পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
•• আমি মনে করি, প্রচার করে দর্শককে ছবিটি সম্পর্কে জানানো উচিত। এখন সকলেই নিজেদের কাজে ব্যস্ত। আর আমাদের কাজ হল, দর্শককে বোঝানো যে আমাদের ছবিটি স্পেশাল। কেবল ট্রেলার বানিয়ে আশা করলাম, দর্শক দেখবেন, তা কিন্তু হয় না। তাই যে কোনও ভাবে হোক, দর্শকের নজরে থাকাই প্রমোশনের কাজ। শাহরুখ খান, আমির খানের মতো তারকারাও নিজেদের ছবির প্রচার করেন ভিন্নভাবে। আমার মনে আছে, ‘কি অ্যান্ড কা’-এর প্রচারের সময় নারী দিবস ছিল। আমরা মহিলা সাংবাদিকদের জন্য রান্না করেছিলাম। প্রচারের নিজস্বতা থাকাই কাম্য। আবার এটাও ঠিক, প্রচারের পরেও অনেক ছবি মানুষ দেখেন না।
• আপনার বাবা (বনি কাপুর) যখন ছবি প্রযোজনা করতেন, তখন কিন্তু এত প্রচার করতে হতো না!
•• দর্শক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখন বিনোদনের অনেক মাধ্যম রয়েছে। তখন ছিল না। করোনার পর অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
• বক্স অফিসের চাপকে কীভাবে দেখেন?
•• চাপ নিলেও তো আমরা ছবির ভবিষ্যৎ বদলাতে পারব না। আমরা নিজেদের সেরাটা দিয়ে যেতে পারি কেবল। দর্শক অত্যন্ত স্মার্ট ও বুদ্ধিমান। তাঁরা যদি চান কোনও ছবি দেখবেন, তাহলে অবশ্যই দেখবেন। তার জন্য ছবির গুণমান ভালো হওয়া প্রয়োজন।
• আপনার অনুপ্রেরণা কী?
•• আমার সেরা সময়টা।
• কোন সময়?
•• যখন আমি আমার মায়ের সঙ্গে সিনেমা দেখতাম। মনে আছে, গোবিন্দার ছবি দেখতে খুব ভালো লাগত। প্রেক্ষাগৃহে দু’বার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখেছিলাম। ওই সময়টা মন খারাপের ওষুধের মতো কাজ করত।
• মা আপনার অনুপ্রেরণা?
•• মা আমার কাছে ঈশ্বরের মতো। আমি আজ যেটুকু সাফল্য পেয়েছি, তার জন্য আমার মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি।
• কমেডি ঘরানা কি আপনার জন্য সহজ?
•• মনে হয় তাই। আমার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেরি হাজব্যান্ড কি বিবি’র অফার এমন একটা সময় এসেছিল, যখন আমি কমেডিতে কাজ করতে চাইছিলাম।
• কোনও অভিনেতার থেকে কমেডির অনুপ্রেরণা নিয়েছেন?
•• গোবিন্দা। অক্ষয় কুমারের কমেডি এখন অনেক বেশি মানুষ দেখেন, কিন্তু প্রথমে ভীষণ আন্ডারেটেড ছিল। কাকার (অনিল কাপুর) কমেডিও ভীষণ ভালো। রণবীরের (সিং) কমেডি আন্ডাররেটেড। কার্তিক (আরিয়ান), রাজকুমার (রাও), আয়ুষ্মান (খুরানা) খুব ভালো।
• আর নায়িকাদের মধ্যে?
•• ইয়ামি গৌতম, কিয়ারা আদবানি খুব ভালো।