মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
প্রাক্তনের মৃত্যু দেশের ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করে তাঁর অবদান অনুকরণযোগ্য বলে মন্তব্য করেছেন বর্তমান। অথচ দশ বছরের শাসনকালে তিনি নিজেই মনমোহনের উল্টোপথে হেঁটেছেন! প্রাক্তনের ঐতিহাসিক পদক্ষেপ ছিল, ১০০ দিন নিশ্চিত কাজের প্রকল্প (মনরেগা)। বর্তমান সেই প্রকল্পের বাজেট নির্মমভাবে ছাঁটাই করেছেন। এখন আর কেউ গড়ে ৫০ দিনের বেশি কাজ পায় না। কাজ করেও ঠিকমতো মজুরি পায় না। নিজের সরকারের ‘স্বচ্ছতা’র স্বাক্ষর রাখতে তথ্য জানার অধিকার আইন চালু করা মনমোহনের আর এক যুগান্তকারী অবদান। মোদি জমানায় সেই আইন সংশোধন করে শর্ত চাপানো হয়েছে। একইভাবে ইউপিএ আমলে চালু হওয়া জমি অধিগ্রহণ আইন, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা আইন, শিক্ষার অধিকার আইন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন, মজুরি আইন সংশোধন করে দিয়েছে মোদি সরকার। আর অর্থনীতি? মনমোহনের জমানায় জিডিপি বৃদ্ধির হার ৬-৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। আর এখন মোদি জমানায় তা নেমে দাঁড়িয়েছে ৫.৪ শতাংশে। এই জমানায় মূল্যবৃদ্ধি, বেকারি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে, আদিবাসীদের অধিকার দিতে মনমোহন সরকার যে বনাঞ্চল আইন তৈরি করেছিল, মোদি জমানায় তা সংশোধন করে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আবার কোভিডকালে মানুষের হাতে নগদ টাকার জোগানের বিষয়ে মনমোহনের দেওয়া সদুপদেশও মানেনি মোদি সরকার। যে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছেন মোদি, তার প্রায় কোনওটাই এখনও প্রমাণিত নয়। দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার পক্ষে প্রাক্তনের দৃঢ় অবস্থান গোটা বিশ্বের সমীহ আদায় করেছিল। আর এখন? ‘ধর্মনিরপেক্ষ’ শব্দবন্ধটি সংবিধান থেকে বাদ দিতে তোড়জোড় শুরু হয়েছে। এখন দেশে উগ্র-হিন্দুত্ববাদীদের ‘গণতন্ত্র প্রতিষ্ঠা’ ও সংখ্যালঘু বিদ্বেষের প্রচার দিকে দিকে ধিকৃত হচ্ছে। ‘নির্বিকার’ মোদি অবশ্য গোটা বিশ্বের সঙ্গে সুর মিলিয়ে এখন প্রাক্তনের জয়গানই করে গেলেন!
কিন্তু মৃত্যুতেও কি মনমোহনকে যথাযোগ্য সম্মান দিল মোদি সরকার? এদেশের ঐতিহ্য ও চিরাচরিত রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীদের শেষকৃত্য সম্পন্ন হয় রাজঘাটে। সাধারণত সেখানেই গড়ে ওঠে রাষ্ট্রনায়কদের নামে স্মৃতিসৌধ। অথচ সেই ঐতিহ্য ও রীতিকে উপেক্ষা করে খোদ মোদি সরকারের নির্দেশে ও তত্ত্বাবধানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হল লালকেল্লার পিছনে নিগমবোধ ঘাট শ্মশানে। এ নিয়ে মনমোহনের পরিবার ও তাঁর দল আপত্তি তুললেও কর্ণপাত করেনি মোদির সরকার। ক্ষতে প্রলেপ দিতে দিল্লিতেই মনমোহনের নামে একটি স্মৃতিসৌধ তৈরির সরকারি ঘোষণা হলেও সেটা কবে, কোথায় হবে— তা পরিষ্কার নয়। ফলে বিদায়বেলাতেও সৌজন্যের জায়গা নিল রাজনৈতিক টানাপোড়েন। ইতিমধ্যে ভারতের সুসন্তান মনমোহনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি উঠেছে। মোদির সরকার সেটা মানবে কি না, সেটাই দেখার।