Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বেকারত্ব, উৎপাদন, মুদ্রাস্ফীতি, গরিব উপেক্ষিত
পি চিদম্বরম

সরকারের দেওয়া শুকনো প্রতিশ্রুতি সম্পর্কে আমি সাধারণত সন্দেহ পোষণ করে থাকি। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি সময়সূচি মেনটেন করতে পছন্দ করি। আর চাই কাজের শেষে একটি পারফর্ম্যান্স রিপোর্ট থাকবে। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি বা তাঁর সরকারের তরফে দেওয়া কিছু প্রতিশ্রুতির উদাহরণ দিচ্ছি। বলা বাহুল্য, এগুলির কোনোটিই রক্ষা করা হয়নি।
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, ২০২২ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ হয়ে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। —‘দ্য হিন্দু’, ২০ সেপ্টেম্বর, ২০১৪।
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, ২০২২ সালে ভারতের প্রতিটি বাড়িতে সর্বক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ থাকবে। —সংবাদ সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে লিখেছিল ‘বিজনেস স্ট্যান্ডার্ড’, ৪ সেপ্টেম্বর, ২০১৫।
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, ২০২২ সালের মধ্যে প্রতিটি ভারতবাসীর নিজস্ব বাড়ি হবে। —‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।
• ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। —‘দ্য হিন্দু’, ২০ জুন, ২০১৮।
• ২০২২ সালের মধ্যে ভারতে বুলেট ট্রেন বাস্তব রূপ পাবে। ওমানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। —ইনফো.কম, ছবি, ‘গত বছর, মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’।
আমি ভেবে পাচ্ছি না ২০২২ সালটা আমরা ফেলে এসেছি নাকি সেটি সামনের দিকে! 
অর্থের নির্দিষ্ট পরিমাণ 
২০২৫-২৬ সালের বাজেটে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ৭টি প্রকল্প, ৮টি মিশন এবং ৪টি তহবিল। এইসব প্রকল্প এবং মিশনের অনেকের জন্যই কিন্তু কোনও অর্থ এখনও বরাদ্দ করা হয়নি। স্বভাবতই, বাজেট বিতর্কের সময় অনেক সাংসদই মাননীয় অর্থমন্ত্রীকে বাজেটের সংশ্লিষ্ট অঙ্ক সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন।
বাজেট হল টাকাকড়ি সম্পর্কিত একটি বিষয়। বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ এবং ব্যয় করা হয় নির্দিষ্ট সংখ্যায়। অর্থমন্ত্রী বাজেটে নির্দিষ্ট অঙ্ক বা সংখ্যার পরিবর্তে ‘অনুপাত’-এর আশ্রয় নিয়েছেন। উদাহরণ হিসেবে জানানো যায়, তিনি স্বীকার করেছেন যে ঘোষিত ১ লক্ষ কোটি টাকার আয়কর ছাড়ের ফলে লাভবানদের মধ্যে আছেন ‘ধনী’ (যাঁদের বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি), ‘ভেরি রিচ’ (যাঁদের বার্ষিক আয় ১০০ কোটি টাকার বেশি) এবং ‘সুপার রিচ’ (যাঁদের বার্ষিক আয় ৫০০ কোটি টাকার অধিক) আয়করদাতারাও। অথচ অর্থমন্ত্রী ব্যাখ্যা করে বলেছেন যে, তিনি আনুপাতিকভাবে ধনীদের সামান্যই সুবিধা দিয়েছেন! তিনি যে প্রশ্নের উত্তর দেননি তা হল, ‘যাঁদের বার্ষিক আয় ১ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা—তাঁদের কি আদৌ কোনও রিলিফ বা সুবিধা পাওয়া উচিত?’ প্রতিটি অর্থনৈতিক সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকে ন্যায্যতা এবং নৈতিকতার নীতি। মোদি সরকার অনেক আগেই ‘প্রিন্সিপল অফ ইকুইটি অ্যান্ড মরালিটি’ পরিত্যাগ করেছে। ‘কর ছাড়’ দেওয়ার সময়, একইসঙ্গে অর্থমন্ত্রী কর্তব্যপরায়ণভাবে তাঁর নেতাকেই অনুসরণ করেছেন।
মূলধনী ব্যয় ছাঁটাইয়ের ব্যাখ্যা দিতে নেমে 
অর্থমন্ত্রী একই কৌশল নিয়েছিলেন। বাস্তবে ‘ছাঁটাইগুলি’ নিম্নরূপ:
 নিঃসন্দেহে, ২০২৪-২৫ সালে কেন্দ্রীয় সরকারের মূলধনী ব্যয় ছাঁটা গিয়েছে ৯২,৬৮২ কোটি টাকা। আর মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে প্রদত্ত অনুদান ৯০,৮৮৭ কোটি টাকা কমানো হয়েছিল।
মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) অনুপাতে কোনোরকম ব্যয় সংকোচনের কথা অর্থমন্ত্রী অস্বীকার করেছেন। বরং তিনি জোরের সঙ্গেই বলেছেন যে, ২০২৫-২৬ সালের বাজেট এস্টিমেট বেশিই ধরা হয়েছে। বেশ, ধরে নেওয়া গেল যে ২০২৫-২৬ সালের এস্টিমেট যথার্থই হয়েছে। তবু ২০২৫-২৬ সালেও ব্যয়ের উপর কোপ পড়বে না, তার কী এমন গ্যারান্টি রয়েছে? সংগত প্রশ্ন জাগে, ২০২৫-২৬ সালে মূলধনী বা স্থায়ী সম্পদ সৃষ্টির জন্য রাজ্যগুলিকে প্রতিশ্রুত অনুদানের পরিমাণ ২০২৪-২৫ সালের মতোই কমিয়ে দেওয়া হবে না তো?
খারিজ সমতা, নৈতিকতা
কাটছাঁট কোথায় করা হয়েছে? মূলধনী এবং রাজস্ব ব্যয়—দুটি দিকই বিবেচনার প্রেক্ষিতে বলতে হয় যে ২০২৪-২৫ সালে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রেই কাটছাঁটগুলি করা হয়েছিল:
উপর্যুক্ত ক্ষেত্রগুলিতে ব্যয় হ্রাসের ফলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? গরিব লোকজন। অর্থমন্ত্রীর ‘উদারনৈতিক’ আয়কর ছাড়ের ফলে উপকৃত হচ্ছেন কারা? দরিদ্ররা নন।
অর্থমন্ত্রী সত্যিই যদি ন্যায়বিচার এবং নীতি বজায় রাখতে চাইতেন, তাহলে তিনি পণ্য ও পরিষেবা কর (জিএসটি) হার কমিয়ে দিতে পারতেন। তিনি এছাড়াও পারতেন পেট্রল ও ডিজেলের উপর কর হ্রাস করতে। অথবা তিনি ১০০ দিনের কাজের গ্যারান্টি স্কিমের (মনরেগা) দৈনিক মজুরি বাড়াতে পারতেন, অথবা সকল ধরনের কর্মসংস্থানে আইনিভাবেই বাড়িয়ে দিতে পারতেন ন্যূনতম মজুরি। তাহলে গরিব মানুষজন খরচের জন্য তাঁদের হাতে একটু বেশি টাকা পেতে পারতেন। 
হাস্যকর জবাব
বিকাল ৪টায় রাজ্যসভায় অর্থমন্ত্রী তাঁর 
জবাব দেওয়া শুরু করেন। সাংসদরা তাঁর 
বিতর্কের ধরন সম্পর্কে অবগত এবং তিনি তাঁদের হতাশও করেননি। বিকেল ৫টা ২০ মিনিটে তিনি মনমোহন সিংয়ের প্রজ্ঞা এবং ১৯৯১ সালের দৃষ্টিভঙ্গিকে কটাক্ষ করে ওঠেন। নির্মলা সীতারামন এই সিদ্ধান্তে উপনীত হন যে, প্রধানমন্ত্রী 
মনমোহন সিংয়ের এক দশকের জমানা সংস্কারের ক্ষেত্রে ‘ঘুম পাড়ানি গান’ হিসেবেই চিহ্নিত হয়ে রয়েছে। বিকেল সাড়ে ৫টায় তিনি দরিদ্রদের উপহাস করে বলেন, ‘কোনও গরিব জয়া (বচ্চন) নেই! আপনারা সবাই গরিব; গরিব আমিও।’ কয়েক মিনিট পরে আপ সাংসদ রাঘব চাড্ডাকে উপহাস করে নির্মলা সীতারামন বলেন, ‘আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমি এটা কি ঠিক ভাবছি?’ সন্ধ্যা ৬টার মিনিটখানেক বাদে অর্থমন্ত্রী তাঁর জবাবে ইতি টানেন। 
ক্রমবর্ধমান বেকারত্বের হার বা সঙ্কুচিত ম্যানুফ্যাকচারিং সেক্টর সম্পর্কে অর্থমন্ত্রী একটিও 
কথা বলেননি। মুদ্রাস্ফীতি, থমকে যাওয়া মজুরি 
কিংবা ক্রমবর্ধমান পারিবারিক ঋণ সম্পর্কে 
কোনও কথা শোনা যায়নি তাঁর মুখে। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা খাতে অব্যবহৃত বাজেট বরাদ্দ অর্থ সম্পর্কেও অর্থমন্ত্রী স্পিকটি নট! তফসিলি জাতি (এসসি) অথবা তফসিলি জনজাতির (এসটি) অবস্থা সম্পর্কে একটিও কথা বলেননি নির্মলা সীতারামন। ভারতের জনসংখ্যার নীচের দিকের ৫০ শতাংশ সম্পর্কে একটিও কথা শোনা গেল না তাঁর জবাবি ভাষণে। গরিবদের মধ্যে সবচেয়ে গরিব সম্পর্কে একটিও কথা বলেননি তিনি। রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি অনুসারে, তারা ভারতের জনসংখ্যার ১৪.৯৬ শতাংশ বা ২১ কোটি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে ভারতে গরিব মানুষের কোনও অস্তিত্বই নেই!
উপদেবতাগণ তাঁদের ক্ষমা করুন।
লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
24th  February, 2025
শোলের ৫০ বছর, তবু অটুট যৌবনের জেল্লা
সন্দীপন বিশ্বাস

বৈঠকে সকলেরই চিন্তান্বিত মুখ। তাহলে কি সব আশার বিনাশ হল অঙ্কুরেই? ওদিকে বেশ কয়েকটি বিরোধী প্রোডাকশন হাউস পার্টি দিতে শুরু করেছে। তারা আড়ালে দুয়ো দিয়ে বলছে, ‘ফুঃ! 
  বিশদ

চালের দাম বাড়ছে, কিন্তু ফিক্সড ডিপোজিটের সুদ?
শান্তনু দত্তগুপ্ত

আয়করে ছাড়ের সীমা ১২ লক্ষ ৭৫ হাজার টাকা হওয়ার পর সবকটা এলআইসি সারেন্ডার করে দিয়েছে সমরেশ। পুরনো কাঠামোয় আয়কর দেওয়ার তো আর প্রশ্নই ওঠে না।
বিশদ

04th  March, 2025
হিন্দি চাপিয়ে দেওয়ার অবাঞ্ছিত চেষ্টা
পি চিদম্বরম

বিনা উসকানিতে যুদ্ধ—কোনও উচ্চ লক্ষ্যে পৌঁছনোর জন্য নয়, তা করার পিছনে বরং একটি দলীয় মতাদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য থাকে। বিজেপির মধ্যে অবশ্য বিনা উসকানিতেই যুদ্ধ নামার প্রবণতা বিদ্যমান। নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) এর উদাহরণ।
বিশদ

03rd  March, 2025
ট্যাংরা কাণ্ড নীরবে যে শিক্ষা দিয়ে গেল
হিমাংশু সিংহ

কী শেখাল ট্যাংরার সম্পন্ন ব্যবসায়ী পরিবারের মাত্র এক রাতে শেষ হয়ে যাওয়ার মর্মন্তুদ কাহিনি। নিঃসন্দেহে এই বাংলায় হালের অন্যতম বড় পারিবারিক বিপর্যয়ের ঘটনা। এ নিয়ে দু’সপ্তাহ পরও শহর থেকে প্রত্যন্ত জেলা, মানুষের প্রশ্নের অভাব নেই। খণ্ড খণ্ড উত্তর মিললেও এখনও পুরো বিষয়টি স্পষ্ট নয়।
বিশদ

02nd  March, 2025
মমতার প্রতিপক্ষ বলেই ফ্যাসিস্ট নয় বিজেপি!
তন্ময় মল্লিক

শেষ পর্যন্ত কি ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়ল? বিজেপি সম্পর্কে দেশের বৃহত্তম বামপন্থী দলটির সর্বশেষ মূল্যায়ন সামনে এসেছে। তাতে সিপিএম এখন আর বিজেপি ও নরেন্দ্র মোদির সরকারকে ‘ফ্যাসিবাদী শক্তি’ মনে করে না।
বিশদ

01st  March, 2025
যুগদিশারি শ্রীরামকৃষ্ণ
স্বামী আত্মবোধানন্দ

মহামানবেরা নির্জীব সত্যগুলিকে ধরে সাধনা দ্বারা জীবন্ত করে দেন। তখন সত্য আমাদের জিজ্ঞাসামাত্র থাকে না। তা আমাদের প্রাণের আশ্রয় হয়ে ওঠে। সাধক-ভক্ত মহামানব বা অবতারকে বাইরের ইন্দ্রিয়লোকে না রেখে, তাঁকে একেবারে অন্তরলোকে নিয়ে ‘মনের মানুষ’ করেন, তখন আর সীমার বা পরিমাণের বোধ থাকে না।
  বিশদ

01st  March, 2025
বিশ্বে নতুন ইতিহাসের সূচনা: ভারত কী করবে?
সমৃদ্ধ দত্ত

কঙ্গো অথবা লিবিয়া। লেবানন কিংবা নাইজেরিয়া।  সারাক্ষণ কেন যুদ্ধ অথবা গৃহযুদ্ধ লেগে থাকে? অভ্যন্তরীণ সংঘাত? দুই গোষ্ঠী, সরকার বনাম বিদ্রোহীর ক্ষমতার লড়াই? গণতন্ত্র বনাম স্বৈরাচার? এসব কারণেই তাবৎ সংঘাত ঘটছে। কিন্তু আসলে সেই কারণ গৌণ। মুখ্য কারণ মিনারেলসের লড়াই।
বিশদ

28th  February, 2025
দুনিয়া কাঁপানো সাত দিন!
মৃণালকান্তি দাস

আমরা জানি না শান্তি আগে আসে, নাকি বসন্ত। কিন্তু আমরা জানি বসন্ত অবশ্যই আসবে। যেখানে সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেখানেও বসন্ত আসবে। ঘাস গজাবে পরিখায়, মৃত সেনাদের হাড়ের ভিতর দিয়ে। পুড়ে যাওয়া সাঁজোয়া যানগুলির উপরেও।
বিশদ

27th  February, 2025
যোগী রাজ্যে ধর্মের বেসাতি
স্বস্তিনাথ শাস্ত্রী

 

লাশ, সর্বত্র লাশ। প্রয়াগের সঙ্গম থেকে নয়াদিল্লির স্টেশন—স্তূপাকার লাশ। সরকারি হিসেবে সংখ্যাটা এখনও পর্যন্ত ৫৫। কিন্তু কে না জানে, বাস্তবের সঙ্গে সরকারি হিসেব কখনওই মেলে না। বাস্তবে সংখ্যাটা হাজার ছাড়িয়ে যাওয়াও আশ্চর্যের নয়। সেই লাশের স্তূপের উপর দাঁড়িয়েই চলছে মোদি-যোগীর ২ লক্ষ কোটি টাকার বেসাতি— ধর্মের নামে।
বিশদ

26th  February, 2025
প্রয়াগে ঠাকুর, সারদা মা পুণ্যস্নান করেছিলেন
হারাধন চৌধুরী

আজ, মহাশিবরাত্রি এবং ৪৫ দিনের মহাকুম্ভ মেলার শেষদিন। কোটি কোটি ভক্তজনের পুণ্যস্নানকে কেন্দ্র করে অনেকগুলি মর্মান্তিক ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে।
বিশদ

26th  February, 2025
পুণ্যের আশা, রাজনীতির ফল
শান্তনু দত্তগুপ্ত

ভিড়ের স্রোতের মধ্যে বয়ে যেতে যেতেই ডান পা’টা আটকে গেল রামশরণের। কাঁধে একটা ঝোলা, আর ডান হাতে ব্যাগটা থাকায় প্রথমে ঠাহর করতে পারলেন না। ঘাড়টা একটু বেঁকিয়ে দেখতে পেলেন, এক বৃদ্ধা তাঁর পা’টা চেপে ধরেছে।
বিশদ

25th  February, 2025
রাজনীতির ওঠাপড়া

এই রাজ্যের দুই প্রধান বিরোধী দলের গ্রহণযোগ্যতা শূন্যে উড়ে বেড়ানো দিশাহীন বেলুনের মতো! আসলে আসন্ন নির্বাচনে সিপিএম, বিজেপি কেউ ক্ষমতা দখলের জন্য লড়াই করছে না। সিপিএম লড়ছে শূন্যের গ্লানি মোচনের লক্ষ্যে। যদিও তাও খুব সহজ হবে না। আর বিজেপি লড়ছে, গতবারের ৭৭টি আসনের অন্তত অর্ধেক আসনে মানরক্ষার টার্গেট হাতে নিয়ে।
বিশদ

23rd  February, 2025
একনজরে
পাঁচদিন আটকে রেখে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। ১৭ বছরের নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস। ...

গ্রামীণ বা শহর এলাকায় প্লাস্টিকের সমস্যা দীর্ঘদিনের। আর এই সমস্যা মেটানোর জন্য তৎপর হয়েছে প্রশাসন। তাই গ্রিন টাইবুনালের নিয়ম মেনে অব্যবহৃত প্লাস্টিক দিয়ে উত্তর ২৪ ...

আইসিএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে অটো উল্টে মৃত্যু হল মায়ের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে ঘোষপাড়া রোডে। ...

বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, চলতি বছরের শেষেই বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে হবে। চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনুসও জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৩৯৭- অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৫৫৮- ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়
১৮১৫- ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা ফ্রানৎস ম্যাসমের মৃত্যু
১৮২২- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়
১৮৩৩- অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন
১৯৯০- অভিনেতা অর্জুন চক্রবর্তীর জন্ম
১৯৩৯- সাহিত্যিক দিব্যেন্দু পালিতের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা ৮৮.২৭ টাকা
পাউন্ড ১০৯.৩২ টাকা ১১৩.১১ টাকা
ইউরো ৯০.২৬ টাকা ৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৭,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৫,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৫,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ ফাল্গুন, ১৪৩১, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫। পঞ্চমী ২৩/১৫ দিবা ৩/১৭। ভরণী নক্ষত্র ৫১/৩৮ রাত্রি ২/৩৮। সূর্যোদয় ৫/৫৯/২৫, সূর্যাস্ত ৫/৩৭/১৯। অমৃতযোগ দিবা ৮/১৯ গতে ১০/৩৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৩/১৭ গতে ৪/৫০ মধ্যে। রাত্রি ৬/২৭ মধ্যে পুনঃ ৮/৫৫ গতে ১১/২৩ মধ্যে পুনঃ ১/৫১ গতে ৩/৩১ মধ্যে। বারবেলা ৭/২৮ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪২ মধ্যে। কালরাত্রি ৭/৯ গতে ৮/৪৩ মধ্যে।
১৯ ফাল্গুন, ১৪৩১, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫। পঞ্চমী  রাত্রি ৭/৫৫। অশ্বিনী নক্ষত্র দিবা ৮/৫২। সূর্যোদয় ৬/২, সূর্যাস্ত ৫/৩৭। অমৃতযোগ দিবা ৮/৩ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩১ মধ্যে ও ৩/১৯ গতে ৪/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/৩২ মধ্যে ও ৮/৫৫ গতে ১১/১৭ মধ্যে ও ১/৪০ গতে ৩/১৫ মধ্যে। বারবেলা ৭/২৯ গতে ৮/৫৬ মধ্যে ও ১/১৬ গতে ২/৪৩ মধ্যে। কালরাত্রি ৭/১০ গতে ৮/৪৩ মধ্যে। 
৩ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন রাচীন রবীন্দ্র

10:43:00 PM

ঋণের দায়ে জর্জরিত হয়ে বীরভূমের লাভপুরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি

10:36:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড

10:22:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): সেঞ্চুরি করলেন ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা ৩১২/৯ (৫০ ওভার), টার্গেট ৩৬৩

10:21:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): হাফসেঞ্চুরি করলেন ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা ২৬৩/৯ (৪৬.৪ ওভার), টার্গেট ৩৬৩

10:05:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): ১৬ রানে আউট কাগিসো রাবাডা, দক্ষিণ আফ্রিকা ২৫৬/৯ (৪৫.৩ ওভার), টার্গেট ৩৬৩

09:58:00 PM