Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

করোনায় আতঙ্কে অর্থনীতি
শান্তনু দত্তগুপ্ত

অমিতাভ রায় এখনও লন্ডনে। সঙ্গে স্ত্রী, আর সাড়ে পাঁচ বছরের ছেলে। নামজাদা তথ্য-প্রযুক্তি কোম্পানির কর্মী অমিতাভ। পেশার চাপে দেশে আগে দেশে ফিরতে পারেননি। এই দফায় আর হলও না...। একবুক আতঙ্ক নিয়ে বিদেশের মাটিতে কাটছে প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু সেটাও কতদিন! জানেন না তিনি। হাড়ে হাড়ে বুঝছেন, বাজারটা খালি হয়ে যাচ্ছে। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাজার, সুপার মার্কেটের র‌্যাকগুলো শূন্য। যে যেমন পারছে চাল, ডাল, কাঁচা বাজার জমা করছে অ্যাপার্টমেন্টে। পুরোপুরি শাট ডাউন হলে খাবারও যে জুটবে না! তাই সাবধানের মার নেই। ব্যক্তি... তার থেকে সমষ্টি। আর তারপর বাজার অর্থনীতিতে ধস। ‘করোনা মহামারীতে’ এটাই এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বড় আতঙ্ক... যা চোরাস্রোতের মতো প্রত্যেকটা দেশের অস্থি-মজ্জায় ছড়িয়ে যাচ্ছে। এই উদ্বেগে অমিতাভও। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কার থেকে অন্য একটি প্রশ্ন অনেক বেশি ভাবাচ্ছে তাঁকে... চাকরিটা থাকবে তো? বলছিলেন, ‘যে কয়েকটা বড় ক্লায়েন্টকে হ্যান্ডল করি, তাদের মধ্যে অন্যতম রয়্যাল ব্যাঙ্ক অব স্কটল্যান্ড। হাইপ্রোফাইল ক্লায়েন্ট। কিন্তু এই করোনা এফেক্ট ওদেরও ধাক্কা দিতে চলেছে। বিষয়টা যেদিকে যাচ্ছে, তাতে মার্কেট মুখ থুবড়ে পড়বেই... সেই ছবিটা দ্রুত চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। এর পরের উদ্বেগটা আরও গুরুতর... এই ভয়ঙ্কর প্রভাব কাটতে কতদিন লাগবে? কত মাস... কত বছর!’
এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট বলছে, করোনা ভাইরাসের জন্য অর্থনীতির ধাক্কা খাওয়া প্রথম ১৫টি দেশের মধ্যে থাকছে ভারত। ব্যবসায়িক ক্ষতি হতে চলেছে অন্তত ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলারের। গত কয়েক বছরে আমাদের দেশের অর্থনীতি গোঁত্তা খেতে খেতে যেখানে এসে পৌঁছেছে, তাতে এই অঙ্ক পথে বসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সবচেয়ে বড় আঘাত আসছে রাসায়নিক বা কেমিক্যাল সেক্টরে। তারপর একে একে টেক্সটাইল, গাড়ি শিল্প, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, ধাতু ও ধাতব জিনিস, চামড়া শিল্প..। প্রভাবের অভিঘাত আমাদের দেশে বসে কিন্তু এখনই সেভাবে বোঝা যাচ্ছে না। অথচ, শুরুটা হয়ে গিয়েছে। আমাদের প্রতিবেশী দেশে। চীনে। উহান থেকে দুনিয়াভর ছড়িয়েছে কোভিড-১৯ বা করোনা ভাইরাস। তাই ঝড়টাও প্রথম আছড়ে পড়েছে চীনেই। উৎপাদন ক্ষেত্র বিপুল ধাক্কা খেয়েছে তাদের। আর আজকের বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে এটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। কেন? প্রথমত, বিশ্ব অর্থনীতির সিংহভাগ এখন নিয়ন্ত্রণ করে চীন। বহু উন্নয়নশীল দেশ মুখাপেক্ষী হয়ে থাকে বেজিংয়ের। কখনও আর্থিক সাহায্য, কখনও আবার উৎপাদিত পণ্য দিয়ে সেই দেশগুলিকে সমর্থন দেয় চীনা সরকার। সেই সহায়তা ক্ষেত্রটা কার্যত বন্ধ। দ্বিতীয়ত, চীনের উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে বাণিজ্য-বিশ্বের একটা বড় অংশ এখন পরিচালিত হয়। অনেক দেশ আছে, যারা শিল্পের কাঁচামাল সবটাই আমদানি করে চীন থেকে। জি জিনপিংয়ের দেশের পুরো ফোকাস এখন করোনায়। আক্রান্ত হাজার হাজার। নজরদারি বা আইসোলেশনে বহু। অফিস, কারখানা বন্ধ। খুব স্বাভাবিকভাবেই তাই উৎপাদন তলানিতে। বার্ষিক গড় উৎপাদনের হার ২ শতাংশ কমে গিয়েছে। ঠিক এই কারণে যে দেশগুলি শিল্পক্ষেত্রে চীনা পণ্যের উপর নির্ভরশীল, তাদের উপরও আঁচটা এসে পড়ছে। সরাসরি। পুরোটাই চেইন সিস্টেম। শুধু ফেব্রুয়ারি মাসেই আমদানি-রপ্তানি খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার। আর প্রাথমিক হিসেব বলছে, করোনার প্রভাবে ২০২০ সালে বিশ্ব অর্থনীতির ২০ হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। কয়েকটা ক্ষেত্র ধরে নেওয়া যাক।
পর্যটন ও হোটেল ব্যবসা। উৎপাদন শিল্পের পরই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এই ক্ষেত্রটি। এবং সেটা খুব অস্বাভাবিক নয়। গুণোত্তর প্রগতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোথাও কোথাও আরও দ্রুত। এর কারণ পরিষ্কার... একজন যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন, তাহলেই রোগটা ১০ জনে ছড়িয়ে যাওয়া কয়েক ঘণ্টার অপেক্ষা। আর সেই রোগী বিষয়টি লুকিয়ে রাখলে তো কথাই নেই! আপনি-আমি জানি না, কোন মানুষটি পরীক্ষা না করিয়ে, রোগ লুকিয়ে বাসে পাশের সিটে বসে আছেন। পর্যটন কেন্দ্রগুলিতে যা আরও বেশি সম্ভব। রাজস্থান বা কেরলের মতো রাজ্যে বহু বিদেশি পর্যটক আসেন। তাঁরা করোনায় আক্রান্ত হলে স্বেচ্ছায় সেই রোগ ভারতীয়দের দান করে যেতেই পারেন। সেটা হয়েওছে। আর তারপরই কঠোর হয়েছে প্রশাসন। সব দেশেই। এই পদক্ষেপে প্রথমেই বন্ধ হয়েছে ট্যুরিস্ট আসা। বিদেশি মুদ্রায় আয় তো বন্ধই, পাশাপাশি দেশের মধ্যেও বেড়িয়ে আসার আনন্দ আপাতত সিন্দুকে তোলা। আগে যেখানে একটা গড়পড়তা হোটেলের ৭৫ শতাংশের বেশি ঘর পর্যটন মরশুমে ভর্তি থাকত, সেটা এখন ২০ শতাংশে নেমে এসেছে। রেস্তরাঁগুলির বিক্রিও অন্তত ৩০ শতাংশ কমেছে।
আর পর্যটনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বিমান ও ট্রেনযাত্রা। সোমবার বিকেলেও দেখা গেল, আজকের হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের এসি থ্রি টিয়ারের টিকিট রয়েছে ১৭টি। এই পরিসংখ্যান খুব সুলভ নয়! হাওড়া-এনজেপি শতাব্দীর এসি চেয়ারকারের টিকিট রয়েছে ১০৯টি। আর বিমান? আগামী সপ্তাহের দিল্লির টিকিট হাজার পাঁচেক দর চলছে। আর আজ গেলে ৬ হাজারের আশপাশে। আন্তর্জাতিক বিমান সংস্থা অফার দিচ্ছে... টিকিট কেটে রাখুন ডিসকাউন্টে। ছাড় তো মিলবেই। ক্যানসেল করার চার্জও লাগবে না...। কারণ একটাই। যাত্রী পরিবহণ ব্যবসা ধুঁকছে। ৬ মার্চ পর্যন্ত ৫৮৫টি আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে। সাধারণত রোজ যে পরিমাণে ফ্লাইট বুকিং হয়, তা ১৫ থেকে ২০ শতাংশ কমে গিয়েছে। বিমানবন্দর ফাঁকা। আতঙ্ক...।
জামাকাপড়, ইলেকট্রনিক্স জিনিসপত্র... প্রভাব সর্বত্র। ভারত থেকে প্রচুর পরিমাণ জামাকাপড় প্রত্যেক বছর রপ্তানি হয়। করোনার জন্য ইতিমধ্যেই টেক্সটাইল শিল্প হোঁচট খাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে অর্ডার আসা। আরও বেশি আঘাত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি উৎপাদনে। টিভির প্যানেল হোক বা এসি মেশিনের কমপ্রেশার... চীনেই সবচেয়ে সস্তায় তৈরি হয়। যা আপাতত বন্ধ। মোবাইল ফোনও আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
সঙ্গে রয়েছে পোলট্রি শিল্প। হোয়াটসঅ্যাপে মেসেজ ছড়াল, মুরগির মাংস খেলে নাকি করোনা ধরতে পারে। সোশ্যাল মিডিয়ার মেসেজ তো আজকাল আবার আগুনের থেকে দ্রুত ছড়ায়। কমল বিক্রি। দাম নামতে নামতে কলকাতার বাজারে গড়ে ১০০ টাকার আশপাশে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল খাসির মাংসের দাম। দোলের দিন কোনও কোনও বাজারে ৮০০ টাকা ছুঁয়েছে খাসি। এই প্রবণতা কিন্তু শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়! গোটা বিশ্বে।
উৎপাদন নেই, পণ্যের চাহিদা নেই, সরবরাহ নেই... বাজার মুখ থুবড়ে পড়াটাই স্বাভাবিক। সেটাই হচ্ছে। আর এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর কোনও দিশা নেই। করোনা আক্রান্তদের অন্যতম প্রধান উপসর্গ হল শ্বাসকষ্ট। অভিঘাত বাড়লে যা চূড়ান্ত পর্যায়ে চলে যায়। সেক্ষেত্রে ভেন্টিলেশন ছাড়া গতি নেই। একটা শহরে সব হাসপাতাল মিলিয়ে কটা ভেন্টিলেটর থাকতে পারে? গুণোত্তর প্রগতিতে আক্রান্ত বাড়লে সেই সংখ্যাটা কিন্তু মরুভূমিতে একফোঁটা জলের মতো হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের মাত্র সাড়ে ৩ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পরিসংখ্যানটা উল্টে যাবে। তাই এখন আতঙ্কে সবাই।
লন্ডনে ভয় পাচ্ছেন অমিতাভ, প্যারিসে শমীক চক্রবর্তী, বার্লিনে সৌম্য দাশগুপ্ত। ফ্রান্সে সোমবার থেকে স্কুল, কলেজ, ক্রেশ বন্ধ করে দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও জানানো হয়েছে, খুব দরকার না হলে কর্মীদের অফিসে আসতে বাধ্য করবেন না। ওয়ার্ক ফ্রম হোম করান। তাই শমীক খানিক স্বস্তিতে। তাও আতঙ্কমুক্ত নন...।
শতবর্ষ আগে... ১৯১৮ সালে এমনই এক ফ্লু মহামারী হয়ে দেখা দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, আর্জেন্তিনা... সর্বত্র থাবা দিয়েছিল এই ফ্লু। প্রাণ হারিয়েছিলেন অন্তত ৫ কোটি মানুষ। মৃতদের বেশিরভাগের বয়স ছিল ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। খাবার, জল, ওষুধ... সবেরই আকাল। সেই সময় ছিল না ইলেকট্রন মাইক্রোস্কোপ। ভাইরাসের উপস্থিতি বিজ্ঞানীরা জানতেন, কিন্তু তাকে পর্যবেক্ষণ করে ভ্যাকসিন তৈরি করা ছিল অসম্ভব। সেবারও কিন্তু প্রবল ধাক্কা খেয়েছিল অর্থনীতি। তার উপর প্রথম বিশ্বযুদ্ধ... পরবর্তী সময় শুরু হয়েছিল প্রায় শূন্য থেকে। সে যুগ বিশ্বায়নের ছিল না। বাজার অর্থনীতি এতটা উন্মুক্ত হয়নি। উন্নয়নশীল দেশের সংখ্যা বেশি। প্রাকৃতিক সম্পদের অভাবের দিন আসেনি...। ঘুরে দাঁড়িয়েছিল বিশ্ব। আজ কী হবে? আপাতত বিজ্ঞানী, চিকিৎসকরা করোনাকে ঠেকিয়ে রাখতে বেশি তৎপর। উদ্দেশ্য একটাই, যাতে না ছড়ায়...। তারপর প্রতিষেধক। তাই সচেতনতার থেকে কার্যকরী ওষুধ কিন্তু এই মুহূর্তে অন্য কিছু নেই। কিন্তু আজ কী হবে? শুধু কোয়ারেন্টাইন করে কতদিন ঠেকিয়ে রাখা যাবে এই মহামারী?
প্রতিষেধক কিন্তু এখনও নাগালের অনেক দূর!
17th  March, 2020
ভীরু এবং আধখেঁচড়া
ব্যবস্থা, তবু স্বাগত
পি চিদম্বরম

গত ১৯ মার্চ, শুক্রবার প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে ২২ মার্চ, রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ পালন করা হবে। আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী জল মাপছেন, জনতা কার্ফুর শেষে তিনি নানা ধরনের লকডাউন ঘোষণা করবেন। কিন্তু রবিবার কোনও ঘোষণা শোনা গেল না। বিশদ

 করোনা যুদ্ধের অক্লান্ত সৈনিক ডাক্তারবাবুরা,
দোহাই ওদের গায়ে আর কেউ হাত তুলবেন না
হিমাংশু সিংহ

পৃথিবীব্যাপী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। অদৃশ্য জৈবযুদ্ধ। এলওসিতে দাঁড়িয়ে মেশিনগান হাতে কোনও সেনা নয়, রাফাল নিয়ে শত্রু ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও নয়। হাসপাতালের আইসিইউতে নিরস্ত্র ডাক্তারবাবুরা বুক চিতিয়ে এই নির্ণায়ক যুদ্ধ লড়ছেন রাতের পর রাত ক্লান্তিহীন। বিশদ

29th  March, 2020
এ লড়াই বাঁচার লড়াই,
এ লড়াই জিততে হবে
তন্ময় মল্লিক

 এখন দোষারোপের সময় নয়। এখন আঙুল তোলার সময় নয়। এখন সমালোচনার সময় নয়। এখন লড়াইয়ের সময়। এ এক কঠিন লড়াই। এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াই জিততে হবে।
বিশদ

28th  March, 2020
মিসাইল বানানোর চেয়ে ডাক্তার
তৈরি অনেক বেশি গুরুত্বপূর্ণ
মৃণালকান্তি দাস

লিউয়েনহুক যখন সাড়ে তিনশো বছর আগে আতশ কাঁচের নীচে কিলবিল করা প্রাণগুলোকে দেখতে পেয়েছিলেন, তখনও তিনি জানতেন না যে তিনি এক নতুন দুনিয়ার সন্ধান পেয়ে গিয়েছেন। তিনিই প্রথম আণুবীক্ষণিক প্রাণের দুনিয়াকে মানুষের সামনে উন্মোচিত করেন। ওই ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণগুলোর নাম দেন ‘অ্যানিম্যালকুলস’। বিশদ

27th  March, 2020
করোনা ছুটছে গণিতের অঙ্ক মেনে,
থামাতে হবে ‘হাতুড়ি’র ঘা দিয়েই
ডাঃ সৌমিত্র ঘোষ

 জানেন কি, গণিতের নিয়ম মেনেই ভারত সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস? একজন আক্রান্ত থেকে গুণিতক হারে অন্যদের মধ্যে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস! আর অসতর্কতার কারণে মাত্র এক-দু’সপ্তাহে আক্রান্তের সংখ্যা এক ঝটকায় অনেকটা বাড়ছে। ঠিক যেমন হয়েছে চীন, ইতালি, স্পেনের মতো দেশগুলিতে।
বিশদ

27th  March, 2020
পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ, অস্ত্র নাগরিক সচেতনতা
শান্তনু দত্তগুপ্ত

ডাঃ সুশীলা কাটারিয়া। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাঁদের জন্য পাঁচটা মিনিট সময় বের করার আর্জি জানিয়েছিলেন, ডাঃ কাটারিয়া তাঁদেরই মধ্যে একজন। গুরুগ্রামে একটি হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের ডিরেক্টর তিনি। বয়স ৪২ বছর। গত ৪ মার্চ যখন তাঁকে বলা হয়েছিল, আপনার দায়িত্বে ১৪ জন ইতালীয় পর্যটককে ভর্তি করা হচ্ছে, তখনও তিনি রোগের নাড়িনক্ষত্র ভালোভাবে জানেন না। 
বিশদ

24th  March, 2020
মন্বন্তরে মরিনি আমরা, মারী নিয়ে ঘর করি
 সন্দীপন বিশ্বাস

পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। আর এই ‘অসুখ’ থেকে বারবার মানুষ লড়াই করে ফিরে এসেছে। প্রতিবার অস্তিত্বের সঙ্কটের মুখে দাঁড়িয়ে একযোগে লড়াই করে মানুষ এগিয়ে গিয়েছে উত্তরণের পথে। প্রকৃতির কোনও মারণ আক্রমণেই সে পিছিয়ে পড়েনি। তাই মানুষ বারবার ঋণী মানুষেরই কাছে।  
বিশদ

23rd  March, 2020
কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই এবং তারপর
পি চিদম্বরম

আপনি এই লেখা যখন পড়ছেন, ততক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে করোনা ভাইরাসের (কোভিড-১৯) মোকাবিলায় ভারত এগতে পারল না কি পিছনে পড়ে গেল। সরকার ব্যস্ত ভিডিও কনফারেন্সে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে এবং করোনা থেকে বাঁচার জন্য নির্দেশিকা (হাত জীবাণুমুক্ত করা, নাক-মুখ ঢেকে রাখা এবং মাস্ক পরা) জারিতে।  
বিশদ

23rd  March, 2020
ভয় পাবেন না, গুজব ছড়াবেন না, জনতা কার্ফুতে ঘরে থাকুন, বিশ্বযুদ্ধে ভাইরাস পরাজিত হবেই
হিমাংশু সিংহ

 এক মারণ ভাইরাসের ভয়ঙ্কর সংক্রমণের বিরুদ্ধে বিশ্বব্যাপী মহাযুদ্ধ চলছে। এই যুদ্ধের একদিকে করোনা আর অন্যদিকে গোটা মানবজাতির অস্তিত্ব। প্রবীণ মানুষরা বহু স্মৃতি ঘেঁটেও এমন নজির মনে করতে পারছেন না যেখানে দ্রুত ছড়িয়ে পড়া একটা রোগ ঘিরে এমন ত্রাস, আতঙ্ক দানা বেঁধেছে মানুষের মনে।
বিশদ

22nd  March, 2020
লড়াই
তন্ময় মল্লিক

 করোনা ভাইরাস। এই দু’টি শব্দই গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। করোনা আতঙ্কে থরহরি কম্প গোটা পৃথিবী। চীন, জার্মানি, ইতালি, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের প্রথম সারির দেশগুলিকে ক্ষতবিক্ষত করে করোনা এবার থাবা বসাতে শুরু করেছে তৃতীয় বিশ্বের দেশগুলিতে।
বিশদ

21st  March, 2020
সময় এসেছে সিরিয়াস কিছু প্রশ্নের
সমৃদ্ধ দত্ত

তাহলে কিছুটা নিশ্চয়ই বোঝা গেল নিজের পাড়ায় দাঙ্গা এলে কী হবে? অতএব এটাও আশা করি আন্দাজ করা গেল যে, এনআরসি, সিএএ, এনপিআর, কংগ্রেস, বিজেপি, সিপিএম, হিন্দু মুসলমান সবই হল নেহাত সাধারণ টাইমপাস।  বিশদ

20th  March, 2020
যুদ্ধপরিস্থিতি
মেরুনীল দাশগুপ্ত

 এ সবকিছুর জন্য দায়ী ওই চীন, বুঝলেন। চীনেরাই ওই করোনা তৈরি করেছে। করে সামলাতে পারেনি। কোনওভাবে সেটা ফাঁক গলে বেরিয়ে পড়েছে। এখন নিজেরাও মরছে, আমাদেরও বিপদে ফেলে দিয়েছে। কাগজে পড়ছি ফ্রান্স, ইতালি, ইরান, ইরাক, আমেরিকা সব নাকি ওই ভাইরাসের দাপটে একেবারে নাজেহাল। বিশদ

19th  March, 2020
একনজরে
দুবাই, ২৯ মার্চ: পুলিসের উর্দি গায়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহসী ভূমিকা নেওয়ার জন্য প্রাক্তন ক্রিকেটার যোগিন্দর শর্মাকে কুর্নিশ জানাল আইসিসি। তাঁকে ‘রিয়াল লাইফ হিরো’ বলে অভিহিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ভারতের খেতাব জয়ের অন্যতম ...

 রূপাঞ্জনা দত্ত, লন্ডন, ২৯ মার্চ: করোনা ভাইরাস মহামারীর মধ্যে ভারতে আটকে পড়া কয়েক হাজার ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে বিদেশমন্ত্রী ডমিনিক রাবের কাছে আর্জি জানালেন লন্ডন অ্যাসেম্বলির সদস্য নবীন শাহ। ...

বিএনএ, বহরমপুর: বাংলাদেশেও করোনার দাপট শুরু হয়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করল বিএসএফ। বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় কাঁটাতার নেই সেখানে জওয়ানরা কার্যত ত্রিস্তরীয় ...

সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, সোমবার থেকে ময়নাগুড়ি পুরাতন বাজারের মুদিখানা এবং ওষুধের দোকানগুলি অন্যান্য সময়ের মতোই খোলা থাকবে। কিছু দিন আগে ব্যবসায়ী সমিতি বৈঠক করে স্থির করেছিল মুদিখানা দোকান সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা হবে।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায়ে যুক্ত হলে এই মুহূর্তে খুব একটা ভালো যাবে না। প্রেম প্রণয়ে বাধা। কারও সাথে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব চিকিৎসক দিবস
১৮৯৯ - বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯১৯: রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধের ডাক গান্ধীজির
১৯৪৫: অস্ট্রিয়াকে আক্রমণ করল সোভিয়েত ইউনিয়ন
১৯৫৬- বাংলা ভাষার রূপকথার বিশিষ্ট রচয়িতা ও সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারের মৃত্যু
১৯৫৬: পরমাণু পরীক্ষা করল সোভিয়েত ইউনিয়ন
১৯৬৫- বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর মৃত্যু
১৯৭৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট জ্যাজ্ সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী নোরা জোন্সের জন্ম
১৯৮১: ওয়াশিংটন ডিসি’র এক হোটেলের বাইরে জন হিঙ্কলে নামে এক ব্যক্তি প্রেসিডেন্ট রোনাল্ড রেগনকে গুলি করেন
১৯৮৬ - স্প্যানিশ ফুটবল খেলোয়াড় সার্জিও র্যামোসের জন্ম
২০০২- বিশিষ্ট কবি ও গীতিকার আনন্দ বক্সীর মৃত্যু
২০১৩ - মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৫৯ টাকা ৭৫.৩১ টাকা
পাউন্ড ৮৯.৬০ টাকা ৯২.৮৬ টাকা
ইউরো ৮০.৮৪ টাকা ৮৩.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
28th  March, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৬ চৈত্র ১৪২৬, ৩০ মার্চ ২০২০, সোমবার, (চৈত্র শুক্লপক্ষ) ষষ্ঠী ৫৪/১১ রাত্রি ৩/১৫। রোহিণী ২৯/১৭ অপঃ ৫/১৮। সূ উ ৫/৩৪/৫৩, অ ৫/৪৭/৩১, অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১০/২৭ গতে ১/৫৪ মধ্যে। রাত্রি ৬/৩৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১৭ গতে ২/২৫ মধ্যে, বারবেলা ৭/৭ গতে ৮/৩৮ মধ্যে পুনঃ ২/৪৪ গতে ৪/১৬ মধ্যে। কালরাত্রি ১০/১২ গতে ১১/৪০ মধ্যে।
১৬ চৈত্র ১৪২৬, ৩০ মার্চ ২০২০, সোমবার, ষষ্ঠী ৪২/৪৭/৫১ রাত্রি ১০/৪৩/৫১। রোহিণী ১৯/৫৮/২৮ দিবা ১/৩৬/৬। সূ উ ৫/৩৬/৪৩, অ ৫/৪৭/৪৪। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ১০/২৪ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ গতে ৮/৫৬ মধ্যে ও ১১/১৫ গতে ২/২০ মধ্যে। কালবেলা ৭/৮/৬ গতে ৮/৩৯/২৮ মধ্যে।
৫ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
বিশ্ব চিকিৎসক দিবস১৮৯৯ - বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ...বিশদ

07:03:20 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত মোট ২২৭ জন 

11:49:49 PM

করোনা: তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত হলেন ৬ জন 

11:15:52 PM

তারাপীঠ মন্দিরের জেনারেটর রুমে আগুন, অকুস্থলে দমকলের ১টি ইঞ্জিন 

09:12:28 PM

করোনা: দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭ 

09:08:28 PM

 করোনা: রাজ্যে আক্রান্ত আরও ২

09:00:11 PM