Bartaman Patrika
সম্পাদকীয়
 

কীসের ‘সাফল্য’?

মাওবাদী খতম অভিযানে একের পর এক ‘সাফল্য’ পাচ্ছে যৌথ বাহিনী। তার মধ্যে উল্লেখযোগ্য সাম্প্রতিক তিনটি ‘অপারেশন’। খতমের ‘উজ্জ্বল’ তালিকার কোনোটিতে সংখ্যা ৩, কোনোটিতে ২৯, তো কোনোটিতে ৩১! যেমন গত ১৬ এপ্রিল ছত্তিশগড়ে বাস্তার জেলার কাঁকের-নারায়ণপুর সীমানায় তিন শীর্ষস্থানীয় সিপিআই (মাওবাদী) নেতাসহ মোট ২৯ জনকে নিকেশ করে যৌথবাহিনী। জঙ্গল ঘেরা জায়গাটি ছোটবেড়িয়া থানার অন্তর্গত। ওই জঙ্গিদের মাথার দাম ধার্য হয়েছিল ৮ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে বিএসএফ কর্তাদের নেতৃত্বে একে-৪৭, ইনসাস, এসএলআর, কারবাইন ৩০৩, এবং বিপুল পরিমাণ অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। ছত্তিশগড়ের মাটিতে খতমের সংখ্যার বিচারে তখনও পর্যন্ত ওটাই ছিল ‘বিগেস্ট এনকাউন্টার’। তার চারমাস পর, ৩০ আগস্ট বাস্তারেই অবুঝমাড় অঞ্চলে তিন মহিলা মাওবাদী জঙ্গিকে খতম করা হয়। তারা মাওবাদী ইউনিফর্মে ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পয়েন্ট থ্রি-নট-থ্রি রাইফেল, ৩১৫ বোর গান এবং বিপুল পরিমাণ মারাত্মক বিস্ফোরক। ওই মাওবাদী ক্যাডাররা ছিল পার্টির উত্তর বাস্তার ডিভিশন কমিটি এবং পিএলজিএ কোম্পানি নং ০৫-এর নেতৃস্থানীয় সদস্যা। 
এপ্রিলে কাঁকেরের পর, গত শুক্রবারের মাওবাদী দমন অভিযানকেই ‘সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সাফল্য’ ভাবা হচ্ছে। দীর্ঘদিনের মাওবাদী-গড় হিসেবে কুখ্যাত ছত্তিশগড়ের অবুঝমাড়। সেখানকার ঘন জঙ্গলে এদিন অন্তত ৩১ মাওবাদী জঙ্গিকে খতম করেছে যৌথবাহিনী। শনাক্ত হয়েছে ১৬ জন। মৃতদের তালিকায় রয়েছে কমলেশ ওরফে আর কে এবং নীতি ওরফে ঊর্মিলা। তারা দু’জনেই মাওবাদীদের দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির গুরুত্বপূর্ণ মুখ। ওরছা ও বারসুর থানা সীমানার থুলথুলি এবং নেন্দুর গ্রামের মাঝে ঘন জঙ্গলে কমলেশ, ঊর্মিলা, নান্দু-সহ জনা পঞ্চাশ মাওবাদী লুকিয়ে ছিল। এমন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে দ্রুত অভিযানের রণকৌশল স্থির করে ডিআরজি-এসটিএফ-সিআরপিএফ। প্রায় ২৫ কিমি ট্রেক করে জওয়ানরা প্রবেশ করেন জঙ্গলের গভীরে। এরপর দু’দলে ভাগ হয়ে তাঁরা হামলা চালান মাওবাদীদের উপর। আচমকা আক্রমণে কার্যত হতচকিত হয়ে পড়ে কমলেশরা। ঘণ্টাখানেক ধরে চলে সংঘর্ষ। প্রায় ১০ কিমি এলাকাজুড়ে চলে অভিযান। যৌথ বাহিনীর গুলিতে প্রাণ হারায় ৩১ জন মাওবাদী জঙ্গি। বাকিরা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আধাসেনা। এই নিয়ে গত ৬ মাসে তিনটি ‘অত্যন্ত সফল’ মাওবাদী-বিরোধী অভিযান সংঘটিত হল। আইটিআই পড়ুয়া কমলেশ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা। মাওবাদী কার্যকলাপে জড়িয়ে পড়েছিল সে। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং মহারাষ্ট্র জুড়ে ছিল তার দাপাদাপি। পাঁচ রাজ্যের পুলিস দীর্ঘদিন যাবৎ তার খোঁজে হন্যে ছিল। বিজাপুরের গাঙ্গলুরের বাসিন্দা ঊর্মিলা মাওবাদীদের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। বস্তার জুড়ে এখনও পর্যন্ত ২১২ জন মাওবাদী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মসমর্পণও করেছে ২০১ জন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ছত্তিশগড়ে গিয়ে তামাম ভারত ২০২৬ সালের মধ্যে ‘মাওবাদী-মুক্ত’ করার ডাক দেন। কোনও সন্দেহ নেই, তারপর থেকে মাওবাদী দমন অভিযানে নতুন জোয়ার এসেছে।
আর এখানেই প্রশ্ন, এমন ‘সাফল্য’-এর মূল্য দীর্ঘ মেয়াদে কতটা? একে যদি ‘সাফল্য’ বলা হয় তবে দেশবাসী কিন্তু এর চেয়ে বড় ‘অ্যান্টি মাওয়িস্ট এনকাউন্টার’-এর সাক্ষী হয়েছে আগেই। গড়চিরোলি অভিযানের রোমহর্ষক কাহিনি অনেকের মনে আছে নিশ্চয়। মহারাষ্ট্রে গড়চিরোলির কাসান্সুর গ্রামে সেটি হয়েছিল ২০১৮ সালের ২৪-২৫ এপ্রিল। টানা ৪৮ ঘণ্টার ওই ‘সফল’ এনকাউন্টারে তিন দফায় খতম করা হয়েছিল অন্তত ৩৭ জন মাওবাদী জঙ্গিকে। দেহ উদ্ধার হয়েছিল যথাক্রমে ১৬, ১৫ ও ৬ জনের। ওই অপারেশনে লিড করেছিল সিআরপিএফ। মৃতদের মধ্যে ছিল নিষিদ্ধ পার্টির দুই শীর্ষ নেতা—শ্রীনু ওরফে শ্রীকান্ত এবং সাঁইনাথ ওরফে ডোলেশ মাধি আতরাম। তাদের মাথার দাম ধার্য ছিল যথাক্রমে ২০ ও ১২ লক্ষ টাকা। মৃতদের মধ্যে ১৮ জন তরুণীও ছিল। তাদের মধ্যে অষ্টাদশী কুলয়েতির মাথার দাম ধার্য ছিল ৪ লক্ষ টাকা। নিহত ৩৭ জনের মাথার সর্বমোট মূল্য ধার্য ছিল ১০৯ কোটি টাকা! তাহলে গড়চিরোলির ‘সাফল্য’ জনজীবনে প্রভাব ফেলতে পারল কতটা? পূর্ববর্তী ঘটনাগুলি সামান্যও প্রভাব ফেলতে পারলে, পরবর্তী রক্তক্ষয়ী সংঘর্ষ অনুষ্ঠানের প্রয়োজনই নিশ্চয় পড়ত না। গলদটা আসলে গোড়ায়। মানুষ কখন মরার ঝুঁকি নেয়? যখন তার সব আশা ভরসা শেষ হয়ে যায়। বেকার যুব শ্রেণির বাঁচার আশা জাগিয়ে রাখে একটি চাকরি। এক দশকের মোদি জমানা এখানেই ডাহা ফেল। এই পরীক্ষায় সরকার সসম্মানে উত্তীর্ণ হতে না-পারলে, ‘সফল’ এনকাউন্টারের সিরিজ লেখাই চলতে থাকবে, অধরা থেকে যাবে জনজীবনে শান্তি প্রতিষ্ঠার হাজারো স্বপ্ন।
07th  October, 2024
বেনিয়ার সরকার

বহু জরুরি ওষুধের দাম একধাক্কায় ৫০ শতাংশ বাড়তে চলেছে। এই দুঃসংবাদ পাওয়া গিয়েছে সোমবার। আটটি ওষুধের ১১টি ফর্মুলেশনের সর্বোচ্চ দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির দাবিতে সিলমোহর দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। বিশদ

বিষদংশনের মোদিযুগ

ট্রেডিং ইকনমিক্স অনুসারে, ভারতে বেকারের সংখ্যা ৪৪.৮৫ মিলিয়ন। বেকারত্ব সম্পর্কিত অন্যান্য পরিসংখ্যানে তারা জানাচ্ছে, ভারতের বেকারত্বের হার গত জুন মাসে ছিল এইরকম—মহিলাদের মধ্যে ১৮.৫ শতাংশ। সংখ্যাটি জাতীয় গড়ের চেয়ে বেশি। বিশদ

16th  October, 2024
উৎসব

কোনও কোনও পঞ্জিকা মতে, এবারের পুজো ছিল তিনদিনের। কিন্তু উৎসব কি এই পুজোর সময়টুকু দিয়ে বেঁধে রাখা যায়! যায়ওনি। তাই মাসের শুরুতে দেবীপক্ষের সূচনা থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়েছিল। বিশদ

15th  October, 2024
সবার ভালোথাকার উৎসব

‘ভারতবর্ষে হিন্দুদিগের দুর্গাপূজা সকল পূজা অপেক্ষা শ্রেষ্ঠ। এই পূজাকে হিন্দুমাত্রেই অতিশয় শ্রদ্ধার চোখে দেখেন। ইহাকে হিন্দুদের জাতীয় উৎসব বলা যাইতে পারে।’ মনে করতেন স্বামী অভেদানন্দ। ভারতের বিভিন্ন রাজ্যে এবং পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশে জগন্মাতা শ্রীশ্রীদুর্গাদেবী নানা নামে পুজো পান। বিশদ

10th  October, 2024
হম্বিতম্বিই সার!

ভ্রাতৃভাব ভাবি মনে, দেখ দেশবাসিগণে,/ প্রেমপূর্ণ নয়ন মেলিয়া।/ কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি,/ বিদেশের ঠাকুর ফেলিয়া।।’ লিখেছিলেন উনিশ শতকের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাঁর এই সাহসী স্বদেশ চেতনার প্রশংসা প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘মাতৃসম মাতৃভাষা’র কথাও উত্থাপন করেন। বিশদ

09th  October, 2024
প্রতিশ্রুতি ও কঠিন বাস্তব

এই আগুন নেভার নয়! কাঁচা আনাজ থেকে রান্না করা খাবার— আগুনে দামের হাত থেকে রেহাই নেই আম জনতার। কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি, কখনও প্রশাসনের অপদার্থতায় আকাশ ছুঁয়ে ফেলা পণ্যসামগ্রীর দাম যেন বারো মাসে তেরো পার্বণের মতো অনিবার্য, অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। বিশদ

08th  October, 2024
পাক সফরে ভারতের অবস্থান স্পষ্ট

ভারত-পাকিস্তানের মধ্যে অচলায়তন কি কাটতে চলেছে? সেই প্রশ্ন তুলেই আগামী ১৫-১৬ অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই প্রতিবেশী দেশের কয়েক যুগের পাথরচাপা সম্পর্ক কি টলবে জয়শঙ্করের এই সফরে? বিশদ

06th  October, 2024
এবার নাম হোক ‘বাংলা’

আরও একটা লড়াই জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দাবি ‘ছিনিয়ে নেওয়া’ গেল। ‘মোদের গরব মোদের আশা’ বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র। দেবীপক্ষের সূচনালগ্নে বঙ্গবাসী ও বঙ্গভাষীর জন্য এই প্রাপ্তি আহ্লাদিত হওয়ার মতোই। বিশদ

05th  October, 2024
মোদি অর্থনীতির বদল চাই

ডিজেল, পেট্রলসহ কোনও পেট্রপণ্যের আন্তর্জাতিক বাজার দরের সুবিধা জনগণকে দেয় না কেন্দ্র। এই পণ্যগুলি বস্তুত একতরফা এবং দীর্ঘদিন যাবৎ অগ্নিমূল্য করে রেখেছে মোদি সরকার। এই নীতিতে অন্যায় হারে রাজস্ব লুটে যাচ্ছে তারা। পাশাপাশি কৃষক এবং গরিব ও মধ্যবিত্তের প্রাপ্য সরকারি ভর্তুকিতে কোপ বেড়ে চলেছে। বিশদ

04th  October, 2024
সঙ্কীর্ণতার শিকার বিজেপি

সম্প্রতি দু’দফায় বিধ্বংসী বন্যার কবলে পড়েছে বাংলা। প্রথম দফায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের ১২টি জেলা। দ্বিতীয় দফায় বানভাসি হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলার আরও কয়েক লক্ষ মানুষ। সব মিলিয়ে হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন হয়েছে। তলিয়েও গিয়েছে কিছু বসতবাড়ি।
বিশদ

03rd  October, 2024
মূল দাবি গুরুত্ব হারিয়েছে

জরুরি বিভাগসহ হাসপাতালের যাবতীয় চিকিৎসা পরিষেবায় ডাক্তারদের অবিলম্বে যোগ দিতে হবে। আর জি কর সমস্যায় স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার পরিষ্কার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কড়া নির্দেশ, ‘আইপিডি) এবং ওপিডি-সহ যাবতীয় চিকিৎসা পরিষেবায় ডাক্তারদের যোগ দিতে হবে।’ বিশদ

02nd  October, 2024
গোড়ায় গলদ

নিত্যদিনের জীবনধারণের ক্ষেত্রে সবচেয়ে দামি কী? যে কোনও পরীক্ষায় এই প্রশ্নের উত্তর হবে একটাই, চিকিৎসা খরচ। এবং, এই নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। একদিকে ওষুধের দাম বছরে তিন-চার বার বাড়ছে, এবং কিছু নামী-দামি কোম্পানির ততোধিক জনপ্রিয় ওষুধ গুণমানের পরীক্ষায় ‘পাশ’ করতে পারছে না, বাজার ছেয়ে যাচ্ছে ‘জাল’ ওষুধে! বিশদ

01st  October, 2024
নির্বাচনী বন্ডে দায়ী মোদিও

নির্বাচনী বন্ডকে ঢাল করে চলেছিল হাজার হাজার কোটি টাকার ‘তোলাবাজি’! আর এমনই এক ভয়াবহ ‘ফৌজদারি ষড়যন্ত্রে’ ব্যবহৃত হয়েছিল ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি!
বিশদ

30th  September, 2024
‘ধর্মের’ আশ্রয়ে কুসংস্কার

চার বছর আগে সেটাও ছিল এক সেপ্টেম্বরের ঘটনা। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাতরাস জেলায় চারজন উচ্চবর্ণের পুরুষ ধানখেতের মধ্যে এক ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণ করে পৈশাচিক শারীরিক অত্যাচার চালায়। ঘটনার দু’সপ্তাহ পর দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় সেই কন্যার। বিশদ

29th  September, 2024
ত্র্যহস্পর্শে জেরবার

সকলের জন্য শিক্ষা, শিক্ষান্তে কাজ, অথবা লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে—বাল্য বয়সে শেখা এসব স্বপ্ন দেখা মোদি জমানায় ভুলতে বসেছে যুব সমাজ। নতুন কাজ তো দূর অস্ত, এখন আজকে কাজ থাকলেও কালকের গ্যারান্টি নেই। বিশদ

28th  September, 2024
যুগপৎ উদ্বেগ ও অভয়

সম্প্রতি ড্রাগ টেস্ট বা ওষুধের গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করেছে বহুল ব্যবহৃত ৫৩টি ব্র্যান্ড। এগুলির কোনওটি অ্যান্টাসিড, কোনওটি-বা ক্যালশিয়াম সাপ্লিমেন্ট হিসেবে পরিচিত এবং রীতিমতো জনপ্রিয়। বিশদ

27th  September, 2024
একনজরে
ইসলামাবাদের মাটিতে দাঁড়িয়েই সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে তুলোধনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে যোগ দিয়ে পড়শি দেশকে বিঁধতে ...

জেলায় বন্যা পরিস্থিতি। প্রচুর ফসল নষ্ট হয়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। খুচরো বাজারে একধাপে অনেকটা বেড়েছে আনাজের দাম। পাশাপাশি রীতিমত আগুন দাম ফলেরও। বুধবার ...

ময়নাগুড়িতে এ বছর কৃষ্ণনগরের লক্ষ্মী প্রতিমার চাহিদা সব থেকে বেশি। স্থানীয় শিল্পীদের তৈরি প্রতিমার থেকে কৃষ্ণনগরের ছাঁচের প্রতিমা বিক্রি করে দোকানিরাও খুশি। অপরদিকে, কৃষ্ণনগরের প্রতিমা ...

শনিবার আইএসএলের প্রথম পর্বের মহারণে মাঠে নামছে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। এই ম্যাচের ৭২ ঘণ্টা আগে প্রকাশিত হল ফিরতি ডার্বির দিন। ১১ জানুয়ারি ফের মুখোমুখি হবে দুই প্রধান। শুধু ডার্বি নয়, বুধবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল এফএসডিএল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তির বেচাকেনায় অর্থাগম। ব্যয় বৃদ্ধির চাপ আসতে পারে। মনে অস্থিরতা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ট্রমা দিবস
বিশ্ব সাইক্লিং দিবস
আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস

১৬৩০: আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়
১৭৭৪: সাধক বাউল লালন ফকিরের জন্ম
১৮৯০: সাধক বাউল লালন ফকিরের মৃত্যু
১৯০৩: মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান
১৯০৫: বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি
১৯২৪: হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন
১৯৪০: মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়
১৯৪৪: অভিনেতা বিভু ভট্টাচার্যের জন্ম
১৯৪৭: রাজনীতিবিদ বৃন্দা কারাতের জন্ম
১৯৫৫: অভিনেত্রী স্মিতা পাতিলের জন্ম
১৯৬৫: শ্রীলঙ্কান প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডি সিলভার জন্ম
১৯৭০: ক্রিকেটার অনিল কুম্বলের জন্ম 
১৯৭৯: নিউজিল্যাণ্ডের ক্রিকেটার মার্ক গিলেস্পির জন্ম
২০০৫: দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শরু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৩ টাকা ৮৪.৯৭ টাকা
পাউন্ড ১০৮.০৬ টাকা ১১১.৮৬ টাকা
ইউরো ৮৯.৯১ টাকা ৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  October, 2024

দিন পঞ্জিকা

৩১ আশ্বিন, ১৪৩১, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪। পূর্ণিমা ২৩/১৫, দিবা ৪/৫৬। রেবতী নক্ষত্র ২৬/৪৫ দিবা ৪/২০। সূর্যোদয় ৫/৩৭/৩৭, সূর্যাস্ত ৫/৬/২৭। অমৃতযোগ দিবা ৭/১০ মধ্যে পুনঃ ১/১৭ গতে ২/৪৭ মধ্যে। রাত্রি ৫/৫৭ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৭ মধ্যে পুনঃ ৩/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ২/১৩ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২২ গতে ১২/৫৬ মধ্যে। 
৩০ আশ্বিন, ১৪৩১, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪। পূর্ণিমা সন্ধ্যা ৫/১৯। রেবতী নক্ষত্র সন্ধ্যা ৫/৩৭। সূর্যোদয় ৫/৩৮, সূর্যাস্ত ৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৩৯ মধ্যে। কালবেলা ২/১৫ গতে ৫/৮ মধ্যে। কালরাত্রি ১১/২৩ গতে ১২/৫৭ মধ্যে। 
১৩ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইজরায়েলি সেনার হামলায় হত হামাস প্রধান ইয়াহা সিনওয়ার

12:45:16 AM

রাজ্যকে আর্থিক সাহায্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের
জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে আলিপুরদুয়ারের ফালাকাটা পর্যন্ত চার লেনের রাস্তা ও ...বিশদ

12:09:02 AM

প্রয়াত অভিনেতা দেবরাজ রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

11:09:00 PM

বাবা সিদ্দিকিকে খুনের মামলা: অভিযুক্ত শিবকুমার গৌতম ও জীশান আখতারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল মুম্বই পুলিস

10:30:12 PM

মহিলা টি-২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা

10:19:00 PM

এনডিএ-র বৈঠক শেষে চণ্ডীগড় থেকে রওনা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

09:58:00 PM