Bartaman Patrika
হ য ব র ল
 

ঘুড়ির উৎসব

বারাকপুর অম্বিকা বিমলা মডেল হাইস্কুল জেলার অন্যতম প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। কেবলমাত্র বালকদের এই উচ্চ মাধ্যমিক স্কুলে বর্তমান ছাত্র সংখ্যা প্রায় এক হাজার তিনশো। আর শিক্ষক-শিক্ষিকা সংখ্যা প্রায় ৫০।
ইংরেজ শাসনাধীন ভারতে ১৯৩৯ সালের ৩ এপ্রিল এই বিদ্যালয়ের পথচলা শুরু হয়। স্থানীয় আনন্দপুরী অঞ্চলে একটি ভাড়া বাড়িতে এ বি মডেল স্কুলের সূচনা হয়। পরবর্তীকালে রসময় বিশ্বাস রোডে স্কুলের নিজস্ব ভবন তৈরি হয়। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত প্রফুল্লকুমার দাশগুপ্তের হাত ধরে এই বিদ্যালয়ের পথচলা শুরু। প্রফুল্লবাবুর বাবা ও মায়ের নামেই স্কুলের নামকরণ করা হয়। ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের স্বীকৃতি মেলে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্বীকৃতি লাভ করে।
বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এলাকার পিছিয়ে পড়া পরিবারগুলির সন্তানদের শিক্ষার আঙিনায় নিয়ে আসা। কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তিবাদী মন তৈরি করা। বর্তমানে স্কুলে রয়েছে সাতটি আধুনিক ল্যাবরেটরি, একাধিক ডিজিটাল ক্লাসরুম, আইসিটি ল্যাব, লাইব্রেরি, মাল্টি জিমনাশিয়াম। এছাড়াও রয়েছে স্টুডেন্ট হেলথ হোমের সুবিধা। সহৃদয় অভিভাবক ও প্রাক্তনী সংসদের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করি, সুনামের সঙ্গে এই বিদ্যালয় ভবিষ্যতেও এগিয়ে যাবে।
 সুব্রতকুমার পাহাড়ী, প্রধান শিক্ষক

ভোকাট্টা চিৎকার
রূপকথার গল্প পড়া আর ঘুড়ি ওড়ানো আমার নেশা। আমি যে দারুণ ঘুড়ি ওড়াই তেমনটা নয়। তবু চেষ্টার কসুর করিনি। সেপ্টেম্বর পড়ে গেলেই আমাদের পাড়ায় ঘুড়ি ওড়ানোর ধুম পড়ে যায়। স্কুল থেকে ফিরে সব বন্ধুরা মিলে ঘুড়ি ওড়াই। আকাশ যখন ঘুড়িতে ঢেকে যায়, আমার দারুণ লাগে। প্যাঁচ খেলতে গিয়ে ঘুড়ি কেটে গেলে বন্ধুদের ভোকাট্টা চিৎকারে কানে তালা পড়ে যায়। যার ঘুড়ি কেটে যায়, তার মুখ দেখে মনে হয় পরাজিত সৈনিক। যদিও আমরা ঘুড়ি কাটা নিয়ে বন্ধুদের মধ্যে কেউ কখনও ঝগড়া করি না।
—পুষ্পল ঘোষ, অষ্টম শ্রেণি

অহংকারী ঘুড়ি
একটি ঘুড়ি হঠাৎই খুব অহংকারী হয়ে উঠেছিল। সে বিশেষ কারও সঙ্গে কথা বলত না। একদিন আকাশে উড়তে উড়তে তার সঙ্গে একটি ছোট্ট পাখির দেখা হয়। পাখিকে দেখে ঘুড়িটি গর্বের সুরে বলে দেখ, আমার কোনও ডানা নেই, তাও আমি কেমন উঁচুতে উড়তে পারি। পাখিটিও পাল্টা বলে, তোমাকে তো সুতোয় বেঁধে ওড়ানো হয়। আর লাটাই থাকে একজন মানুষের হাতে। তুমি আসলে পরাধীন। কিন্তু আমি তো স্বাধীন। আমি আমার মর্জি মতো উড়ি, গাছে বসে বিশ্রাম নিই। গাছের ফল-মূল খাই। ছোট্ট পাখির কথা শুনে ঘুড়ি রাগ করে সেখান থেকে চলে গেল। এরপরই আকাশে আরও বেশ কয়েকটি ঘুড়ির আগমন হল। অন্য একটি ঘুড়ির সঙ্গে অহংকারী ঘুড়িটির লড়াই বেঁধে গেল। সেই লড়াইয়ে অহংকারী ঘুড়িটি ভোকাট্টা হয়ে গেল। হাওয়ায় ভেসে যেতে যেতে সে উপলব্ধি করতে পারল, অহংকারই পতনের মূল।
—হরিচাঁদ বিশ্বাস, সপ্তম শ্রেণি

আজও রোমাঞ্চিত হই
ছোটবেলায় যখন ঘুড়ি ওড়াতে পারতাম না, খুবই রোমাঞ্চ লাগত কীভাবে আকাশে ঘুড়ি ওড়ে সেটা ভেবে। এখন ঘুড়ি-লাটাইয়ের খেলায় আমি বেশ দড়। তবুও বিশ্বকর্মা পুজো এলে আজও রোমাঞ্চিত হই। ঘুড়ি ওড়াতে ওড়াতে কখনও কখনও ভাবি, আমিও যদি ওভাবে আকাশে ভেসে বেড়াতে পারতাম! কী যে মজা হতো! আমাদের এখানে বিশ্বকর্মা ও সরস্বতী দুটো পুজোতেই ঘুড়ি ওড়ানো হয়। পেটকাঠি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী— হরেকরকম ঘুড়ি। লড়াইয়ে ঘুড়ি কেটে গেলে অবশ্যই খুব মনখারাপ হয়। আমাদের এলাকায় ছোটদের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় একবার আমি জয়লাভও করেছিলাম। তবে, আগের তুলনায় ঘুড়ি ওড়ানোর হিড়িক অনেকটাই কমে গিয়েছে বলে আমার মনে হয়।
—সন্দীপ রায়, সপ্তম শ্রেণি

জোরকদমে শিখছি
বিশ্বকর্মা পুজোয় আকাশে ঘুড়ির মেলা। কিন্তু আমার মনখারাপ হয়ে যায়। কারণ আমি ঘুড়ি ওড়াতে পারি না। এ বছর আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। ঘুড়ি ওড়ানো আমাকে শিখতেই হবে। মোটামুটি অনেকটা শিখেও গিয়েছি। বন্ধুরা কী সুন্দর আকাশের গায়ে মোমবাতি, চাঁদিয়াল, বগ্গা মেলে দেয়! কিন্তু আমি পারি না। আমার বাড়ির সামনেই মাঠ রয়েছে। আমরা সেখান থেকেই ঘুড়ি ওড়াই। বাবা বারবার সাবধান করে দিয়েছেন ন্যাড়া ছাদে উঠে যেন কখনওই ঘুড়ি না ওড়াই। ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়ানো খুবই বিপজ্জনক। যেকোনও সময় বিপদ ঘটে যেতে পারে। যাইহোক, আশা করি, এবছর বিশ্বকর্মা পুজোয় কারও সাহায্য ছাড়াই আমি ঘুড়ি ওড়াতে পারব।
—সৌম্য বসু, ষষ্ঠ শ্রেণি

চীন দেশে প্রচলন
আমাদের কাছে বিশ্বকর্মা পুজো আর ঘুড়ি যেন সমার্থক। ঘুড়িকে ইংরেজিতে বলে ‘কাইট’। কিন্তু অনেকেই জানে না এই মজার জিনিসটি বিদেশ থেকে আমাদের দেশে এসেছে। ঘুড়ির প্রথম উদ্ভব ঘটে চীন দেশে। অবশ্য সেই ঘুড়ি এখন আমরা যেমন ওড়াই তেমন দেখতে ছিল না। মনে করা হয়, ২ হাজার ৮০০ বছর আগে চীন দেশে প্রথম ঘুড়ি ওড়ানোর প্রচলন হয়েছিল। পরবর্তীকালে এই ঘুড়ি ওড়ানোর সংস্কৃতি এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে ঘুড়ি খুবই জনপ্রিয়। শুধু এশিয়া কেন ইউরোপেও ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। জানা যায়, ১ হাজার ৬০০ বছর আগে ইউরোপ মহাদেশে ঘুড়ি ওড়ানো শুরু হয়। আমাদের দেশে গুজরাত, তেলেঙ্গানা, রাজস্থানে মকরসংক্রান্তির দিন ঘুড়ি উৎসব পালিত হয়। তবে, সবশেষে একটাই কথা কখনওই চীনা মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানো উচিত নয়। এই সুতো কোনওভাবে গলায় লেগে রাস্তাঘাটে বাইক আরোহীর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে।
—অঙ্কিত সূত্রধর, সপ্তম শ্রেণি

হুল্লোড় অনেকটাই কম
আমাদের ছোটবেলায় ঘুড়ি নিয়ে যতটা হইহই চোখে পড়ত, এখন সেই হুল্লোড়টা অনেকটাই কমে গিয়েছে। আসলে আমাদের মতো কিশোরদের খেলাধুলো ও বিনোদনের মাধ্যমটা অনেকটা বদলে গিয়েছে। এখন অনেকেই মোবাইল ফোনে ভিডিও গেম খেলে অবসর সময় কাটায়। ক্রিকেট, ফুটবল খেলার উৎসাহ বেশ কমে গিয়েছে। তাছাড়া, চারদিকে বহুতল। মাঠঘাট যেমন কমে গিয়েছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে লেখাপড়ার চাপ। তবে, আমার ঘুড়ি ওড়াতে ভালোই লাগে এবং ইতিমধ্যে শুরু করে দিয়েছি। অবশ্যই কয়েকজন পাড়ার বন্ধুকে পেয়ে গিয়েছি। আমরা জনাকয়েক মিলেই ঘুড়ির আনন্দে মেতে রয়েছি।
—রীতেশ বিশ্বাস, নবম শ্রেণি

 
15th  September, 2024
দুগ্গা এল ঘরে

 আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা। ভোরের বাতাসে শিউলি ফুলের সুমিষ্ট সুঘ্রাণ। আর হাওয়ার দাপটে কাশফুলের এলোমেলো দুলুনি। এর মধ্যেই প্যান্ডেল বাঁধার তোড়জোড়— ঠুকঠাক শব্দ কানে এলেই মনে হয় পুজো এসে গেল। বিশদ

06th  October, 2024
কোন প্রাণীর কামড়ের জোর সবচেয়ে বেশি?
স্বরূপ কুলভী

মহালয়ার দিন মামাবাড়ি এসেছে তিতাস। পাশেই কুমোরপাড়া। সেখানে দুগ্গা ঠাকুর তৈরির সে কী ব্যস্ততা। বিকেলে মামাতো দাদা বিলুর সঙ্গে গিয়ে দেখে এসেছে সে। ফিরে এসেই দু’জনের মহা তর্ক শুরু হয়েছে। সিংহ না বাঘ— কার কামড়ে শক্তি সবচেয়ে বেশি, তা নিয়েই চলছে তর্ক। বিশদ

06th  October, 2024
পরোপকারী
প্রদীপ আচার্য 

ঝিমধরা স্টেশনে এই লাস্ট ট্রেন থেকে নামল হাতেগোনা ক’জন প্যাসেঞ্জার। তারা ছুটল বাস আর অটো ধরার জন্য। বিভূতিবাবু গুছিয়ে বসলেন। একজন গায়ে পড়ে আলাপ করলেন বিভূতিবাবুর সঙ্গে। ‘আপনি যাবেন না? এরপর আর বাস, অটো কিছুই পাবেন না।’ বিভূতিবাবু বললেন, ‘আমার অফিসের জিপ আসবে।’  বিশদ

29th  September, 2024
চাঁদের মানচিত্র
উৎপল অধিকারী

চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। মানুষের কাছে চির কৌতূহলের বিষয় এই চাঁদ। কোথায় চাঁদের বুড়ি চরকা কাটে, তা জানার আগ্রহ ছোট থেকে বুড়ো সবার। চাঁদের মাটি বিশদ

29th  September, 2024
পশু-পাখিদের মজার রেস
কালীপদ চক্রবর্তী

চীনকালেও ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। জানা যায়, ৬৬৪ খ্রিস্ট পূর্বাব্দে প্রাচীন গ্রিসে প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছিল। প্রাচীন ওলিম্পিক্সে এটি ছিল জনপ্রিয় প্রতিযোগিতা। আজকাল একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে পশু-পাখি নিয়ে অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করা হয়।  বিশদ

29th  September, 2024
হিংসা থামাল ফুটবল!

ফুটবলারদের আবেদনে থেমে গিয়েছিল আইভরি কোস্টের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। দু’দশক আগের সেই গল্প বললেন সৌগত গঙ্গোপাধ্যায়। বিশদ

22nd  September, 2024
গল্পের চরিত্ররা
মানস সরকার 

দীপেশকাকুর পড়ার ঘরে ঢুকে টেবিলের পাশেই গুছিয়ে রাখা ব্যাগটা নজরে পড়ল মিলির। তার মানে কাকুর আবার কোথাও বেরিয়ে পড়ার প্ল্যান। টেবিলের উপর রাখা বাংলা-ইংরেজি মিলিয়ে সাত-আটটা খবরের কাগজ। রবিবারে এতগুলো করেই নেয় কাকু। বিশদ

22nd  September, 2024
হরেকরকম হাতের কাজ: পুজোর ঘরে  রঙিন জার

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

22nd  September, 2024
বুধ ও শুক্রের উপগ্রহ নেই কেন?

সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ছ’টির উপগ্রহ রয়েছে। কেবলমাত্র ব্যতিক্রম বুধ ও শুক্র। এই দুই গ্রহের কেন উপগ্রহ নেই? কারণ খুঁজলেন স্বরূপ কুলভী।
বিশদ

15th  September, 2024
হিমালয়ের রহস্য ইয়েতি

মালয় পর্বতমালা। যা দুর্গম, সেখানেই রহস্য, আর যেখানে রহস্য সেখানেই ভয়। আর যেখানে ভয় সেখানেই অজস্র কাহিনি। হিমালয় এবং নিজেদের জনজাতিকে জুড়ে নেপালের আনাচেকানাচে এমন অনেক গল্পকথা ভেসে বেড়ায় যার ইতিহাস কোথায়, সত্যতাই বা কী তার ইয়ত্তা মেলে না।
বিশদ

15th  September, 2024
তিতলি আর তুন্দ্রা বিন হাঁস

দিন ধরে খুব মনখারাপ তিতলির। সবার বাড়িতে ‘পেট’ আছে। প্রায় সব বাড়িতেই আছে নানা জাতের পুষ্যি কুকুর। স্প্যানিয়েল-পোমেরিয়ান-ফ্রেঞ্চ বুলডগ থেকে ল্যাব্রাডর-রিট্রিভার-ডাচসুন্ড-অ্যালসেশিয়ান। কিন্তু মা একদম রাজি নয়। কুকুরকে মায়ের খুব ভয়। 
বিশদ

08th  September, 2024
হ্যাঙার অর্গানাইজার

শুরু হয়েছে নতুন বিভাগ ‘হরেকরকম হাতের কাজ’। ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস কাজে লাগিয়ে কেমন করে সুন্দর ক্রাফ্ট তৈরি করা যায়, থাকছে তারই হদিশ। এবারের বিষয় হ্যাঙার অর্গানাইজার। এমন সব হাতের কাজ শেখানো হচ্ছে, যা কিশোর-কিশোরীরা অনায়াসেই বাড়িতে বসে তৈরি করতে পারবে।
বিশদ

08th  September, 2024
এলিয়েনদের জন্য পাঠানো উপহার

‘ভয়েজার টু’-এর মধ্যে রয়েছে একটি গোল্ডেন ডিস্ক। যেটি হাতে পেলে ভিনগ্রহীরা জানতে পারবে মানব সভ্যতার কথা। সেই গল্পই শোনালেন উৎপল অধিকারী
বিশদ

08th  September, 2024
শিক্ষক দিবসের শ্রদ্ধার্ঘ্য

আগামী বৃহস্পতিবার ‘শিক্ষক দিবস’। এই বিশেষ দিনে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা জানালেন পূর্ব বর্ধমানের সড্যা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। বিশদ

01st  September, 2024
একনজরে
ময়নাগুড়িতে এ বছর কৃষ্ণনগরের লক্ষ্মী প্রতিমার চাহিদা সব থেকে বেশি। স্থানীয় শিল্পীদের তৈরি প্রতিমার থেকে কৃষ্ণনগরের ছাঁচের প্রতিমা বিক্রি করে দোকানিরাও খুশি। অপরদিকে, কৃষ্ণনগরের প্রতিমা ...

একটি ফার্মের ট্যাঙ্ক সাফাই করতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। গুজরাতের কচ্ছ জেলায় মঙ্গলবার রাত একটা নাগাদ এই ঘটনা ঘটে। কচ্ছ (পূর্ব) জেলার পুলিস সুপার সাগর পারমার বলেন, কৃষিজাত পণ্যের ওই কারখানায় বুধবার ভোররাত ১টা নাগাদ ওই পাঁচ ...

শনিবার আইএসএলের প্রথম পর্বের মহারণে মাঠে নামছে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। এই ম্যাচের ৭২ ঘণ্টা আগে প্রকাশিত হল ফিরতি ডার্বির দিন। ১১ জানুয়ারি ফের মুখোমুখি হবে দুই প্রধান। শুধু ডার্বি নয়, বুধবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল এফএসডিএল। ...

টানা তিনমাস বন্ধ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেন পরিষেবা। ১৯ জুলাই থেকে দুই বাংলার মধ্যে যাত্রীবাহী ট্রেন ট্র্যাকে নামা বন্ধ হয়। সেইসময় থেকেই ওপারে শুরু হয় চরম রাজনৈতিক অস্থিরতা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তির বেচাকেনায় অর্থাগম। ব্যয় বৃদ্ধির চাপ আসতে পারে। মনে অস্থিরতা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ট্রমা দিবস
বিশ্ব সাইক্লিং দিবস
আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস

১৬৩০: আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়
১৭৭৪: সাধক বাউল লালন ফকিরের জন্ম
১৮৯০: সাধক বাউল লালন ফকিরের মৃত্যু
১৯০৩: মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান
১৯০৫: বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি
১৯২৪: হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন
১৯৪০: মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়
১৯৪৪: অভিনেতা বিভু ভট্টাচার্যের জন্ম
১৯৪৭: রাজনীতিবিদ বৃন্দা কারাতের জন্ম
১৯৫৫: অভিনেত্রী স্মিতা পাতিলের জন্ম
১৯৬৫: শ্রীলঙ্কান প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডি সিলভার জন্ম
১৯৭০: ক্রিকেটার অনিল কুম্বলের জন্ম 
১৯৭৯: নিউজিল্যাণ্ডের ক্রিকেটার মার্ক গিলেস্পির জন্ম
২০০৫: দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শরু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৩ টাকা ৮৪.৯৭ টাকা
পাউন্ড ১০৮.০৬ টাকা ১১১.৮৬ টাকা
ইউরো ৮৯.৯১ টাকা ৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  October, 2024

দিন পঞ্জিকা

৩১ আশ্বিন, ১৪৩১, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪। পূর্ণিমা ২৩/১৫, দিবা ৪/৫৬। রেবতী নক্ষত্র ২৬/৪৫ দিবা ৪/২০। সূর্যোদয় ৫/৩৭/৩৭, সূর্যাস্ত ৫/৬/২৭। অমৃতযোগ দিবা ৭/১০ মধ্যে পুনঃ ১/১৭ গতে ২/৪৭ মধ্যে। রাত্রি ৫/৫৭ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৭ মধ্যে পুনঃ ৩/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ২/১৩ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২২ গতে ১২/৫৬ মধ্যে। 
৩০ আশ্বিন, ১৪৩১, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪। পূর্ণিমা সন্ধ্যা ৫/১৯। রেবতী নক্ষত্র সন্ধ্যা ৫/৩৭। সূর্যোদয় ৫/৩৮, সূর্যাস্ত ৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৩৯ মধ্যে। কালবেলা ২/১৫ গতে ৫/৮ মধ্যে। কালরাত্রি ১১/২৩ গতে ১২/৫৭ মধ্যে। 
১৩ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইজরায়েলি সেনার হামলায় হত হামাস প্রধান ইয়াহা সিনওয়ার

12:45:16 AM

রাজ্যকে আর্থিক সাহায্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের
জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে আলিপুরদুয়ারের ফালাকাটা পর্যন্ত চার লেনের রাস্তা ও ...বিশদ

12:09:02 AM

প্রয়াত অভিনেতা দেবরাজ রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

11:09:00 PM

বাবা সিদ্দিকিকে খুনের মামলা: অভিযুক্ত শিবকুমার গৌতম ও জীশান আখতারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল মুম্বই পুলিস

10:30:12 PM

মহিলা টি-২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা

10:19:00 PM

এনডিএ-র বৈঠক শেষে চণ্ডীগড় থেকে রওনা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

09:58:00 PM