Bartaman Patrika
আমরা মেয়েরা
 

ঘুড়ি ওড়ানোর মজা থেকে বঞ্চিত এই প্রজন্ম

পক্ষে
ডঃ দীপায়ন প্রামাণিক, শিক্ষক 
সাদা মেঘের ভেলা আর শিউলি ফুলের আদর জানান দিত মা আসছেন। লোহার জিনিস ধুয়ে মুছে সাফ করতেন বাড়ির বড়রা। বুঝতাম সামনেই বিশ্বকর্মা পুজো। ছোটদের মধ্যে শুরু হয়ে যেত ঘুড়ি বানানোর বিরাট আয়োজন। আকাশের বুক জুড়ে শেষ বিকেলে চলত ঘুড়ি কাটাকুটির টানটান লড়াই। হঠাৎ দে ছুট। কেটে যাওয়া ঘুড়ি ধরার সেই আনন্দ আজ আর কোথায়? এখন প্রকৃতির কোল জুড়ে কেবল শূন্যতা আর হাহাকার। এখন শৈশব নতমস্তক। মুঠোফোনে আটকে আছে তাদের দৃষ্টি। আকাশ তাদের কাছে অচেনা। জীবন এখন বন্দি মুঠোফোনে। এ প্রজন্ম লাইক, শেয়ার আর কমেন্টেই খুঁজে চলেছে জীবনের মানে। ঘুড়ি ওড়ানোর মতো সৃজনশীল খেলার মজাটাই হারিয়ে যাচ্ছে তাদের জীবন থেকে। নকল প্রকৃতির খেলায় আসল আর নকলের প্রভেদটাই  ভুলে যেতে বসেছে তারা।

 সৈকত কর্মকার, সিভিক ভলান্টিয়ার 
ঘুড়ি ওড়ানোর কথা বললে প্রথমেই আমার চোখে একটা সুন্দর গ্রাম্য দৃশ্য ভেসে ওঠে। নিস্তরঙ্গ দুপুর। বাবা কাজে গিয়েছে। মা দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছে। আর আমি আমাদের বাড়ির ঠিক পিছনেই বাগান লাগোয়া বিরাট মাঠটায় এসে‌ দাঁড়িয়েছি। সঙ্গে আমার সহপাঠী সুনু। দু’জনের হাতেই রঙিন ঘুড়ি আর লাটাই। এরপর দু’জনে মিলে সেই সোনালি দুপুরের রোদ গায়ে মেখে চলত ঘুড়ির লড়াই। কালের অমোঘ নিয়মে সেই সব জায়গা বিক্রি হয়ে গিয়েছে। বিরাট অট্টালিকা মাথা তুলেছে। হারিয়ে গিয়েছে ঘুড়ি ওড়ানোর সেই বিকেলগুলো। প্রযুক্তির অগ্রগতির‌ সুবাদে এখনকার প্রজন্মের হাতে উঠেছে মুঠোফোন। হারিয়ে গিয়েছে ঘুড়ি ওড়ানোর সেই আনন্দ। মুঠোফোনের কৃত্রিমতা এবং নগরায়নের বাস্তবতা কেড়ে নিয়েছে বর্তমান প্রজন্মের সুন্দর শৈশব।‌ তাই ঘুড়ি ওড়ানোর মজা থেকে এরা সত্যিই বঞ্চিত। 

 কাবেরী ঘোষ, গৃহবধূ
ঘুড়ি শব্দটার মধ্যেই রয়েছে একটা উড়ানের গল্প। অর্থাৎ খোলা আকাশের নীচে অনাবিল আনন্দের মুহূর্ত কাটানোর এক রঙিন অভিজ্ঞতা। ভীষণ খোলামেলার পরিবেশে নিজেকে ভাসিয়ে দেওয়া। অন্যধরনের এক আনন্দ উপভোগ করা।  ঘুড়ি ওড়ানোর আদর্শ সময় ছিল দুপুর আর সন্ধ্যের ঠিক মাঝের সময়টুকু। বিকেলের সবটুকু নির্যাস নিয়ে নেওয়া। কিন্তু এখনকার প্রজন্মের সেই সময়টা কাটে স্কুল, কলেজ অথবা কোনও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। এক্ষেেত্রে  শুধুমাত্র তরুণদের দোষ দিয়ে লাভ নেই। কারণ অভিভাবকরাও চান না যে, নতুন প্রজন্ম এই সময়টুকু খোলা মাঠে কাটিয়ে কোনও প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ুক। আর ব্যতিক্রমী কেউ যদি চেয়েও থাকেন, তাহলেও হয়তো পরিবেশ ও জায়গার অভাবে তা ফলপ্রসূ হয় না।

 শ্বেতা চট্টোপাধ্যায়, কলেজ ছাত্রী
ছোট থেকে দেখেছি শরতের আকাশে, গরমের বিকেলে আবার কখনও শীতের দুপুরেও আকাশে উড়ছে রঙিন সব ঘুড়ি। বিশ্বকর্মা পুজোয় আকাশ জুড়ে চলত ঘুড়ির মেলা। একে অপরের ঘুড়ি কাটার খেলা। বর্তমানে আর এই সব অতটা দেখা যায় না। কারণ এখন ছোটবেলা বন্দি মুঠোফোনে। আধুনিক সমাজে হারিয়ে যাচ্ছে ছোটবেলার মজার খেলাগুলো। ঘুড়ি তাই নতুন প্রজন্মের কাছে এখন বেশ অচেনা। ঘুড়ি ওড়ানোর ব্যাপারটা এই প্রজন্মের কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে। পাড়ায়, পাড়ায় বা ছাদে, ছাদে ঘুড়ির লড়াই আর দেখা যায় না তাই। নতুন প্রজন্মের অনেকেই ঘুড়ি ওড়াতে জানে না। আসলে কোনটা আসল মজা আর কোনটা নকল, সেটা ক্রমশ ভুলতে বসেছে নতুন প্রজন্ম। 

বিপক্ষে
সোহিনী রায়চৌধুরী, শিক্ষিকা
প্রায়শই দেখি কখনও জানলার কাছে, কখনও বা বাড়ির সামনের নিম গাছের ডালে কত রঙিন ঘুড়ি আটকে আছে। আশপাশের বাড়ির ছাদে নবীন-প্রবীণ দুই প্রজন্মই বিপুল উৎসাহে ঘুড়ি ওড়াচ্ছে। এটি তাদের খেলা ও বিনোদনের মাধ্যম। শরীর, মন ভালো রাখার অন্যতম উপায়। একঘেয়ে ক্লান্তিকর রোজনামচা থেকে মুক্তির উৎস। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ির প্রতিযোগিতায় দুই পক্ষের টানটান উত্তেজনা এখনও যথেষ্ট পরিমাণে দেখা যায়। এই যে প্রবীণ প্রজন্মের হাত ধরে নবীনরাও এগিয়ে এসেছে  ঘুড়ি ওড়ানোর পরম্পরাকে সযত্নে ধরে রাখার জন্য, এর থেকেই বোঝা যায় যুগের হাওয়া যতই বিবর্তিত হোক, ঘুড়ি ওড়ানোর গুরুত্ব কিন্তু হারিয়ে যায়নি। 

অরিজিৎ দাস অধিকারী, শিক্ষক
সময়ের দাবি সততই চিরন্তন। যে আর্থসামাজিক পরিবেশ ও প্রেক্ষাপটে আমাদের শৈশব কৈশর কেটেছে তার থেকে আজকের সময় আলাদা। ফলে আমাদের সন্তানদের শৈশব ও কৈশোরকে চেনা ছকে ফেলার চেষ্টা শুধু অমূলক এবং অবান্তর। স্মার্টফোনের যুগে ঘুড়ি, ভোকাট্টারা অন্য রূপে দৃশ্যমান। মজার রকমফেরে রূপান্তর সময়ের স্রোতে পরিবর্তিত হচ্ছে বারবার। দিগন্ত খোলা মাঠও আজ নেই। তবুও ব্যবসায়িক হিসেবে, ঘুড়ি বিক্রির সমীক্ষা বলছে সময়ের স্রোতে তা বেড়েছে। তাই আমার মতে, ঘুড়ির মজা থেকে এই প্রজন্ম বঞ্চিত নয় বরং তা আরও বেশি আন্তর্জাতিক হয়ে উঠেছে। নতুন প্রজন্ম স্মার্টফোন ও কম্পিউটার স্ক্রিনেও ঘুড়ির মজায় মশগুল থাকে। যা আমাদের সময় ছিল অকল্পনীয়।

দেবাজীব সরকার, বেসরকারি চাকুরে
ঘুড়ি ওড়ানোর মজা থেকে বঞ্চিত নয় এই প্রজন্ম। বরং ঘুড়ি ওড়ানো থেকে চোখের সমস্যা, মাথার যন্ত্রণা বা ঘুড়ির সুতোর মাঞ্জায় হাত কেটে যাওয়ার মতো ক্ষতিকর বিষয়গুলো সম্বন্ধে তারা অবহিত। আর সেই কারণেই তারা ঘুড়ি ওড়ানো থেকে নিজেদের বিরত রেখেছে। এই প্রজন্ম অনেক বেশি পরিকল্পিত জীবনে আগ্রহী। তাদের কাছে ঘুড়ি ওড়ানোর থেকেও অন্য বিনোদন বেশি প্রিয়। যেগুলো তারা কম ক্ষতিকর বলে মনে করে। বিনোদন বা মজার ধরনও এখন পাল্টেছে। স্বভাবতই নতুন প্রজন্মের কাছে ঘুড়ি ওড়ানোটা মজা নয়। 

 ঐশানী দত্ত, ছাত্রী 
আমার বাবা-কাকাদের ছেলেবেলার সময় চারপাশে খোলা মাঠ ছিল। তখনকার দিনে বেশিরভাগই একান্নবর্তী পরিবার ছিল। ফলে একসঙ্গে সুতোয় মাঞ্জা দেওয়া যেত হইহই করে। আজ বেশিরভাগ মানুষ নিজের মতো করে এক কামরা ফ্ল্যাটের চার দেয়ালে বন্দি। তবে এখনও বিশ্বকর্মা পুজোর মরশুমে পেটকাটি, ময়ূরপঙ্খীর লড়াই দেখতে পাওয়া যায়। শুনতে পাওয়া যায় হুল্লোড়ের মাঝে ‘ভোকাট্টা’ রব। ফ্ল্যাটের ছাদ থেকেও এই আনন্দে শামিল হয় নতুন প্রজন্ম। অনেক আবাসনে তো রীতিমতো প্রতিযোগিতা হয় ঘুড়ির।
 ছবি: অভি ঘোষ
14th  September, 2024
দুগ্গা মায়ের মেয়ে

হুগলি জেলার অন্যতম মহিলা প্রতিমাশিল্পী, দেবীর চোখ যাঁর হাতে অপার্থিব হয়ে ওঠে। ষাটোর্ধ্ব মহিলা মৃৎশিল্পীর সংগ্রামের কাহিনি উঠে আসে পুজো ক্যানভাসে। বিশদ

21st  September, 2024
শিশুর বায়না সামলানোর উপায়

বাচ্চার জেদ, আবদারে অতিষ্ঠ বাবা, মা। কিন্তু এই বায়না কি তাঁরাই তৈরি করে দিচ্ছেন না? প্রশ্ন তুললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান তথা মনোসমীক্ষক নীলাঞ্জনা সান্যাল।
বিশদ

21st  September, 2024
থিম মণ্ডপের কারিগর

পুজোর থিম প্যান্ডেল তৈরি করছেন শিল্পী ঝুনু দেবনাথ। কেমন সেই লড়াই?  বিশদ

14th  September, 2024
আগমনি চিত্রকথা

চালচিত্রে ধরে রাখেন পটচিত্রের কাহিনি। রেবা পালের তুলিতে কীভাবে জীবন্ত হয়ে ওঠে ইতিহাস?  বিশদ

07th  September, 2024
পুজোর আগে শিশুর সার্বিক দেখভাল 

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু কিছু সমস্যা তো বাচ্চাদের আক্রমণ করেই। তাছাড়াও আবহাওয়ার খামখেয়ালিপনায় এই প্রচণ্ড বৃষ্টি তো তারপরেই মারাত্মক গরম, এটাও রোজকার রুটিন। এর মধ্যে বাচ্চাকে কীভাবে ভালো রাখা যায়, তার পরামর্শ দিলেন ডাঃ সহেলি দাশগুপ্ত। বিশদ

07th  September, 2024
ফ্যাশন ডিজাইনিং: বাঁধা গতের বাইরে চাকরির সুযোগ

চলতি বিষয় না পড়লে চাকরি বা আয়ের সুযোগ কেমন? তা নিয়েই চলছে এই বিভাগ। মতামত জানালেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন-এর শিক্ষক শ্রমণা মল্লিক। 
বিশদ

07th  September, 2024
জাঁকজমকপূর্ণ  থিমপুজোর  প্রয়োজন নেই

প্রতিদিনের বাজার করতেই সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। তবুও পুজো এলেই মনটা আনন্দে ভরে ওঠে, আবার ভারাক্রান্তও হয় মন। এই অগ্নিমূল্যের বাজারে সবাইকে খুশি করতে পারব তো?
বিশদ

31st  August, 2024
মানসিক নির্যাতন, মোকাবিলা কীভাবে?

ঘরে-বাইরে ধারাবাহিকভাবে মানসিক নির্যাতন ও হেনস্তার শিকার হতে হয় মেয়েদের। হার না মেনে সামলে নেওয়ার উপায় জানালেন মনোবিদ অমিত চক্রবর্তী। বিশদ

31st  August, 2024
গুগল-এ ইন্টার্নশিপ, সুযোগ নয়ডার ছাত্রীর

ইচ্ছেডানায় ভর করে নয়ডা থেকে মার্কিন মুলুকে পাড়ি জমাতে চলেছেন ঈশা সিং। আগামী বছর গুগল সামার ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন কম্পিউটর ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এই ছাত্রী। তবে এর জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে তাঁকে। বিশদ

31st  August, 2024
তিন মিনিটের বার্তা

এমিলি লাহে-র হাতে বেশি সময় নেই। ২০১৯ সালে ক্যান্সার ধরা পড়ে তাঁর। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, এমিলির হাতে মাত্র ন’মাস সময় আছে। বিরল ক্যান্সারে আক্রান্ত তিনি, কেমোথেরাপিতেও সেরে ওঠা সম্ভব নয়। মনের জোর আর ইতিবাচক ভাবনাকে সঙ্গ করে ২০২৪ পর্যন্ত সময় কাটিয়েছেন এমিলি। বিশদ

31st  August, 2024
প্রতিরোধ ক্যারাটের মাধ্যমে

 গোটা বিশ্বে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমবর্ধমান। তাই তাঁদের আত্মরক্ষায় নানাবিধ প্রশিক্ষণের গুরুত্ব অসীম। এখন অনেকেই ছোট থেকে মেয়েদের ক্যারাটে শেখার উপরে জোর দিচ্ছেন। নিরস্ত্র লড়াইয়ের মাধ্যমেও যে নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার পথ দেখাচ্ছে এই মার্শাল আর্ট। বিশদ

31st  August, 2024
সেলাই দিদিমণি

হাতের রকমারি কাজে দক্ষ অভিষিক্তা সেনগুপ্ত। কখনও গাছের পাতা, কখনও বা পাউরুটি তাঁর ক্যানভাস। কেমন সেই পথচলা?
  বিশদ

24th  August, 2024
সন্তানের বয়ঃসন্ধির সমস্যা সামলাবেন কী করে?

টিনএজারদের ব্যবহারে অনেক সময়ই নানা ত্রুটি লক্ষ করা যায়। সেগুলো এড়িয়ে না গিয়ে তার মোকাবিলা করতে হবে বাবা মা-কে। পরামর্শ দিলেন শিশু মনস্তত্ত্ববিদ সুমিত মেহতা। বিশদ

24th  August, 2024
ব্র্যান্ডেড স্টোরকে ‘শাস্তি’ দিলেন চীনা মহিলা

দু’ মাস আগে ফরাসি অভিজাত ব্র্যান্ড লুই ভিতোঁ-র একটি স্টোর থেকে অপমানিত হয়ে ফিরেছিলেন। এবার সেই স্টোরের কর্মীদের অপমানের মধুর প্রতিশোধ নিলেন চীন দেশের এক মহিলা। চীনের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। তাতেই বিষয়টি ভাইরাল হয়।  বিশদ

24th  August, 2024
একনজরে
পিএফে পেনশন বৃদ্ধি নিয়ে অনড় মনোভাব দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগে বিজেপি জানিয়েছিল, তৃতীয়বার ক্ষমতায় এলে শ্রমিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেবে মোদি সরকার। আশা ছিল, ন্যূনতম পেনশনের অঙ্ক বাড়বে। ...

হামাসের পাশাপাশি হিজবুল্লার সঙ্গেও ইজরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত। সোমবার লেবাননে হিজবুল্লার এক হাজারের বেশি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড় হামলা চালাল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩৫৬ জনের। ...

প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে জলপাইগুড়ি শহরে দিনবাজার এলাকায় করলা নদীর পাড়ে রোজই পোড়ানো হচ্ছে থার্মোকল। ফলে ধোঁয়ায় ঢাকছে আকাশ। ছড়াচ্ছে দূষণ। ...

গড়ের মাঠে পরিচিত প্রবাদ, চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রাঁধা যায় না। অর্থাৎ দলে ভালো মানের ফুটবলার না থাকলে কোচের সাফল্য পাওয়া মুশকিল। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে, সুস্বাদু রান্নার জন্য দক্ষ শেফ প্রয়োজন। না হলে দামী মশলা ঢেলেও বিরিয়ানি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চশিক্ষা বা গবেষণায় সাফল্য ও সুনাম প্রাপ্তি। অর্থভাগ্য শুভ। ব্যবসা ও পেশায় লক্ষ্মীলাভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা দিবস
১৮৪৬: সোলার সিস্টেমের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কার 
১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৬: বিশিষ্ট ইতালীয় ফুটবলার পাওলো রোসির জন্ম

23rd  September, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা ৮৪.৩৭ টাকা
পাউন্ড ১০৯.৪৩ টাকা ১১৩.০২ টাকা
ইউরো ৯১.৬৩ টাকা ৯৪.৮৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ আশ্বিন, ১৪৩১, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪। সপ্তমী ১৭/৫৫ দিবা ১২/৩৯। মৃগশিরা নক্ষত্র ৪১/৩ রাত্রি ৯/৫৪। সূর্যোদয় ৫/২৯/২৮, সূর্যাস্ত ৫/২৭/৫৮। অমৃতযোগ প্রাতঃ ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১১/৫৩ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৪/৪০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৫২ মধ্যে। বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৮ মধ্যে। কালরাত্রি ৬/৫৯ গতে ৮/২৮ মধ্যে। 
৭ আশ্বিন, ১৪৩১, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪। সপ্তমী সন্ধ্যা ৬/২। মৃগশিরা নক্ষত্র রাত্রি ৩/৫০। সূর্যোদয় ৫/২৯, সূর্যাস্ত ৫/৩০। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ১১/০ মধ্যে এবং রাত্রি ৭/৪১ গতে ৮/৩০ মধ্যে ও ৯/২০ গতে ১১/৪৮ মধ্যে ও ১/২৭ গতে ৩/৬ মধ্যে এবং ৪/৪৫ গতে ৫/২৯ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৪১ মধ্যে। বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে ও ১/০ গতে ২/৩০ মধ্যে। কালরাত্রি ৭/০ গতে ৮/৩০ মধ্যে। 
২০ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হরিয়ানার সোনিপতে আগামী কাল জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

12:55:16 AM

প্রধানমন্ত্রীর মার্কিন সফরের পরেই তাঁকে শুভেচ্ছা জানালেন অমিত শাহ

12:11:52 AM

উদয়পুরে সেনা আধিকারিকদের সাহায্যে ধরা পড়ল দুটি নেকড়ে

11:36:00 PM

লেবাননে হামলা ইজরায়েলের, মৃতের সংখ্যা বেড়ে ৫৫৮, জখম ১৮০০

10:45:44 PM

বিহারের ভাগলপুরে বন্যা কবলিত এলাকায় গঙ্গায় তলিয়ে গেল বাড়ি

10:24:00 PM

দিল্লিতে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধরের অভিযোগ, মৃত্যু হাসপাতালে

09:31:00 PM