Bartaman Patrika
হ য ব র ল
 

অরণ্যে অ্যাডভেঞ্চার

গা ছমছমে গহিন অরণ্য। দূর থেকে শোনা যাচ্ছে জলপ্রপাতের গর্জন। পথে বন্য পশুর ভয়। কোথাও ভয়ঙ্কর নদী পেরতে হবে। এমনই কয়েকটি অরণ্যের কথা তোমাদের শুনিয়েছেন সায়ন নস্কর।

জঙ্গলের কথা বললেই আমাদের মনে প্রথমেই আসে আমাজন বা সুন্দরবনের নাম। তবে এই বিখ্যাত জঙ্গলগুলি ছাড়াও বিশ্বে এমন অনেক জঙ্গল রয়েছে যার সৌন্দর্য অতুলনীয়। রয়েছে প্রতি পদে রোমাঞ্চ। তাই চলো বন্ধুরা এবারের ‘হ য ব র ল’র পাতায় এমনই পাঁচটি অদ্ভুত জঙ্গলের সাফারি সেরে ফেলা যাক।
বর্নিও রেন ফরেস্ট
প্রায় ১৩ কোটি বছর! ঠিকই শুনছ বন্ধুরা, প্রায় ১৩ কোটি বছর ধরে পৃথিবীর বুকে অক্সিজেন জুগিয়ে চলেছে বর্নিও রেন ফরেস্ট। তাই পৃথিবীর প্রাচীনতম জঙ্গলগুলির কথা উঠলে বর্নিওর জঙ্গলের নাম প্রথম সারিতেই চলে আসে। বর্নিওর সম্বন্ধে আরও একটি তথ্য জেনে রাখো বন্ধুরা, পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বর্নিও। অর্থাৎ শুধু জঙ্গল নয়, দ্বীপের মধ্যে জঙ্গল! অবশ্য দ্বীপটির গোটাটাকে জঙ্গল ভেবে ভুল কোরো না।
বর্নিও রেন ফরেস্টের আনাচে কানাচে রয়েছে অদ্ভুত চিত্র। এখানে আসলে দেখা মিলবে সারি সারি উঁচু-নিচু সব ধরনের গাছ। সেই গাছে বসে খুনসুটি করা বিরল প্রজাতির বানর। আবার তার পাশের গাছে চোখ রাখলেই হয়তো দেখতে পাবে না দেখা সব রঙিন পাখি। ওদিকে জঙ্গলের অলিগলিতে গাছের ফাঁক দিয়ে ছুটে চলেছে বিভিন্ন ভয়ঙ্কর সব জন্তু। মোটের উপর এই জঙ্গলে দেখা মেলে বিভিন্ন প্রজাতির বিপন্ন সব প্রাণীর। সবথেকে বেশি চোখে পড়ে বহু প্রজাতির বাঁদরের। প্রোবোস্কিস বানর, ম্যাকাও বানর, গিবন, ওরাং ওটাং-এর নিরাপদ বাসস্থান হল এই জঙ্গল। এছাড়াও ভাগ্য সঙ্গ দিলে দেখা মিলতে পারে বিরল প্রজাতির সান বিয়ারের। তবে সাবধান, ভুল করেও এই ভল্লুকের কাছে যাওয়ার বায়না ধোরো না। তার থেকে বরং এগিয়ে চলো। হয়তো একটু এগলেই দেখতে পাবে বর্নিও পিগমি হাতি। জীব-জন্তু, পশু-পাখি, গাছ-গাছালি বাদ দিলেও বর্নিওর রেন ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্যের কথা ভুললে চলবে না। প্রকৃতির আপন খেয়ালেই অপরূপ সাজে সেজেছে এখানকার ভূপ্রকৃতি। তাই দুই চোখ খোলা রেখে সেই দৃশ্য উপভোগ কোরো বন্ধুরা।
গ্যাবোনের জঙ্গল
না, না, গ্যাবোন কোনও জঙ্গল নয়। গ্যাবোন একটি দেশের নাম। তবে ভাবছ, কেন এই লেখায় গ্যাবোনের কথা বলছি? আসলে এই দেশটির প্রায় ৮০ শতাংশ জুড়েই রয়েছে ঘন জঙ্গল। দেশটির জনসংখ্যা মাত্র ২০ লাখের মতো। তবে এখন দক্ষিণ পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ভীষণরকম কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। চলছে শিল্পায়ন। তবে সেই কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই। এখানকার সরকার খুব সচেতনভাবেই নিজেদের বন্যপ্রাণ
রক্ষায় বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই প্রায় এক দশক আগে গোটা দেশে ১৩টি জাতীয় উদ্যান তৈরি করা হয়। আর শুধু তৈরি
করে বসে থাকা নয়, জাতীয় উদ্যানগুলির রক্ষণাবেক্ষণের
প্রশ্নে বেশ কঠোর মনোভাব রয়েছে। তাই এ দেশের জঙ্গলগুলি হয়ে উঠেছে বিভিন্ন বিপন্ন প্রাণীর বসবাসের মুক্তাঞ্চল। তবে এতগুলি জাতীয় উদ্যানের মধ্যে লোয়ানগো ন্যাশনাল পার্কটি অবশ্য সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। বলা হয়, এই জাতীয় উদ্যানের জঙ্গলটি অত্যন্ত প্রাচীন। তাই এই জঙ্গলকে ‘লাস্ট ইডেন’ নামেও ডাকা হয়। যার বাংলা অর্থ হল ‘শেষ নন্দনকানন’। এই জঙ্গলে এদিক-ওদিক নিজের মনের মতো
ঘুরে বেড়ায় গরিলা। এদের একবারটি দেখলে ভয় পাওয়া স্বাভাবিক! জঙ্গলের রাস্তা ধরে এগতে এগতে দেখলে হয়তো সারি বেঁধে দৈত্যাকার সব আফ্রিকান হাতি চলছে। জঙ্গলের ভিতরের কোনও জলাধারে বন্য মহিষের স্নানের দৃশ্যও দেখা যায়। এছাড়াও নানা ধরনের বিরল প্রজাতির সরীসৃপ থেকে জীবজন্তু রয়েছে এই জাতীয় উদ্যানে। সারিবদ্ধ গাছের
ডালে অচেনা সব পাখির ঝাঁক দেখে অবাক হতেই হবে।
মন্টেভার্দে ক্লাউড ফরেস্ট
আধো আধো মেঘের আস্তরণ। চারদিকে ধোঁয়াশা। সামনে একটা ঝুলন্ত ব্রিজ। তুমি সেই ব্রিজে হাঁটছ। এদিক-ওদিক
যেই দিকেই চোখ যায় শুধুই উঁচু উঁচু গাছ। সেই বিশালাকার গাছের তলায় বাসা করা ছোট ছোট গাছগুলিতে ফুটেছে হরেক রঙের ফুল। ব্রিজে এগতে এগতে মাঝে মধ্যে কানে ভেসে আসছে পাখির গান। এক মায়াময় পরিবেশ! কী অবাক
লাগছে? ভাবছ কোনও হলিউড কল্পবিজ্ঞানের ছবির কথা বলছি? না, এমনটা ভাবলে তুমি বড্ড ভুল করছ। আমাদের সুন্দরী পৃথিবীতে এমন অবিশ্বাস্য জায়গাও রয়েছে। জায়গাটা
হল কোস্টারিকার মন্টেভার্দে ক্লাউড ফরেস্ট রিজার্ভ। ছবির
মতো সুন্দর এই জায়গাটিতে একবার এলে ছেড়ে যেতে মন চাইবে না।
১৯৭২ সালে কোস্টারিকা সরকারের পক্ষ থেকে এই জঙ্গলটিকে সংরক্ষণের আওতায় আনা হয়। প্রায় ৩৫ হাজার একর জায়গা জুড়ে রয়েছে এই জঙ্গল। প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী, ৪০০ ধরনের পাখি, প্রায় ১২০০ প্রজাতির উভচর এবং সরীসৃপের বাস রয়েছে এখানে। এই বিশাল সংখ্যক বন্যপ্রাণের মধ্যে অনেকগুলিই বিরল প্রজাতির। এখানে
ভয়ঙ্কর জাগুয়ার থেকে শুরু করে অসিলট, পুমা, অঙ্কিলাস, মারগেস, জাগুয়ারুন্দিসের মতো বিড়াল গোত্রের প্রাণীর বাস রয়েছে। এই জঙ্গলের সাফারিতে বেরিয়ে দেখা পেতে পারো সুন্দরী বিরল প্রজাতির থ্রি ওয়াটেলজ বেল বার্ড বা রেসপ্লিডেন্ট কুইটজাল পাখির। এইসব পাখিগুলির দিকে একবার চোখ গেলে সত্যিই চোখ ফেরানো মুশকিল।
এই জঙ্গলের সর্বত্র মানুষের যাওয়ার অধিকার নেই। মানুষের জন্য জঙ্গলের ভিতরে ১৩ কিলোমিটার ঘোরার ব্যবস্থা করা হয়েছে। তবে চিন্তার কিছু নেই, মন্টেভার্দে ক্লাউড ফরেস্টের এতটুকু চলতে পারলেই সারাজীবন মনে থাকবে এই অরণ্যের কথা।
গ্রেট বিয়ার রেন ফরেস্ট
অগুনতি গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। জঙ্গলকে মাঝামাঝি কেটে বেরিয়ে যাচ্ছে বরফগলা জলের নদী। এদিক-ওদিক ঘুরে বেরাচ্ছে বন্যপ্রাণ। যেদিকেই তাকাবে চোখ ফেরাতে পারবে না। এতটাই সুন্দর অভিজ্ঞতা হবে ব্রিটিশ কলম্বিয়া, কানাডার গ্রেট বিয়ার রেন ফরেস্টে এলে। ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্র উপকূল ধরে প্রায় ২৫০ মাইল এগিয়ে গিয়েছে এই জঙ্গল। প্রায় ২.১ কোটি একর জুড়ে ছড়িয়ে থাকা এই জঙ্গলকে অনেকসময় উত্তরের আমাজন নামেও ডাকা হয়। এখানে এলে দেখা মিলবে হাজার বছর ধরে দন্ডায়মান দারুবৃক্ষের। জঙ্গলের মধ্যে দিয়েই হিমবাহ থেকে বেরিয়ে আসা নদী আপন মনে এঁকেবেঁকে এগিয়ে চলছে। পাহাড়ি পথে কখনও সেই খরস্রোতা নদী আছড়ে পড়ছে নীচের পাথুরে জায়গায়। জলপ্রপাতের সেই গর্জন শোনা যাচ্ছে অনেক দূর থেকে। এমনই অবাক করা দৃশ্যের দেখা মেলে এই জঙ্গলের পরতে পরতে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন ধরনের জীবজন্তুরও বাসস্থান এই বিশালাকার জঙ্গলটি। এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় হিংস্র নেকড়ে। নদীর স্যালমন মাছ ধরতে দেখা যেতে পারে বাদামি রঙের গিজলি ভল্লুককে। এছাড়া এই জঙ্গলের অপর এক আকর্ষণ হল কারমোড স্পিরিট বিয়ার। শুনতে অবাক লাগলেও সাদা শরীরের এই বিরল ভল্লুকগুলিও কালো ভল্লুকেরই সাব স্পিসিস। তবে চাইলেই এই ভল্লুকের দর্শন মেলে না। ভাগ্যের সঙ্গ মিললেই তোমরা এই ভল্লুক দেখতে পাবে। এক্ষেত্রে ওই অঞ্চলের স্থানীয় গাইডরা কারমোড স্পিরিট বিয়ার চাক্ষুস করার বন্দোবস্ত করলেও করতে পারে।
বাম্বু ফরেস্ট, কোয়োটো, জাপান
এবার তোমাদের এক আশ্চর্য জঙ্গলের কথা বলব। এই জঙ্গলে রয়েছে শুধু বাঁশ। সোজা কথায়, বাঁশের জঙ্গল। যেদিকেই তাকাবে লম্বা লম্বা বাঁশ গাছ। তার মাঝখান দিয়ে চলে গিয়েছে সুন্দর পরিপাটি রাস্তা। সেই রাস্তা দিয়ে তুমি হেঁটে চলেছ। পাশে রয়েছে অন্যান্য ভ্রমণ পিপাসুরা। জাপানের কোয়োটো সিটি সেন্টার থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বেই রয়েছে এমন অদ্ভুত এক জায়গা। জাপানের উঁচু উঁচু অট্টালিকার মাঝে প্রাণের সন্ধান দিতে পারে এই জঙ্গল। তাই রোজই দেশবিদেশের বহু মানুষ উপস্থিত হচ্ছেন এখানে। এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে কানে আসে অদ্ভুত শব্দ। বাঁশ গাছের মধ্যে দিয়ে হাওয়া চলার ফলেই এমন আওয়াজ হয়। প্রাকৃতিক এই শব্দ বাম্বু ফরেস্টের অন্যতম আকর্ষণ। জাপান সরকারের ১০০টি সাউন্ডস্কেপের মধ্যে এই শব্দটিরও স্থান রয়েছে। তাই এখানে ঘুরতে এসে বেশি শব্দ কোরো না যেন। বরং মন দিয়ে প্রকৃতির সঙ্গীত শুনো। প্রাণ ভরে যাবে। এই জঙ্গলে আসতে হলে ভিড় এড়িয়ে একটু সকাল সকাল বা বিকেলের দিকে আসাই ভালো। দিনের ২৪ ঘণ্টা খোলা থাকে এই জায়গা। পাশাপাশি এখানে প্রবেশ করতেও কোনও টাকা লাগে না। তবে এমন সুন্দর জঙ্গল দেখার পরও কিন্তু থামলে চলবে না। কারণ বাম্বু ফরেস্টের বাইরেই রয়েছে তেনরুজি মন্দির। এই মন্দিরটিকে ইউনেসকোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। তাই এখানে এলে মন্দির দেখা মাস্ট।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে 
17th  November, 2019
গোলাপি বিপ্লবের সন্ধিক্ষণে ইডেন

ছোট্টবন্ধুরা! তোমরা যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসো, বা যারা ক্রিকেটের খোঁজখবর একটু আধটু রাখো, তারা নিশ্চয়ই ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়ার খবর জানো। ভারত তাদের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলতে নামছে ২২ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। 
বিশদ

17th  November, 2019
ছোটদের রান্নাঘর 

তোমাদের জন্য চলছে একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন দ্য পার্কিং লট রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ সুমিত রঘুবংশী। 
বিশদ

10th  November, 2019
জওহরলাল নেহরুর ছেলেবেলা 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার পণ্ডিত জওহরলাল নেহরু। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

10th  November, 2019
ছোটদের ভালোবাসতেন চাচা নেহেরু 

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শিশুদের কাছে তিনি চাচা নেহরু হিসেবে বেশি জনপ্রিয়। নেহরু ছোটদের খুব ভালোবাসতেন বলে তাঁর জন্মদিনটি অর্থাৎ ১৪ নভেম্বর দেশজুড়ে শিশুদিবস পালিত হয়। প্রিয় চাচা নেহরুকে নিয়ে লিখেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।  
বিশদ

10th  November, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা।
 
বিশদ

03rd  November, 2019
সে কি সত্যি হবে! 
আয়ূষী বন্দ্যোপাধ্যায়

পাইন আর দেওদার গাছের মধ্যে পাখির বাসা থাকে কি না তা ঠিক জানা নেই, তবে এক মিষ্টি পাখির কূজন কানে ভেসে আসে রোজই। গতকাল রাতে অমন ঝড়, বৃষ্টি, দম্ভোলি হয়েছে কে বলবে? ভোরের প্রভাকরের প্রকীর্ণ আভা যেন দুর্যোগকে নিশ্চিহ্ন করেছে। ঈশ্বরের দেশে সবই তো তাঁর লীলাখেলা, সেখানে যে নেই কোনও মোহ, মায়া, মাৎসর্য। শুধুই আছে মনকে দয়ার্দ্র করে তোলার পরিপূর্ণ রসদ। 
বিশদ

03rd  November, 2019
পুজোর ছুটি 

পুজোর ছুটিতে কে কী করবে তার পরিকল্পনা অনেক আগেই সেরে ফেলে ছোটরা। সেই তালিকায় ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্পগুজব, মামার বাড়ি যাওয়া, বেড়ানো, গল্পের বই পড়া, খেলাধুলো সবই থাকে। এবারের পুজোর ছুটি কার কেমন কাটাল তোমাদের শোনাচ্ছে বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা। 
বিশদ

03rd  November, 2019
 আলোর উৎসব
কা লী পু জো

 রং-বেরঙের আলো দিয়ে বাড়ি সাজানো, তুবড়ি, হাউই আর রংমশালের আলোর ছটা, মিষ্টিমুখ, রাত জেগে পুজো দেখা... এমনভাবেই কেটে যায় কালীপুজোর দিনটা। জানাল বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা। বিশদ

27th  October, 2019
 ভগিনী নিবেদিতা

 আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার ভগিনী নিবেদিতা। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। বিশদ

27th  October, 2019
হ্যালোইন নাকি ভূত উৎসব

কার কতটা ভূতের ভয় তা আমার জানা নেই, আমার কিন্তু খুবই ভূতের ভয়, তাই রাতে আমি একা একা ঘরে শুতে পারি না, চোখ বুঝলেই ভূশুণ্ডির মাঠ থেকে হাজার হাজার ভূত উড়ে এসে আমাকে ঘিরে ধরে, কেউ আমার পা ধরে টানে কেউ বা আবার কাতুকুতু দিয়ে আমাকে নাজেহাল করে ছাড়ে, সে সব দুঃখের কথা আজ নয় ছেড়েই দিলাম। তাই ভূত নিয়ে কিছু লিখতে গেলে আমার হাত-পা ঠান্ডা হয়ে আসে, গায়ের লোম খাড়া হয়ে যায়। বিশদ

27th  October, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

চলছে নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় থট-রিডিং।   বিশদ

20th  October, 2019
মামরাজ আগরওয়াল রাষ্ট্রীয় পুরস্কার 

প্রতিবারের মতো এবারও ‘মামরাজ আগরওয়াল রাষ্ট্রীয় পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল মামরাজ আগরওয়াল ফাউন্ডেশন। গত ২১ সেপ্টেম্বর রাজভবনে অনুষ্ঠানটি হয়েছিল। এবার মোট ৯৯ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।   বিশদ

20th  October, 2019
মহাপ্রলয় আসছে 

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ষষ্ঠ মহাপ্রলয় ঘটতে আর দেরি নেই। জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে। বাড়ছে গাড়ি, কলকারখানার সংখ্যা। দূষিত হয়ে উঠছে পরিবেশ। গলতে শুরু করেছে কুমেরু ও সুমেরুর বরফ। মহাপ্রলয় আটকাতে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। পৃথিবীর ধ্বংস আটকানোর উপায় কী? লিখেছেন সুপ্রিয় নায়েক। 
বিশদ

20th  October, 2019
একনজরে
সংবাদদাতা, গঙ্গারামপুর: সামাজিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সংসার টানতে দীর্ঘ তিন বছর ধরে গঙ্গারামপুর শহরে টোটো চালাচ্ছেন স্কুলপাড়ার বাসিন্দা রীতা সরকার। চার বছর আগে স্বামীর মৃত্যুর ...

সংবাদদাতা, কাটোয়া: আজ সোমবার কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় অংশ নেবে ৬৬টি পুজো কমিটি। শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহরজুড়ে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে, সোনার দামবৃদ্ধি। অন্যদিকে, আর্থিক মন্দা। সব মিলিয়ে সোনার বাজার মোটেই ভালো গেল না দেশে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সোনার যে চাহিদা দেখা গিয়েছে, ...

ঢাকা, ১৭ নভেম্বর (পিটিআই): গ্যাস পাইপে বিস্ফোরণের জেরে মৃত্যু হল সাতজনের। জখম হয়েছেন আরও আটজন। রবিবার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের নতুন কর্ম সংস্থানের সুযোগ আছে। সরকারি বা আধাসরকারি ক্ষেত্রে কর্ম পাওয়ার সুযোগ আছে। ব্যর্থ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৭: অম্বরের মহারাজা দ্বিতীয় জয়সিং জয়পুর শহর প্রতিষ্ঠা করলেন
১৯০১: পরিচালক ও অভিনেতা ভি শান্তারামের জন্ম
১৯৭৩: ভারতের জাতীয় পশু হল বাঘ
১৯৭৮: পরিচালক ও অভিনেতা ধীরেন্দ্র গঙ্গোপাধ্যায়ের মৃত্যু
 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.০২ টাকা ৭৩.৫৬ টাকা
পাউন্ড ৯০.০৫ টাকা ৯৪.৯০ টাকা
ইউরো ৭৭.১৩ টাকা ৮১.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
16th  November, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৪০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
17th  November, 2019

দিন পঞ্জিকা

১ অগ্রহায়ণ ১৪২৬, ১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ষষ্ঠী ২৮/৮ রাত্রি ৫/১০। পুষ্যা ৪১/৫ রাত্রি ১০/২১। সূ উ ৫/৫৪/৪৩, অ ৪/৪৮/৩৯, অমৃতযোগ দিবা ৭/২১ মধ্যে পুনঃ ৮/৪৮ গতে ১১/০ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ১০/৫৬ মধ্যে পুনঃ ২/২৪ গতে ৩/১৭ মধ্যে, বারবেলা ৭/১৬ গতে ৮/৩৮ মধ্যে পুনঃ ৩/৫ গতে ৩/২৭ মধ্যে, কালরাত্রি ৯/৪৩ গতে ১১/২১ মধ্যে। 
১ অগ্রহায়ণ ১৪২৬, ১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ষষ্ঠী ২৪/১৭/৩৬ দিবা ৩/৩৯/২৭। পুষ্যা ৩৯/১৯/৩৪ রাত্রি ৯/৪০/১৫, সূ উ ৫/৫৬/২৫, অ ৪/৪৮/৫১, অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে ও ৮/৫৮ গতে ১১/৬ মধ্যে এবং রাত্রি ৭/২৭ গতে ১১/১ মধ্যে ও ২/৩৪ গতে ৩/২৭ মধ্যে, বারবেলা ২/৫/৪৫ গতে ৩/২৭/১৮ মধ্যে, কালবেলা ৭/১৭/৫৮ গতে ৮/৩৯/৩২ মধ্যে, কালরাত্রি ৯/৪৪/১১ গতে ১১/২২/৩৮ মধ্যে।
২০ রবিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের নতুন কর্ম সংস্থানের সুযোগ আছে। বৃষ: কর্মরতদের শুভ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৭২৭: অম্বরের মহারাজা দ্বিতীয় জয়সিং জয়পুর শহর প্রতিষ্ঠা করলেন১৯০১: পরিচালক ...বিশদ

07:03:20 PM

কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

05:36:00 PM

খড়্গপুরের এসডিপিও সুকমল দাসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন 

05:34:00 PM

হাসপাতালে ভর্তি নুসরত জাহান
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেত্রী তথা সংসদ সদস্য ...বিশদ

04:58:35 PM

কেন্দ্রীয় বাহিনী দিয়ে অপারেশন করা হয়েছে: মমতা 

04:46:00 PM