Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

আকাশ ছোঁয়ার শতবর্ষ

কলকাতা বিমানবন্দরের ১০০ বছর! গড়ের মাঠের এয়ারফিল্ড থেকে দমদমার মাঠে বিমানবন্দর গড়ে ওঠার কাহিনি রূপকথার মতো। সেই অজানা ইতিহাসের খোঁজে অনিরুদ্ধ সরকার

রাত পোহালেই বড়দিন। উৎসুক জনতার ভিড়ে জমজমাট গড়ের মাঠ। ছোলা-বাদাম ভাজা খেতে খেতে জমে উঠেছে গল্প। আচমকাই তাল কাটল গোঁ গোঁ শব্দে। মাথায় উপর চক্কর কাটছে আস্ত একটা উড়োজাহাজ! সেই প্রথম বিমান দেখল তিলোত্তমা, ১৯১২ সালের ২৪ ডিসেম্বর। দুই ফরাসি বিমানচালক— জুল টাইক এবং ব্যারন ডি ক্যাটরসের সৌজন্যে। গড়ের মাঠের উপরে খানিকক্ষণ চক্কর দিয়ে কলকাতাবাসীকে প্রথমবার বিমান দেখালেন তাঁরা।
আমেরিকায় রাইট ভাইদের আকাশে ওড়ার সঙ্গেই শুরু হয় ইতিহাসের এক অধ্যায়ের। সেটা ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর। তারপর থেকেই সারা বিশ্বের ধনী-অভিজাত শ্রেণির মধ্যে ‘আকাশে ওড়া’ নিয়ে তৈরি হয়েছিল তুমুল আগ্রহ। এক দশকের মধ্যেই সেই ঢেউ আছড়ে পড়ে ব্রিটিশ উপনিবেশ ভারতবর্ষে।
 গড়ের মাঠের আগেও অবশ্য কলকাতার আকাশে বিমান উড়েছিল। ১৯১০ সালের ডিসেম্বরে কলকাতার টলি ক্লাব গ্রাউন্ড থেকে উড়েছিল ভারতের প্রথম শখের বিমান। উপমহাদেশের প্রথম নারী বিমানযাত্রী হিসেবে তাতে চড়েন মিস নেলি সেন বা নির্মলা সেন। কেশবচন্দ্র সেনের পুত্রবধূ।
বাঙালি গড়ের মাঠে বিমান দেখলেও কলকাতা শহরে সে অর্থে কোনও এয়ারফিল্ড ছিল না। গড়ের মাঠই তখন অবতরণ ক্ষেত্র। ১৯২০ সালের মার্চ মাসে রোম থেকে টোকিও উড়ে যাওয়ার সময় একঝাঁক ইতালিয়ান বিমান নেমে পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণের খোলা মাঠে। সেটি নিজেদের বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করে। ইতিহাস বলছে, এরপর কলকাতা থেকে প্রায় মাইল সাতেক দূরে দমদমার (অধুনা দমদম) ঘাসে ভরা মাঠকে বিমান অবতরণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। কারণ ভবিষ্যতে বিমানবন্দরের যে প্রয়োজন পড়বেই, তা বিলক্ষণ বুঝেছিল ব্রিটিশরা।
প্রথমে ‘কলকাতা এরোড্রোম’ হিসেবে এই বিমানবন্দরের যাত্রা শুরু হয়েছিল। ১৯২২ সালে লন্ডনের ক্রয়ডন শহর থেকে উড়ে এসে দমদমে নামেন মেজর ব্ল্যাক, ক্যাপ্টেন ম্যাকমিলান এবং ক্যাপ্টেন ম্যালিনস। পরে নিজেদের বিমানটি নিলামে বিক্রি করে দেশে ফিরে যান। তারও দু’বছর পর, ১৯২৪ সালের মে মাসে দমদমে নামেন ফরাসি পাইলট ডি’ওয়েসি। সেই মাসেই কলকাতায় আসেন আরও দু’জন পর্তুগিজ পাইলট—ক্যাপ্টেন পিস ও ক্যাপ্টেন বেইয়ের্স। মাসখানেকের মধ্যেই পৃথিবী ঘুরতে বেরনো দু’জন মার্কিন বিমানচালকের সি-প্লেন নামে গঙ্গায়, বারাকপুরের কাছে নবাবগঞ্জে। আরও একটি মজার ঘটনা ঘটেছিল সেই বছরই। দু’জন ডাচ পাইলট আমস্টারডাম থেকে ব্যাটাভিয়া যাওয়ার পথে রাতের অন্ধকারে দমদমে বিমান অবতরণ করান। সম্বল ছিল স্রেফ মশালের আলো। পরের বছর বড়দিনে ইংরেজদের ছ’টি রাজকীয় সামরিক বিমান অল্প সময়ের জন্য দমদমে নামে। 
ধীরে ধীরে বিমানবন্দরের গুরুত্ব বাড়তে শুরু করে। স্পেন, মাদ্রিদ, প্যারিস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর থেকে বিভিন্ন সময় দমদমে বিমান অবতরণ করতে শুরু করে। এরকম সময়ের ঘটনা—জার্মান পাইলট ওটো কোয়েনকে টোকিও যাওয়ার পথে কলকাতা পৌঁছন। কিন্তু বিমানক্ষেত্রটি ঠিকমতো বুঝতে না পেরে দমদমের পাশ দিয়ে উড়ে যান। এবং শেষ পর্যন্ত সামলাতে না পেরে হাওড়ার সাঁকরাইলে বিমান সহ পড়ে যান। তিনি প্রাণে রক্ষা পেলেও ধ্বংস হয়ে যায় প্লেনটি।
এতক্ষণ যে বৈমানিকদের কথা হচ্ছিল, তাঁরা কেউই কলকাতার সঙ্গে নিয়মিত যোগাযোগ-ব্যবস্থা স্থাপন করেননি। তাঁরা নামতেন দমদমের ঘাসে ভরা মাঠে। আর তখন সেটিই ছিল এরোড্রোম। তখনও পর্যন্ত স্থায়ী কোনও বিমানঘাঁটি তৈরি হয়নি। দমদমে প্রথম কবে বিমানবন্দর তৈরি হল, তার সঠিক সন-তারিখ কেউই সেভাবে বলতে পারেন না। গবেষকদের ধারণা, ১৯২৮-২৯ সাল নাগাদ তা নির্মাণের কাজ শুরু হয়। উত্তর-দক্ষিণে রানওয়ে তৈরির পর্ব অবশ্য সেই বছরের শেষ বা পরের বছরের গোড়ার দিকে।
এক বছর পরে ঘটে একাধিক ঘটনা। ১৯৩০ সালে ব্রিটিশ ইম্পিরিয়াল এয়ারওয়েজ ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে করাচি পর্যন্ত নিয়মিত বিমান সার্ভিস শুরু করে। সেই বছরই ইম্পিরিয়াল এয়ারওয়েজ করাচি থেকে দিল্লি পর্যন্ত আঞ্চলিক বিমান পরিবহণের সূচনা। একই বছরে এয়ার ফ্রান্স অর্থাৎ ফ্রান্স থেকে ইন্দো-চায়না সাপ্তাহিক বিমান সার্ভিস আরম্ভ হয়। নিয়মিত পরিবেষা চালু হওয়ার সঙ্গেই আকাশে ওড়াকে নিয়ন্ত্রণে আনতে প্রথমবার একজন সর্বময় অধিকর্তা নিযুক্ত হন বেসামরিক বিমানে। তার সঙ্গে কয়েকজন শিক্ষণপ্রাপ্ত এরোড্রোম অফিসারও। করাচিতে ডি চক্রবর্তী এবং কলকাতায় কে এম রাহা।
বেঙ্গল এয়ার ট্রান্সপোর্ট কোম্পানি ১৯২৯ সালে পরীক্ষামূলকভাবে একটি সার্ভিস চালু করে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত। যদিও সেই সার্ভিস মাত্র এক সপ্তাহ স্থায়ী হয়েছিল। তারপর বেঙ্গল ট্রান্সপোর্ট কোম্পানির মতো ইন্ডিয়ান এয়ারওয়েজ, অম্বিকা এয়ারওয়েজ, ইন্ডিয়ান ওভারসিজ এয়ারলাইন্স, ভারত এয়ারওয়েজ, ডেকান এয়ারওয়েজ, হিমালয়ান এয়ারওয়েজ, এয়ার সার্ভিসেস অব ইন্ডিয়া, কলিঙ্গ এয়ারলাইন্সের মতো আরও অনেকগুলি বেসরকারি বিমান পরিবহণ সংস্থা জন্ম নেয়।
এতগুলি সংস্থা বাজারে চলে আসায় চিন্তা বাড়ল ভারত সরকারের। ১৯৪৭ সালে সদ্য স্বাধীন হওয়া ভারত সরকারের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সর্দার আবদার রব নিস্তার বেসরকারি বিমান পরিবহণ সংস্থাগুলির ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি কমিটি তৈরি করেন। সেই কমিটিতে পশ্চিম ভারত থেকে প্রতিনিধি ছিলেন জে আর ডি টাটা ও পূর্ব ভারত থেকে বীরেন রায়। আর কংগ্রেসের তরফে চমনলাল। এই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর ১৯৫৩ সালে ভারতীয় পার্লামেন্টে একটি আইন পাশ হয়। এই আইনের বলে সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে রাষ্ট্রায়ত্ত করে একটি মাত্র রাষ্ট্রীয় কর্পোরেশনে পরিণত করা হয়। যার নাম হয় ‘ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্পোরেশন’ বা সংক্ষেপে, ‘ইন্ডিয়ান এয়ারলাইন্স।’
ইংল্যান্ডে বেসরকারি পাইলট  প্রশিক্ষণ শুরু হয় ১৯২৫ সালে। তিন বছরের মধ্যে, ১৯২৮ সালে দমদম বিমানবন্দরকে কেন্দ্র করে জন্ম নেয় ‘বেঙ্গল ফ্লাইং ক্লাব’, যা ছিল এশিয়ার প্রথম বৈমানিক শিক্ষণ-সংস্থা। এই বিমান চালনা শিক্ষা দেওয়া শুরু হয়েছিল দমদমের মাঠে। এই ‘বেঙ্গল ফ্লাইং ক্লাবে’র প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাংলার তৎকালীন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন দমদম এরোড্রোমে ‘বেঙ্গল ফ্লাইং ক্লাবে’র উদ্বোধন করেন।
১৯২৯ সালে লন্ডন ও দিল্লির মধ্যে বিমানযোগে ডাক পরিবহণ চালু হয়। সে বছরই ভারতে এয়ারমেলের জন্য আলাদা খাম ও টিকিট চালু করে ভারতের ডাক ও তার বিভাগ। 
ইম্পেরিয়াল এয়ারওয়েজ মানে আজকের ব্রিটিশ এয়ারওয়েজ ১৯৩৩ সালের ১ জুলাই লন্ডন-কলকাতা রুটে বিমান পরিষেবা শুরু করে। রুটটি ছিল—করাচি, যোধপুর, দিল্লি, কানপুর, এলাহাবাদ, কলকাতা। সেই বছর ৯ ডিসেম্বর জুড়ল সিঙ্গাপুর। তবে এই সমস্ত রুটগুলি ছিল মূলত ডাকবিভাগের জন্য।
১৯৩৭ সাল। কলকাতায় অবতরণ করেন অ্যামেলিয়া ইয়ারহার্ট। প্রথম মহিলা হিসেবে যিনি বিমানে চড়ে বিশ্ব পরিক্রমা করছিলেন। কলকাতায় তাঁর অবতরণের খবর ছাপা হয়েছিল সংবাদপত্রে। দমদম বিমানবন্দরে অবতরণের ১৬ দিন পর, অতলান্তিক মহাসাগরে তলিয়ে যায় তাঁর বিমান। যদিও এর নেপথ্যে কোনও দুর্ঘটনা ছিল না। অ্যামেলিয়ার বিমানে গুলি করেছিল জাপানিরা।
ব্রিটিশ সাম্রাজ্যের পূর্বদিকের শেষ বড় শহর ছিল কলকাতা। সেই কারণে পূর্বদিকে মিলিটারি সাপ্লাই লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ দু’টি কেন্দ্রের মধ্যে একটি ছিল শহরের বন্দর, অপরটি বিমানবন্দর। মূলত দমদমের রয়্যাল আর্টিলারি অস্ত্রাগারের পাশে বিমানবন্দরের অবস্থান হওয়ার কারণ ব্রিটিশদের কাছে এর গুরুত্ব ছিল অপরিসীম। আর এই কারণেই উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার সঙ্গে সংযোগকারী বিমানগুলি অস্ত্রের কারণে এখানেই থামত।
তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ১৯৪২ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ দৈনিকে কলকাতার আকাশে ‘জাপানি বম্বিং প্লেনে’র হানার খবর প্রকাশিত হয়। হামলায় সেদিন মারা যায় ২৫ জন। সেই বছরেই জাপানিরা দখল করে নেয় রেঙ্গুন ও আন্দামান। যে কারণে কলকাতার উপরে বিমান আক্রমণ ছিল ব্রিটিশদের কাছে অশনি সঙ্কেত। এই আক্রমণ শুধু তাদের নয়, পাশাপাশি ভারতবাসীর জন্যও চিন্তার কারণ ছিল। দুশ্চিন্তা ছিল মিত্রপক্ষের জন্যও। এর জন্য ব্রিটিশরা জারি করল এক বিশেষ ‘নিয়ম’। রাতে শহরের সমস্ত আলো নিভিয়ে ফেলা হবে। ‘ঠুলি’ দিয়ে মুড়ে ফেলা হবে স্ট্রিট লাইট। এমনকী বিমান হানা এড়াতে সন্ধ্যের পর থেকে পরদিন আলো ফোটার আগে পর্যন্ত মৃতদেহ সৎকারে 
অগ্নি সংযোগেও নিষেধাজ্ঞা জারি করে ইংরেজরা।
জাপানি হানার প্রেক্ষিতে দমদম বিমানবন্দরের গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। পাল্টা জবাবের মূল কেন্দ্রও হয়ে ওঠে। আমেরিকার বিখ্যাত ১২ এয়ারফোর্সের ঘাঁটি হল খড়্গপুর। চালু হয় আরও ৩-৪টি নতুন এয়ারস্ট্রিপ। পুরুলিয়া, বাঁকুড়ার জয়পুর সহ বেশ কয়েকটি জায়গায় আজও সেই সব পরিত্যক্ত এয়ারস্ট্রিপের দেখা মেলে। ১৯৪১ সালে আসানসোলের জিটি রোডের উপর নিঘায় একটি সামরিক বিমানবন্দর নির্মাণ করে ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এই বিমানবন্দরটি ব্যবহার করা হয়। বিশ্বযুদ্ধ শেষ হলেও সেটির গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল।
নানা ঘটনার নিরিখে এই বিমানবন্দরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ১৯৩২ সালের এপ্রিল মাসে কলকাতা বিমানবন্দর থেকে 
পারস্য পাড়ি দেন রবি ঠাকুর। ভোর সাড়ে তিনটে নাগাদ বিমানবন্দরে পৌঁছন কবি। সফরসঙ্গী পুত্রবধূ প্রতিমা দেবী, সেক্রেটারি অমিয় চক্রবর্তী, আর্ট সমালোচক কেদারনাথ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট পণ্ডিত দিনশাহ জে ইরানি। কবির বয়স তখন তিয়াত্তর। অবশ্য শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন, আরও বহু দিকপাল মানুষের পাদস্পর্শে ধন্য হয়েছিল এই বিমানবন্দর।
ভারতের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ কলকাতা সফরে আসছেন, তখন বাংলার রাজ্যপাল ডঃ হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে দমদম বিমানবন্দরে হাজির হলেন রাজ্যপাল। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির বিমান দমদমে অবতরণ করল। বিমান থেকে নেমে রাজ্যপালের দিকে এগিয়ে গেলেন রাষ্ট্রপতি। রাজ্যপাল করমর্দনের  জন্য হাত বাড়িয়ে দিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে করমর্দনের পরিবর্তে নত হয়ে রাজ্যপালের পা ছুঁয়ে প্রণাম করলেন রাষ্ট্রপতি। এমন দৃশ্য দেখে সবাই তো হতবাক। পরে জানা যায়, ডঃ হরেন মুখোপাধ্যায় যখন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন, তখন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্সি কলেজে পড়তেন। শুধু তাই নয়, তিনি ছিলেন হরেনবাবুর প্রিয় ছাত্র। গুরুকে তাঁর প্রাপ্য সম্মান দিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। এমন অবাক করা ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা বিমানবন্দর। ১৯৩৮ সালে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। নেতাজির সেই আলোকচিত্রটি আজও ইতিহাসের এক অধ্যায়ের জ্বলন্ত দলিল।
১৯৫৫ সাল। ডাঃ বিধানচন্দ্র রায় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দমদম বিমানবন্দরে অবতরণ করেন সোভিয়েত প্রধানমন্ত্রী নিকোলাই আলেকজান্দ্রোভিচ বুলগানিন ও সোভিয়েত কমিউনিস্ট পার্টির সেক্রেটারি নিকিতা ক্রুশ্চেভ। সন্ধ্যা নেমেছে। বিমানবন্দরে সেভাবে আলো নেই। অনুষ্ঠানের জন্য সাজানো আলোও পর্যাপ্ত নয়। সেই কারণে প্রতি সেকেন্ডে ফ্ল্যাশগানগুলি জ্বলতে থাকে। আর তাতেই জনগণকে অভিবাদন জানান দুই নেতা। পরে এই দুই জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নেহরুর অনুরোধে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা পরিদর্শনের জন্য  নিঘা বিমানবন্দরে অবতরণ করেন। এর ঠিক এক বছর পরের ঘটনা। ১৯৫৬ সালে শিল্পপতি রাজেন মুখোপাধ্যায়ের পুত্র বীরেন মুখোপাধ্যায় এক ইঞ্জিনযুক্ত একটি বিমান কেনার পর দমদম বিমানবন্দর হয়ে নিঘায় আসতেন। সেখান থেকে যেতেন বার্নপুর। পরে ১৯৫৮ সাল নাগাদ তিনি বার্নপুরের কালাঝরিয়াতে ইস্কোর নিজস্ব বিমানবন্দর নির্মাণ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দমদম বিমানবন্দরের গুরুত্ব অস্বাভাবিক বৃদ্ধি পায়। একইসঙ্গে বিমান ব্যবস্থারও প্রভূত উন্নতি হয়। বিশ্বযুদ্ধ শেষ হতেই বিশ্বজুড়ে যাত্রীবাহী বিমান পরিবহণের জগতে জোয়ার আসে। তখন এই প্রাচীন দমদম বিমানবন্দর হয়ে ওঠে যাত্রীবাহী বিমান পরিবহণের গুরুত্বপূর্ণ একটি ‘গেটওয়ে’। যার জেরে ইউরোপ আর পূর্ব এশিয়ার বিমান চলাচলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দমদম। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, অস্ট্রেলিয়া থেকে ইউরোপ যেতে হলে কলকাতায় নামতে হতো। তেল, রসদ সহ সবকিছু মিলত এই কলকাতা বিমানবন্দরে। যে সময়ের কথা বলছি, কলকাতা তখন ছিল ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। সে সবই অবশ্য এখন ইতিহাস!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার নিকটবর্তী নদীয়া জেলার ৪৬টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল এক আস্ত মার্কিন উপনিবেশ—‘রুজভেল্ট নগরী’। আর সেই মার্কিন ঘাঁটির নকশা সাজিয়েছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। সেই ঘাঁটি ঘিরে গড়ে উঠেছিল একাধিক বেস ক্যাম্প, অস্থায়ী সেনা বিমানবন্দর, রানওয়ে। এই মার্কিন বিমানঘাঁটির যোগাযোগের হেডকোয়ার্টার ছিল কলকাতা বিমানবন্দর।
১৯৫৯ সালে হাভানা থেকে বিমানে ওঠেন কিউবার জনপ্রিয় নেতা চে গ্যেভারা। প্রথমে মাদ্রিদ, পরে কায়রো হয়ে ভারতে আসেন। দিল্লিতে প্রধানমন্ত্রী নেহরুর সঙ্গে দেখা করে আসেন কলকাতায়। বিমানবন্দরে নেমে যান বরানগরে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। দেখা করেন প্রশান্তচন্দ্র মহলানবিশের সঙ্গে। আবার মাদার টেরিজার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে পা রাখেন দালাই লামা।
১৯৮০ সালে ট্রামের সঙ্গে বিমানবন্দরকে সংযুক্ত করার একটি পরিকল্পনা হয়। প্রস্তাবিত রুটটি ছিল—মানিকতলা থেকে বিবেকানন্দ রোড, উল্টোডাঙা হয়ে কাজি নজরুল ইসলাম অ্যাভিনিউ হয়ে বিমানবন্দর। ইতিহাস বলছে, ১৯৮৫ সালের মধ্যে এই কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু কলকাতা ট্রামওয়েজ কোম্পানির আর্থিক ক্ষতির কারণে এই পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। 
নয়ের দশকে কলকাতা বিমানবন্দরকে ঢেলে সাজানোর চেষ্টা হয়। ১৯৯৫ সালে একটি নতুন অভ্যন্তরীণ টার্মিনাল খোলা হয়। নেতাজির সম্মানে বিমানবন্দরটির নামকরণ করা হয়—‘নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর’।
শুধু ঐতিহাসিক চরিত্রের পদার্পন বা ঘটনাই নয়, বেশ কিছু ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থেকেছে এই বিমানবন্দর। ১৯৫১ সালের ডিসেম্বর মাসে ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণের বদলে বিমান ভুল করে নামে মানিকতলার মাঠে। সেই ঘটনায় একজন বাদে সমস্ত যাত্রীর মৃত্যু হয়। আবার ১৯৫৩ সালে কালবৈশাখী ঝড়ের কারণে সিঙ্গাপুর-লন্ডন একটি ফ্লাইট ভেঙে পড়ে দমদমের কাছে। মৃত্যু হয় ৪৩ জন যাত্রীর। এটিই সম্ভবত এখানে ঘটা সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। ১৯৬৮ সালে ব্যাংকক থেকে আসা একটি বিমান ধাক্কা মারে গাছে। ভেঙে পড়ে বিমান। এর দু’বছর পর পূর্ব পাকিস্তানে সাইক্লোনের জন্য রিলিফ দিয়ে ফিরছিল একটি রাশিয়ার বিমান। বিমানে হঠাৎ আগুন ধরে যায়। দমদমে অবতরণের চেষ্টা বিফল হয় এমনকী পানাগড়েও নামতে পারেনি বিমানটি। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৭ জন যাত্রীর।
চলতি বছরের অক্টোবর মাসে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশ্বের সর্ববৃহৎ বিমান ‘বেলুগা এক্সএল’। পূর্ব ভারতে এত বড় বিমান নামার জন্য একমাত্র যোগ্য বিমানবন্দর ছিল কলকাতা। বিমানের মাথার ফোলা আকৃতির জন্য এর নাম রাখা হয় ‘বেলুগা তিমি’র নামে। বিভিন্ন সময়ে ঘন কুয়াশা, ক্রমাগত বৃষ্টিপাত, সাইক্লোনের মত প্রাকৃতিক দুর্যোগ, বোমাতঙ্ক, হাইজ্যাকের হুমকি দিয়ে উড়ো ফোন, পাখির আক্রমণ সহ একাধিক সমস্যার মোকাবিলা করেই পরিষেবা দিয়ে চলেছে শতাব্দীপ্রাচীন এই বিমানবন্দরটি। শুধু তাই নয়, প্লেগ থেকে করোনা মহামারী, সবকিছুই সামলে উঠেছে এই বিমানবন্দর। 
বিমান আকাশে ওড়ার সময় বিমানের নকশা প্রস্তুতকারী লিওনার্দো দ্য ভিঞ্চির একটা কথা বড্ড মনে হয়, ‘আকাশের কোনও সীমা নেই। সেই সীমাহীন আকাশে যদি আপনি একবার ওড়ার স্বাদ পেয়ে যান, চিরকালের জন্য আপনার চোখ আটকে থাকবে আকাশে। সেদিকে চোখ রেখেই পৃথিবীতে হাঁটবেন। কারণ আপনি সেখানে ছিলেন এবং সেখানে আপনি সর্বদা ফিরে যেতে চান।’
 ছবি: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর
 তথ্য সৌজন্য: রাহুল চক্রবর্তী
 গ্রাফিক্স : সোমনাথ পাল
 সহযোগিতায় : উজ্জ্বল দাস  
22nd  December, 2024
মেহফিল-এ ডোভার লেন
সায়নদীপ ঘোষ

পাঁচের দশকের একদম শুরুর দিকের কথা। সিংহি পার্কের বিজয়া সম্মিলনি। নাটক, আধুনিক গান আর শাস্ত্রীয় সঙ্গীত মিলিয়ে তিনদিনের জমজমাট অনুষ্ঠান। দেখা গেল, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি পাড়ার মানুষদের আগ্রহ সবথেকে বেশি। সই দেখে পাড়ার যুবকরা ঠিক করলেন, শাস্ত্রীয় সঙ্গীতের বার্ষিক অনুষ্ঠান করতে হবে। বিশদ

19th  January, 2025
‘না’ বলার সুযোগ ছিল না
পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়

আটের দশকের কথা। ডোভার লেনে বাজাবেন উস্তাদ জাকির হুসেন। কিন্তু কোনও কারণে আসতে পারেননি উনি। এদিকে অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা বাকি। তিন ঘণ্টা আগে বাড়িতে হাজির উদ্যোক্তারা। ‘না’ বলার কোনও সুযোগ ছিল না। গাড়ি করে নিয়ে গেলেন। বিশদ

19th  January, 2025
দার্জিলিংয়ে স্বামীজি

স্বাস্থ্য উদ্ধারের জন্য চারবার দার্জিলিং গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আতিথ্য নিয়েছিলেন মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ‘বলেন ভিলা’য়, বর্ধমানরাজের প্রাসাদ ‘চন্দ্রকুঠী’তে। সেই ‘বলেন ভিলা’ আজ নিশ্চিহ্ন। কেমন আছে ‘চন্দ্রকুঠী’? খোঁজ নিলেন অনিরুদ্ধ সরকার  
বিশদ

12th  January, 2025
শীতের সার্কাস
কৌশিক মজুমদার

আমাদের দক্ষিণবঙ্গে শীত আসে দেরিতে, যায় তাড়াতাড়ি। জয়নগর থেকে মোয়া আসা শুরু হয়েছে। স্বর্ণচূড় ধানের খই দিয়ে তৈরি, উপরে একফালি বাদামি কিশমিশ। রোদের রং সোনা হয়েছে। সকালের রোদ বাড়তে বাড়তে পা ছুঁলেই মিষ্টি এক উত্তাপ। বিশদ

05th  January, 2025
বছর শেষে কোন পথে দেশ
সমৃদ্ধ দত্ত

‘তালা খুলে দাও!’ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বললেন অরুণ নেহরু। ১৯৮৬ সালের জানুয়ারির শেষ সপ্তাহ। শাহবানু মামলা নিয়ে হিন্দুরা অত্যন্ত ক্ষুব্ধ। খোদ কেন্দ্রীয় গোয়েন্দা ও গুপ্তচর সংস্থাগুলি তেমনই রিপোর্ট দিচ্ছে। রাজীব গান্ধী উদ্বিগ্ন। তিনি বুঝতে পারছেন, ক্রমেই রাজনীতির মধ্যে হিন্দুত্ব প্রবেশ করছে। বিশদ

29th  December, 2024
অজানা আতঙ্ক ডিজিটাল অ্যারেস্ট
সৌম্য নিয়োগী

পুলিস নেই, হাতকড়া নেই, গারদ নেই... স্রেফ ইন্টারনেট যুক্ত কম্পিউটার বা ট্যাবলেট নিদেনপক্ষে একটা স্মার্টফোন থাকলেই ব্যস— ইউ আর আন্ডার অ্যারেস্ট থুড়ি ডিজিটাল বিশদ

15th  December, 2024
আজমিরের দরবারে
সমৃদ্ধ দত্ত

 

আজমির দরগায় কি মহাদেবের মন্দির ছিল? আচমকা এমন এক প্রশ্ন ঘিরে তোলপাড় দেশ। যুক্তি, পাল্টা যুক্তির মধ্যেই ইতিহাসের পাতায় চোখ বোলাল ‘বর্তমান’ বিশদ

08th  December, 2024
উমা থেকে দুর্গা

বিভূতিভূষণের সেই দুর্গা বইয়ের পাতা থেকে উঠে এল সত্যজিতের ছবিতে। সারা জীবনে একটি ছবিতে অভিনয় করে ইতিহাস হয়ে আছেন। কিন্তু নতুন প্রজন্ম মনে রাখেনি তাঁকে। ১৮ নভেম্বর নিঃশব্দে চলে গেলেন তিনি। ‘পথের পাঁচালী’-র দুর্গা, উমা দাশগুপ্তকে নিয়ে লিখেছেন সুখেন বিশ্বাস।
বিশদ

01st  December, 2024
পাগল হাওয়া
দেবজ্যোতি মিশ্র

কবি, গীতিকার, সুরকার, সঙ্গীতকার... কোনও বিশেষণই তাঁর জন্য যথেষ্ট নয়। তিনি সলিল চৌধুরী। শতাব্দী পেরিয়েও বাঙালি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে তাঁর গান। জন্মশতবর্ষের সূচনায় ‘গুরুবন্দনা’য় কলম ধরলেন দেবজ্যোতি মিশ্র বিশদ

24th  November, 2024
হারানো বইয়ের খোঁজে

সন্দীপদা, মানে ‘কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের’ স্থাপক এবং লিটল ম্যাগাজিন সংগ্রাহক সন্দীপ দত্ত চলে গেছেন প্রায় দেড় বছর হল। বছর চারেক আগে খোলামেলা এক আড্ডায় সন্দীপদা বলেছিলেন, “৭২এ স্কটিশে বাংলা অনার্স পড়ার সময় আমি মাঝেমাঝেই ন্যাশনাল লাইব্রেরিতে যেতাম। মে মাসের একটা ঘটনা। … দেখলাম বহু পত্রিকা একজায়গায় জড়ো করা আছে।
বিশদ

17th  November, 2024
ট্রাম্পের আমেরিকা
মৃণালকান্তি দাস

‘ইফ হি উইনস’, এই শিরোনামেই টাইম ম্যাগাজিন গত মে মাসে সংখ্যা প্রকাশ করেছিল। সেই সংখ্যায় সাংবাদিক এরিক কোর্টেলেসা জানিয়ে দিয়েছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পথে বহুযোজন এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশদ

10th  November, 2024
ভাইজানের বিপদ
সমৃদ্ধ দত্ত

এই গ্রুপটাকে সবাই একটু ভয় পায়। কলেজের মধ্যে এই চারজন সর্বদাই একসঙ্গে থাকে। পাঞ্জাব ইউনিভার্সিটির ক্যান্টিনে চলে আসে দুপুর গড়াতেই। আর সেখানেই তাদের ঘোরাফেরা সবথেকে বেশি। হুড খোলা একটা মাহিন্দ্রা জিপ চালায় যে, তার আসল নাম বলকারান ব্রার। বিশদ

03rd  November, 2024
কাজীর কালীবন্দনা
সায়ন্তন মজুমদার

ভয়ে হোক বা ভক্তিতে, মা কালীর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। যে কারণে কেরেস্তানি কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি সাহেবের লেখা পদেও ‘শ্যামা সর্বনাশী’কে পাওয়া যায়, শোনা যায় ‘জয় কালীর ডঙ্কা’। আবার ত্রিপুরার নারায়ণপুরের মৃজা হুসেন আলিকে জয় কালীর নামে যমকেও তাচ্ছিল্য করতে দেখি। বিশদ

27th  October, 2024
শুভ বিজয়া
কৌশিক মজুমদার 

বিজয়ার থেকেই ধীরে ধীরে দিনগুলো, রাতগুলো কেমন অদ্ভুত ঝিমধরা ক্লান্ত লাগে। প্রতি মুহূর্তে মনে হয় যেন এবার আরও অনেক কিছু করার ছিল, জীবনপাত্র উছলিয়া ভরার ছিল। ভরা হল না।  বিশদ

20th  October, 2024
একনজরে
এই সময়ে উপাচার্য ও শিক্ষক নিয়োগ, পদোন্নতি প্রভৃতির নিয়মাবলিতে ইউজিসির পরিবর্তন আনার কারণ কী? আরও গভীর কোন উদ্দেশ্য কি লুকিয়ে রয়েছে? ...

বাজার ধরতে সস্তায় খাবার বিক্রির প্রতিযোগিতা চলছে। করোনার পর সব শহরেই বেড়েছে রেস্তরাঁ বা স্টলের সংখ্যা। বিরিয়ানি, মোগলাই বা চাউমিন কে কত কম দামে বিক্রি করে ক্রেতাদের মন জয় করতে পারবে তা নিয়ে অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছে। ...

রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাসে খাবার রান্না করার নির্দেশ দিয়েছে সরকার। এই ব্যাপারে নারী ও শিশু কল্যাণ দপ্তর একটি নির্দেশিকাও জারি করেছে। ...

ব্যাটল অব উইংস! এভাবেই চিহ্নিত হচ্ছে শুক্রবারের ইস্ট বেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ। আসলে দ্বৈরথটা যে দুই শিবিরের দু’জন উইং-হাফের। কেরল কোচের বড় ভরসা নোয়া ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় শিশুকন্যা দিবস
১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৮৪৮:  জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন
১৮৫৭: ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯২৭:  তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়
১৯৪২: প্রাক্তন পর্তুগীজ ফুটবলার ইউসেবিওর জন্ম
১৯৪৫: পরিচালক সুভাষ ঘাইয়ের জন্ম
১৯৫০: ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন
১৯৫০: ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হল ‘জনগণমন অধিনায়ক’
১৯৫২: তৎকালীন বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু
১৯৫৪: ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায়ের মৃত্যু
১৯৬৫: ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন  চার্চিলের মৃত্যু
১৯৬৬: বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যু
১৯৮১: অভিনেত্রী রিয়া সেনের জন্ম
১৯৮৪: অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়
১৯৮৭: উরুগুয়ের ফুটবল লুইস সুয়ারেজের জন্ম
১৯৮৮: ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিংয়ের মৃত্যু
২০১১: হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী ভীমসেন জোশীর মৃত্যু
২০২২:  বিশিষ্ট  চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৯৮ টাকা ৮৭.০৭ টাকা
পাউন্ড ১০৫.০৯ টাকা ১০৮.০০ টাকা
ইউরো ৮৮.৭০ টাকা ৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮০,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  January, 2025

দিন পঞ্জিকা

১০ মাঘ ১৪৩১, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫। দশমী  ৩২/৪০, রাত্রি ৭/২৬। অনুরাধা নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/২২/২১, সূর্যাস্ত ৫/১৫/২০। অমৃতযোগ রাত্রি ৭/৪৮ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/২০ মধ্যে পুনঃ ৩/৪৭ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৯ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে ৪/৩৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/২২ মধ্যে পুনঃ ৪/৩৭ গতে উদয়াবধি। বারবেলা ৯/৫ গতে ১১/৪৮ মধ্যে। কালরাত্রি ৮/৩২ গতে ১০/১১ মধ্যে। 
১০ মাঘ ১৪৩১, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫। দশমী  সন্ধ্যা ৫/১৭। অনুরাধা নক্ষত্র শেষরাত্রি ৫/৪৩। সূর্যোদয় ৬/২৫, সূর্যাস্ত ৫/১৪। অমৃতযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ৮/৩১ গতে ১০/৪৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/১৭ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/১৪ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে ও ৩/৪৩ গতে ৪/৩৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৫ মধ্যে ও ৪/৩৩ গতে ৬/২৫ মধ্যে। বারবেলা ৯/৮ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৩২ গতে ১০/১১ মধ্যে।     
২৩ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বাদুড়িয়াতে পুলিসের গ্রেনেড ফেটে দুই কিশোর জখম হওয়ার অভিযোগ, চাঞ্চল্য
হঠাৎ করেই আইন-শৃঙ্খলার অবনতি হলে চিলি বা কালারিং-গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতির ...বিশদ

11:24:00 PM

বিহারে জমি নিয়ে বিবাদের জের, ভাইকে পোস্টে বেঁধে পুড়িয়ে মারল দাদা ও শ্যালিকা, গ্রেপ্তার অভিযুক্ত

10:12:00 PM

কেরলের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী ইস্ট বেঙ্গল

09:26:00 PM

পূর্ণকুম্ভ ২০২৫: প্রয়াগরাজের সঙ্গমঘাটে পুজো করলেন অভিনেত্রী মমতা কুলকার্নি

09:16:00 PM

আইএসএল: ইস্ট বেঙ্গল ২-কেরল ০ (৮০ মিনিট)

09:07:00 PM

আইএসএল: ইস্ট বেঙ্গল ১-কেরল ০ (৭২ মিনিট)

08:59:00 PM