Bartaman Patrika
সম্পাদকীয়
 

এ যেন ‘তালিবানি’ পরামর্শ!

রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে পুরুষের একাংশের ‘খারাপ স্পর্শ’ সমাজে এক গভীর অসুখ তৈরি করেছে। এর থেকে বাঁচতে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। ‘ভালো স্পর্শ’, ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে সচেতন করার পাঠ শৈশব থেকেই শেখানো দরকার। এসব পরামর্শ মেনে অনেক রাজ্যে ছোট থেকেই মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার বর্মে নিজেকে সুরক্ষিত রাখতে অনেক মহিলা শারীরিক কসরতের ট্রেনিংও নেন। কিন্তু মেয়েদের আত্মরক্ষায় এসব চিরাচরিত ব্যবস্থায় যেন একেবারেই আস্থা নেই উত্তরপ্রদেশের যোগী সরকারের। খারাপ স্পর্শ থেকে মেয়েদের রক্ষা করতে তারা কার্যত ‘পুরুষ বর্জন’-এর চটজলদি দাওয়াই বাতলেছে! যেমন, মেয়েদের পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষ দর্জি, সেলুন বা বিউটি পার্লারে মেয়েদের চুল কাটতে পারবেন না পুরুষরা, জিমে মহিলাদের ট্রেনিং দিতে পারবেন না কোনও পুরুষ ট্রেনার ইত্যাদি। বলা হয়েছে, স্কুলবাসে মহিলা নিরাপত্তাকর্মী রাখতে হবে। মহিলাদের পোশাক বিক্রির দোকান, নাটক বা নাচ শেখার কেন্দ্রেও পুরুষ নৈব নৈব চ। এমনকী জিম, কোচিং সেন্টার, দর্জির দোকান সর্বত্র সিসি টিভি ক্যামেরা রাখতে হবে। উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের এমন একগুচ্ছ প্রস্তাব যোগী সরকার এখনও কার্যকর করার কথা ঘোষণা না করলেও এর মধ্যে ‘তালিবানি সংস্কৃতির’ ছায়া দেখছেন অনেকে। নারী-পুরুষের মধ্যে বিভেদ তৈরি করে, মহিলাদের পর্দানশিন রেখে তাদের অধিকার সঙ্কুচিত করার এই প্রবণতা আগে বিশ্বের বিভিন্ন দেশেও দেখা গিয়েছে। আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় এসেই ফতোয়া জারি করে জানায়, মেয়েরা একা রাস্তায় বেরতে পারবে না, তাদের জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ, এমনকী একজন মহিলা অন্য মহিলার সামনে জোরে কোরান পাঠও করতে পারবে না। উত্তরপ্রদেশে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বহুদিন ধরে চলছে। এখন দেখা যাচ্ছে, তালিবানদের ফতোয়া আর যোগীরাজ্যে মহিলা কমিশনের ‘সুরক্ষা’ প্রস্তাবের মধ্যে নীতিগত বিশেষ পার্থক্য নেই। 
মহিলা কমিশনের প্রস্তাব যোগী সরকার কার্যকর করবে কি না তা সময়ে বোঝা যাবে। কিন্তু এই প্রস্তাবকে ঘিরে কার্যত গোটা দেশে ঝড় উঠেছে। অনেকেই এর মধ্যে বিজেপির ‘মনুবাদী’ আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা দেখছেন। মহিলারা অন্য কারও সম্পদ, কারও অধীনে রয়েছেন, ধর্ষণ-শ্লীলতাহানির জন্য মেয়েদের ছোট পোশাকই দায়ী—হিন্দুত্ববাদীদের মনুবাদের মূল কথা এটাই। সে রাজ্যে সমাজবাদী পার্টির এক মহিলা নেত্রী বলেছেন, কে কোন দর্জির দোকানে যাবেন, জিম-এ কোন ট্রেনারের কাছে প্রশিক্ষণ নেবেন— সেটা মেয়েদের ব্যক্তিগত স্বাধীনতা। এই ব্যক্তি স্বাধীনতাকেই লিঙ্গের গণ্ডিতে বেঁধে রাখার চেষ্টা হচ্ছে! খুব সম্প্রতি পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলে দেওয়া আর জি কর কাণ্ডের পর হাসপাতালে মহিলা চিকিৎসকদের রাতের ডিউটিতে নিষেধাজ্ঞা জারির যে কথা উঠেছিল, সুপ্রিম কোর্ট তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে। এসব থেকে ঘুরেফিরে যে কথাটা বারবার উঠে আসছে তা হল, মেয়েরা কী করবে সেটা তারাই ঠিক করবে। যেমন, একজন পুরুষ এই অধিকার ভোগ করে। মহিলাদের কী করা উচিত, সেটা কোনও সরকার ঠিক করে দিতে পারে না। রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্র— সর্বত্র মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। সেখানে মেয়েদের অধিকার, ইচ্ছাকে নিয়ন্ত্রণ বা খারিজ করে রাষ্ট্র তার দায় এড়াতে পারে না। সঙ্গত কারণেই মেয়েদের ‘রক্ষা’র নামে এমন এক অবাস্তব প্রস্তাব নিয়ে হইচই শুরু হয়েছে। অনেকে কটাক্ষ করে বলেছেন, এরপর কি তবে গণপরিবহণ, রাস্তাঘাট এবং কর্মক্ষেত্রে মেয়েদের অবাধ বিচরণের জন্য পৃথক ব্যবস্থা করবে উত্তরপ্রদেশ সরকার? যেমন, পৃথক রাস্তা, পৃথক বাস, পৃথক অফিসঘর ইত্যাদি। 
আসলে সমাজের গভীরে ছড়িয়ে পড়া এই রোগের কোনও চটজলদি সমাধান নেই। কোনও পুরুষের অভব্য আচরণের হাত থেকে বাঁচতে কি ঘরে খিল এঁটে বসে থাকবেন মহিলারা? এখানেই সচেতনতা ও আত্মরক্ষার পাঠ ও প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। পুরুষের ‘খারাপ স্পর্শ’ ও অসৎ উদ্দেশ্য থেকে মহিলাদের ‘রক্ষার’ নামে যোগীরাজ্যে মহিলা কমিশন যে ‘তালিবানি’ পরামর্শ দিয়েছে তা নারী ও পুরুষের স্বাভাবিক সামাজিক মেলামেশার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এমন পরামর্শ পুরুষদের পক্ষেও অসম্মানজনক। কারণ, সব পুরুষ খারাপ নন। সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেওয়া এমন পরামর্শ নারী পুরুষের মধ্যে যে বিভাজন বিদ্বেষের মানসিকতার জন্ম দেবে না, তা কি হলফ করে বলা যায়? তাছাড়া এমনও দেখা গিয়েছে, নিজের ঘরে, পরিবারের মধ্যেই পদে পদে খারাপ পরিস্থিতির শিকার হতে হয়েছে বহু মেয়েকে। তাদের ‘সুরক্ষা’ দিতে এবার কি তাহলে যোগী সরকার পরিবারের অভ্যন্তরেই নারী-পুরুষের মধ্যে বিভাজন ঘটাবে? তাই বলতেই হয়, নারী হোক বা পুরুষ—তাদের ব্যক্তি স্বাধীনতাকে লিঙ্গের গণ্ডিতে বাঁধা কোনও কাজের কথা নয়। নারীদের আত্মরক্ষার পাঠ, প্রশিক্ষণ যেমন জরুরি, তেমনই জরুরি সরকারি তরফে নারীর সুরক্ষা সুনিশ্চিত করাটাও। দুষ্কৃতী দমনে প্রশাসন ঠুঁটো থাকলে এমন ঘটনা বাড়বে। দরকার প্রশাসনিক কড়া পদক্ষেপ।
10th  November, 2024
তরুণের স্বপ্নভঙ্গের চেষ্টা

মোদি সরকার চালু করেছে গালভরা জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০। আবার একইসঙ্গে শিক্ষাখাতে এই সরকারের বরাদ্দের পরিমাণ হতাশাজনক—জিডিপির ৩ শতাংশেরও কম! জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে গত সোমবার লখনউতে আয়োজিত এক ন্যাশনাল সিম্পোজিয়াম থেকে এই বিষয়ে খেদ প্রকাশ করা হয়। বিশদ

নির্ভয়ে সবার ভোট

কেরল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে উপ নির্বাচনের নির্ঘণ্ট বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের বদলে ওই তিন রাজ্যে উপ নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ২০ তারিখ। সংশ্লিষ্ট রাজ্যগুলির মোট ১৪টি আসনের ভোট একসপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশদ

13th  November, 2024
হাতের পুতুল, নাকি ঠুঁটো!

কোনও রাজ্যে পুলিস যা পারে না, সিবিআই-ইডি তা অনায়াসে করে দেখায়। একটা সময়ে এই দুই তদন্তকারী সংস্থা সম্পর্কে এমনই ‘মিথ’ ছিল। এক যুগ আগেও এই দুই সংস্থার উপর অগাধ আস্থা-ভরসার কথা শোনা যেত রাজনৈতিক দল থেকে আদালতের মুখে।
বিশদ

12th  November, 2024
গুরুতর অভিযোগ

সংসদীয় গণতন্ত্রের প্রধান চাহিদা সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নির্বাচন অনুষ্ঠান। অন্যথায় নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারেও জনমতের প্রতিফলন থাকে না। তাই প্রতিটি নির্বাচনের মুখে একটি প্রশ্ন বারবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে: জাতীয় নির্বাচন কমিশন কি বিতর্কের ঊর্ধ্বে উঠে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে? এবারের লোকসভা নির্বাচনও এই প্রশ্ন এড়াতে পারেনি। প্রশ্নটি উঠেছে ফের।
বিশদ

11th  November, 2024
দ্বিচারিতা

আগেই নাম উঠেছে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের। এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ডাবল ইঞ্জিনের আরেক রাজ্য অসমের বিরুদ্ধে। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য গোটা দেশে পিএম কিষান সম্মাননিধি প্রকল্প চালু রয়েছে। বিশদ

09th  November, 2024
স্বাগত নতুন ট্রাম্প

ইতিহাস গড়া হল না কমলার। অন্যদিকে, ঐতিহাসিক প্রত্যাবর্তন হল ট্রাম্পের। দুটিই অপ্রত্যাশিত ঘটনা, বিশেষ করে অনেক ভারতবাসীর কাছে। কমলা হ্যারিসের সঙ্গে ভারতের লতায়-পাতায় সম্পর্ক নিয়ে এদেশের কিছু মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছিল, তাঁর প্রতি বাড়তি সহানুভূতি ছিল মার্কিন প্রবাসীদেরও একাংশের। বিশদ

08th  November, 2024
ঋণজর্জর জীর্ণ দেশ

সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) তাদের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্টে জানিয়েছে, পৃথিবীর শীর্ষ দশটি অর্থনীতির তালিকায় গুরুত্বপূর্ণ অদলবদল আসন্ন। আর সেখানে সুখবর থাকছে ভারতের জন্য। আইএমএফের অনুমান, ২০২৫-এ সর্বোচ্চ আসন মার্কিন যুক্তরাষ্ট্রই ধরে রাখবে।
বিশদ

07th  November, 2024
সুখী গৃহকোণের আলো

ভারতই এখন পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ। গৃহ সমস্যায় সবচেয়ে বেশি জর্জরিত দেশটিরও নাম নিঃসন্দেহে ভারত। ‘পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই,/ আমি তো সেই ঘরের মালিক নই’—যখন লিখিত ও গীত হয়, তখন অখণ্ড ভারতে জনঘনত্ব তুলনায় ছিল সামান্যই। বিশদ

06th  November, 2024
নয়া বিপদ

প্রথমে একটি মেসেজ বা ই-মেল। তারপর ফোন। পুলিস, সিবিআই, ইডি বা শুল্ক বিভাগের আধিকারিকের পরিচয় দিয়ে ওপ্রান্ত থেকে বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক অনিয়ম বা নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে। তাই ‘ডিজিটাল গ্রেপ্তার’ জারি হয়েছে। বিশদ

05th  November, 2024
সময়োচিত, সমুচিত

খালিস্তানি উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জর হত্যার পিছনে ‘ভারতীয় এজেন্ট’ যোগের কোনও উপযুক্ত প্রমাণ তাঁর প্রশাসনের হাতে নেই। অতএব, নিজ্জর হত্যার ইস্যুতে ভারতের হাতে গ্রাহ্য কোনও তথ্য-প্রমাণও তাঁরা তুলে দিতে পারেননি। বিশদ

04th  November, 2024
আয়নায় মুখ দেখুন

সত্যি কথা বলা বা তা স্বীকার করে নেওয়া বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিধানে লেখা নেই! দেশের বহু মানুষের এমনই অভিযোগ। গত দশ বছরে তিনি বারবার প্রমাণ করেছেন, ভোটে জেতার জন্য যা বলেন, তা রক্ষা না-করাটাই তাঁর রাজনীতির মূল চাবিকাঠি। বিশদ

03rd  November, 2024
শব্দের ‘উৎসব’!

দীপাবলি কিংবা বাঙালির কালীপুজো কি শুধুই আলোর উৎসব? ৩১ অক্টোবর মাস শেষের সন্ধ্যা-রাতে বৃহত্তর মহানগরীর অলি-গলি থেকে রাজপথে যে নিরবচ্ছিন্ন নিষিদ্ধ বাজির শব্দদূষণের আস্ফালন দেখা গেল, তাতে উৎসবের সংজ্ঞাটাই বদলে গিয়েছে মনে হওয়াটাই স্বাভাবিক। বিশদ

02nd  November, 2024
কানাডা: অভিযোগ খণ্ডন জরুরি

২০২৩ সালের ১৮ জুন এক গুরুদ্বারের ভিতরেই গুলিতে নিহত হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে অঞ্চলে সে থাকত। কয়েক বছর আগে ভ্যাঙ্কুভারে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থীদের উপর্যুপরি বিক্ষোভ কর্সূচির নেপথ্যে ছিল এই হরদীপ। বিশদ

01st  November, 2024
মাধবী তোমার কে হয়?

দেশে কি শেয়ার বাজার, সেবি ও কেন্দ্রীয় সরকার ত্রয়ীর ‘মনোপলি বাঁচাও’ সিন্ডিকেট কায়েম হয়েছে? তাদের লক্ষ্য কি—কেবল বাছাই করা কর্পোরেট, নির্দিষ্ট কোম্পানি এবং পছন্দের শেয়ারের জন্য মুনাফা নিশ্চিতকরণ? আর সেই নাফা ঘরে তুলবে কি ওই বিতর্কিত সিন্ডিকেটের সদস্যরাই?
বিশদ

31st  October, 2024
পুনর্বিন্যাস ও গেরুয়া কৌশল

চব্বিশের ভোটে নরেন্দ্র মোদি হ্যাটট্রিক করেছেন বটে, কিন্তু মন ভরেনি তাঁর। কেননা, বিজেপি এবং এনডিএ উভয়েরই আসন সংখ্যা উনিশের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। তার ফলে ক্ষতি হয়েছে তাঁর দু’দিক থেকেই—সরকারে বিজেপি এবং মোদির একচ্ছত্র আধিপত্য চলে গিয়েছে, অন্যদিকে লোকসভাতেও দুর্বল হয়ে গিয়েছে বিজেপি তথা এনডিএ। বিশদ

30th  October, 2024
ধারাবাহিক বঞ্চনা

বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এই রোগের জন্ম অবশ্য কংগ্রেস আমলে। মোদি জমানায় বঞ্চনার ইতিহাস যেন অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গ্রামীণ অর্থনীতিতে পরিকাঠামো উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে যে সরকারি প্রকল্পগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার প্রায় সব ক্ষেত্রেই তুচ্ছ অজুহাতে বছরের পর বছর টাকা দেওয়া বন্ধ রেখেছে দিল্লি। বিশদ

29th  October, 2024
একনজরে
ব্যবস্থা অনলাইনেই। অভিযোগ, তারপরেও যাবতীয় নথির হার্ড কপি দেখতে চাইছেন অনেক আধিকারিক। এর ফলে ইএসআইয়ের মাতৃত্বকালীন পরিষেবা পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মহিলা গ্রাহকদের একাংশকে। ...

ট্যংরায় ১২ বছরের কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর অপরাধে প্রোমোটার সুদর্শন চন্দকে চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। বুধবার শিয়ালদহের বিশেষ পকসো আদালতের বিচারক অনির্বাণ দাস ওই আদেশ দিয়েছেন। ...

প্রায় দু’বছর আগে ১৪৪ ধারা লঙ্ঘন থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর ছয় সহযোগীর ...

এশিয়ার অন্যতম প্রাচীন আয়ুর্বেদিক শিক্ষাপ্রতিষ্ঠান জে বি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। উত্তর কলকাতায় দেশবন্ধু পার্ক লাগোয়া এই প্রতিষ্ঠানের ঐতিহ্য প্রশ্নাতীত। কিন্তু বর্তমান পারফরম‌্যান্সে? ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ডায়াবেটিস দিবস
বিশ্ব হাঁটা দিবস
শিশু দিবস
রসগোল্লা দিবস
১৫৩৩: স্পেনীয়রা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইকুয়েডর আবিষ্কার এবং দখল করে
১৬৬৬: দুই কুকুরের দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়
১৭৮০: ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে
১৮৩১: ব্রিটিশের বিরুদ্ধে লড়ে তিতুমীর শহীদ হন
১৮৬৫: মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়
১৮৮৯: পণ্ডিত জওহরলাল নেহরুর জন্ম
১৮৯৬: নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়
১৯০৮: আলবার্ট আইনষ্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন
১৯২০: স্বাধীনতা সংগ্রামী রাজা সুবোধচন্দ্র বসু মল্লিকের মৃত্যু 
১৯২২: যুক্তরাজ্য থেকে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়
১৯৩৫: অভিনেতা নিমু ভৌমিকের জন্ম
১৯৬৯: ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়
১৯৬৯: তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন 
১৯৭১: অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের জন্ম
২০২২: ডুবন্ত টাইটানিক থেকে বেঁচে যাওয়া ও বিশ্ব ইতিহাসের একের পর এক ঘটনার সাক্ষী থাকা নারী ভার্জিনিয়া।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৮ টাকা ৮৫.৩২ টাকা
পাউন্ড ১০৫.৮০ টাকা ১০৯.৫৪ টাকা
ইউরো ৮৮.০৩ টাকা ৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৫,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

দৃকসিদ্ধ: ২৮ কার্তিক ১৪৩১, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪। ত্রয়োদশী ৯/৩৮ দিবা ৯/৪৪। অশ্বিনী নক্ষত্র ৪৬/৪০ রাত্রি ১২/৩৩। সূর্যোদয় ৫/৫২/৩৭, সূর্যাস্ত ৪/৪৯/৩৪। অমৃতযোগ দিবা ৭/১৯ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে পুনঃ ৪/৭ গতে উদয়াবধি। বারবেলা ২/৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৮ মধ্যে। 
২৮ কার্তিক ১৪৩১, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪। ত্রয়োদশী দিবা ৭/৩৫ পরে চতুর্দশী শেষরাত্রি ৫/১৫। অশ্বিনী নক্ষত্র রাত্রি ১২/৫। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৪/৫০। অমৃতযোগ দিবা ৭/৩৪ মধ্যে ও ১/১৫ গতে ২/৪০ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৫৫ গতে ৩/২৯ মধ্যে ও ৪/২২ গতে ৫/৫৪ মধ্যে। কালবেলা ২/৬ গতে ৪/৫০ মধ্যে। কালরাত্রি ১১/২২ গতে ১/০ মধ্যে। 
১১ জমাদিয়স আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শালিমার স্টেশনে দুষ্কৃতী দৌরাত্ম্য, এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
মুম্বই ফেরার জন্য শালিমার স্টেশনে ট্রেন ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে ...বিশদ

12:35:02 AM

দেব দীপাবলি পালনের জন্য আলো দিয়ে সাজানো হয়েছে হরিদ্বারের হর কি পৌরি

10:58:00 PM

দেব দীপাবলি পালনের জন্য আলো দিয়ে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের বারাণসীর ঘাটগুলি

09:59:06 PM

নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান

09:34:00 PM

বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

09:21:00 PM

পুনেতে জনসভা করছেন মল্লিকার্জুন খাড়্গে

08:43:00 PM