Bartaman Patrika
হ য ব র ল
 

শিক্ষক দিবসের শ্রদ্ধার্ঘ্য

আগামী বৃহস্পতিবার ‘শিক্ষক দিবস’। এই বিশেষ দিনে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা জানালেন পূর্ব বর্ধমানের সড্যা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা।

 মনের মণিকোঠায় আমার বিদ্যালয়
শিক্ষক দিবসের স্মৃতিস্বরূপ বিদ্যালয় জীবনের প্রধান শিক্ষক মহাশয়ের সম্পর্কে ছোট্ট একটি ঘটনার কথা বলি। স্কুলের বুক লিস্টে প্রধান শিক্ষকের নামের আগে ‘ডক্টর’ লেখা কথাটি যখন আমার চোখে প‌঩ড়ে, সেই সময় তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে ভয়জনিত অনুভূতি তৈরি হয়েছিল। কিন্তু আমার মনের ধারণা একলহমায় ভেঙে যায়, যখন দেখি তাঁর শিষ্টাচার, ক্ষমার মানসিকতা এবং অসাধারণ দায়িত্ববোধ। স্যারকে কোনওদিন রেগে যেতে দেখিনি। তিনি তাঁর স্নেহশীল মন দিয়ে সকল ছাত্রছাত্রীর ভুলত্রুটি সংশোধন করে আলোর পথ দেখান। রুটিনে প্রত্যহ হেড মাস্টারমশাইয়ের ক্লাস না পেলেও কোনও সমস্যায় পড়লেই নির্ভয়ে সেই কথা জানাতে তাঁর সামনে হাজির হই। তিনিও সমস্যা সমাধানের চেষ্টা করেন।
— অস্মি চন্দ্র, ষষ্ঠ শ্রেণি

মহানুভবতার শিক্ষা
আগের বছর শিক্ষক দিবসের অনুষ্ঠান চলাকালীন একটি ছাগলছানা গেট অতিক্রম করে বিদ্যালয়ের প্রধান আঙিনায় এসে উপস্থিত হয়। অনুষ্ঠানের মধ্যেই এটি ছিল একটি বিক্ষিপ্ত ঘটনা। আমরা তখন ষষ্ঠ শ্রেণির ছাত্র। হঠাৎ করে একটি অবলা প্রাণী কীভাবে গেট দিয়ে ঢুকল, সেটিই ছিল আমাদের কাছে প্রধান বিবেচ্য। এরমধ্যে কখন যে ছাগলছানাটি আমাদের বিদ্যালয়ের গাছপ্রেমী শিক্ষক মহাশয় সৌমিত্রবাবুর নিজের হাতে অতি যত্নে লাগানো ছোট্ট দেবদারুর চারাগাছ খেয়ে  নিমেষে সাবাড় করে ফেলেছিল তা বুঝতে পারিনি। ফলস্বরূপ ওই ছাগলটির উপর আমরা বন্ধুরা বিভিন্নভাবে অত্যাচার শুরু করি। কিছুক্ষণ পর সৌমিত্রবাবু নিজে এগিয়ে এসে বিদ্যালয়ের ফার্স্ট এইড বক্স থেকে ওষুধপত্র দিয়ে যেটুকু সম্ভব শুশ্রূষা করে ফের ছাগলটিকে গেটের বাইরে ছেড়ে দিয়ে আসেন। নিজের হাতে তৈরি গাছের মায়া সৌমিত্রবাবুর কাছে বড় হয়ে ওঠেনি। এটিই আমাদের কাছে পরম শিক্ষার বিষয় ছিল।
—শুভময় চট্টোপাধ্যায়, সপ্তম শ্রেণি

জ্ঞানের আলোকবর্তিকা
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ স্বাধীন ভারতের প্রথম উপ রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহান দার্শনিক ও চিন্তাবিদ। বিবিধ গুণাবলির কারণে ভারত সরকার ১৯৫৪ খ্রিস্টাব্দে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ দিয়ে সম্মানিত করে। এই মহান ব্যক্তির জন্মদিন ৫ সেপ্টেম্বর। দিনটি সারা ভারতে শিক্ষক দিবস রূপে উদযাপিত হয়। ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণাণ একজন মেধাবী ছাত্র ছিলেন। তাঁর বাবা দরিদ্র ছিলেন বলে নিজের অর্জিত বৃত্তির মাধ্যমেই নিজের পড়াশোনার খরচ চালিয়ে নিতেন। ১৯০৯ খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক রূপে নিযুক্ত হন এবং ১৯১৮ খ্রিস্টাব্দে মহীশূরের বিশ্ববিদ্যালয়ে দর্শনের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ ‘দ্য ফিলোজফি অব রবীন্দ্রনাথ টেগোর’ ও ‘দ্য রেইন অব রিলিজিয়ন ইন কনটেম্পোরারি ফিলোজফি’। মহান দার্শনিক হওয়ার সুবাদে দর্শনশাস্ত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন এবং ভারতীয় দর্শনের গুরুত্ব বিশ্বের দরবারে উপস্থাপন করেন। দীর্ঘ ১০ বছর উপ রাষ্ট্রপতি পদে থাকাকালীন তিনি শিক্ষা ব্যবস্থার বিপুল উন্নতি সাধন করেছিলেন।
— প্রীতম মালিক, দশম শ্রেণি

প্রিয় শিক্ষক
আমার প্রিয় শিক্ষক হলেন প্রসেনজিৎ কোঙার মহাশয়। বাংলার শিক্ষক। ক্লাসের সকল ছাত্রছাত্রীকে তিনি সমান চোখে দেখেন। পাঠ্যবই ও ব্যাকরণের জটিল দিকগুলি আমাদের কাছে সহজ-সরল করে দেন। নিজেদের মধ্যে সুপ্ত প্রতিভাগুলিকে কীভাবে বিকশিত করতে হয় তা তাঁর হাত ধরেই আমরা শিখছি। শিক্ষক দিবসের প্রাক্কালে স্যার এবং স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম।
—উজান কোঙার, পঞ্চম শ্রেণি

শ্রদ্ধেয় মাস্টারমশাই
বিদ্যালয় জীবনে মূল্যবোধ আহরণের সঙ্গে প্রথাগত শিক্ষারও উন্মেষ ঘটে চলে। শিক্ষক-শিক্ষিকার কাছে জ্ঞান লাভের মধ্যে দিয়ে আমাদের জ্ঞানপিপাসা সমৃদ্ধ হয়, যা আমাদের মনের মণিকোঠায় অমলিন থেকে যায়। আজ এমনই এক আদর্শ শিক্ষকের কথা বলব, যিনি আমাদের স্কুলের গণিতের শিক্ষক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়। ছাত্রছাত্রীদের তিনি স্নেহবশত কখনও কখনও বকাঝকা করলেও হাসি মজার গল্প বলতে বড়ই ভালোবাসেন। গত বছর শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ছাত্রছাত্রীরা চাঁদা তুলে শ্রেণিকক্ষের ঘর সাজাতে ব্যস্ত ছিল। তখন ক্লাসের বাইরে বিবর্ণ মুখে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে। বিষয়টি স্যারের নজর এড়ায়নি। জিজ্ঞেস করায়, মেয়েটি জানায় সে চাঁদা দিতে অপারগ। শুনেই স্যার মেয়েটির হাতে চাঁদার টাকা দিয়ে বলেন জমা দিয়ে দিতে। সেইসঙ্গে কথাটি গোপন রাখারও নির্দেশ দেন। মুহূর্তে মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। কাকতালীয়ভাবে দূর থেকে সেই ঘটনার সাক্ষী ছিলাম আমি। ঘটনাটি কোন ক্লাসের প্রকাশ করলাম না। তবে, এই ঘটনার 
মধ্য দিয়ে আমি অনুধাবন করি প্রকৃত শিক্ষকের পরিচয় শুধুমাত্র জ্ঞান-গরিমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাঁর প্রকৃত পরিচয় ধরা পড়ে মানবিকতায়, আচার -ব্যবহারে।
—সৌমিলি কোঙার, নবম শ্রেণি

প্রধান শিক্ষকের কলমে: সড্যা উচ্চ বিদ্যালয়, পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-২ নং ব্লকের একটি গ্রাম সড্যা। কৃষিনির্ভর গ্রামের বিদ্যোৎসাহী মানুষেরা অনুধাবন করেন দেশে স্বাধীনতা আনতে গেলে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এর জন্য তাঁরা শিক্ষাবিস্তারের প্রয়োজনে এলাকায় একটি স্কুল স্থাপন করেন। ১৯৪৩ সালের ৭ মার্চ প্রতিষ্ঠিত হয় ‘সড্যা উচ্চ বিদ্যালয়’। মাটির দেওয়াল ও টিনের ছাউনি দেওয়া ঘরে স্কুলের পথচলা শুরু। পরে স্কুলের অনেক পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের দ্বিতল ভবনে ২৫টি শ্রেণিকক্ষ, ৪টি গবেষণাগার, ২টি স্মার্ট ক্লাসরুম, গ্রন্থাগার, মিড-ডে-মিলের কিচেন ও ডাইনিং রুম রয়েছে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের সহযোগিতায় ফুলের বাগান, সব্জি বাগান ছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠের সীমানায় প্রায় তিনশোটি গাছের চারটি খণ্ডবন তৈরি করেছে। বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি যেমন— ডেঙ্গু প্রতিরোধ, সাপে কামড়ানো রোগীর চিকিৎসা, মাদক ও তামাক বিরোধী অভিযান, পার্থেনিয়াম দূরীকরণ অভিযান ইত্যাদি ক্ষেত্রে বিদ্যালয়ের পড়ুয়ারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। ২০২৪ সালে বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায় অঙ্কুর সিদ্ধান্ত (৯৩ শতাংশ) এবং মাধ্যমিকে শুভম যশ (৯৪ শতাংশ)। এছাড়াও ছাত্রছাত্রীরা খেলাধুলো ও বিভিন্ন সাংস্কৃতিক ও বিজ্ঞান প্রতিযোগিতায় জেলা ও রাজ্যস্তরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২৩ সালে জাতীয় শিশু বিজ্ঞান প্রতিযোগিতায় বিদ্যালয়ের সুপ্রভা দাঁ ও দেবমাল্য খুলি জেলা স্তর থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়। ২০২৪ সালে জেলা বিজ্ঞান প্রতিযোগিতায় ছাত্র রনি কোঙার ও সায়ন রায় জেলায় প্রথম স্থান অধিকার করে পূর্বাঞ্চলীয় বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও সুরজিৎ খুলি রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 শীর্ষেন্দু দত্ত, প্রধান শিক্ষক
01st  September, 2024
পরোপকারী
প্রদীপ আচার্য 

ঝিমধরা স্টেশনে এই লাস্ট ট্রেন থেকে নামল হাতেগোনা ক’জন প্যাসেঞ্জার। তারা ছুটল বাস আর অটো ধরার জন্য। বিভূতিবাবু গুছিয়ে বসলেন। একজন গায়ে পড়ে আলাপ করলেন বিভূতিবাবুর সঙ্গে। ‘আপনি যাবেন না? এরপর আর বাস, অটো কিছুই পাবেন না।’ বিভূতিবাবু বললেন, ‘আমার অফিসের জিপ আসবে।’  বিশদ

29th  September, 2024
চাঁদের মানচিত্র
উৎপল অধিকারী

চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। মানুষের কাছে চির কৌতূহলের বিষয় এই চাঁদ। কোথায় চাঁদের বুড়ি চরকা কাটে, তা জানার আগ্রহ ছোট থেকে বুড়ো সবার। চাঁদের মাটি বিশদ

29th  September, 2024
পশু-পাখিদের মজার রেস
কালীপদ চক্রবর্তী

চীনকালেও ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। জানা যায়, ৬৬৪ খ্রিস্ট পূর্বাব্দে প্রাচীন গ্রিসে প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছিল। প্রাচীন ওলিম্পিক্সে এটি ছিল জনপ্রিয় প্রতিযোগিতা। আজকাল একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে পশু-পাখি নিয়ে অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করা হয়।  বিশদ

29th  September, 2024
হিংসা থামাল ফুটবল!

ফুটবলারদের আবেদনে থেমে গিয়েছিল আইভরি কোস্টের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। দু’দশক আগের সেই গল্প বললেন সৌগত গঙ্গোপাধ্যায়। বিশদ

22nd  September, 2024
গল্পের চরিত্ররা
মানস সরকার 

দীপেশকাকুর পড়ার ঘরে ঢুকে টেবিলের পাশেই গুছিয়ে রাখা ব্যাগটা নজরে পড়ল মিলির। তার মানে কাকুর আবার কোথাও বেরিয়ে পড়ার প্ল্যান। টেবিলের উপর রাখা বাংলা-ইংরেজি মিলিয়ে সাত-আটটা খবরের কাগজ। রবিবারে এতগুলো করেই নেয় কাকু। বিশদ

22nd  September, 2024
হরেকরকম হাতের কাজ: পুজোর ঘরে  রঙিন জার

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

22nd  September, 2024
বুধ ও শুক্রের উপগ্রহ নেই কেন?

সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ছ’টির উপগ্রহ রয়েছে। কেবলমাত্র ব্যতিক্রম বুধ ও শুক্র। এই দুই গ্রহের কেন উপগ্রহ নেই? কারণ খুঁজলেন স্বরূপ কুলভী।
বিশদ

15th  September, 2024
ঘুড়ির উৎসব

বারাকপুর অম্বিকা বিমলা মডেল হাইস্কুল জেলার অন্যতম প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। কেবলমাত্র বালকদের এই উচ্চ মাধ্যমিক স্কুলে বর্তমান ছাত্র সংখ্যা প্রায় এক হাজার তিনশো। আর শিক্ষক-শিক্ষিকা সংখ্যা প্রায় ৫০।
বিশদ

15th  September, 2024
হিমালয়ের রহস্য ইয়েতি

মালয় পর্বতমালা। যা দুর্গম, সেখানেই রহস্য, আর যেখানে রহস্য সেখানেই ভয়। আর যেখানে ভয় সেখানেই অজস্র কাহিনি। হিমালয় এবং নিজেদের জনজাতিকে জুড়ে নেপালের আনাচেকানাচে এমন অনেক গল্পকথা ভেসে বেড়ায় যার ইতিহাস কোথায়, সত্যতাই বা কী তার ইয়ত্তা মেলে না।
বিশদ

15th  September, 2024
তিতলি আর তুন্দ্রা বিন হাঁস

দিন ধরে খুব মনখারাপ তিতলির। সবার বাড়িতে ‘পেট’ আছে। প্রায় সব বাড়িতেই আছে নানা জাতের পুষ্যি কুকুর। স্প্যানিয়েল-পোমেরিয়ান-ফ্রেঞ্চ বুলডগ থেকে ল্যাব্রাডর-রিট্রিভার-ডাচসুন্ড-অ্যালসেশিয়ান। কিন্তু মা একদম রাজি নয়। কুকুরকে মায়ের খুব ভয়। 
বিশদ

08th  September, 2024
হ্যাঙার অর্গানাইজার

শুরু হয়েছে নতুন বিভাগ ‘হরেকরকম হাতের কাজ’। ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস কাজে লাগিয়ে কেমন করে সুন্দর ক্রাফ্ট তৈরি করা যায়, থাকছে তারই হদিশ। এবারের বিষয় হ্যাঙার অর্গানাইজার। এমন সব হাতের কাজ শেখানো হচ্ছে, যা কিশোর-কিশোরীরা অনায়াসেই বাড়িতে বসে তৈরি করতে পারবে।
বিশদ

08th  September, 2024
এলিয়েনদের জন্য পাঠানো উপহার

‘ভয়েজার টু’-এর মধ্যে রয়েছে একটি গোল্ডেন ডিস্ক। যেটি হাতে পেলে ভিনগ্রহীরা জানতে পারবে মানব সভ্যতার কথা। সেই গল্পই শোনালেন উৎপল অধিকারী
বিশদ

08th  September, 2024
সৌরমণ্ডলের শীতলতম গ্রহ
স্বরূপ কুলভী

সূর্য থেকেই সৃষ্টি সৌরজগতের। আর এই সুবিশাল নক্ষত্রকে কেন্দ্র করেই ঘুরছে পৃথিবী সহ আটটি গ্রহ। এছাড়াও রয়েছে বামনগ্রহ, ধূমকেতু, ধূলিকণা, উপগ্রহ, গ্রহাণু-আরও কত কী। সৌরমণ্ডলে গ্রহগুলির প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।   বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হল পাথুরে গ্রহ। বিশদ

01st  September, 2024
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাদুড় বোমা
সায়নদীপ ঘোষ

ভি-৩ কামান, ডামি প্যারাট্রুপার থেকে শুরু করে গোলিয়াথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল হরেক রকমের অত্যাধুনিক অস্ত্র। এই যুদ্ধ যেন ছিল আধুনিক বিজ্ঞানচর্চার এক অভিনব কারখানা। তবে প্রচলিত অস্ত্রের পাশাপাশি গোপন অস্ত্রের সংখ্যাটাও খুব একটা কম ছিল না। বিশদ

01st  September, 2024
একনজরে
দিল্লি পুরনিগমের স্ট্যান্ডিং কমিটির নির্বাচন নিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার ভূমিকার কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। স্ট্যান্ডিং কমিটির একটি আসনে নির্বাচন নিয়ে সাক্সেনা ...

দু’টি পৃথক রুটের অটো ইউনিয়নের গণ্ডগোলে বন্ধ অটো ও বাস চলাচল। যার জেরে বিপাকে পড়লেন সাধারণ যাত্রীরা। শুক্রবার সকাল থেকে দিনভর বন্ধ থাকে বনগাঁ-দত্তফুলিয়া ও বনগাঁ-বয়রা রুটের বাস পরিষেবা। বন্ধ থাকে বনগাঁ-হেলেঞ্চা অটো পরিষেবা। ...

পুজোর মুখে কার ইউটিউব চ্যানেলে কত ভিউয়ার্স বাড়বে চলছে তার প্রতিযোগিতা। কে দামি বাইকে কত গতি তুলে স্টান্টবাজি করতে পারবে চলছে তার মহড়া। কাটোয়া, দাঁইহাট ...

দেশে কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। ইজরায়েলে ভারতীয় বেকারদের পাঠানোই তার অন্যতম প্রমাণ। শুক্রবার এমনই অভিযোগে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আজ শনিবার হরিয়ানায় ভোট। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব শিক্ষক দিবস
১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা
১৮৬৪ - ঘূণিঝড়ে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু
১৮৯৫ - অনুশীলন সমিতির সদস্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামী হেমন্তকুমার বসুর জন্ম
১৯৪৭ - কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত
১৯৮৯ - কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন
১৮০৫ -  ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড কর্নওয়ালিসের মৃত্যু
২০১১ - অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের মৃত্যু
২০২০- সঙ্গীত শিল্পী ও অভিনেতা শক্তি ঠাকুরের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৩ টাকা ৮৪.৮৭ টাকা
পাউন্ড ১০৮.৫০ টাকা ১১২.০৬ টাকা
ইউরো ৯১.০৪ টাকা ৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯২,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯২,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ আশ্বিন, ১৪৩১, শনিবার, ৫ অক্টোবর ২০২৪। তৃতীয়া অহোরাত্র। স্বাতী নক্ষত্র ৪০/৩ রাত্রি ৯/৩৩। সূর্যোদয় ৫/৩৩/১, সূর্যাস্ত ৫/১৭/১১। অমৃতযোগ প্রাতঃ ৬/২০ মধ্যে পুনঃ ৭/৭ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ২/৫৭ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৯ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৭ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/১ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/২১ মধ্যে পুনঃ ৩/৪৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৪৯ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। 
১৮ আশ্বিন, ১৪৩১, শনিবার, ৫ অক্টোবর ২০২৪। তৃতীয়া শেষরাত্রি ৪/৫৪। স্বাতী নক্ষত্র ৮/১৬। সূর্যোদয় ৫/৩৩, সূর্যাস্ত ৫/১৯। অমৃতযোগ দিবা ৬/২৪ মধ্যে ও ৭/৯ গতে ৯/২৭ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৯ মধ্যে এবং রাত্রি ১২/৩৭ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৭ গতে ৩/৭ মধ্যে। কালবেলা ৭/১ মধ্যে ও ১২/৫৪ গতে ২/২৩ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৯ মধ্যে। কালরাত্রি ৬/৫১ মধ্যে ও ৪/১ গতে ৫/৩৩ মধ্যে। 
১ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
নিট দুর্নীতি মামলা: পাটনা আদালতে চার্জশিট জমা দিল সিবিআই

10:31:00 PM

মহিলা টি-২০  বিশ্বকাপ: বাংলাদেশকে ২১ রানে হারাল ইংল্যান্ড

10:30:00 PM

ধর্মতলায় আমরণ অনশন শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা

09:48:00 PM

জম্মুর ঘোরটায় বিস্ফোরক উদ্ধার, তদন্তে পুলিস

09:34:00 PM

আইএসএল: মহামেডানকে ৩-০ গোলে হারাল মোহন বাগান

09:29:00 PM

মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু রানাঘাটের ৮৪ বছরের বৃদ্ধের

09:19:00 PM