Bartaman Patrika
সম্পাদকীয়
 

কেন্দ্রের সৌজন্যে ‘অভাগা’!

মানতেই হবে, নরেন্দ্র মোদি একজন ভাগ্যবান মানুষ। লোকসভা ভোটে সাধারণ মানুষ তাঁকে ‘উচিত’ শিক্ষা দিলেও তিনি কোনওক্রমে টিকে গিয়েছেন। নিজের দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, শরিকদের কাঁধে ভর দিয়ে কুর্সিতে বসেছেন। কিন্তু যদি ভোটের আগে ‘নিট’ ও ‘নেট’-এর মতো দুটি সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসত, তাহলে যে ‘রাম’-ও তাঁকে বাঁচাতে পারতেন না তা হলফ করে বলা যায়। মোদি অতএব স্বধর্মেই আছেন। তাঁর সরকারের একটি সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রায় ৩৩ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার পরও প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে বসে আছেন! এনটিএ-র ব্যর্থতার দায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বীকার করে নিলেও তিনি পদত্যাগ করতে নারাজ। সরকারের ব্যর্থতার শিকার হওয়া পড়ুয়াদের কাছে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাইতেও নারাজ শিক্ষামন্ত্রী! নেই বিন্দুমাত্র লজ্জাবোধও। এমনকী এই জোড়া কেলেঙ্কারির পর এনটিএ-র বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়লেও এনটিএ-র প্রধান কর্তাকে পদত্যাগ করতেও নির্দেশ দেননি। এনটিএ ভেঙেও দেননি মন্ত্রী। শুধু তাই নয়, দুটি পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ থাকলেও কেন্দ্র ভিন্ন অবস্থান নিয়েছে। ইউজিসি’র নেট পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিল ঘোষণা করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেলেঙ্কারির বহর আরও বেশি হওয়া সত্ত্বেও নিট পরীক্ষা বাতিল করা হয়নি। বরং দুটি ক্ষেত্রেই ‘স্বচ্ছতা’ বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে নিজেরা কতটা ‘তৎপর’ তা বোঝানোর চেষ্টা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মোদি জমানায় সাত বছরে ৭০টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যার শিকার হয়েছে দু’কোটি পড়ুয়া। এই তথ্য বুঝিয়ে দিচ্ছে, উচ্চশিক্ষার প্রায় সব প্রতিষ্ঠানের মাথায় অযোগ্য, দলীয় ক্যাডারদের বসিয়ে যে অরাজক অবস্থা তৈরি করেছে বিজেপি সরকার, শত কেলেঙ্কারির খবরেও তাঁদের গায়ে আঁচড় পড়বে না। ‘নিট’ ইস্যুতে অবশ্য কেন্দ্রীয় সরকার, এনটিএ-র কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। আসলে স্বাধীনতার ‘অমৃতকালে’ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন দেশের মেধাবী ছাত্রছাত্রীরা।
ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা নিটে এবার ২৪ লক্ষ পরীক্ষার্থী ছিল। ৪ জুন পরীক্ষার ফল ঘোষণার পর দেখা যায়, ৬৭জন পরীক্ষার্থীর প্রত্যেকে মোট ৭২০ নম্বরের মধ্যে ৭২০-ই পেয়েছেন। অভিযোগের কেন্দ্রস্থল বিহার। পরে দেখা যায় নিটের প্রশ্ন ফাঁস সহ বেনিয়মের অভিযোগ উঠেছে আরও কয়েকটি রাজ্যে। এই কেলেঙ্কারির ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত বলা যায়, দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন যাঁরা দেখান তাঁদের জমানাতেই দুর্নীতির নবতম সংযোজন ঘটল দুটি সর্বভারতীয় পরীক্ষাকে কেন্দ্র করে। অন্যদিকে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা অর্জন, পিএইচডি গবেষণায় ইউজিসি’র বৃত্তি পেতে সর্বভারতীয় নেট পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় ১৮ জুন তা বাতিল ঘোষণা করা হয়। এই পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ পড়ুয়া। ঘটনায় পরিষ্কার দুটি পরীক্ষাতেই কোনও বৃহত্তর চক্র কাজ করেছে। এর মধ্যে প্রশাসনের কোনও কর্তাব্যক্তি, কোচিং সেন্টার, পড়ুয়া, মিডলম্যানদের মতো একাধিক অংশের যোগসূত্র থাকা স্বাভাবিক। ফলে প্রকৃত ‘নাটের গুরু’ কারা তা জানা যাবে এই আশা কম। কারণ সেটা খুঁজে পেলে শাসকপক্ষের নিজেদের গায়ে কালি লাগার সম্ভাবনা প্রবল। প্রশ্ন উঠেছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্র কারা ছড়াল? যেহেতু দুটি পরীক্ষার দায়িত্বেই ছিল এনটিএ, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? প্রশ্ন আরও, নেট পরীক্ষায় ফের কেন ওএমআর শিট ফেরানো হল? কারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছে, কোন কোন রাজ্যে অনিয়মের অভিযোগ উঠেছে—এমন নানা প্রশ্ন শিক্ষামহলে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলির সদুত্তর খুঁজে বের করবেন প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, এমন ভরসা হচ্ছে না। অথবা এমন ঘটনা ভবিষ্যতে আর হবে না—‘অভাগা’ ছাত্রছাত্রীদের এমন নিশ্চয়তা তাঁরা দিতে পারবেন বলেও মনে হয় না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ-ই অনিশ্চিত। শিক্ষা ব্যবস্থাটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। নিট ও নেট ইস্যুতে ব্যাকফুটে কেন্দ্রীয় সরকার।
আসলে গোটা শিক্ষাব্যবস্থা নিয়েই দশ বছরের মোদি সরকার চরম উদাসীনতার নজির রেখে চলেছে। উচ্চশিক্ষায় কেলেঙ্কারি যদি একটা দিক হয়, তাহলে অন্যদিকে রয়েছে সিলেবাসে পরিকল্পিতভাবে গেরুয়াকরণের নির্লজ্জ প্রচেষ্টা। এবারে কেন্দ্রীয় সরকারের হয়ে ব্যাট করতে নেমেছে আরেক কেন্দ্রীয় সংস্থা এনসিইআরটি। যে নেট পরীক্ষা বাতিল নিয়ে গোটা দেশ উত্তাল, সেই পরীক্ষাতেই নাটক সম্পর্কিত প্রশ্ন নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। কারণ দেশের এই প্রজন্মকে প্রশ্ন করা হয়েছে, অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার তারিখ কত? রামায়ণে শ্লোকে হনুমানের বর্ণনা, মহাভারতে মুণ্ডচ্ছেদ হওয়ার পরেও বেঁচে থাকার বিষয় নিয়ে প্রশ্ন এসেছে। কুরুক্ষেত্রে কোন যোদ্ধার মাথা কাটা হয়েছিল, কিন্তু তিনি যুদ্ধ দেখার জন্য শেষ পর্যন্ত জীবিত ছিলেন? নেট পরীক্ষার্থীদের এমন প্রশ্নও করা হয়েছে। এসব দেখে বোঝা যায়, এনডিএ জমানায় আমাদের দেশের ছাত্রছাত্রীরা কতটা ‘অভাগা’!
22nd  June, 2024
সময়োচিত বার্তা

সঙ্গটি মোদিযুগের বয়সি। এনিয়ে দেশজুড়ে চর্চা-সমালোচনা শুধু নয়, নিন্দারও ঝড় বয়ে গিয়েছে বার বার। উত্তাল হয়েছে সংসদ। এমনকী, একাধিক মিত্রদেশও সরাসরি মুখ খুলে বাড়িয়েছে আমাদের অস্বস্তি। বিশদ

দায় নিন প্রধানমন্ত্রী

ক্ষুদ্র স্বার্থে যে কোনও নির্মাণ কাজের সঙ্গে আপস করলে পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে, সেদিন আরও একবার তার সাক্ষী থাকল দেশ। টানা দাবদাহের পর একদিনের আকাশভাঙা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে শুক্রবার কাকভোরে ভেঙে পড়ল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ। বিশদ

30th  June, 2024
বিড়ম্বনার প্রশংসা 

স্বাধীনতার পর ভারতের শিক্ষাক্ষেত্রে যতগুলি মারাত্মক দুর্নীতি হয়েছে, তার মধ্যে নিট জালিয়াতিকে সবার শীর্ষেই রাখছেন অনেক শিক্ষাবিদ। নব্বই দশকের কুখ্যাত ‘ব্যাপম’ কেলেঙ্কারির কথা মনে রেখেই এই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। বিশদ

29th  June, 2024
বিভাজনের রাজনীতির পরিণাম

সিঁদুরে মেঘের দিকেই একটা তিরচিহ্ন এঁকে দিয়েছে ন্যাসকম। তাদের সর্বশেষ সমীক্ষা রিপোর্টে প্রকাশ, গত অর্থবর্ষের তুলনায় এবার ধসই নামতে চলেছে আইটি এবং উচ্চ বেতনের নিয়োগ ক্ষেত্রে। শিক্ষিত যুব সমাজের সামনে এর চেয়ে বড় দুঃসংবাদ কিছু হতে পারে না। বিশদ

28th  June, 2024
তবে কি ‘অনাচারের’ মাশুল?

জলমগ্ন গর্ভগৃহে দণ্ডায়মান ‘বালক’ রাম! পাঁচ মাস আগে, গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, রামলালার মাথায় ছাদ দিলেন তিনি। এর মধ্য দিয়ে সূচনা হল এক নতুন যুগের। সূত্রপাত হল ‘রাম রাজত্বের’।
বিশদ

27th  June, 2024
রাজধর্মের অনুকরণীয় দৃষ্টান্ত

ভারতের সংসদীয় গণতন্ত্রের বুনিয়াদ নির্বাচিত পঞ্চায়েত এবং পুরসভা দিয়ে গঠিত। আর এই সবগুলির উপর রয়েছে সরকার। সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে জন পরিষেবা নিশ্চিত করাই এই নির্বাচিত প্রতিষ্ঠানগুলির দায়িত্ব।‌ সমস্ত ধরনের নাগরিক পরিষেবা প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা এবং অধিকার।
বিশদ

26th  June, 2024
দুর্নীতির অস্ত্রে নিজেরাই বিদ্ধ!

বিনোদন জগতের একটি শব্দবন্ধ সদ্য অনুষ্ঠিত লোকসভা ভোটে ব্যাপক ‘হিট’ করেছে। ‘ট্রেলার’। কোনও সিনেমা বা সিরিয়াল আসার আগে তার ঝলক বিজ্ঞাপনের মোড়কে তুলে ধরাকে ট্রেলার বলে। লোকসভা ভোটে এ রাজ্যে কমপক্ষে ৩০টি আসন জেতার খোয়াব দেখিয়ে এই ইংরেজি শব্দটি বারবার ব্যবহার করেছেন বঙ্গ বিজেপির নেতারা।
বিশদ

25th  June, 2024
গুজবের নেপথ্যে কারা

মাত্র চোদ্দো বছর আগের কথা। ভূমিকম্পের চেয়ে বেশি ঝাঁকুনিতে কেঁপে উঠেছিল গুয়াহাটি। অল্প কয়েকদিনের মধ্যে খুন হয়ে গিয়েছিল এগারোজন মানুষ! আর এই হত্যা সিরিজ বিশ্লেষণে দেখা গেল যে, প্রত্যেককের মৃত্যুর কারণ মাথায় ভারী বস্তুর আঘাত। বিশদ

24th  June, 2024
‘আই ওয়াশ!’

কেন্দ্র অথবা রাজ্য, যে সরকারই হোক তার শীর্ষ মহল থেকে কোনও প্রতিশ্রুতি, কোনও আশ্বাসবাণী শোনা গেলে মনটা আনন্দে ডগমগ হয়ে ওঠার কথা। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত দশ বছরে দু’দফায় দেশ শাসন করে এমন একটা ভাবমূর্তি তৈরি করেছেন যে এখন তিনি বা তাঁর সরকার কোনও প্রতিশ্রুতি দিলে আশার বদলে আশঙ্কা জাগে মনে। বিশদ

23rd  June, 2024
পলকা সরকারের নষ্টামি

সংসদীয় গণতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক দল অথবা জোট সরকার তৈরি করে। কিন্তু গঠিত সরকারটি আর সেই দল বা জোটের সম্পত্তি নয়।
বিশদ

21st  June, 2024
যথারীতি দায় এড়াবার খেলা

সবে বছর পেরিয়েছে। ২০২৩-এর ২ জুন বাহানাগায় ঘটেছিল ভারতীয় রেলের ইতিহাসে ভয়াবহতম দুর্ঘটনাগুলির একটি। রেল কর্তৃপক্ষ এবং ওড়িশা সরকারের তথ্য অনুসারে, ২৯৬ জন যাত্রী নিহত হন এবং জখম হন ৬৩৬ জন। আহতদের মধ্যে ১৭৭ জনের আঘাত ছিল গুরুতর।
বিশদ

19th  June, 2024
অযোধ্যা আছে, বাবরি নেই!

প্রায় পাঁচ বছর আগে সুপ্রিম কোর্টের রায়ে অস্তিত্ব হারিয়েছিল। এবার ইতিহাসের পাতা থেকে বাবরি মসজিদের নামটাই মুছে দেওয়া হল! দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়ারা এখন থেকে জানবে, অযোধ্যায় রামমন্দিরের জায়গায় আগে ছিল ‘তিনটি গম্বুজের এক স্থাপত্য’।
বিশদ

18th  June, 2024
ডাক্তারি ভর্তি ফিরুক রাজ্যেই

মে নয়া মোড় নিচ্ছে নিট দুর্নীতি। এবার সামনে এল ভয়াবহ তথ্য। বিহারের আর্থিক দুর্নীতিদমন শাখার (ইওইউ) প্রাথমিক তদন্তে প্রকাশ, প্রশ্নপত্র ফাঁসের জন্য সে-রাজ্যের অনেক পরীক্ষার্থীর কাছ থেকে দালালরা মাথাপিছু নিয়েছে ৩০ লক্ষাধিক টাকা। এই সূত্রে তদন্তকারী সংস্থা শনিবার ন’জন পরীক্ষার্থীকে তলব করেছে।
বিশদ

17th  June, 2024
হুঁশ নেই!

পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে খাদ্যপণ্যের বাজারে আগুন লেগেছে। দামের ছেঁকায় জেরবার সাধারণ মানুষ। তবু হুঁশ নেই নরেন্দ্র মোদির! সরকার গঠনের জন্য কোনওরকমে সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে আপাতত সংসার সাজিয়ে বসেছেন। বিশদ

16th  June, 2024
পথে বসিয়েছে অযোধ্যা

২০২৪ সালের ২২ জানুয়ারি এখনও স্মৃতিতে টাটকা। সেদিন এক রাজসূয় যজ্ঞের সাক্ষী থেকেছে দেশ। বিপুল সমারোহে, অযোধ্যার বুকে রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল ‘বালক’ রামের। আদ্যন্ত ‘ধর্মীয়’ এই অনুষ্ঠানে অর্থ আর ক্ষমতার যৌথ শক্তিতে নিজের কর্তৃত্ব জাহির করতে সক্ষম হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশদ

15th  June, 2024
কথা রাখার পাঠ

কৃষককে ‘অন্নদাতা’ আখ্যা দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে ২০১৬ সালে তিনিই ঘোষণা করেন, ২০২২-এর ভিতরে কৃষকের আয় দ্বিগুণ হবে। তারপরও পেরতে চলল দেড় বছর, কিন্তু অর্থনীতির উপর মুদ্রাস্ফীতির প্রভাব মিলিয়ে দেখা যায়, কৃষকের আয় দ্বিগুণ হওয়া দূর, পরিবর্তে তাঁদের আয় বাস্তবে কমেই গিয়েছে। বিশদ

14th  June, 2024
একনজরে
উত্তরপ্রদেশের একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। ...

অণ্ডাল মোড় এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে রবিবার মিনিবাস মালিককে মারধরের অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ওই রুটের সমস্ত বাস বন্ধ করে দেন বাস মালিকরা। ...

লোকসভা নির্বাচন এখন অতীত। এবার হরিয়ানার দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। হরিয়ানায় লোকসভার ফল বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। রাজ্যের ১০টি আসনের মধ্যে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে ...

বিরাট কোহলি, রোহিত শর্মার পথ অনুসরণ করলেন রবীন্দ্র জাদেজা। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় চিকিৎসক দিবস
১৮৪৭ - মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে
১৮৬২ - ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত 
১৮৭৯ - অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়
১৮৮২- কিংবদন্তী চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম
১৯০৬ - কানাড়া ব্যাঙ্ক  প্রতিষ্ঠিত হয়
১৯০৮ - আন্তর্জাতিক আতান্তর সংকেত এসওএস চালু হয়  
১৯২১ - নদীয়ার বড়জাগুলী তে জমিদার গোপাল সিংহের হাত ধরে বড়জাগুলী গোপাল একাডেমি স্কুল প্রতিষ্ঠা হয় , এটি নদীয়া জেলার সবচেয়ে প্রাচীন উচ্চ বিদ্যালয়
১৯৩৮- কিংবদন্তী বংশীবাদক হরিপ্রসাদ চৌরাশিয়ার জন্ম
১৯৫৫ - ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাংক নামে পরিচিত হয়
১৯৬১- যুবরানি ডায়নার জন্ম
১৯৬১- মার্কিন ক্রীড়াবিদ কার্ল লুইসের জন্ম
১৯৬২- কিংবদন্তী চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী  ডাঃ বিধানচন্দ্র রায়ের মৃত্যু
১৯৬৭- অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের জন্ম
১৯৬৮- বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের জন্ম
১৯৭৩- ভারতীয় রাজনৈতিক নেতা অখিলেশ যাদবের জন্ম
১৯৯৭ - ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান- সায়েন্স সিটি কলকাতা এর উদ্বোধন হয়
২০০৪- অস্কার জয়ী মার্কিন অভিনেতা মার্লোন ব্রান্ডোর মৃত্যু
২০১৭ - ভারতে পরোক্ষ কর পণ্য-পরিষেবা কর পদ্ধতি চালু হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৮ টাকা ৮৪.৩২ টাকা
পাউন্ড ১০৩.৮৩ টাকা ১০৭.৩০ টাকা
ইউরো ৮৭.৯০ টাকা ৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
30th  June, 2024
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম)  
রূপার বাট (প্রতি কেজি)  
রূপা খুচরো (প্রতি কেজি)  
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ়, ১৪৩১, সোমবার, ১ জুলাই, ২০২৪। দশমী ১৩/৪০ দিবা ১০/২৭। অশ্বিনী নক্ষত্র ৩/৩৮ প্রাতঃ ৬/২৬। সূর্যোদয় ৪/৫৯/২৬, সূর্যাস্ত ৬/২১/১৬। অমৃতযোগ দিবা ৮/৩৩ গতে ১০/১৯ মধ্যে। রাত্রি ৯/১১ গতে ১২/২ মধ্যে পুনঃ ১/২৭ গতে ২/৫২ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/২০ মধ্যে পুনঃ ৩/১ গতে ৪/৪১ মধ্যে। কালরাত্রি ১০/২১ গতে ১১/৪১ মধ্যে।  
১৬ আষাঢ়, ১৪৩১, সোমবার, ১ জুলাই, ২০২৪। দশমী ১০/৩৪। অশ্বিনী নক্ষত্র দিবা ৭/৩৪। সূর্যোদয় ৪/৫৯, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৮/৩৫ গতে ১০/২২ মধ্যে এবং রাত্রি ৯/১৩ গতে ১২/৩ মধ্যে ও ১/২৮ গতে ২/৫৪ মধ্যে। কালবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ৩/২ গতে ৪/৪৩ মধ্যে। কালরাত্রি ১০/২২ গতে ১১/৪১ মধ্যে। 
২৫ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইউরো কাপ: বেলজিয়ামকে ১-০ গোলে হারাল ফ্রান্স

11:27:04 PM

ইউরো কাপ: বেলজিয়াম ০: ফ্রান্স ১ (৮৭ মিনিট)

11:20:15 PM

ইউরো কাপ: বেলজিয়াম ০: ফ্রান্স ০ (৪৯ মিনিট)

10:42:31 PM

ইউরো কাপ: বেলজিয়াম ০: ফ্রান্স ০ (হাফটাইম)

10:23:36 PM

ইউরো কাপ: বেলজিয়াম ০: ফ্রান্স ০ (৫ মিনিট)

09:40:36 PM

সিআইডি অফিসারদের হুমকি সুবোধ সিংয়ের
আসানসোল সংশোধনাগারে সিআইডি অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগ বিহারের গ্যাংস্টার সুবোধ ...বিশদ

04:08:57 PM