের ‘ফুলের উপত্যকা’- ক্ষীরাই। হাওড়া থেকে ট্রেনে ঘণ্টা দুয়েকের পথ। যাওয়ার শ্রেষ্ঠ সময় জানুয়ারি। শীতের হিমেল রোদে গা ভাসিয়ে দিয়ে পিকনিকের মজাও নেওয়া যায় কাঁসাই নদীর ধারে। বিশদ

14th  February, 2021
পর্যটন মেলা

করোনার ভীতি কাটিয়ে শুরু হতে চলেছে ‘টার্ন দ্য হুইল’— পর্যটন, খাদ্য ও হস্তশিল্প মেলা। সল্টলেকের ঐকতানে আয়োজন করা হয়েছে এই মেলার। চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই মেলায় থাকছে প্রায় ১০০টির মতো স্টল। পিছিয়ে পড়া হস্তশিল্পী ও মহামারীর জেরে ধুঁকতে থাকা পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই উদ্যোগ। বিশদ

14th  February, 2021
জয় জগন্নাথ বলে চলুন পুরী

চার ধাম— দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম ও পুরী। মনে করা হয়, শ্রীবিষ্ণু দ্বারকায় বিশ্রাম নেন, বদ্রীনাথে ধ্যানমগ্ন হন, রামেশ্বরমে স্নান করেন এবং পুরী ধামে আহার সারেন। এই জন্যই পুরীকে চারধামের এক ধাম বলা হয়। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই পুরী বিশ্বের আপামর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অতীব পুণ্যস্থান।
বিশদ

31st  January, 2021
টিকটক

যেতে পারেন ভিতরকণিকা: নিউ নর্মালে ওড়িশার ভিতরকণিকা জঙ্গলে প্রবেশের অনুমতি মিলল পর্যটকদের। বিশদ

31st  January, 2021
উইকএন্ড ট্যুরে আগ্রহ বাড়ছে রাজ্যে
শীত যাওয়ার পরও ব্যবসা
চলবে, আশায় ব্যবসায়ীরা

নভেম্বর থেকেই একটু একটু করে ঘুরতে শুরু করেছিল পরিস্থিতি। বড় প্যাকেজ ছেড়ে ছোটখাট বাজেটের ট্যুরে বেরিয়ে পড়তে শুরু করেছিলেন ভ্রমণপিপাসুরা। জানুয়ারিতেও সেই ধারা অব্যহত। রাজ্যের মধ্যেই যেভাবে উইকএন্ড ট্যুর বাড়ছে, তাতে আশার আলো দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। বিশদ

21st  January, 2021

Pages: 12345

একনজরে
ফি-বছর ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিনত হয় দমদম ও দক্ষিন দমদম পুরসভার বিস্তীর্ন এলাকা। তাই মরসুমের শুরু থেকেই এবার সতর্ক পা ফেলতে চাইছে দমদম। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আজ ব্যবসাদিক্ষেত্রে শুভ অগ্রগতি হতে পারে। কর্মস্থলে জটিলতা কমবে। অর্থাগম যোগ আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১১১২: ইতিহাসের এই দিনে চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ করেন
১৫১৯: কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যু
১৮৮৩:  শ্রীরামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ঘটে কলকাতার কাশীশ্বর মিত্রের নন্দনবাগান বাড়িতে
১৯০৮: বিপ্লবী প্রফুল্ল চাকীর মৃত্যু
১৯২১: চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম
১৯৩১: বিশিষ্ট গীতিকার ও সুরকার পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৫৯: ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা, বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা কলকাতায় প্রতিষ্ঠিত হয়
১৯৬৯: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ব্রায়ান লারার জন্ম
১৯৭৫: ইংরেজ ফুটবলার ডেভিড বেকহ্যামের জন্ম
২০০৮: মায়ানমারে ‘নার্গিস’ ঝড়ে মৃত্যু অন্তত ১ লক্ষ ৩৮ হাজার মানুষের
২০১১: অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে নিহত আল কায়দার জঙ্গি ওসামা বিন লাদেন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬১ টাকা ৮৫.০৫ টাকা
পাউন্ড ১০২.২৬ টাকা ১০৬.৭৪ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  May, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
01st  May, 2024

দিন পঞ্জিকা

১৮ বৈশাখ, ১৪৩১, বুধবার, ১ মে ২০২৪। সপ্তমী ১/৩৮ প্রাতঃ ৫/৪৭ পরে অষ্টমী ৫৭/১৫ রাত্রি ৪/২। শ্রবণা নক্ষত্র ৫৫/৮ রাত্রি ৩/১১। সূর্যোদয় ৫/৭/৫৮, সূর্যাস্ত ৫/৫৯/২৯। অমৃতযোগ প্রাতঃ ৬/৫০ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১১/৮ মধ্যে পুনঃ ৩/২৫ গতে ৫/৯ মধ্যে। রাত্রি ৬/৪৩ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১/২৫ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৫ মধ্যে। রাত্রি ৮/৫৮ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/২১ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ২/২১ গতে ৩/৪৪ মধ্যে। 
১৮ বৈশাখ, ১৪৩১, বুধবার, ১ মে ২০২৪। অষ্টমী রাত্রি ১২/৪৯। শ্রবণা নক্ষত্র রাত্রি ১২/২৩। সূর্যোদয় ৫/৯, সূর্যাস্ত ৬/১। অমৃতযোগ দিবা ৬/৪৪ মধ্যে ও ৯/২১ গতে ১১/৬ মধ্যে ও ৩/২৮ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৯ গতে ৯/০ মধ্যে ও ১/২১ গতে ৫/৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৪ গতে ৩/২৮ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২২ গতে ৯/৫৮ মধ্যে ও ১১/৩৫ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২২ গতে ৩/৪৫ মধ্যে। 
২১ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থানকে ১ রানে হারাল হায়দরাবাদ

11:37:08 PM

আইপিএল: ১৩ রানে আউট হেটমার, রাজস্থান ১৮১/৫(১৭.৪ ওভার)(টার্গেট ২০২)

11:18:32 PM

আইপিএল: ৭৭ রানে আউট পরাগ, রাজস্থান ১৫৯/৪(১৫.৫ ওভার)(টার্গেট ২০২)

11:06:58 PM

আইপিএল: রাজস্থান ১৫৭/৩,(১৫ ওভার) টার্গেট ২০২

11:03:12 PM

আইপিএল: ৬৭ রানে আউট জয়সওয়াল, রাজস্থান ১৩৫/৩(১৩.৩ ওভার)(টার্গেট ২০২)

10:55:32 PM

আইপিএল: রাজস্থান ১০০/২,(১০ ওভার) টার্গেট ২০২

10:35:00 PM