Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

চাপমুক্ত থাকলেই আসবে সাফল্য

শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি কেমন হবে? কোন কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার, তা নিয়ে পরামর্শে বিশিষ্ট মনোবিদ ডাঃ দেবাঞ্জন পান।
 
আর কয়েকদিন বাদেই ছাত্র-ছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে, তা নিয়ে কমবেশি টেনশনে রয়েছে সকলেই। সেইসঙ্গে তাদের অভিভাবকরাও। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি—একেক জন একেকটি পরীক্ষায় বসার শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। প্রস্তুতি কেমন হয়েছে তার উপরেই নির্ভর করবে পরীক্ষা কেমন হবে, সেটা।  
প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে। এই মুহূর্তে প্রস্তুতি মোটামুটি হয়ে যাওয়ার কথা, সেইজন্য আমার কী কী হয়নি সেটার ব্যাপারে বেশি না ভাবাই ভালো। বা আগামী দিনে আমার পরীক্ষার ফলাফল কেমন হবে, তার উপরে আমার ভবিষ্যৎ নির্ভর করছে ইত্যাদি ভাবনাগুলো একদম মন থেকে সরিয়ে ফেলতে হবে। কেননা যত বেশি এই আশঙ্কাগুলো মাথায় কিলবিল করবে, তত বেশি টেনশন, উত্তেজনা বাড়বে। এবং এর ফলে দেখা যায় যে পরীক্ষার যতটুকু প্রিপারেশন হয়েছে সেই পারফরম্যান্সটাও পরীক্ষার খাতায় আসবে না। 
আমরা সবসময় বলি যে, একটু উত্তেজনা বা উদ্বেগ ভালো। সেটা আমাদের পড়াশোনাকে মনে রাখতে সাহায্য করে। বা ওই যে খুব সামান্য টেনশন বা উত্তেজনার ফলে আমাদের  একটা সতর্কভাব থাকে, মস্তিষ্কের সেই সতর্কভাবটা দরকার হয়। কেননা এটা হওয়ার ফলে হয় কী, অন্যান্য যে ডিস্ট্রাকশন যা আমাদের মনকে বিক্ষিপ্ত করে সেগুলো অনেকটা দূরে সরে যায়। কিন্তু সেই সামান্য উদ্বেগটা পেরিয়ে গিয়ে যদি অতিরিক্ত ভাবা হয় যে পরীক্ষা কেমন হবে, আমি সব পারব তো বা এটার উপরেই আগামী দিনে আমার ভবিষ্যৎ নির্ভর করছে! তাহলে এটা এমন মাত্রায় পৌঁছতে পারে যার ফলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেটাকে ডাক্তারি পরিভাষায় বলে ‘সিমপ্যাথেটিক ওভারড্রাইভ’। এর ফলে বুক ধড়ফড় করতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে, রাতে ঘুম কম আসতে পারে। পরীক্ষার প্রস্তুতি কম্প্রোমাইজড হতে পারে। 
সুতরাং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যতটা সম্ভব রিলাক্স থাকা যায়। অথচ পরীক্ষার কথাটা মাথায় রাখব, তবে চাপমুক্ত থাকব। সেইজন্য খুব জরুরি হল একটা হাতেকলমে স্ট্রাকচার বানিয়ে ফেলা। আর কতদিন পরীক্ষার সময় বাকি আছে, এই বাকি সময়ের মধ্যে রিভিশনটা কীভাবে দেব। এবং এই রিভিশনের মধ্যে খুব ভালো হয় যদি যে যে বিষয়গুলোয় আমার একটু কম প্রস্তুতি হয়েছে তারজন্য এই ক’দিনে একটু বেশি সময় রাখা। আর যেগুলোতে আমার মোটামুটি ভালো প্রস্তুতি হয়েছে সেগুলোর জন্য অপেক্ষাকৃত কম সময় রাখা। 
টানা ২ ঘণ্টা বা ৩ ঘণ্টা পড়ার পর খানিকক্ষণের ব্রেক নিয়ে ওই পয়েন্টগুলো ভাবার চেষ্টা করা। এর ফলে হয় কী যে যে জিনিসগুলো পড়লাম সেগুলো কতটা আত্মস্থ হল তা বোঝা যায়। যে যে পয়েন্টগুলো মিস হয়ে যাচ্ছে সেগুলোর জন্য একটা হোয়াইট বোর্ড ব্যবহার করা যেতে পারে। হোয়াইট বোর্ডে পয়েন্টগুলো লিখে রাখতে পারলে ভালো হয়। 
দিনের শেষে রাতের বেলা শুতে যাওয়ার আগে দেখা যাবে ৩ ঘণ্টার একটা স্লটের পরে যে ১৫ মিনিট আমি চোখ বন্ধ করে রিফ্লেকশন করছি যেটা পড়লাম, সেটাতে বেশ কয়েকটা পয়েন্ট জড়ো হয়েছে। সেই পয়েন্টগুলোকে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে আর একবার যে হোয়াইট বোর্ডে কালো বা লাল স্কেচপেনে লেখা আছে, ওগুলোয় একবার চোখ বুলিয়ে নেওয়া। এটা দেখে যদি ধীরে ধীরে ঘুমানোর চেষ্টা করা যায় তাহলে কিন্তু অনেক বেশি মনে বা স্মৃতিতে থেকে যাওয়ার কথা। 
এর সঙ্গে সঙ্গে খুব জরুরি যেটা সেটা হচ্ছে অল্প করে হলেও একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা। কারণ শরীর ফিট না থাকলে মুশকিল। অনেকেরই বিছানায় বসে পড়ার অভ্যাস। যদি চেয়ারে বসেও পড়ে সেখানেও শিঁরদাড়া সোজা করে সবসময় বসা হয় না। ফলে হজমের গণ্ডগোল হয়। আমার যেহেতু শারীরিক প্রস্তুতি কম তার ফলে শরীর ও মস্তিষ্কের মধ্যে যে সংযোগ রয়েছে সেই জায়গাটা বিঘ্নিত হতে পারে। দেখা গিয়েছে যত আমি নিজেকে শারীরিকভাবে ফিট রাখব, তত আমার মস্তিষ্ক ফিট থাকে। সুতরাং কিছুক্ষণের জন্য হলেও হয় স্কিপিং বা জগিং অন্তত ৫-১০ মিনিট করলেও উপকার পাওয়া যাবে। তবে এটা কিন্তু প্রতিদিনই করতে হবে। এর পাশাপাশি যেটা জরুরি, অল্প করে হলেও মন বসানোর জন্য রাত্রে শুতে যাওয়ার আগে মেডিটেশন করা।
কেউ কেউ রাতে পড়তে পছন্দ করে, কেউ আবার পছন্দ করে দিনে পড়তে। এখন এই শেষ সময়ে আর শিডিউলটাকে পরিবর্তন করে কোনও লাভ নেই। যে রাতের বেলা পড়া পছন্দ করে বা করে এসেছে, তাদের জন্য সারা রাত যেমনভাবে তুমি পড়ছ সেটা করেও কিন্তু মাথায় রাখতে হবে তোমার পর্যাপ্ত ঘুম দরকার। সঠিকমাত্রায় ঘুম না হলে যতটুকু পড়া হয়েছে সেটাও কিন্তু মনে রাখতে অসুবিধা হবে। কাজেই রাতে পড়লেও দিনে অন্তত পাঁচ-ছ ঘণ্টা ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তা না হলে যতই রাত জেগে পড়, লাভের লাভ কিছু হবে না। ঠিক একইভাবে সকালে উঠে অনেকের ঝিমুনি আসে। ঝিমুনি এলে সেইসময় ওই ১০-১৫ মিনিটের ব্যায়ামটুকু করে নিলে ওইসব ছোটখাট আলস্যগুলো কমে যায়। 
এর সঙ্গে সঙ্গে খুব জরুরি হাইড্রেশন মেনটেন করা। আমাদের মস্তিষ্ক সবসময় অতিরিক্ত ডিহাইড্রেটেড অবস্থায় খুব ভালো কাজ করতে পারে না। সেইজন্য অনেকসময় পড়তে পড়তে আমরা জল খেতে ভুলে যাই, সেটা কিন্তু ঠিক নয়। তাই জলের সঙ্গে সঙ্গে ফলের রসে যদি চুমুক দেওয়া যায় তবে প্রয়োজনীয় এনার্জিও সংগ্রহ করা যাবে। 
পরীক্ষার্থীদের আর একটা সমস্যা দেখা যায়। মনে হয় যা পড়ছি সবই যেন ভুলে যাচ্ছি।  এরজন্য পড়ুয়ারা যে মনে করার প্রবল চেষ্টা করে, সেটা পরীক্ষার ৭ দিন আগে থেকে বন্ধ করতে হবে। এটা যত বেশি করবে তত মনে না পড়ার সমস্যাটা বেশি হয়ে দেখা দেবে। কারণ আমরা যা পড়ি তার ৩০ শতাংশ এমনিতেই ভুলে যাই। এটাই স্বাভাবিক নিয়ম। সুতরাং সেইসময় যদি আরও বেশি করে মনে করার চেষ্টা করি, তাহলে নিজেকেই আরও বেশি করে উদ্বিগ্ন করে তুলব। তাহলে আরও বেশি করে এগজাম ফোবিয়ায় আক্রান্ত হব। অনেকেরই এই সমস্যা হয়। কারও কারও ক্ষেত্রে সেটা আবার মারাত্মক রকমের বড় আকার ধারণ করে। এমনকী অনেককে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হয়। 
পরীক্ষার ৭ দিন আগে রুটিনটা হবে এরকম—যেভাবে পরীক্ষার সূচি এসেছে আমি শুধু সেই অনুযায়ী রিভিশন দিয়ে যাব। আর পড়ার পরে চোখ বন্ধ করে পয়েন্টগুলো ভাবার চেষ্টা করব। সেগুলো হোয়াইট বোর্ডে লিখে রেখে রাতের বেলা শুতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া।  যে যে জিনিসগুলো একেবারেই পড়া হয়নি, সেই জায়গাগুলো পড়ার জন্য প্রচুর লম্ফঝম্প করে খুব একটা লাভ হবে না। কেননা অধিকাংশরই পড়া এতদিনে হয়ে গিয়েছে। এখন রিভিশনের টাইম। সেই রিভিশন যত স্কিলফুলি করা যাবে তত বেশি পড়া মনে থাকবে। 
10th  January, 2024
বিভিন্ন বোর্ডগুলির দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আসন্ন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এ মাসটা পেরলেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষার মরশুম। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আর সিআইএসসিই-র অধীন আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষার্থীরা অবশ্য কিছুটা বাড়তি সময় পাবে। বিশদ

10th  January, 2024
জাহাজের চাকরি যাদের লক্ষ্য

উচ্চমাধ্যমিক /আইএসসি/ সিবিএসসি ক্লাস টুয়েলভ বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে উপস্থিত হতে হয় জীবনের এক মহা সন্ধিক্ষণে। বেছে নিতে হয় স্বপ্নপূরণের কোনও একটি বিশেষ পথকে—যে পথে আছে সুনিশ্চিত ভবিষ্যৎ আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের হাতছানি। বিশদ

11th  July, 2023
জেনেটিক্স পড়লে কাজের সুযোগ

এখন আর শুধু প্রথাগত ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয় নিয়ে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে। এরকমই একটি বিষয় জেনেটিক্স। আজ আমরা এমন কিছু খাবার খাচ্ছি বা জামাকাপড় পরছি, অনেক ক্ষেত্রে তার পিছনে জেনেটিক্সের প্রয়োগ রয়েছে। বিশদ

11th  July, 2023
ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল
অর্পণ সেনগুপ্ত

ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শুরু হতে আর বেশি দেরি নেই। এই অবস্থায় কোন শাখায় ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা কম নয়। বিশেষজ্ঞরা অন্তত একটি বিষয়ে একমত, বর্তমানে তো বটেই, অদূর ভবিষ্যতেও কম্পিউটার সায়েন্সের বিভিন্ন শাখার উপর বাজি ধরা যেতে পারে। বিশদ

27th  June, 2023
হেলথকেয়ার কাউন্সিলরের চাহিদা বাড়ছে
বর্ণালী ঘোষ

ফ্রাসট্রেশন, ডিপ্রেশন, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দ্বারস্থ হন চিকিৎসকের। তবে এধরনের সমস্যা সাইকোলজিক্যাল কাউন্সিলিং­-এ অনেকটা সারিয়ে তোলা সম্ভব হয়। বিশদ

27th  June, 2023
স্বাস্থ্য পরিষেবায় চাকরির সুযোগ

হসপিটাল ম্যানেজমেন্টের গুরুত্ব বরাবরের। আগেকার সময়ে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ম্যানেজমেন্টের বিভিন্ন দিক সামলাতেন। তখন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থাকলেও সাধারণ হাসপাতাল, স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের ধারণা ছিল না। বিশদ

27th  June, 2023
চিকিৎসা ক্ষেত্রে সফল কেরিয়ার
গড়তে প্যারামেডিক্যাল কোর্স

বর্তমান সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য পরিষেবা। এই পরিষেবায় চিকিৎসকের পরামর্শ ছাড়াও আমাদের নির্ভর করতে হয় প্যারামেডিক্যাল স্টাফদের উপর। এই গুরুত্বপূর্ণ পরিষেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগও বেশি। স্বাস্থ্য পরিষেবায় নিজকে যুক্ত করতে পড়ে নেওয়া যায় বেশ কিছু প্যারামেডিক্যাল বিষয়। বিশদ

13th  June, 2023
সামনে প্রচুর সম্ভাবনা, উজ্জ্বল ভবিষ্যৎ
গড়তে পড়তেই হবে ইঞ্জিনিয়ারিং

রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়ে গিয়েছে। এবার শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কেউ সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন। আবার কেউ পাবেন না। তবে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো চাকরি মিলবে না, এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা। বিশদ

30th  May, 2023
হোটেল ম্যানেজমেন্ট পড়লে
চাকরির সুবর্ণ সুযোগ

জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, তেমনি বাইরে ঘুরতে বা অফিসের কাজে গেলে হোটেল ছাড়া থাকা কার্যত অসম্ভব। আর সেখানে খাওয়াদাওয়া থেকে শুরু করে সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্যের যাবতীয় দায়িত্ব থাকে হোটেলের কর্মী-আধিকারিকদের উপর। বিশদ

30th  May, 2023
স্রেফ পঠনপাঠন নয়, খোঁজ নিন
স্কুলের সার্বিক পরিকাঠামোরও

 

স্রেফ মুখ গুঁজে পড়ে পুঁথিগত জ্ঞান আহরণ আধুনিক শিক্ষাব্যবস্থার শর্ত নয়। খেলাধুলা, গান, নাচ, কারাটে-জুডোর মতো আত্মরক্ষার কৌশল শেখার সুযোগও স্কুলে থাকা আবশ্যক। বিশদ

17th  February, 2023
কোন বোর্ড, বাছাইয়ের দায়িত্ব অভিভাবকেরই

অনেকটা রাম জন্মের আগেই রামায়ণ লেখার মত। বাচ্চা বড় হওয়ার আগে তাদের কোন পেশায় পাঠানো হবে তা ঠিক করে ফেলেন অনেক বাবা-মা। হাতেখড়ির আগে ঠিক হয়ে যায়, কোন বোর্ডে তাদের পড়ানো হবে। বিশদ

17th  February, 2023
এখন গ্রামাঞ্চলেও মধ্যবিত্তের
আয়ত্তে ইংরেজি মাধ্যম স্কুল

মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তির বেশিরভাগটাই তৈরি হয় স্কুলজীবনে। একটি ভালো স্কুল একটি ছাত্র বা ছাত্রীকে প্রকৃত মানুষ এবং সফল পেশাদার হওয়ার দিকে অনেকটাই এগিয়ে দেয়। তাই শিশুদের জন্য উপযুক্ত স্কুল বাছাই খুব জরুরি। বিশদ

17th  February, 2023
ইংরেজি মাধ্যমে পড়াতে হলে 
প্রথমে জরুরি স্কুল বাছাই,
তারপর সঠিক প্রস্তুতি

কিন্ডারগার্টেন থেকেই বাচ্চাদের ভর্তি নেওয়া শুরু হয়  ইংরেজি মাধ্যম স্কুলে। কোভিডের কারণে গত দু’বছর ইন্টারনেট ছিল শিক্ষাদানের মূল মাধ্যম।
বিশদ

22nd  November, 2022
সিবিএসই না আইসিএসই
কার অধীনে বাচ্চা থাকবে
সিদ্ধান্ত নিতে হবে অভিভাবককে

নয়ের দশকের শেষে বলিউডের সুপারহিট এক সিনেমার সংলাপ ছিল, ‘হাম একবার জিতে হ্যায়, একবার মরতে হ্যায়।’ একটু বদলে বলা যায়, আমরা একবারই স্কুলে পড়ি, একটি বোর্ডেরই অধীনে থাকি।
বিশদ

22nd  November, 2022
একনজরে
বোনের বিয়ের প্রীতিভেজে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুরশুড়ার ধনপোতার বাসিন্দা উদয় ধারা (২৯)-র। পুলিস সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থানার অন্তর্গত ধল্যান এলাকায় সোমবার রাতে ...

এল ক্লাসিকোয় হারের ধাক্কা কাটিয়ে লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। সোমবার ঘরের মাঠে একটা সময় পিছিয়ে থেকেও ভ্যালেন্সিয়াকে ৪-২ ব্যবধানে হারাল জাভি ব্রিগেড। ...

আড়াই হাজার বছরেরও আগে এই পৃথিবীকে অহিংসার বাণী শুনিয়েছিলেন ভগবান মহাবীর। সোমবার তাঁর জন্মদিন পালিত হল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবনে। এই প্রথম ১০ ডাউনিং ...

‘যা করেছি, ভুল করেছি।’ ভোটকেন্দ্রিক হিংসার ঘটনায় জড়িত লোকজনের মধ্যে ৮৬ শতাংশই আজও কতৃকর্মের জন্য অনুশোচনা বোধ করেন। তাঁদের মনে ক্ষত দগদগে হয়ে আছে আজও।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসার গতি ও বেচাকেনার সঙ্গে লাভও বাড়বে। মানসিক অস্থিরতা থাকবে। শত্রু সংখ্যা বাড়বে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক শ্রমিক দিবস/মে দিবস
১৮০১ - ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়
১৮৩৪ – যুক্তরাজ্য তার উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল করে
১৮৪০ – যুক্তরাজ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উল্টোপিঠে আঠাযুক্ত ডাকটিকিট চালু করে, যার নাম পেনি ব্ল্যাক
১৮৭৫ - কলকাতার আলিপুর চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত হয়
১৮৮৪ – আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়
১৮৮৬ – যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি চালালে ব্যাপক প্রাণহানী হয়
১৮৯৭ - স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন
১৯১৩ - বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়
১৯৩০ – আনুষ্ঠানিকভাবে বামন গ্রহ প্লুটো’র নামকরণ করা হয়
১৯৬০ – পশ্চিম ভারতের নতুন দুটি প্রদেশ হিসেবে গুজরাত ও মহারাষ্ট্রের জন্ম হয়
১৯১৯ – সঙ্গীতশিল্পী মান্না দের জন্ম
১৯৫১ – ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটস্ম্যান গর্ডন গ্রীনিজের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬১ টাকা ৮৫.০৫ টাকা
পাউন্ড ১০২.২৬ টাকা ১০৬.৭৪ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ বৈশাখ, ১৪৩১, বুধবার, ১ মে ২০২৪। সপ্তমী ১/৩৮ প্রাতঃ ৫/৪৭ পরে অষ্টমী ৫৭/১৫ রাত্রি ৪/২। শ্রবণা নক্ষত্র ৫৫/৮ রাত্রি ৩/১১। সূর্যোদয় ৫/৭/৫৮, সূর্যাস্ত ৫/৫৯/২৯। অমৃতযোগ প্রাতঃ ৬/৫০ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১১/৮ মধ্যে পুনঃ ৩/২৫ গতে ৫/৯ মধ্যে। রাত্রি ৬/৪৩ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১/২৫ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৫ মধ্যে। রাত্রি ৮/৫৮ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/২১ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ২/২১ গতে ৩/৪৪ মধ্যে। 
১৮ বৈশাখ, ১৪৩১, বুধবার, ১ মে ২০২৪। অষ্টমী রাত্রি ১২/৪৯। শ্রবণা নক্ষত্র রাত্রি ১২/২৩। সূর্যোদয় ৫/৯, সূর্যাস্ত ৬/১। অমৃতযোগ দিবা ৬/৪৪ মধ্যে ও ৯/২১ গতে ১১/৬ মধ্যে ও ৩/২৮ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৯ গতে ৯/০ মধ্যে ও ১/২১ গতে ৫/৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৪ গতে ৩/২৮ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২২ গতে ৯/৫৮ মধ্যে ও ১১/৩৫ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২২ গতে ৩/৪৫ মধ্যে। 
২১ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ছুটি
আজ ১ মে। ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই উপলক্ষে আজ, ...বিশদ

04:00:00 AM

আইপিএল: মুম্বইকে ৪ উইকেটে হারাল লখনউ 

30-04-2024 - 11:24:00 PM

আইপিএল: ৫ রানে আউট টার্নার, লখনউ ১২৩/৫ (১৭.১ ওভার), টার্গেট ১৪৫

30-04-2024 - 11:10:00 PM

আইপিএল: ৬২ রানে আউট স্টোইনিস, লখনউ ১১৫/৪ (১৪.৫ ওভার), টার্গেট ১৪৫

30-04-2024 - 11:05:35 PM

আইপিএল: ১৮ রানে আউট হুডা, লখনউ ৯৯/৩ (১৩.১ ওভার), টার্গেট ১৪৫

30-04-2024 - 10:57:18 PM

আইপিএল: ৩৯ বলে হাফসেঞ্চুরি স্টোইনিসের, লখনউ ১০১/৩ (১৩.৩ ওভার), টার্গেট ১৪৫

30-04-2024 - 10:48:34 PM