Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বেকারত্ব কমাতে মোদি কিছুই করেননি
পি চিদম্বরম

খুব খুশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সম্পূর্ণ ভাষণ আমি ইংরেজিতে পড়তে পেরেছি। এজন্য ইকনমিক টাইমস কাগজকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন হিন্দিতে। আমার ধারণা, ওই কাগজে প্রকাশিত অনুবাদটি যথাযথই ছিল। নরেন্দ্র মোদি তাঁর সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং ওয়ার্ল্ড লিডারস ফোরামকে বলেছেন যে, বিগত দশবছরে ‘আমাদের অর্থনীতির বৃদ্ধি ঘটেছে ৯০ শতাংশের মতো।’ প্রধানমন্ত্রীর দাবি সঠিক হলে এই ঘটনা প্রশংসনীয়। আমার কাছে যেসব প্রাসঙ্গিক সংখ্যা আছে সেগুলি নিম্নরূপ:
অর্থাৎ বৃদ্ধি ঘটেছিল ৭৪ লক্ষ ৮৮ হাজার ৯১১ কোটি টাকা এবং গ্রোথ ফ্যাক্টর কাজ করেছে ১.৭৭৩৪ বা ৭৭.৩৪ শতাংশ ছিল বৃদ্ধির হার। এই ব্যাপারটি একটি উন্নয়নশীল দেশের জন্যও ভালো। অবশ্য, উদারীকরণ-পরবর্তী—এই সময়কালের পূর্ববর্তী দুই দশকের হারের সঙ্গে, এই হারের তুলনাও করতে হবে।  ১৯৯১-৯২ এবং ২০০৩-০৪ সালের মধ্যে, ১৩ বছরে জিডিপির আকার (অর্থনীতির প্রক্সি বা পরোক্ষ হিসেবে) দ্বিগুণ হয়েছে। এরপর ২০০৪-০৫ এবং ২০১৩-১৪ সালের মধ্যে ইউপিএ’র দশবছরে জিডিপির আকার হয়েছে দ্বিগুণ। আমার এস্টিমেট ছিল যে, মোদির দশবছরে জিডিপি দ্বিগুণ হবে না এবং সংসদেও তা বলেছিলাম। এখন প্রধানমন্ত্রীই আমার অনুমানে সিলমোহর দিয়েছেন। ভারতের অর্থনীতি অবশ্যই বেড়েছে, তবে আমরা আরও ভালো করতে পারতাম। 
বেকারত্ব—এক হস্তী 
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছিলেন, ‘... ভারতবাসী আজ নতুন আত্মবিশ্বাসে ভরপুর।’ মাত্র কিছুদিন আগে, প্রকাশিত একটি খবরে আমরা দেখেছি যে, হরিয়ানা সরকারে সাফাই (সুইপার) কর্মী পদে চাকরির জন্য ৩ লক্ষ ৯৫ হাজার বেকার যুবক-যুবতী আবেদন করেছিলেন। মাত্র ১৫ হাজার টাকা মাস মাহিনার ওই চুক্তিভিত্তিক চাকরির জন্য আবেদনকারীদের মধ্যে ১ লক্ষ ১৭ হাজার ১৪৪ জন তরুণ-তরুণী ছিলেন দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। এমনকী ছিলেন ৩৯ হাজার ৯৯০ জন স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীও ৬ হাজার ১১২ জন। এটি কোনোভাবেই ‘নতুন আত্মবিশ্বাস’-এর চিত্র নয়। আমি জানি, এনিয়ে সাফাই গাইবার লোকজনও আছেন। তাঁরা এই গল্পই খাওয়াতে চাইবেন যে, এঁরা আসলে চাকরিবাকরি করেন, তবে একটি সরকারি চাকরির নিরাপত্তার আকাঙ্ক্ষা থেকেই এই পদে আবেদন করেছেন! 
তাঁদের এই ঘোর আমি কাটিয়ে দিতে চাই না।
 প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারতের উচ্চাকাঙ্ক্ষী যুব ও মহিলারা ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধির পক্ষে ভোট দিয়েছেন।’  তবে অনেক পর্যবেক্ষক মনে করেন যে ভোটটা বরং পড়েছে বিরোধীদের পক্ষে। ভোটটি পড়েছিল পরিবর্তন, সাংবিধানিক শাসন এবং সমতারক্ষার জন্য বৃদ্ধির পক্ষে।  দু’ধরনের লক্ষ্যের জন্য ছিল দুটি পৃথক বিশ্বাস: ধারাবাহিকতা বনাম পরিবর্তন, রাজনৈতিক স্থিতিশীলতা বনাম সাংবিধানিক শাসন এবং অর্থনৈতিক বৃদ্ধি বনাম সমতার সঙ্গে বৃদ্ধি। তাঁর তরফে গৃহীত লক্ষ্যগুলির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী যেমন একটি যুক্তি সাজাবার চেষ্টা করেছেন, তেমনই বিজেপির শাসনব্যবস্থার প্রতি জনগণের অস্বীকৃতি এবং তাদের লক্ষ্যপূরণে নতুন আকাঙ্ক্ষার পক্ষেও একটি শক্তিশালী যুক্তি খাড়া করা যেতে পারে।
নতুন লক্ষ্য প্রত্যাশিত 
এই নিবন্ধটি ‘বেকারত্ব’ নিয়েই লিখতে চাই। বেসরকারি বিশেষজ্ঞ সংস্থা সিএমআইই’র মতে, সর্বভারতীয় বেকারত্বের হার ৯.২ শতাংশ। কংগ্রেসের ২০২৪ সালের লোকসভা নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে যে, উদারীকরণের ৩৩ বছর পর ‘অর্থনৈতিক নীতির পুনর্নির্ধারণের সময় উপস্থিত হয়েছে।’  ‘চাকরি’ বিষয়ে ইস্তাহারে দুটি সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে: 
(এক): অ্যাপ্রেন্টিসশিপ বা শিক্ষানবিশ স্কিমের মাধ্যমে প্রত্যেক স্নাতক এবং ডিপ্লোমাধারী যুবক-যুবতীকে একবছরের শিক্ষানবিশির গ্যারান্টি দেওয়া হবে। এই সুযোগ সৃষ্টি করা হবে যুবদের কর্মদক্ষ ও কর্মসংস্থানের উপযোগী করে তোলার উদ্দেশ্যে। এই পদক্ষেপ সফল হলে লক্ষ লক্ষ যুবক-যুবতী নিয়মিত চাকরিতে বহাল হতে পারবেন। 
(দুই): নিয়মিত এবং ভালো মানের চাকরিতে অতিরিক্ত নিয়োগের সুবাদে কর্পোরেটরা এমপ্লয়মেন্ট-লিঙ্কড ইনসেনটিভ স্কিম (ইএলআই) মারফত পাবেন কর সংক্রান্ত (ট্যাক্স ক্রেডিট) কিছু সুবিধা পাবেন। 
এই ধার নেওয়া আইডিয়া অর্থমন্ত্রী যখন তাঁর বাজেট বক্তৃতায় যোগ করলেন তখন আমি আনন্দই পেয়েছিলাম। নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রীরা গত ৯ জুন শপথ গ্রহণ করেন। বিজেপি দাবি করেছিল যে, তৃতীয় মোদি সরকার প্রথম ১০০ দিনের মধ্যেই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নেবে। এই সরকারের ১০০ দিন পূর্ণ হবে আগামী ১৭ সেপ্টেম্বর। অথচ বেকারত্ব দূরীকরণ নিয়ে বাজেট ঘোষণা দুটির রূপায়ণের ব্যাপারে সরকার এখনও পর্যন্ত কোনও তৎপরতা দেখায়নি। অন্যদিকে ওয়াকফ (সংশোধন) বিল পাস এবং উচ্চতর সরকারি পদে ল্যাটারাল এন্ট্রির সুবিধা দেওয়ার ব্যাপারে সরকারকে বিশেষ উদ্যোগী হতে দেখা গিয়েছে। যদিও এই দুটিই ‘স্থগিত’ রাখতে বাধ্য হয়েছে সরকার।
খারাপ খবর বাড়ছে
কর্মসংস্থানের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের কাছে আরও খারাপ খবর রয়েছে: ভারতীয় কোম্পানিগুলি ২০২৩ এবং ২০২৪ সালে বহু কর্মীকে ছাঁটাই করেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে রয়েছে সুইগি, ওলা, পেটিএম প্রভৃতি। টেক কোম্পানিগুলি ঘোষণা করেছে যে, তাদের কর্মী বাহিনীকে কাঙ্ক্ষিত আকার দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে তারা।
গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার একটি নিবন্ধে দুই শিক্ষাবিদ জানিয়েছেন যে, আইআইটি মুম্বই এবছর তাদের স্নাতক শ্রেণির মাত্র ৭৫ শতাংশের জন্য চাকরির ব্যবস্থা করতে পেরেছে। টাকার বিনিময় হারকে হিসেবের মধ্যে রাখলে তাঁদের বেতনও থমকে রয়েছে বলে মনে হয়।  আইআইটি বাদ দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানের স্নাতকদের নিয়োগের হার আরও হতাশাজনক—মাত্র ৩০ শতাংশের মতো! 
বিশ্বব্যাঙ্কের ইন্ডিয়া ইকনমিক আপডেট (সেপ্টেম্বর, ২০২৪) রিপোর্ট করেছে যে, শহুরে যুবদের বেকারত্বের হার ১৭ শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এর জন্য দায়ী একটি বিভ্রান্তিকর বাণিজ্য নীতি। চামড়া এবং পোশাকের মতো শ্রম-নিবিড় শিল্পক্ষেত্র থেকে ভারত রপ্তানি আয় বাড়াতে পারেনি। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে ভারতের বাণিজ্যপদ্ধতির সমালোচনামূলক পর্যালোচনা রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, পণ্যের শ্রম-নিবিড় উৎপাদন ব্যবস্থা থেকে চীন সরে যাওয়ার কারণে যে সুবিধা ভারতের সামনে উপস্থিত হয়েছিল সেটা ভারত নিতে পারেনি। রিপোর্টে ভারতের রক্ষণশীল নীতি (প্রোটেকশনিস্ট পলিসি) এবং মুক্তবাণিজ্য চুক্তি সম্পর্কে বিরূপতার দিকেই ইঙ্গিত করা হয়েছে। 
অস্বীকার বা বাগাড়ম্বর কিংবা ভুলভাল পরিসংখ্যান দিয়ে বেকারত্বের সমস্যা দূর করা যাবে না। বেকারত্ব হল একটি মারাত্মক শক্তিশালী টাইম বোমা। সেটি নিষ্ক্রিয় করার জন্য তৃতীয় মোদি সরকার (মোদি ২.১ সরকার) ৯ জুন থেকে এ পর্যন্ত কিছু করেনি—একেবারে কিছুই করেনি।
 লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
09th  September, 2024
অচলাবস্থায় ক্ষতি সরকারের নয়, মানুষের
শান্তনু দত্তগুপ্ত

বিশ্বাসবাবু কাল মিছিলে গিয়েছিলেন। বৃষ্টি মাথায় নিয়েই। বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। না গেলে আর হচ্ছিলও না। কলেজের ছেলেমেয়েগুলো বাঁকা চোখে তাকাচ্ছিল। ওরা রোজই প্রায় হাজিরা দিচ্ছে স্বাস্থ্য ভবনের অবস্থানে। বিশদ

এখন মণিপুর যেন চাঁদের অন্ধকার দিক!
পি চিদম্বরম

মণিপুর নিয়ে বার বার লিখিনি। আমার সাপ্তাহিক কলামের পাতা ওল্টাতে বসেই খেয়াল করলাম ব্যাপারটা। এজন্য এখন নিজেকেই তিরস্কার করছি। মণিপুর নিয়ে শেষবার লিখেছিলাম গতবছরের ৩০ জুলাই। অর্থাৎ তারপর ১৩টি মাস পেরিয়ে গিয়েছে! তাই নিজেকেই ক্ষমার অযোগ্য মনে হচ্ছে।
বিশদ

16th  September, 2024
‘বিচার’ ও ‘সিবিআই’ এবং ‘মমতা’
হিমাংশু সিংহ

একজনকে বিচার দেওয়া মানে কি অন্যদের সঙ্গে অবিচার! তাও তো আর এক অন্যায়ের জন্ম দেবে! আবেগ থাকতে বাধ্য, নির্যাতিতার বিচারও নিঃসন্দেহে আমাদের সবার অগ্রাধিকার, কিন্তু সুবিচার কোনও মামলাতেই রাতারাতি মেলে না। প্রমাণ থাকলেও না, আর প্রমাণ না থাকলে তো কথাই নেই। বিশদ

15th  September, 2024
এরপরেও আন্দোলন অরাজনৈতিক!
তন্ময় মল্লিক

অভয়া খুনের জাস্টিস, নাকি প্রশাসনিক কর্তাদের পদত্যাগ? এই মুহূর্তে রাজ্যের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের লড়াইটা ঠিক কী নিয়ে, সেটাই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আন্দোলন ‘অরাজনৈতিক’ প্রমাণে ডাক্তারবাবুরা বিজেপি নেতাদের আন্দোলনস্থলের ত্রিসীমানায় দেখলেই রে রে করে উঠছেন। বিশদ

14th  September, 2024
একক শক্তির জয়যাত্রা
সমৃদ্ধ দত্ত

সমাজে দুই রকম শক্তি আছে। ভিড়ের শক্তি। আর একক শক্তি। ভিড়ের শক্তির মধ্যে অনেক সময় মিশে থাকে একটি বিভ্রান্তি। সেটি হল, ওই দলবদ্ধ শক্তিকেই নিজের শক্তি হিসেবে ভেবে নেওয়া। এবং আমিও খুব শক্তিশালী, এই মনোভাবে নিজেকে নিজে তুষ্ট করা। বিশদ

13th  September, 2024
উৎসব বয়কট বনাম শ্রেণির লড়াই!
মৃণালকান্তি দাস

বোলপুর থেকে শান্তিনিকেতন ছুঁয়ে বেঁকে যায় বিনুড়িয়ার পথ। নীল আকাশ, দু’ধারের ধান জমি, কাশফুল, মেঘ-রোদের লুকোচুরি— এই তল্লাটেই নকশি কাঁথা বিছোন আনসুরা বিবি, কাকলি টুডুরা। বিশদ

12th  September, 2024
বিচার চলুক, বাঁচুক বাংলার অর্থনীতিও
হারাধন চৌধুরী

সহকর্মীদের বেদম প্রহারের ফলে ৬ সেপ্টেম্বর রাজস্থানের জয়পুরে প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। মোতি আলি নামে ওই যুবক ছিলেন মালদহের বাসিন্দা। এই ঘটনার মাত্র একসপ্তাহ আগে শিরোনাম দখল করে হরিয়ানা। ‘গোমাংস ভক্ষণ’ সন্দেহে বাংলারই এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয় সেখানে। বিশদ

11th  September, 2024
গোরক্ষার নামে হত্যা! রুখে দাঁড়াক সমাজ
শান্তনু দত্তগুপ্ত

‘আহা! পিটিয়ে মারা হয়েছে বলবেন না। গোরক্ষায় কঠোর একটা আইন রয়েছে রাজ্যে। তার সঙ্গে তো আর কোনওরকম সমঝোতা চলে না! ওরা যদি এমন কোনও খবর পায়, কে আটকাবে ওদের?’ খুন হয়েছেন সাবির মল্লিক। প্রকাশ্যে। বিশদ

10th  September, 2024
বড় ধাক্কা খেতে চলেছেন নরেন্দ্র মোদি
হিমাংশু সিংহ

হিসেব কিছুতেই মিলছে না প্রধানমন্ত্রীর। তৃতীয়বার শপথ নেওয়া ইস্তক কী দেশে, কী বিদেশে। যত মিলছে না, ততই পাল্লা দিয়ে বাড়ছে টেনশন ও সঙ্কট। সেই কারণেই উৎসব মরশুম শুরুর আগে নরেন্দ্র মোদির রাতের ঘুম উধাও। দশ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট। বিশদ

08th  September, 2024
প্রতিবাদ যেন ‘শোকের উৎসব’ না হয়
তন্ময় মল্লিক

আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই চলছে আন্দোলন। বিচারের দাবিতে আন্দোলনে শামিল সর্বস্তরের মানুষ। এমনকী অভয়ার বাবা, মাও। পৈশাচিক ঘটনার দ্রুত বিচার চাইছে বাংলা। জাস্টিস দেওয়ার দায়িত্ব এখন সিবিআইয়ের। বিশদ

07th  September, 2024
দুই সমাজের দূরত্ব কমুক
সমৃদ্ধ দত্ত

সমাজে দুটি শ্রেণি আছে। একটি অংশের পরিবারে নবজাতক অথবা বালক বালিকাদের নাম আজও দেওয়া হয় চাঁপা, জবা, শেফালি, বকুল, কনক, মালতী, লতিকা, রতন, সনাতন, বিজয়, অমল, কানাই, কাশীনাথ, শম্ভুচন্দ্র, নিবারণ, উত্তম, সুবল...ইত্যাদি। বিশদ

06th  September, 2024
ধর্ম আগে, নাকি দেশ? জানে না বাংলাদেশ
মৃণালকান্তি দাস

ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ‘বাংলাদেশ পলিসি ডিসকোর্সের (বিপিডি)’ ব্যানারে। ১ সেপ্টেম্বর সেই আলোচনা সভার শিরোনাম ছিল ‘পিলখানা হত্যাকাণ্ড: হাসিনা ও ভারতের ষড়যন্ত্র’। তবে এই শিরোনামের উপর আলোচনা হয়েছে সামান্যই। বিশদ

05th  September, 2024
একনজরে
চারিদিক আগাছায় ভরা। তার মধ্যে ছোট্ট দু’টি ঘরে চলছে সুস্বাস্থ্য কেন্দ্র। ঘরের দেওয়ালেও ধরেছে ফাটল। ফলে, এই স্বাস্থ্যকেন্দ্রে এসে আরও অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা ...

ব্যবহৃত সিরিঞ্জ বেঁকিয়ে ফেলার দরকার নেই। আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ এমনই নির্দেশ দিতেন ওয়ার্ডের নার্সদের। হাসপাতাল সূত্রে মিলেছে এই ...

চারদিন ধরে বিদ্যুৎহীন ছিল পূর্বস্থলীর বৈদ্যপুর গ্রাম। সেখানকার মানুষ বারবার বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে সমস্যার কথা জানিয়েও সুরাহা পাননি। বিদ্যুৎ না থাকায় পানীয় জলেরও সঙ্কট দেখা দিয়েছে। অবশেষে সোমবার তাঁরা ক্ষুব্ধ হয়ে পারুলিয়া-জামালপুর সড়ক অবরোধ করেন ...

ফের হত্যার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রায়ান ওয়েসলে রুথ নামে এক ডেমোক্র্যাট সমর্থককে। গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে রবিবারই ৫৮ বছর ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩০: আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়
১৮৪৬: সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়
১৮৬৭: চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৯০৫: বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি
১৯১৫: জনপ্রিয় চিত্রশিল্পী  মকবুল ফিদা হুসেনের জন্ম
১৯২৪: হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন
১৯৪০: মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়
১৯৪৪: বিশিষ্ট অভিনেতা বিভু ভট্টাচার্যের জন্ম
১৯১৫: চিত্রশিল্পী এম এফ হুসেনের জন্ম
১৯৫০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম
১৯৫৪: কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর মৃত্যু 
১৯৬৫: প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার অরবিন্দ ডি সিলভার জন্ম
১৯৭০:  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলের জন্ম
১৯৭৭: ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা উইলিয়াম টলবোটের মৃত্যু
১৯৮০: পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের জন্ম
১৯৮৬: ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের জন্ম
১৯৯৯: কবি ও গীতিকার হসরত জয়পুরির মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৭ টাকা ৮৪.৮১ টাকা
পাউন্ড ১০৮.৬৫ টাকা ১১২.২০ টাকা
ইউরো ৯১.৫৭ টাকা ৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ আশ্বিন, ১৪৩১, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪। চতুর্দশী ১৫/৪৫ দিবা ১১/৪৫। শতভিষা নক্ষত্র ২১/৫ দিবা ১/৫৩। সূর্যোদয় ৫/২৭/২৫, সূর্যাস্ত ৫/৩৪/৫৫। অমৃতযোগ প্রাতঃ ৬/১৫ মধ্যে পুনঃ ৭/৪ গতে ১১/৭ মধ্যে । রাত্রি ৭/৫৭ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ৯/৩২ গতে ১১/৫৪ মধ্যে পুনঃ ১/৩০ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৪/৪০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৫৭ মধ্যে। বারবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১/১ গতে ২/৩১ মধ্যে। কালরাত্রি ৭/৩ গতে ৮/৩২ মধ্যে।   
৩১ ভাদ্র, ১৪৩১, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪। চতুর্দশী দিবা ১১/৫। শতভিষা নক্ষত্র দিবা ২/২৮। সূর্যোদয় ৫/২৭, সূর্যাস্ত ৫/৩৭। অমৃতযোগ দিবা ৭/৫২গতে ১০/১৬ মধ্যে ও ১২/৪০ গতে ২/১৬ মধ্যে ও ৩/২ গতে ৪/৪০ মধ্যে এবং রাত্রি ৬/১৬ মধ্যে ও ৮/৪০ গতে ১১/৬ মধ্যে ও ১/২৭ গতে ৩/৪ মধ্যে। বারবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে ও ১/৩ গতে ২/৩৫ মধ্যে। কালরাত্রি ৭/৬ গতে ৮/৩৫ মধ্যে।  
১৩ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আর জি কর কাণ্ড: সুপ্রিম কোর্টের নির্দেশে নির্যাতিতার বাড়িতে সিবিআই

11:57:47 PM

বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি, জাতীয় সড়ক অবরোধ
বন্যা বিধ্বস্ত আরামবাগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তাঁদের ...বিশদ

10:51:00 PM

এনসিপি (এসসিপি)-তে যোগদান করলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাপু সাহেব তুকারাম পাথারে

10:18:00 PM

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

10:13:00 PM

আইএসএল: গোয়াকে ২-১ গোলে হারাল জামশেদপুর

09:35:00 PM

মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ টিম তৈরি করল খড়্গপুর জিআরপি
দেশের সর্বোচ্চ আদালত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এরপরই ...বিশদ

09:28:00 PM