বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
বেড়াতে যাওয়ার প্রথম আকর্ষণ যদি হয় দেশ দেখা, তাহলে ভালো হোটেল বা রিসর্টের থাকা অবশ্যই দ্বিতীয় আকর্ষণ। আর সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই ভেকেশনের পাশাপাশি স্টেকেশনও এখন বেড়ানোর এক উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছে। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি (আইএইচসিএল) এবার এই ভ্রমণ অভিজ্ঞতাকে আরও মধুর করে তুলতে গাঁটছড়া বাঁধল অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে। আইএইচসিএল-এর তরফে ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসার পুনীত ছাতওয়াল বলেন, বেড়ানোর আনন্দকে দ্বিগুণ করে তুলতেই এই বন্ধন। আপাতত এই দু’টি সংস্থা সাতটি হোটেল নিয়ে একটি প্রকল্প নিয়েছে। তার মধ্যে অন্যতম তাজ চিয়া কুটির (দার্জিলিং) ও তাজ গুরাস কুটির (গ্যাংটক)। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ট্রি অব লাইফ’। বেড়ানোর অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে এই প্রকল্প। ২০৩০ সালের মধ্যে ভারতের তিরিশটি জায়গায় এই প্রকল্প ছড়িয়ে পড়বে বলেই জানানো হয়েছে দুই সংস্থার তরফে। রোজকার কেজো জীবনের বাইরে একটু আনন্দ, বিশ্রাম আর আরামের সন্ধান পাওয়া যাবে এই ধরনের ভ্রমণের মাধ্যমে। এই প্রসঙ্গে হর্ষ নেওটিয়া বলেন, এই প্রকল্পে যোগ দিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। ট্রি অব লাইফ-এ চেনা অচেনা সব ধরনের গন্তব্যই থাকবে। বেনারস, কুমায়ুন, উত্তরাখণ্ড সর্বত্রই নিজেদের অস্তিত্ব ছড়িয়ে দেওয়া হবে বলেই দাবি করেছে আইএইচসিএল।
প্রকৃতি সচেতনতায় মার্লিন গ্রুপ
প্রকৃতি সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ মার্লিন গ্রুপের। কলকাতার প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করার প্রতিযোগিতা আয়োজন করছে তারা। এই ফোটোগ্রাফি প্রতিযোগিতার নাম ‘মার্লিন গ্রিন ফ্রেমস ২০২৪’। পরিবেশ সংরক্ষণ, মানুষ ও প্রাকৃতিক অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই উদ্যোগের মূলে। দ্বিতীয়বার এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করছে এই সংস্থা। সদ্য প্রিন্সটন ক্লাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল প্রতিযোগিতার। উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারপার্সন সুশীল মোহতা, দক্ষিণ ২৪ পরগণার বিভাগীয় প্রাক্তন বন কর্মকর্তা ও বর্তমানে জাইকা-র জয়েন্ট ডিরেক্টর মিলন মণ্ডল ও বিশিষ্ট অধ্যাপক ও তথ্যচিত্র পরিচালক শুভা দাস মল্লিক সহ আরও অনেক বিশিষ্টরা। নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইন্ডিয়ান ফোটোগ্রাফিক অ্যাকাডেমি। এতে ১০০-এর বেশি চিত্রগ্রাহক অংশ নিচ্ছেন। তাঁদের ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী করা হবে।