Bartaman Patrika
গল্পের পাতা
 

আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছবি বিশ্বাস- পঞ্চম কিস্তি।

সহ-অভিনেতার সঙ্গে মজা করাও ছিল ছবি বিশ্বাসের একটা নেশা। স্টেজে একবার খুবই বেকায়দায় ফেলে দিয়েছিলেন তাঁর সহশিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়কে। ছবি বিশ্বাস মজা করার জন্যই মাইকে অন্য সংলাপ বলে প্রায়শই ভানুকে বিপদে ফেলতেন। পরে আবার নিজেই সামলে নিতেন। একদিন ভানু মনে মনে ঠিক করলেন, একবার অন্তত ছবিদাকে অপ্রস্তুতে ফেলে এর শোধ নিতেই হবে। কিন্তু এদিকে তাঁর এই পরিকল্পনার কথা কীভাবে যেন আগেভাগেই জেনে ফেলেছিলেন ছবি বিশ্বাস। তাই ভানু খেলা শুরু করার আগেই তিনি একেবারে ভেল্কির খেলা দেখিয়ে ছাড়লেন। 
স্টার থিয়েটারে ‘ডাক বাংলো’ নাটকে একটা দৃশ্যে মঞ্চে প্রবেশ করলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ছবি বিশ্বাস তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘মশাইয়ের নামটা?’
‘আজ্ঞে, কৃতান্ত বিশ্বাস,’ ভানু উত্তর করলেন। ছবিবাবু তখন বেশ খানিকক্ষণ চুপ করে থেকে উপদেশ দিলেন ‘হুম! কাউকে বিশ্বাস করবেন না।’ ভানু বললেন, ‘এজ্ঞে, আচ্ছা।’ ছবি বিশ্বাস সঙ্গে সঙ্গে বললেন— ‘আবার কাউকে অবিশ্বাসও করবেন না।’
ভানু বন্দ্যোপাধ্যায় মনে মনে প্রমাদ গুনলেন। ততক্ষণে বুঝে ফেলেছেন আজ কিছু একটা গণ্ডগোল হবে। তিনি এজ্ঞে, আচ্ছা বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেন। ছবি বিশ্বাস তাঁর পথ আটকে দাঁড়ালেন। বললেন, ‘আরে মশাই, চলে যাচ্ছেন যে! আমার কথাই তো এখনও শেষ হয়নি। আপনি বিশ্বাসও করবেন না, আবার অবিশ্বাসও করবেন না। তাহলে কী করবেন? সেটা তো বলে যান।’
ভানু তখন হাতজোড় করে বিড়বিড় করে বললেন, ‘ছবিদা খুব অন্যায় হয়ে গিয়েছে। আর কোনওদিন করব না।’ ছবি বিশ্বাসও তখন বিড়বিড় করে বললেন, ‘ব্যাটা, আর চালাকি করবি আমার সঙ্গে? বল বাড়ি গিয়ে ভাবব।’ ভানু সেই কথা বলেই শেষপর্যন্ত নিস্তার পেলেন। 
আসলে মজা করলেও ভানুকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি। ‘ছবি জ্যাঠামশাই বাবাকে নিজের ছোটভাইয়ের মতো ভালোবাসতেন। জ্যাঠামশাইয়ের জীবনের শেষ ১০-১১ বছর ফিল্ম লাইনে বাবার থেকে আপনার বলতে আর কেউ ছিলেন না। বাবা ছাড়া অবশ্য নৃপতি চট্টোপাধ্যায়কেও খুব ভালোবাসতেন জ্যাঠামশাই,’ বলছিলেন ভানু-পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায়। ছবি বিশ্বাস যে তাঁর বাবার সঙ্গে মজা করতেন সেই কথাও বললেন গৌতমবাবু। শোনালেন একটা মজার ঘটনা। ‘নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে’ ছবির প্রিমিয়ার শো হচ্ছে। নির্মল দে’র সেই ছবিতে ছবি বিশ্বাস, ভানু বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছিলেন ভানু-কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায়। আর শুধু অভিনয় করাই নয়, বাসবী সেই ছবিতে অভিনয় করে সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। গৌতম বলছিলেন,‘তখন আমার বোনের কতই বা বয়স হবে! সাত কি আট বড়জোর। হঠাৎ বোন এসে হল ভর্তি লোকের সামনে বলল—বাবা, আমি তো একটা বইয়ে অভিনয় করেই রাষ্ট্রীয় পুরস্কার পাব, তুমি সারাজীবন অ্যাক্টিং করে কী করলে? বাবা প্রথমটায় থমকে গেলেও পরক্ষণেই বুঝতে পারলেন যে, এ ছবি জ্যাঠামশাইয়ের কাজ। উনিই এটা বলার জন্য শিখিয়ে দিয়েছেন।’
ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় ‘কাঞ্চনমূল্য’ ছবির জন্য অনেক কম পারিশ্রমিকে কাজ করেছিলেন ছবি বিশ্বাস। অভিনয় ছাড়াও নানারকম পরামর্শ দিতেন প্রযোজক মশাইকে। দুপুর ২টোয় শ্যুটিং থাকলে সেটে চলে আসতেন প্রায় ঘণ্টা দুয়েক আগে। শ্যুটিং না থাকলেও মাঝে মাঝে সেটে এসে ঘুরে যেতেন। আবার শ্যুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ বসে সকলের সঙ্গে আড্ডা মারতেন। তৎকালীন ‘স্কাইরুম’ রেস্তরাঁ থেকে ছবি বিশ্বাসের জন্য রোজ বিকেলে এক প্যাকেট হ্যাম, সসেজ আসত। রেস্তরাঁ ম্যানেজার নিজে এসে স্টুডিওতে পৌঁছে দিয়ে যেতেন। তার থেকে কিছুটা ভানু আর তাঁর পুত্র গৌতমের জন্য বরাদ্দ থাকত। তবে, কাজ শেষ করে ভানু না আসা পর্যন্ত ছবি বিশ্বাস খাবারে হাতই দিতেন না। ভানু এসে বসতেন, তারপর তিনি খেতেন। খেতে খেতে শট নিয়ে আলোচনা চলত। একদিন অভিনেতা জহর গঙ্গোপাধ্যায় ধরলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে—‘ছবিবাবুর ছায়াছবি কদ্দূর?’ ভানু বললেন, ‘বেশ দূর’। তখন জহর গঙ্গোপাধ্যায় পাল্টা ছবিবাবুকে প্রশ্ন করলেন, ‘ভানুর বই নিয়ে বেশ জড়িয়ে পড়েছেন মনে হচ্ছে?’ উত্তরে ছবি বিশ্বাস বললেন, ‘হবে না! ভেনোর ফিল্ম, যাতে ঠিকঠাক চলে সেটা দেখতে হবে তো।’
‘কাবুলিওয়ালা’ যখন বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হল তখন সেই উৎসবে আমন্ত্রিত অতিথি হয়ে তৎকালীন পশ্চিম জার্মানিতে গিয়েছিলেন ছবি বিশ্বাস। স্মৃতি রোমন্থন করে গৌতম বলছিলেন,‘বাবার আনন্দ তখন দেখে কে! বাবার ধারণা ছিল জ্যাঠামশাই নির্ঘাৎ এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবেন। জ্যাঠামশাইকে সি-অফ করতে বাবা দমদম বিমানবন্দরে গিয়েছিলেন। উনি বার্লিন থেকে ফেরার পর লাগাতার প্রায় মাসখানেক আমাদের বাড়িতে বার্লিন ফেস্টিভ্যালের নানা বিষয় নিয়ে আড্ডা হতো।’
(ক্রমশ)   
দমদম বিমানবন্দরে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি বিশ্বাস
27th  December, 2020
সিনেমা  তোলার 
ঝকমারি

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন প্রদীপচন্দ্র বসু। বিশদ

10th  January, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছবি বিশ্বাস- সপ্তম কিস্তি। বিশদ

10th  January, 2021
শেষ আপদ
সুমন মহান্তি

এই পাড়াকে শহরে সবাই একডাকে চেনে। অভিজাত এই পাড়ায় জমির দাম অনেক বছর আগেই আকাশছোঁয়া হয়েছিল, এখন জমি অমিল বলে পুরনো সব বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি শুরু হয়েছে। এই পাড়ার মধ্যেই আছে আরেক পাড়া, চকচকে মাখন-শরীরে বিসদৃশ ঘামফোঁড়া মনে হয় সেই পাড়াটিকে। বিশদ

03rd  January, 2021
চলার পথে
উপলব্ধি

চলার পথে তো কত কিছুই ঘটতে থাকে, কিন্তু সেইসব ঘটনা সাধারণত নজরেই পড়ে না, যতক্ষণ না পর্যন্ত তার মাহাত্ম্য উপলব্ধি হচ্ছে। এমনটা ঘটেছিল কল্লোল যুগের প্রখ্যাত সাহিত্যিক প্রবোধকুমার সান্যালের অভিজ্ঞতায়। হিমালয় ভ্রমণের সময় একবার রাস্তার পাশে সুদৃশ্য এক পাথর তাঁর নজরে আসে। বিশদ

03rd  January, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছবি বিশ্বাস- ষষ্ঠ কিস্তি। বিশদ

03rd  January, 2021
বিশ্বাস অবিশ্বাস

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন কাবেরী রায়চৌধুরী। বিশদ

27th  December, 2020
কালবৈশাখী
অদিতি বসুরায়

কলকাতা শহরটাতে কী যে আছে ভেবে পায় না রাকা। এই  ‘কিছু’ থাকাটা মানে বড় বড় আকাশছোঁয়া বাড়ি, বাস-ট্রাম, মস্ত তিন-চারতলা দোকান-টোকান নয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ময়দান, রাজভবন এসবও নয়। একেবারে আলাদা কিছু। দুর্গাপুজোর ঢাকের বোলের মতো। ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’— মন ভালো হয়, আবার পালাই-পালাইও করে। ঠিকঠাক বুঝিয়ে সে বলতে পারে না। বিশদ

20th  December, 2020
চারিদিক যখন শূন্য

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন অনীশ দেব। বিশদ

20th  December, 2020
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছবি বিশ্বাস- চতুর্থ কিস্তি। বিশদ

20th  December, 2020
মহাশয় যা শুনিলেন
অমর মিত্র

তরুণ লেখক বন্ধুকে আমি ফোন করলাম দুপুর গড়িয়ে এলে। ভাবলাম ফোন কি ধরবে? আমার বয়স হয়েছে। কোভিডের ভয়ে আট মাস নিভৃতযাপন করছি। বাড়ি থেকে বের হই না বড় একটা। হাঁটা হয় বেশ ভোরে, তাও এই ক’দিন। আগে ছাদে আকাশের নীচে হাঁটতাম। সারাদিন করব কী? সকালে কাগজ কলম নিয়ে মানে ল্যাপটপ খুলে বসি। আগডুম বাগডুম লিখি। বিশদ

13th  December, 2020
কাঠের আলমারি

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন অভিজিৎ তরফদার। বিশদ

13th  December, 2020
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছবি বিশ্বাস- তৃতীয় কিস্তি। বিশদ

13th  December, 2020
চলার পথে

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন দেবল দেববর্মা। বিশদ

06th  December, 2020
আজও তারা জ্বলে
 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছবি বিশ্বাস- দ্বিতীয় কিস্তি। বিশদ

06th  December, 2020
একনজরে
বাড়ির সামনেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চোখ পরীক্ষা করার সুযোগ ছাড়তে রাজি হননি সালমা বেগম, মহসিন মল্লিক, রাবেয়া বেগম সহ খালনা গ্রাম পঞ্চায়েতের একাধিক বাসিন্দা। আর ...

প্ল্যান ছিল স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে নস্টালজিয়ায় ফিরে যাওয়ার। সেইমতোই মিনিবাসে করে গোয়া যাচ্ছিলেন কর্ণাটকের দেবানগিরির বেশ কয়েকজন। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিলেন বন্ধুরা। ক্যাপশন — স্কুলের বন্ধুদের সঙ্গে ‘গো গোয়া’। ...

করোনা ভাইরাস ত্রাণ তহবিলে ১ লক্ষ ৯০ হাজার কোটি ডলার বরাদ্দ করলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছর টানা লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়ে বেকার। ...

কালনা থানার সুলতানপুরের উপলতিতে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম রীনা টুডু(২৩)।  এই ঘটনায় পুলিস মৃতার স্বামীকে আটক করেছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পিতার স্বাস্থ্যহানি হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৬১: ফরাসিদের কাছ থেকে পণ্ডিচেরির দখল নিল ব্রিটিশরা
১৭৬৮ - কলকাতায় প্রথম ঘৌড়া দৌড় শুরু হয়।
১৯০১ - ভাষাতাত্ত্বিকও সাহিত্য বিশারদ সুকুমার সেনের জন্ম
১৯১০ - বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের জন্ম
১৯২২ - কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন।
১৯২৪ -  বিশিষ্ট বাঙালি আইনজ্ঞ রাজা প্যারীমোহন মুখোপাধ্যায়ের মৃত্যু 
১৯৩৮: কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৪০ - অভিনেতা চিন্ময় রায়ের জন্ম
১৯৪১ - সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ।
১৯৪৬: অভিনেতা কবির বেদির জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২৬ টাকা ৭৩.৯৭ টাকা
পাউন্ড ৯৮.৩১ টাকা ১০১.৭৫ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,০৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ মাঘ ১৪২৭, শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, তৃতীয়া ৩/২৮ দিবা ৭/৪৬। শতভিষা নক্ষত্র ৫৯/২৫ শেষ রাত্রি ৬/৯। সূর্যোদয় ৬/২৩/৮, সূর্যাস্ত ৫/৯/৪০। অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৪৯ মধ্যে। রাত্রি ৭/৪৬ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১২/১১ গতে ১/৫৮ মধ্যে পুনঃ ২/৫১ গতে ৪/৩৬ মধ্যে। বারবেলা ৭/৪৩ মধ্যে পুনঃ ১/৭ গতে ২/২৭ মধ্যে পুনঃ ৩/৪৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৪৯ মধ্যে পুনঃ ৪/৪৪ গতে উদয়াবধি। 
২ মাঘ ১৪২৭, শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, তৃতীয়া দিবা ৮/৫৫। ধনিষ্ঠা নক্ষত্র প্রাতঃ ৬/৪৮। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/৯। অমৃতযোগ দিবা ১০/০ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৭/৫৭ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/২৬ গতে ২/০ মধ্যে ও ২/৫২ গতে ৪/৩৬ মধ্যে। কালবেলা ৭/৪৬ মধ্যে ও ১/৮ গতে ২/২৮ মধ্যে ও ৩/৪৯ গতে ৫/৯ মধ্যে। কালরাত্রি ৬/৪৯ মধ্যে ও ৪/৪৬ গতে ৬/২৬ মধ্যে। 
২ জমাদিয়ল সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্যা ইয়ার পুরস্কার পাচ্ছেন অভিনেতা বিশ্বজিৎ
ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্যা ইয়ার পুরস্কার পাচ্ছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।  ...বিশদ

09:07:32 PM

আইএসএল: মুম্বই :০ হায়দরাবাদ: ০ (প্রথমার্ধ)

08:29:29 PM

রাজ্যে টিকা নেওয়ার পর এখনও পর্যন্ত অসুস্থ হয়েছেন চারজন
করোনা টিকা নেওয়ার পর এখনও পর্যন্ত রাজ্যের চারজনের অসুস্থ হওয়ার ...বিশদ

07:22:06 PM

রাজ্যে আজ কতজন পেলেন করোনার টিকা
রাজ্যের ১৫৬০০ জন স্বাস্থকর্মী টিকা পেয়েছেন। এখনও  পর্যন্ত পাওয়া খবর ...বিশদ

07:19:53 PM

প্রথমদিন দক্ষিণ ২৪ পরগনায় ৯৭% স্বাস্থ্য কর্মী টিকা নিলেন

06:59:00 PM

বাংলায় দুপুর আড়াইটা পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৯ হাজার ৩০০ জন
কোউইন সার্ভার বিপর্যয়ের আজ দেশজুড়ে কতজন করোনার টিকা নিলেন তার ...বিশদ

06:23:00 PM