কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
বেকড ফিশ
উপকরণ: ভেটকি মাছের ফিলে ২০০ গ্রাম, মোজারেলা চিজ ১ ১/২ কাপ, সাধারণ চিজ ১/২ কাপ, গাজর, বিন ১ বাটি (টুকরো করে কাটা), ক্রিম ১/২ বাটি (ফেটিয়ে নেওয়া), রসুন কুচি ৩ কোয়া, নুন ও মরিচ স্বাদ মতো, দুধ ১/২ বাটি।
পদ্ধতি: মাছে সামান্য নুন, তেল ও মরিচ মাখিয়ে তা হাল্কা করে গ্রিল করে নিন। এবার একটা প্যানে মাখন গলিয়ে নিন। সাদা তেলও দিতে পারেন। তাতে রসুন কুচি ফোড়ন দিন। ভেজে নিয়ে লালচে করে নিন। এবার দুধ ও সব্জি দিয়ে নুন ও মিষ্টি দিন। ঢিমে আঁচে রান্না করুন। তাতে ফেটানো ক্রিম মেশান। তারপর সাধারণ চিজ কুরিয়ে নিয়ে মিশিয়ে দিন। সবটা নেড়ে নিন। মিশে গেলে এবং গ্রেভি ঘন হলে একটা বেকিং বোলে পুরোটা ঢেলে দিন। উপর দিয়ে মাছের ফিলে সাজিয়ে দিন। তারও উপরে কোরানো মোজারেলা চিজ সমান করে ছড়িয়ে দিন। এবার আভেনে ঢুকিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০ মিনিট বেক করুন। চিজ লালচে সোনালি হলে বুঝবেন আপনার রান্না তৈরি।
চিকেন পারমেসান
উপকরণ: চিকেন ব্রেস্ট ২০০ গ্রাম, মোজারেলা চিজ কোরানো ১ ১/২ বাটি, পারমেসান চিস ১ বাটি, গাজর ও বিন ১ বাটি (টুকরো করে কাটা), ক্রিম ফেটানো ১/২ কাপ, নুন ও মরিচ স্বাদ মতো, মাখন ৫০ গ্রাম, দুধ পরিমাণ মতো, অলিভ অয়েল ভাজার মতো, পিৎজা স্যস আন্দাজ মতো।
পদ্ধতি: চিকেনে নুন ও মরিচ মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর তা সামান্য ময়দায় এপিঠ ওপিঠ করে মাখনে ভেজে নিন। এবার একটা পাত্রে অলিভ অয়েল গরম করে নিন। তাতে রসুন কুচি ভেজে নিন। তারপর চিকেন ও চিজ বাদে সব উপকরণ মিশিয়ে দিন। গ্রেভি ঘন হলে গ্যাস থেকে নামিয়ে নিন। একটা বেকিং বোলে অয়েল ব্রাশ করে তাতে চিকেন সাজিয়ে নিন। তার উপর ঘন করে রাঁধা স্যসটা ঢেলে দিন। উপর থেকে পারমেসান চিজ ছড়িয়ে আভেনে দিয়ে বেক করুন। ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ মিনিট বেক করুন। চিজে সোনালি রং ধরলেই রান্না তৈরি।