Bartaman Patrika
আমরা মেয়েরা
 

লোকঐতিহ্যই
আবাহনের মন্ত্র

বিদেশে থেকেও ভারতীয় নারীর ক্ষমতায়নের জন্য সক্রিয় তিনি। সাধারণ মহিলাদের হাতে তৈরি নানা সামগ্রী যাতে প্রচারের আলো পায়, তার জন্য চেষ্টা করছেন তিন বছর ধরে। কেমব্রিজের বাসিন্দা তনিমা পাল-এর সঙ্গে কথায় অন্বেষা দত্ত।
 
মাতৃ-আরাধনার আর বেশি দিন বাকি নেই। মা আসবেন মর্তলোকে, অপেক্ষায় সন্তানরা। কিন্তু মাকে কি শুধু পুজো বলেই মনে করি? মা থাকেন মনে, মননে, শিল্পে, সত্তায়। মাতৃরূপ উঠে আসে লোকঐতিহ্যের মধ্যে দিয়ে। যে মা সাধারণ হয়েও অসাধারণ। যিনি সন্তানকে লালন করেন, আগলে রাখেন আবার নিজের পরিচিতি, নিজের কাজে বুঝিয়ে দেন তাঁর কী অপার ক্ষমতা। তিনি অবলীলায় সন্তানকে কোলেপিঠে করেও মগ্ন থাকেন শিল্প সৃষ্টিতে। রান্নার হাতাখুন্তির পরে সময় করে তুলে নিতে পারেন তুলিটাও। বাধাহীন আঁচড়ে তৈরি করেন অপরূপ সৃষ্টি। 
বাস্তবে তো এমন মায়েদের দেখে মুগ্ধ হই আমরা। রাঁচি থেকে ৩২ কিলোমিটার দূরে জোনহা জলপ্রপাতের কাছে চান্ডাডি গ্রামে মুন্ডা সম্প্রদায়ের বাসিন্দা কাঞ্জো দেবী একজন মধুবনী শিল্পী। নিজের আঁকা ছবিতে নিজেরই দৈনন্দিন জীবন তুলে ধরেছেন তিনি। আঁকা ছবিতে তাঁর চারপাশে গেরস্থালির বাসনকোসন, ঘুরে বেড়াচ্ছে মুরগি, গোরু, রান্না চড়েছে হাঁড়িতে। ঘরকন্না সামলাতে সামলাতে পিঠে সন্তানকে বেঁধে তার সঙ্গে খেলার সময়েই হাতে ধরেছেন তুলি, এঁকে চলেছেন অক্লান্ত আত্মজীবন। মা যে শক্তিদায়িনী, মা যে জগজ্জননী, মা যে দশভুজা— এ ছবি তারই জলজ্যান্ত প্রমাণ।      
বিহারের মধুবনীতে থাকেন শিল্পী অবিনাশ কর্ণ। এই মধুবনী শিল্পীর তত্ত্বাবধানে এবং ‘আর্টরিচ’ নামে একটি গোষ্ঠীর সহায়তায় কাঞ্জো মুন্ডার গোটা কাজটি হয়েছিল বলে জানালেন কেমব্রিজের বাসিন্দা তনিমা রায়। তিনি কাঞ্জোর সেই পেন্টিং সংগ্রহ করেন। আর সেই সূত্রে অবিনাশবাবুর সঙ্গে কথা বলে খোঁজ পান অন্য মধুবনী শিল্পীদের। এভাবেই শিল্পীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে তাঁদের কাজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। 
কে এই তনিমা রায়? বিদেশে বসেও ভারতীয় নারীর ক্ষমতায়নের জন্য সক্রিয় তিনি। সাধারণ মহিলাদের হাতে তৈরি নানা সামগ্রী যাতে প্রচারের আলো পায়, তার জন্য চেষ্টা করছেন তিন বছর ধরে। একইসঙ্গে তিনি চান, নতুন প্রজন্মের কাছে দেশীয় বা লোকঐতিহ্য তুলে ধরতে। কারণ এসময়ে আমরা বা আমাদের পরবর্তী প্রজন্মের অনেকেই লোকশিল্পের কথা ভুলতে বসেছি। সেটা কখনওই কাম্য নয়। বরং নিজের দেশের প্রথা, লোকাচার, শিল্পের খুঁটিনাটি বিশ্বের দরবারে যাতে পৌঁছয় এবং জনপ্রিয় হয়, তার জন্য আন্তরিক চেষ্টা করে চলেছেন তনিমা। এ দেশের মাটিতে না থেকেও দেশের কথা একটি মুহূর্তের জন্য ভোলেননি তিনি। প্রবাসী ভারতীয়রাও যাতে নিজের ঐতিহ্যের প্রতি যত্নবান থাকেন, সেদিকেই মন তাঁর। বিদেশি নাগরিকদের এদেশের লোকাচার বোঝাতে উদ্যোগী তিনি। তাঁরা যাতে ভারতীয় শিল্পের দিকে নজর ফেরান, তার জন্য কাজের মধ্যে আধুনিকতার স্পর্শ দেওয়ার চেষ্টা করেন তনিমা। তাঁর মতে, লোকঐতিহ্য ভুলে না গিয়ে তাকে বর্তমান সময়ের নিরিখে আপন করে নেওয়ার মধ্যেই তো সার্থকতা। ‘লিটল রাইটার্স স্টুডিও’ নামে তাঁদের একটি প্রজেক্ট চলে। সেখানে নানা বয়সের শিশু নিজেদের মতো করে কোনও বিষয় নিয়ে লেখে। আর এদেশের কোনও লোকশিল্পী (যাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয়) লেখার সঙ্গে সাযুজ্য রেখে ছবি এঁকে তাতে ফুটিয়ে তোলেন দেশের ঐতিহ্য। সে কাজ পোশাক বা অ্যাক্সেসরির মাধ্যমে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তাই কখনও স্কার্টে থাকে মধুবনী হ্যান্ড পেন্ট। কখনও মিজোরামের ঐতিহ্যবাহী  পোশাক ফানেক-এ থাকে বাংলার শিল্প। কখনও ধনেখালি কাপড় দিয়ে তৈরি হয় পেন্সিল প্যান্ট কখনও বা জামদানি ড্রেস। এভাবেই মধুবনী শিল্পের মাধ্যমে শাড়িতে, পোশাকে তুলে আনা হয় রামায়ণের গল্প। অথবা নকশিকাঁথার সাজু রূপাই উঠে আসে শাড়িতে। পটচিত্রে কলকাতার ছবি ফুটে ওঠে অন্য কোনও পোশাকে। তাঁর ব্র্যান্ডের নাম শ্রী, (shri) ফেসবুক পেজে দেখতে পাবেন তনিমার শিল্পীদের কাজ। 
এক সময় গ্রামীণ বিজ্ঞাপন সংক্রান্ত কাজ করতেন তনিমা। তাই গ্রামে গ্রামে ঘোরার অভ্যাসটা ছিলই। আর ছিল পোশাক ডিজাইনের প্যাশন। উপজাতি অধ্যুষিত বিভিন্ন প্রত্যন্ত গ্রামেও গিয়েছেন কাজের সূত্রে। সেসব জায়গায় ঘুরতে ঘুরতে দেখেছেন সাধারণ মানুষের হাতে গড়া শিল্প কত অসাধারণ। কখনও গ্রামবাসীদের কাছ থেকে, কখনও বা গ্রামের মেলায় ঘুরে নানা জিনিস সংগ্রহ করতেন। পরিচিতদের উপহারও দিতেন। 
তবে বিয়ের পরে সে কাজ বেশিদিন করতে পারেননি। ২০১৫-য় ব্রিটেন যাত্রা। তার বছর তিনেক পরে আবার কাজে ফেরা। কারণ তাঁর মনে হয়েছিল, ওই সময় যদি কাজে ফেরা না যায়, তাহলে আর কোনওদিনই ফেরা হবে না। যদিও সমস্যা ছিল। কারণ বহুদিন কর্মবিচ্ছিন্ন থাকায় নতুন করে জনসংযোগের কাজ শুরু করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল তনিমার কাছে। তাঁর কথায়, ‘একটু একটু করে শুরু করেছিলাম। বলা যায় শূন্য থেকে শুরুর মতো। যেমন, যেসব এলাকায় কাঁথার কাজ হয়, সেরকম জায়গা খুঁজে স্থানীয় পোস্ট অফিসে ফোন করতাম। জানতে চাইতাম, কাঁথাকাজের দক্ষ শিল্পীর সঙ্গে যোগাযোগ করব কীভাবে?’ এইভাবে একদিনের জন্যও মুখ চেনা নয় এমন একজনের সঙ্গে বিদেশ থেকে যোগাযোগ তৈরি করে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন তনিমা। এইভাবে যোগাযোগ তৈরি ঝুঁকির, মানেন তিনি। ঠকেওছেন তাই। কাঁথাকাজের শিল্পী জোগাড় করতে গিয়েই সেটা হয়েছে। টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন সেই মহিলা। তাঁর মতে, সব পোস্ট অফিস বা স্থানীয় থানা তো সবসময় সহযোগিতা করে না। তবে ঠকে গেলেও একজন সৎ পুলিশ অফিসারের মাধ্যমে বোলপুর থেকে সেবার টাকা উদ্ধার করতে পেরেছিলেন। সেই পুলিশের মাধ্যমেই আবার নানা যোগাযোগ গড়ে তুলতে পেরেছিলেন তিনি। এইভাবে নানুরে কাঁথাকাজ, পিংলায় পটচিত্রকরের খোঁজ পেয়েছেন তনিমা। এখন পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, কর্নাটক, গুজরাত সহ বিভিন্ন রাজ্যের গ্রামের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে কাজ করেন। 
কাজ করতে করতে এই সময়টায় তিনি এটাও বুঝেছিলেন যে গ্রামের এই সব শিল্পী তাঁদের কাজের যোগ্য মূল্য খুব কম ক্ষেত্রেই পাচ্ছেন। তাই এই সব বঞ্চিত শিল্পীর জন্য কাজ করবেন বলে ঠিক করেন। একটা কোনও পোশাকে সুতোর দাম, মজুরি বা শাড়ির মূল্য, শাড়ি ওয়াশ বা পালিশ করা, এবং শিপিং সব মিলিয়ে কী দাম দাঁড়াতে পারে, সে সম্পর্কে সম্যক ধারণা তৈরি করে দেন তিনি। তাঁর মন্তব্য, ‘ক্রেতা আর শিল্পীর মধ্যস্থতা আমি করতে চাইনি কিন্তু। চেয়েছি, শিল্পী নিজেই তাঁর কাজের জন্য পৌঁছে যান সঠিক জায়গায়। তিনি কথা বলে নিজেই ঠিক করুন মূল্য। তবে হ্যাঁ, সে ব্যাপারে তাঁদের আমরা গাইড করে দিই। কারণ এঁরা অনেকেই জানেন না, এ ধরনের হাতের কাজের জন্য যতটা শ্রম দিচ্ছেন, তার যথাযথ মূল্য কত। তাই নানাভাবে বঞ্চিত হতে হয় এঁদের। সেটা ঠিক নয়। আমার ফেসবুক লাইভে তাই খোদ শিল্পীই কথা বলেন ক্রেতার সঙ্গে। বুঝে নেন সবকিছু।’ 
মহিলা শিল্পীর হাতের কাজ শুধু নয়, তাঁদের স্বাস্থ্যের দিকটিও যে অবহেলা করার নয়, তা জানেন তনিমা। তিনি বললেন, ‘ওঁদের অনেকেরই ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নেই। তাই নানা রোগে ভোগেন।’ একটি সংস্থার মাধ্যমে ওঁদের জন্য পুনর্ব্যবহারযোগ্য বায়ো ডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থাও করেছেন তিনি। একবছর ধরে মহিলারা সেটা ব্যবহার করতে পারেন। এতে দোকানে গিয়ে কেনার লজ্জা বা অসুবিধে নেই। আর টাকা খরচ হচ্ছে না বলে বাড়িতেও কেউ আপত্তি করেন না। তনিমা স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে এভাবেই মহিলাদের পাশে থাকার চেষ্টা করেন।
বিহারের দ্বারভাঙা থেকে স্বপ্না নামে যে মেয়েটি মধুবনী আর্টের কাজ করেন তনিমার জন্য, সেই মেয়েটির জীবনেও সংগ্রাম কিছু ছিল না। বছর দুই আগের ঘটনা। ভারতের ঘড়িতে তখন প্রায় মাঝরাত। সেই সময় কেমব্রিজে ফোন যায় তাঁর কাছে। তনিমার কথায়, ‘স্বপ্না কেঁদে কেঁদে বলছিল, ওর মা বোন ভাইদের ওর বাবা-জ্যাঠারা মেরে মাথা ফাটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা আমার জন্য কাজ করে, সেটা বাড়ির পুরুষদের পছন্দ নয়। এতটাই পুরুষতান্ত্রিক সমাজ যে ওখানকার থানা মেয়েদের অভিযোগও নেবে না। সেই মুহূর্তে কিছু করতে না পারলেও পরে স্থানীয় মহিলা সমিতির মাধ্যমে স্বপ্নাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলাম। মেয়েটি এখন বি কম পাশ করে সিএ পড়ার জন্য তৈরি হচ্ছে। এটাই সার্থকতা।’ তবে এধরনের শিল্পীদের অনেকেই যেভাবে কাজটা শেখেন, সেই ধারাতেই কাজটা চালিয়ে যান। ওঁদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য সক্রিয় তনিমা। ওঁদের কাজে বিশ্বজনীন আবেদন তৈরি করতে ভিডিও কল করে নানা প্রশিক্ষণ দেন তিনি। শাড়ির পরিবর্তে অন্য পোশাকে কীভাবে এই সব কাজ তুলে ধরা যায়, কথা হয় তাই নিয়েও। একইসঙ্গে শিল্পীর স্বকীয়তা বজায় রাখায় বিশ্বাসী তিনি। তাই আইডিয়া দিলেও কাজটা ওঁরা ওঁদের মনমতো করেন।
বিহারের মধুবনীর কথা এল আবার ফিরে। সেখানকার দু’টি মেয়েকে চেনেন তনিমা, যাঁরা পরস্পরের খুবই বন্ধু। কিন্তু তাঁদের বন্ধুত্ব সমাজের চোখে স্বীকৃত নয়। এঁদের একজনকে পিটিয়ে গ্রামছাড়া করেছিল স্থানীয় লোকজন। আশার কথা, মেয়েটি সেই কালো অধ্যায় পেরিয়ে এখন দিল্লিতে থাকেন। তনিমা তাঁদের সঙ্গে কথার পরে বলেছিলেন, ‘নিজেদের জীবনের কথা মধুবনী কাজে তুলে ধরো।’ শাড়িতে সেটাই বর্ণনা করেছিলেন দুই বন্ধু। এধরনের ব্যতিক্রমী কাজ করাতেই আগ্রহী তনিমা। এছাড়াও বোলপুরের প্রত্যন্ত গ্রামের স্কুলে বাচ্চাদের পড়াশোনার জন্য পাশে রয়েছেন তিনি। রিসাইকেল করা জামাকাপড়ও পাঠান তাদের।
গাড়ি চালাতে চালাতে গোটা কর্মকাণ্ড চলে তনিমার। কারণ সময়ের তফাত। সোশ্যাল মিডিয়ায় লাইভ করার চেষ্টা করেন শনিবার দেখে। যাতে বিশ্বের নানা প্রান্তের মানুষ যোগ দিতে পারেন। অনেক সময় শুধু শাড়ির ডিজাইন নয়, ঘিচা তসরের সুতো কাটা, কীভাবে তা তাঁতে যায়, এভাবে একটি শাড়ি বোনার নানা পর্যায় উইভারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেন তিনি। এক্ষেত্রে মাঝেমাঝে একটিই সমস্যা হয়। কারণ সংশ্লিষ্ট এলাকার ইন্টারনেট সংযোগ কেমন তার উপর অনেকটাই নির্ভর করে সংযোগ স্থাপনের সাফল্য। তাছাড়া গোটা প্রক্রিয়াই খুব মসৃণভাবে চলে, জানালেন তনিমা। 
28th  August, 2021
নারীশক্তি এবং দেবী দুর্গা

দেবী দুর্গাই নারীশক্তির প্রতিক। দেবীর শক্তির বিভিন্ন রূপ যুগ যুগ ধরে নারীর মধ্যে সঞ্চারিত। নারী কখনও বীরাঙ্গনা, কখনও বা স্নেহময়ী। বিভিন্ন সময়, নানাভাবে নারীশক্তির এই স্তরবিন্যাস বিশ্লেষণ করলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

09th  October, 2021
এখন মেয়েরা

রাজস্থানের এক গ্রামের মেয়ে সোনাল শর্মা। বাবা দুধ বিক্রি করেন। কিন্তু মেয়ে একেবারেই ভিন্ন পথে হাঁটলেন। পড়াশোনা শেষ করে আইনের পরীক্ষায় বসলেন সোনাল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উকিল হওয়ার মুখে তিনি। তাই বলে যে সারা দিন শুধুই পড়াশোনা করে কাটানোর সুযোগ পেয়েছেন এমনটা ভাববেন না। বিশদ

09th  October, 2021
মন্দিরে মন্দিরে
দুর্গাপুজো

ভারতের নানা রাজ্যে রয়েছে দেবী দুর্গার মন্দির। কোথাও দেবী নিত্য পুজো পান, কোথাও বা মহা ধুমধাম সহকারে পালিত হয় নবরাত্রি ও দশেরা। মন্দিরের পৌরাণিক গল্প ও পুজোর বিবরণ বর্ণনায় কমলিনী চক্রবর্তী। বিশদ

02nd  October, 2021
এখন মেয়েরা
পাহাড় চূড়ায় মেয়েরা

গত ১ আগস্ট শুরু হয়েছিল তাঁদের অভিযান। ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন মহিলা ঠিক করলেন স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের পারদর্শিতা তাঁরা সর্বসমক্ষে তুলে ধরবেন। পাহাড় ভালোবাসেন তাঁরা সকলেই। আর অ্যাডভেঞ্চারের নেশাও তাঁদের প্রবল। বিশদ

02nd  October, 2021
সারদা মিশনে 
মাতৃপুজো

শ্রীশ্রীমা সারদার পুজো বিষয়ে আলোচনায় প্রব্রাজিকা আপ্তকামপ্রাণা।  বিশদ

25th  September, 2021
এখন মেয়েরা

এমকিউর ফার্মাসিউটিক্যাল কোম্পানির শীর্ষে রয়েছেন তিনি। অঙ্কে তাঁর ভীষণ দখল। আবার মহিলাকেন্দ্রিক বিষয় নিয়েও তাঁর চিন্তার অন্ত নেই। তিনি নমিতা থাপার। এমকিউর ফার্মার তিনি এগজিকিউটিভ ডিরেক্টর। হেল্থ কেয়ারে কাজ করার সুবাদে নমিতা মহিলাদের স্বাস্থ্য ও চিকিৎসার অভাব খুব কাছ থেকে দেখেছেন। বিশদ

25th  September, 2021
দুর্গাপুজোর  মহোৎসবে 
মেয়েরা

প্রায় দু’শো বছর ছুঁই ছুঁই লাহাবাড়ির দুর্গা পুজো। মহাপুজোর প্রস্তুতিতে মাতোয়ারা হয়ে ওঠে বাড়ির মেয়ে বউরা। পুজোর পুরনো ও নতুন গল্প নিয়ে কলম ধরলেন লাহাবাড়ির কন্যা সুস্মেলী দত্ত।
বিশদ

18th  September, 2021
এখন মেয়েরা

জন্ম থেকেই কানে শুনতে পান না জোহানা লুৎজ। জার্মানির এই কন্যাটি তাই স্বপ্নেও কখনও ভাবেননি তিনি নাসা-র বিজ্ঞানী হয়ে উঠবেন। অথচ লুৎজ হয়ে উঠলেন নাসার প্রথম এবং একমাত্র বধির বিজ্ঞানী। কিন্তু কেমন করে ঘটল এই অভাবনীয় ঘটনা? বিশদ

18th  September, 2021
গানে গানে 
নারী শক্তি

৩০ বছর ধরে বাউল গানের সাধনা করছেন রিনা দাস বাউল। মহিলাদের নিয়ে গান লেখেন তিনি। সমাজে নারী শক্তির প্রচার ও প্রসারই তাঁর লক্ষ্য। বাউল সঙ্গীত, বিদেশে বাউল গানের অনুষ্ঠান ও নিজের গানের ভাষা বিষয়ে তাঁর সঙ্গে খোলামেলা আড্ডায় কমলিনী চক্রবর্তী। বিশদ

11th  September, 2021
এখন মেয়েরা

আনা এলিজাবেথ জর্জ হলেন কেরলের এক হোম বেকার। ওনাম উৎসবে এক অভিনব কাজ করে বসলেন তিনি। গোটা একটা শাড়ির ডিজাইনে বানিয়ে ফেললেন ধোসা! অবশ্য এই খাবারকে ধোসা না বলে বরং এডিবল শাড়ি নামেই বিক্রি করেছেন। বিশদ

11th  September, 2021
‘আমি একরোখা একগুঁয়ে,
শেষ দেখে তবে ছাড়ব’

ভারতীয় প্রাণিবিজ্ঞান সর্বেক্ষণ (জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, জেডএসআই)-এর শীর্ষ পদে প্রথম মহিলা মুখ তিনি। বাধার অদৃশ্য সেই ‘কাচের দেওয়াল’ ভাঙতে মহিলারা লড়াই করেন প্রতিনিয়ত। তিনি অনায়াসে সেটা ভেঙে দিতে পেরেছেন। কিন্তু চলার পথটা কেমন ছিল? জেডএসআই-এর প্রথম মহিলা ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আলাপচারিতায় অন্বেষা দত্ত। বিশদ

04th  September, 2021
নির্যাতনের বিরুদ্ধে 
মেঘার লড়াই

মিমির বয়স তখন তেরো। বাবা, মা, কাকা কাকিমা ও খুড়তুতো দাদা মিলে তাদের বড় সংসার। কাকাকে ভীষণ ভয় পেত মিমি। অথচ কাকা তো ভীষণ ভালোবাসেন তাকে। দেখতে পেলেই জড়িয়ে ধরেন। চুমু খান। তবু মিনি ধারে পাশে ঘেঁষতে চায় না। মা এই নিয়ে বকাবকি করলে একদিন মায়ের কাছে সব কথা খুলে বলেছিল সে। বিশদ

04th  September, 2021
এখন মেয়েরা

জারা বাদারফোর্ড আধা ব্রিটিশ আধা বেলজিয়ান। মাত্র ১৯ বছর বয়সেই সে নাকি খবরের শিরোনামে! বাবা ও মা দু’জনেই পাইলট। তাই ছোট থেকেই প্লেন ওড়ানোর নেশা তাঁকে পেয়ে বসেছিল। প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি নিয়ম মতো। তারপর অপেক্ষায় ছিলেন প্রাপ্তবয়স্ক হওয়ার। বিশদ

28th  August, 2021
মায়ের পুজোয় মেয়েরা

শুভমস্তু সংস্থার চার মহিলা পুরোহিত এবার দুর্গাপুজোর আসর সাজিয়ে বসছেন। ৬৬ পল্লির দুর্গাপুজোয় পৌরোহিত্য করবেন তাঁরা। আগামিকাল খুঁটি পুজোর মাধ্যমে সেই কাজের শুভারম্ভ। তার ঠিক আগেই নিজেদের পুজোপদ্ধতি ও নতুন চমকের কথা জানালেন নন্দিনী ভৌমিক। তাঁর সঙ্গে কথায় কমলিনী চক্রবর্তী। বিশদ

21st  August, 2021
একনজরে
সাইকেল চোর সন্দেহে বছর বত্রিশের এক হাইস্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ইংলিশবাজার পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর তৃণমূল কংগ্রেসের পরিতোষ চৌধুরী ওরফে সেভেন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ...

পুজোর আগে থেকেই সব্জির বাজার ঊর্ধ্বমুখী ছিল। টোম্যাটো, পটল, বেগুন বা অন্যান্য সব্জি কিনতে গিয়ে ক্রেতাদের মাথায় হাত পড়েছে। অনেকেই আশা করেছিলেন, পুজোর কয়েকটা দিন ...

দেশের শেয়ার বাজার যথেষ্ট চাঙ্গা। ক্রমশ ঊর্ধ্বমুখী সূচক। পাশাপাশি সাধারণ মানুষের ঝোঁক বাড়ছে মিউচুয়াল ফান্ডের উপর। আর তার জেরেই দেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অঙ্ক লাফিয়ে বাড়ছে। মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার দেওয়া তথ্য বলছে, ...

এটিকে মোহন বাগানের নতুন সহকারী কোচ হচ্ছেন বাস্তব রায়। সঞ্জয় সেন টানা পাঁচ মাস জৈব বলয়ে থাকতে চাইছেন না বলেই তাঁকে দায়িত্ব দেওয়া হল। যুব উন্নয়নের দায়িত্বে রাখা হচ্ছে সঞ্জয় সেনকে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে বাধা থাকলেও অগ্রগতি হবে। ব্যবসায় লাভ হবে সর্বাধিক। অর্থাগম যোগটি শুভ। কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৩৮৬: জার্মানীর সর্বাপেক্ষা প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
১৮৬৯: স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জন্ম
১৮৮৮: রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন
১৯০৩:বিশিষ্ট সুরকার তথা সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়ালের জন্ম
১৯২৪: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম
১৯৫৬: বলিউড তারকা সানি দেওলের জন্ম
২০০৫: বাগদাদে শুরু হয় সাদ্দাম হুসেনের বিচার প্রক্রিয়া



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৬০ টাকা ৭৬.৯২ টাকা
পাউন্ড ১০০.৯৮ টাকা ১০৫.৮৩ টাকা
ইউরো ৮৫.১৫ টাকা ৮৯.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

দিনপঞ্জি----------------------

দৃকসিদ্ধ: ২ কার্তিক, ১৪২৮, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১। চর্তুদ্দশী ৩৩/৩৩ রাত্রি ৭/৪। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৬/২৫ দিবা ১২/১২। সূর্যোদয় ৫/৩৮/১৪, সূর্যাস্ত ৫/৫/২। অমৃতযোগ দিবা ৬/২৪ মধ্যে পুনঃ ৭/১০ গতে ১০/৫৯ মধ্যে। রাত্রি ৭/৩৭ গতে ৮/২৭ মধ্যে পুনঃ ৯/১৬ গতে ১১/৪৭ মধ্যে পুনঃ ১/২৭ গতে ৩/৭ মধ্যে পুনঃ ৪/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৩৭ মধ্যে। বারবেলা ৭/৪ গতে ৮/৩০ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/১৩ মধ্যে। কালরাত্রি ৬/৩৯ গতে ৮/১৩ মধ্যে। 
১ কার্তিক, ১৪২৮, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১। চর্তুদ্দশী রাত্রি ৬/৪৫। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/৮। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৬। অমৃতযোগ দিবা ৬/৩৩ মধ্যে ও ৭/১৭ গতে ১০/৫৮ মধ্যে এবং রাত্রি ৭/২৭ গতে ৮/১৯ মধ্যে ও ৯/১৯ গতে ১১/৪৬ মধ্যে ও ১/৩০ গতে ৩/১৩ মধ্যে ও ৪/৫৭ গতে ৫/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/২৭ মধ্যে। বারবেলা ৭/৫ গতে ৮/৩১ মধ্যে ও ১২/৪৮ গতে ২/১৪ মধ্যে। কালরাত্রি ৬/৪০ গতে ৮/১৪ মধ্যে।
১২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেবে কংগ্রেস
আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেবে কংগ্রেস। ...বিশদ

03:35:25 PM

ভারত-পাক ম্যাচের আগে একসঙ্গে দুই কোচ
রবিবার মরুশহরে আয়োজিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত-পাক ম্যাচ শুরু হওয়ার ...বিশদ

03:13:30 PM

বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশ থেকে ছিটকে গেলেন ফেডেরার
লন টেনিসের অন্যতম কিংবদন্তি রজার ফেডেরোর। এখনও পর্যন্ত ২০টি গ্র্যান্ড ...বিশদ

02:51:17 PM

সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর
ঘরে ঘুমানোর সময় সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। গুসকরা ...বিশদ

02:44:10 PM

নৈনিতালের লেকের জল উপচে পড়ছে রাস্তায়
একটানা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের নৈনিতালে লেকের জল উপচে পড়ছে রাস্তায়। ...বিশদ

02:13:39 PM

হলদিয়ার এলপিজি বটলিং প্ল্যান্টে জখম শ্রমিকের সঙ্গে দেখা করলেন তাপস মাইতি
হলদিয়ার এলপিজি বটলিং প্ল্যান্টে দুর্ঘটনায় গুরুতর জখম শ্রমিকের সঙ্গে মঙ্গলবার ...বিশদ

02:09:58 PM